এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - মানব–কল্যাণ
এইচএসসি - বাংলা ১ম পত্র | মানব–কল্যাণ : বহুনির্বাচনি প্রশ্ন
মানব–কল্যাণ
১. ‘মানব-কল্যাণ’ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. চৌচির খ. রাঙা প্রভাত
গ. মানবতন্ত্র ঘ. মাটির পৃথিবী
২. ‘আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে।’ এখানে ‘দৃষ্টিভঙ্গি’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. মানসিকতার খ. সংস্কার
গ. দেখার কৌশল ঘ. দেখার ইচ্ছা
কবিতাংশটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।
৩. উদ্দীপকের ভাবার্থ ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের কোন ভাব নির্দেশ করে?
ক. পারস্পরিক সৌহার্দ্যের মধ্যে মানব-কল্যাণ নিহিত
খ. মানব-কল্যাণের জন্য নিঃস্বার্থ হওয়া বাঞ্ছনীয়
গ. অন্যকে বিপদমুক্ত করলেই মানব-কল্যাণ হয় না
ঘ. অপরকে সহযোগিতার মাধ্যমেই মানব-কল্যাণ সম্ভব
৪. নির্দেশিত ভাবটি নিচের কোন বাক্যে বিদ্যমান?
ক. সত্যিকার মানব-কল্যাণ মহৎ চিন্তাভাবনার ফসল
খ. মানব-কল্যাণ স্বয়ম্ভূ, বিচ্ছিন্ন সম্পর্ক রহিত হতে পারে না
গ. মানব-কল্যাণ অলৌকিক কিছু নয়—এ কাজ জাগতিক মানবধর্ম
ঘ. তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন
৫. আবুল ফজল কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮০৩ সালে খ. ১৮৮৯ সালে
গ. ১৯০৩ সালে ঘ. ১৯৩৩ সালে
৬. মানব–কল্যাণের সোপান রচনা কার দায়িত্ব?
ক. শিক্ষকের খ. রাষ্ট্রের
গ. ব্যক্তির ঘ. সমাজের
৭. আবুল ফজল কত বছর অধ্যাপনা করেন?
ক. প্রায় ২৫ বছর খ. প্রায় ৩০ বছর
গ. প্রায় ৩৩ বছর ঘ. প্রায় ৩৫ বছর
৮. ‘অনুগৃহীত’ শব্দের অর্থ কী?
ক. ছোট ঘর খ. অনুচিত
গ. উপকৃত ঘ. অন্যদেশ
৯. আবুল ফজলের ‘রাঙা প্রভাত’ কোন ধরনের রচনা?
ক. প্রবন্ধ খ. উপন্যাস
গ. দিনলিপি ঘ. গল্পগ্রন্থ
১০. কোন মনোভাব নিয়ে কারও মঙ্গল করা যায় না?
ক. দাম্ভিক খ. দীন
গ. বিভক্তিকরণ ঘ. সমষ্টিকরণ
সঠিক উত্তর
মানব কল্যাণ: ১.গ ২.ক ৩.ক ৪.গ ৫.গ ৬.খ ৭.খ ৮.গ ৯.খ ১০.গ
মানব কল্যাণ
১১. সাহিত্যকর্মের জন্য আবুল ফজল কোন পুরস্কারে ভূষিত হয়েছেন?
ক. বাংলা একাডেমি পুরস্কার
খ. আদমজী সাহিত্য পুরস্কার
গ. একুশে পদক
ঘ. জগত্তারিণী স্বর্ণপদক
১২. আবুল ফজল কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৮৮৩ সালে খ. ১৮৮৪ সালে
গ. ১৯৮৩ সালে ঘ. ১৯৮৪ সালে
১৩. ‘নিচের হাত’ কথাটির মানে কী?
ক. যে হাত পেতে গ্রহণ করে
খ. যে উপকার করে
গ. যে দান করে
ঘ. যে অপকার করে
১৪. যে হাত তুলে ওপর থেকে অনুগ্রহ বর্ষণ করে, তাকে কী বলে?
ক. দাতা খ. গ্রহীতা
গ. অনুগৃহীত ঘ. অবমাননাকারী
১৫. ভিক্ষা গ্রহণকারীর দীনতা কিসে প্রতিফলিত হয়?
ক. মুখে খ. পোশাকে
গ. কথায় ঘ. সর্ব অবয়বে
১৬. জাতিকে আত্মমর্যাদাসম্পন্ন করে গড়ে তোলার বৃহত্তর দায়িত্ব কার?
ক. পরিবারের খ. সমাজের
গ. শিক্ষাপ্রতিষ্ঠানের ঘ. রাষ্ট্রের
১৭. ‘ওপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ।’—কথাটি কে বলেছেন?
ক. আবুল ফজল খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. ইসলামের নবি ঘ. লালন শাহ
১৮. ‘মানব-কল্যাণ’ প্রবন্ধে ইসলামের নবি ভিক্ষুককে কী কিনে দিয়েছিলেন?
ক. খেজুর খ. রুটি
গ. কুড়াল ঘ. কোদাল
১৯. কোনটি সমাজের ক্ষুদ্রতম অঙ্গ?
ক. দল খ. পরিবার
গ. গোষ্ঠী ঘ. সংগঠন
২০. ‘মানব-কল্যাণ’ প্রবন্ধ অনুসারে কাঙালি ভোজন কিসের অবমাননাকর পদ্ধতি?
ক. মানবমর্যাদার খ. সামাজিক মর্যাদার
গ. ব্যক্তিমর্যাদার ঘ. জাতিগত মর্যাদার
সঠিক উত্তর
মানব কল্যাণ: ১১.ক ১২.গ ১৩.ক ১৪.ক ১৫.ঘ ১৬.ঘ ১৭.গ ১৮.গ ১৯.খ ২০.ক
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - মানব–কল্যাণ
এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - সিরাজউদ্দৌলা (০১-৮০)
এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - সোনার তরী
এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - বিলাসী
এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - অপরিচিতা
এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - বিদ্রোহী
এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - আমি কিংবদন্তির কথা বলছি
এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - ফেব্রুয়ারি ১৯৬৯
এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - বায়ান্নর দিনগুলো
এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - লালসালু
এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - তাহারেই পড়ে মনে
No comments