এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - মানব–কল্যাণ

এইচএসসি - বাংলা ১ম পত্র | মানবকল্যাণ : বহুনির্বাচনি প্রশ্ন 

মানবকল্যাণ

. মানব-কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

. চৌচির . রাঙা প্রভাত

. মানবতন্ত্র . মাটির পৃথিবী

. আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। এখানে দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝানো হয়েছে?

. মানসিকতার . সংস্কার

. দেখার কৌশল . দেখার ইচ্ছা

কবিতাংশটি পড়ে নম্বর প্রশ্নের উত্তর দাও।

আপনারে লয়ে বিব্রত রহিতে

আসে নাই কেহ অবনী পরে

সকলের তরে সকলে আমরা

প্রত্যেকে আমরা পরের তরে।

. উদ্দীপকের ভাবার্থ মানব-কল্যাণ প্রবন্ধের কোন ভাব নির্দেশ করে?

. পারস্পরিক সৌহার্দ্যের মধ্যে মানব-কল্যাণ নিহিত

. মানব-কল্যাণের জন্য নিঃস্বার্থ হওয়া বাঞ্ছনীয়

. অন্যকে বিপদমুক্ত করলেই মানব-কল্যাণ হয় না

. অপরকে সহযোগিতার মাধ্যমেই মানব-কল্যাণ সম্ভব

. নির্দেশিত ভাবটি নিচের কোন বাক্যে বিদ্যমান?

. সত্যিকার মানব-কল্যাণ মহৎ চিন্তাভাবনার ফসল

. মানব-কল্যাণ স্বয়ম্ভূ, বিচ্ছিন্ন সম্পর্ক রহিত হতে পারে না

. মানব-কল্যাণ অলৌকিক কিছু নয় কাজ জাগতিক মানবধর্ম

. তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন

. আবুল ফজল কত সালে জন্মগ্রহণ করেন?

. ১৮০৩ সালে . ১৮৮৯ সালে

. ১৯০৩ সালে . ১৯৩৩ সালে

. মানবকল্যাণের সোপান রচনা কার দায়িত্ব?

. শিক্ষকের . রাষ্ট্রের

. ব্যক্তির . সমাজের

. আবুল ফজল কত বছর অধ্যাপনা করেন?

. প্রায় ২৫ বছর . প্রায় ৩০ বছর

. প্রায় ৩৩ বছর . প্রায় ৩৫ বছর

. অনুগৃহীত শব্দের অর্থ কী?

. ছোট ঘর . অনুচিত

. উপকৃত . অন্যদেশ

. আবুল ফজলের রাঙা প্রভাত কোন ধরনের রচনা?

. প্রবন্ধ . উপন্যাস

. দিনলিপি . গল্পগ্রন্থ

১০. কোন মনোভাব নিয়ে কারও মঙ্গল করা যায় না?

. দাম্ভিক . দীন

. বিভক্তিকরণ . সমষ্টিকরণ

সঠিক উত্তর

মানব কল্যাণ: . . . . . . . . . ১০.

মানব কল্যাণ

১১. সাহিত্যকর্মের জন্য আবুল ফজল কোন পুরস্কারে ভূষিত হয়েছেন?

. বাংলা একাডেমি পুরস্কার

. আদমজী সাহিত্য পুরস্কার

. একুশে পদক

. জগত্তারিণী স্বর্ণপদক

১২. আবুল ফজল কত সালে মৃত্যুবরণ করেন?

. ১৮৮৩ সালে . ১৮৮৪ সালে

. ১৯৮৩ সালে . ১৯৮৪ সালে

১৩. নিচের হাতকথাটির মানে কী?

. যে হাত পেতে গ্রহণ করে

. যে উপকার করে

. যে দান করে

. যে অপকার করে

১৪. যে হাত তুলে ওপর থেকে অনুগ্রহ বর্ষণ করে, তাকে কী বলে?

. দাতা . গ্রহীতা

. অনুগৃহীত . অবমাননাকারী

১৫. ভিক্ষা গ্রহণকারীর দীনতা কিসে প্রতিফলিত হয়?

. মুখে . পোশাকে

. কথায় . সর্ব অবয়বে

১৬. জাতিকে আত্মমর্যাদাসম্পন্ন করে গড়ে তোলার বৃহত্তর দায়িত্ব কার?

. পরিবারের . সমাজের

. শিক্ষাপ্রতিষ্ঠানের . রাষ্ট্রের

১৭. ওপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ।’—কথাটি কে বলেছেন?

. আবুল ফজল . রবীন্দ্রনাথ ঠাকুর

. ইসলামের নবি . লালন শাহ

১৮. মানব-কল্যাণ প্রবন্ধে ইসলামের নবি ভিক্ষুককে কী কিনে দিয়েছিলেন?

. খেজুর . রুটি

. কুড়াল . কোদাল

১৯. কোনটি সমাজের ক্ষুদ্রতম অঙ্গ?

. দল . পরিবার

. গোষ্ঠী . সংগঠন

২০. মানব-কল্যাণ প্রবন্ধ অনুসারে কাঙালি ভোজন কিসের অবমাননাকর পদ্ধতি?

. মানবমর্যাদার . সামাজিক মর্যাদার

. ব্যক্তিমর্যাদার . জাতিগত মর্যাদার

সঠিক উত্তর

মানব কল্যাণ: ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০.

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - মানবকল্যাণ

এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - সিরাজউদ্দৌলা (০১-৮০)

 এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - সোনার তরী

এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - বিলাসী

এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - অপরিচিতা

এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - বিদ্রোহী

 এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - আমি কিংবদন্তির কথা বলছি

 এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - ফেব্রুয়ারি ১৯৬৯

এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - বায়ান্নর দিনগুলো

এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - লালসালু

 এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - তাহারেই পড়ে মনে

 এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - প্রতিদান

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.