এইচএসসি - বাংলা ২য় পত্র বাক্য শুদ্ধ করে লেখো (১-৩০)
এইচএসসি - বাংলা ২য় পত্র | বাক্য শুদ্ধ করে লেখো (১-২০)
বাক্য শুদ্ধ করে লেখো
১। অশুদ্ধ: নিরপরাধী, নিস্পাপীকে শাস্তি দেবে কেন?
শুদ্ধ: নিরপরাধ, নিষ্পাপকে শাস্তি দেবে কেন?
২। অশুদ্ধ: পূর্বদিকে সূর্য উদয় হয়।
শুদ্ধ: পূর্বদিকে সূর্য উদিত হয়।
৩। অশুদ্ধ: পরপকার মানুষত্বের পরিচায়ক।
শুদ্ধ: পরোপকার মনুষত্বের পরিচায়ক।
৪। অশুদ্ধ: পরবর্তীতে আপনি আবার আসবেন।
শুদ্ধ: আপনি পরে আবার আসবেন।
৫। অশুদ্ধ: পড়াশোনায় তোমার মনোযোগীতা দেখতেছি না।
শুদ্ধ: পড়াশোনায় তোমার মনোযোগ দেখছি না।
০৬।অশুদ্ধ: পরিষ্কার পোশাক পরিহিত ছেলেটি উড়োজাহাজের আবিষ্কারকের নাম বলতে পারায় পুরস্কার পাইল ও নমষ্কার করিয়া চলিয়া গেল।
শুদ্ধ: পরিষ্কার পোশাক পরা ছেলেটি উড়োজাহাজ আবিষ্কারকের নাম বলতে পারায় পুরস্কার পেল ও নমষ্কার করে চলে গেল।
০৭। অশুদ্ধ: ব্যাকুলিত চিত্তে আমি তাঁকে দেখতে গেলাম।
শুদ্ধ: ব্যাকুলচিত্তে আমি তাকে দেখতে গেলাম।
০৮। অশুদ্ধ: বাড়ির মালিক যে পিঠ প্রদর্শন করেছিল, তা নয়।
শুদ্ধ: বাড়ির মালিক যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল, তা নয়।
০৯। অশুদ্ধ: বঙ্কিমের ভয়ঙ্কর প্রতিভা ছিল।
শুদ্ধ: বঙ্কিমের অসাধারণ প্রতিভা ছিল।
১০। অশুদ্ধ: বিদ্যান মূখর অপেক্ষা শ্রেষ্ঠতর।
শুদ্ধ: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
১১। শুদ্ধ: বিদ্বানকে সবাই শ্রদ্ধা করে।
অশুদ্ধ: বিপদ হতে সতর্ক থাকিও।
১২। শুদ্ধ: বিপদ হতে সতর্ক থেকো।
অশুদ্ধ: বিপদগ্রস্ত হয়ে তিনি আজ এসেছিলেন।
১৩। শুদ্ধ: বিপদগ্রস্ত হয়ে তিনি আজ এসেছেন।
অশুদ্ধ: বিগত পরীক্ষায় প্রথম হওয়ার জন্যে সে চেষ্টা করতেছে।
১৪। শুদ্ধ: বিগত পরীক্ষায় সে প্রথম হওয়ার জন্য চেষ্টা করেছিল।
অশুদ্ধ: মাদকাশক্তি ভালো নয়।
১৫। শুদ্ধ: মাদকাসক্তি ভালো নয়।
অশুদ্ধ: মুমূর্ষ ব্যক্তিটির প্রতি সকলেরই সহানুভূতি ছিল।
১৬। অশুদ্ধ: মুমূর্ষ ব্যক্তিটির প্রতি সকলেরই সহানুভূতি ছিল।
শুদ্ধ: মুমূর্ষু লোকটির জন্য সবারই সহানুভূতি ছিল।
১৭। অশুদ্ধ: যেই সব ছাত্রেরা পরীক্ষা দেয় নাই তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে।
শুদ্ধ: যেসব ছাত্র পরীক্ষা দেয়নি, তাদের শাস্তি দেওয়া হয়েছে।
১৮। অশুদ্ধ: তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবেন।
শুদ্ধ: তিনি আজ ভিডিও কনফারেন্সে ভাষণ দেবেন।
১৯। অশুদ্ধ: যাবতীয় লোকসমূহ সভায় উপস্থিত ছিল।
শুদ্ধ: যাবতীয় লোক সভায় উপস্থিত ছিল।
১৯। অশুদ্ধ: রোগের বৃদ্ধি পেয়েছে।
শুদ্ধ: রোগ বৃদ্ধি পেয়েছে।
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
বাক্য শুদ্ধ করে লেখো
২১। অশুদ্ধ: রবীঠাকুরের গীতাঞ্জলী বিখ্যাত কাব্য।
শুদ্ধ: রবি ঠাকুরের গীতাঞ্জলি বিখ্যাত কাব্য।
২২। অশুদ্ধ: রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য।
শুদ্ধ: রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য।
২৩। অশুদ্ধ: শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না।
শুদ্ধ: শুধু গায়ের জোরে কাজ হয় না।
২৪। অশুদ্ধ: শওকত ওসমানের কৃতদাসের হাসি একটা আদমজী পুরস্কারে সম্মানিত উপন্যাস।
শুদ্ধ: শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’ আদমজী পুরস্কারে ভূষিত একটি উপন্যাস।
২৫। অশুদ্ধ: শরীর অসুস্থ্যের জন্যে আমি কাল আসতে পারি নি।
শুদ্ধ: অসুস্থতার জন্য আমি কাল আসতে পারিনি।
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
বাক্য শুদ্ধ করে লেখো
২৬। অশুদ্ধ: প্রয়াত কবিকে আমরা সবাই অশ্রুজ্বলে বিদায় দিলাম।
শুদ্ধ: প্রয়াত কবিকে আমরা সবাই অশ্রুসিক্ত নয়নে বিদায় দিলাম।
২৭। অশুদ্ধ: শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধশালী হতে পারে।
শুদ্ধ: শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধ (বা সমৃদ্ধিশালী) হতে পারে।
২৮। অশুদ্ধ: সে কৌতুক করার কৌতুহল সম্বরণ করতে পারল না।
শুদ্ধ: সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না।
২৯। অশুদ্ধ: সে অপমান হইয়াছে।
শুদ্ধ: সে অপমানিত হয়েছে।
৩০। অশুদ্ধ: সে সংকট অবস্থায় পড়েছে।
শুদ্ধ: সে সংকটজনক অবস্থায় পড়েছে।
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
No comments