এইচএসসি - বাংলা ২য় পত্র বাক্য শুদ্ধ করে লেখো (১-৩০)

এইচএসসি
 - বাংলা ২য় পত্র | বাক্য শুদ্ধ করে লেখো (-২০)

বাক্য শুদ্ধ করে লেখো

১। অশুদ্ধ: নিরপরাধীনিস্পাপীকে শাস্তি দেবে কেন?

শুদ্ধনিরপরাধনিষ্পাপকে শাস্তি দেবে কেন?

২। অশুদ্ধ: পূর্বদিকে সূর্য উদয় হয়।

শুদ্ধপূর্বদিকে সূর্য উদিত হয়।

৩। অশুদ্ধ: পরপকার মানুষত্বের পরিচায়ক।

শুদ্ধপরোপকার মনুষত্বের পরিচায়ক।

৪। অশুদ্ধ: পরবর্তীতে আপনি আবার আসবেন।

শুদ্ধআপনি পরে আবার আসবেন।

৫। অশুদ্ধ: পড়াশোনায় তোমার মনোযোগীতা দেখতেছি না।

শুদ্ধপড়াশোনায় তোমার মনোযোগ দেখছি না।

০৬।অশুদ্ধ: পরিষ্কার পোশাক পরিহিত ছেলেটি উড়োজাহাজের আবিষ্কারকের নাম বলতে পারায় পুরস্কার পাইল  নমষ্কার করিয়া চলিয়া গেল।

শুদ্ধপরিষ্কার পোশাক পরা ছেলেটি উড়োজাহাজ আবিষ্কারকের নাম বলতে পারায় পুরস্কার পেল  নমষ্কার করে চলে গেল।

০৭। অশুদ্ধ: ব্যাকুলিত চিত্তে আমি তাঁকে দেখতে গেলাম।

শুদ্ধব্যাকুলচিত্তে আমি তাকে দেখতে গেলাম।

০৮। অশুদ্ধ: বাড়ির মালিক যে পিঠ প্রদর্শন করেছিলতা নয়।

শুদ্ধবাড়ির মালিক যে পৃষ্ঠ প্রদর্শন করেছিলতা নয়।

০৯। অশুদ্ধ: বঙ্কিমের ভয়ঙ্কর প্রতিভা ছিল।

শুদ্ধবঙ্কিমের অসাধারণ প্রতিভা ছিল।

১০। অশুদ্ধ: বিদ্যান মূখর অপেক্ষা শ্রেষ্ঠতর।

শুদ্ধবিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।

১১। শুদ্ধ: বিদ্বানকে সবাই শ্রদ্ধা করে।

অশুদ্ধবিপদ হতে সতর্ক থাকিও।

১২। শুদ্ধ: বিপদ হতে সতর্ক থেকো।

অশুদ্ধবিপদগ্রস্ত হয়ে তিনি আজ এসেছিলেন।

১৩। শুদ্ধ: বিপদগ্রস্ত হয়ে তিনি আজ এসেছেন।

অশুদ্ধবিগত পরীক্ষায় প্রথম হওয়ার জন্যে সে চেষ্টা করতেছে।

১৪। শুদ্ধ: বিগত পরীক্ষায় সে প্রথম হওয়ার জন্য চেষ্টা করেছিল।

অশুদ্ধমাদকাশক্তি ভালো নয়।

১৫। শুদ্ধ: মাদকাসক্তি ভালো নয়।

অশুদ্ধমুমূর্ষ ব্যক্তিটির প্রতি সকলেরই সহানুভূতি ছিল। 

১৬। অশুদ্ধমুমূর্ষ ব্যক্তিটির প্রতি সকলেরই সহানুভূতি ছিল।

শুদ্ধমুমূর্ষু লোকটির জন্য সবারই সহানুভূতি ছিল।

১৭। অশুদ্ধযেই সব ছাত্রেরা পরীক্ষা দেয় নাই তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে।

শুদ্ধযেসব ছাত্র পরীক্ষা দেয়নিতাদের শাস্তি দেওয়া হয়েছে।

১৮। অশুদ্ধতিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবেন।

শুদ্ধতিনি আজ ভিডিও কনফারেন্সে ভাষণ দেবেন।

১৯। অশুদ্ধযাবতীয় লোকসমূহ সভায় উপস্থিত ছিল।

শুদ্ধযাবতীয় লোক সভায় উপস্থিত ছিল।

১৯। অশুদ্ধরোগের বৃদ্ধি পেয়েছে।

শুদ্ধরোগ বৃদ্ধি পেয়েছে।

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজঢাকা

বাক্য শুদ্ধ করে লেখো

২১। অশুদ্ধরবীঠাকুরের গীতাঞ্জলী বিখ্যাত কাব্য।

শুদ্ধরবি ঠাকুরের গীতাঞ্জলি বিখ্যাত কাব্য।

২২। অশুদ্ধরচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য।

শুদ্ধরচনাটির উৎকর্ষ অনস্বীকার্য।

২৩। অশুদ্ধশুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না।

শুদ্ধশুধু গায়ের জোরে কাজ হয় না।

২৪। অশুদ্ধশওকত ওসমানের কৃতদাসের হাসি একটা আদমজী পুরস্কারে সম্মানিত উপন্যাস।

শুদ্ধশওকত ওসমানের ক্রীতদাসের হাসি আদমজী পুরস্কারে ভূষিত একটি উপন্যাস।

২৫। অশুদ্ধশরীর অসুস্থ্যের জন্যে আমি কাল আসতে পারি নি।

শুদ্ধঅসুস্থতার জন্য আমি কাল আসতে পারিনি।

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজঢাকা

বাক্য শুদ্ধ করে লেখো

২৬। অশুদ্ধপ্রয়াত কবিকে আমরা সবাই অশ্রুজ্বলে বিদায় দিলাম।

শুদ্ধপ্রয়াত কবিকে আমরা সবাই অশ্রুসিক্ত নয়নে বিদায় দিলাম।

২৭। অশুদ্ধশিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধশালী হতে পারে।

শুদ্ধশিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধ (বা সমৃদ্ধিশালীহতে পারে।

২৮। অশুদ্ধসে কৌতুক করার কৌতুহল সম্বরণ করতে পারল না।

শুদ্ধসে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না।

২৯। অশুদ্ধসে অপমান হইয়াছে।

শুদ্ধসে অপমানিত হয়েছে।

৩০। অশুদ্ধসে সংকট অবস্থায় পড়েছে।

শুদ্ধসে সংকটজনক অবস্থায় পড়েছে।

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজঢাকা

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.