এইচএসসি ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র মডেল টেষ্ট -২০
এইচএসসি ফিন্যান্স, ব্যাংকিং ও
বীমা
প্রথম
পত্র মডেল টেষ্ট -২০
সৃজনশীল প্রশ্ন
মান : ৭০
উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড়ো এবং যেকোনো ৭টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান ১০ (১+২+৩+৪)।
১।
জনাব মনির একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক। প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে তিনি ব্যাংক থেকে ১১ বছর মেয়াদি একটি ঋণ গ্রহণ করেন, যা দিয়ে তিনি প্রতিষ্ঠানের জন্য একটি মেশিন ক্রয় করেন। এ ছাড়া পণ্য বিক্রয়লব্ধ মুনাফা থেকে প্রতিষ্ঠানের দৈনন্দিন খরচ মেটান। জনাব মনির চেষ্টা করছেন পণ্য বিক্রয়লব্ধ অর্থের একটি অংশ ব্যবহার করে প্রতিষ্ঠানের জন্য জমি ক্রয় করতে। এতে বর্তমান মুনাফা কম হলেও ভবিষ্যতে উন্নতি হবে বলে আশা করছেন।
ক) অর্থায়ন কাকে বলে?
খ) মুনাফা দক্ষতার মানদণ্ড—ব্যাখ্যা করো।
গ) জনাব মনির তাঁর প্রতিষ্ঠানে অর্থায়নের কোন নীতি ব্যবহার করছেন—ব্যাখ্যা করো।
ঘ) প্রতিষ্ঠানের পণ্য বিক্রয়লব্ধ অর্থ থেকে জমি কেনার সিদ্ধান্তটি কি সঠিক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
২।
রবিন একজন সাধারণ চাকরিজীবী। নিজের জমানো অর্থের একটা অংশ বিনিয়োগের জন্য তিনি শেয়ারবাজারে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি তাঁর বন্ধুর সঙ্গে পরামর্শের জন্য গেলে তাঁর বন্ধু তাঁকে জানান যে শেয়ারবাজারে বিনিয়োগের বিভিন্ন নিয়ম-কানুন আছে। এই নিয়ম শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান তৈরি করেছে। তাঁর বন্ধুর মতে, রবিন যদি বাজারের অবস্থা দেখে মুনাফা লাভকারী প্রতিষ্ঠানের শেয়ার অন্য বিনিয়োগকারীর কাছ থেকে ক্রয় করে, তাহলে সে অধিক লাভবান হবে।
ক) অর্থবাজার কাকে বলে?
খ) মানি লন্ডারিং বলতে কী বোঝো?
গ) উদ্দীপকে উল্লিখিত শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কী? ওই প্রতিষ্ঠান সম্পর্কে লেখো।
ঘ) রবিন সাহেব কোন বাজারে বিনিয়োগ করতে চাইছেন? তাঁর এই বাজারে বিনিয়োগ করা কি যুক্তিযুক্ত? ব্যাখ্যা করো।
৩।
মুন্নী একজন সফল উদ্যোক্তা। তিনি উত্তরায় একটি ফ্ল্যাট কিনতে আগ্রহী। এটি ক্রয় করতে তাঁর ৮০ লাখ টাকার প্রয়োজন। এই ফ্ল্যাটটি কেনার জন্য তাঁর সামনে দুটি বিকল্প আছে। প্রথমত, পুরো অর্থ নগদে পরিশোধ করা। অথবা দ্বিতীয়ত,
পুরো মূল্যের ৫০% অর্থ নগদে এবং বাকি অর্থ ৪,৫০,০০০ টাকা কিস্তিতে ১০ বছরের মধ্যে পরিশোধ করে দেওয়া। এ বিনিয়োগের সুযোগ ব্যয় ১২% এবং মুন্নী প্রথম বিকল্পটি গ্রহণ করেন।
ক) বাট্টাকরণ কাকে বলে?
খ) ‘বিধি-৬৯’ সম্পর্কে লেখো।
গ) উদ্দীপকে মুন্নী যে বার্ষিক কিস্তি প্রদান করবে তার বর্তমান মূল্য কত?
ঘ) মুন্নীর প্রথম বিকল্প গ্রহণের ব্যাপারে যৌক্তিকতা বিচার করো।
৪।
তুমি আগামী ১০ বছর পর ১০ লাখ টাকা দিয়ে একটি গাড়ি কেনার পরিকল্পনা করলে। তুমি এখন থেকেই কিছু টাকা ব্যাংকে জমা করার সিদ্ধান্ত গ্রহণ করলে। তুমি আশা করলে, ব্যাংক তোমাকে ১২% সুদ প্রদান করবে। অন্যদিকে ৫,০০০ টাকা প্রতি মাসের শুরুতে কর্তনের ভিত্তিতে তোমার নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছ থেকে তুমি একটি গাড়ি ক্রয় করতে পারবে।
ক) কার্যকরী সুদ কাকে বলে?
খ) সময়ের সঙ্গে সঙ্গে অর্থের মূল্যের পরিবর্তন হয় কেন?
গ) প্রতি মাসে কত টাকা ব্যাংকে জমা করলে তুমি ১০ বছর পর গাড়িটি কিনতে পারবে?
ঘ) গাড়ির মূল্য ২,০০,০০০ টাকা বৃদ্ধি পেলে তুমি কি তোমার নিয়োগকারীর কাছ থেকে গাড়ি কিনবে? কেন?
৫।
বাটা শু কম্পানির আর্থিক অবস্থার বিবরণী নিচে দেওয়া হলো :
অন্যান্য তথ্য :
১) নগদ যন্ত্রপাতি ক্রয় ৯২,০০০ টাকা।
২) বিনিয়োগ ক্রয় মূল্যে বিক্রয় করা হয়েছিল।
৩) ৪৭,০০০ টাকা যন্ত্রপাতি ১৫,৫৫০ টাকায় বিক্রয়, যার বহির্মূল্য ছিল ৬,৮০০ টাকা।
৪) নগদ লভ্যাংশ ঘোষণা ও পরিশোধ ৮৮,৪০০ টাকা।
৫) নিট আয় ১,৪৭,২১০ টাকা।
ক) আর্থিক বিশ্লেষণ কাকে বলে?
খ) ফ্রি নগদ প্রবাহ বলতে কী বোঝো?
গ) উপরোক্ত তথ্যের আলোকে বাটা শুু কম্পানির পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্বাহ
করো।
ঘ) উপরোক্ত তথ্যের আলোকে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো।
৬।
নিম্নে একটি প্রতিষ্ঠানের আর্থিক তথ্য দেওয়া হলো :
প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য ১০ টাকা, পরিবর্তনশীল ব্যয় ৬ টাকা, স্থির ব্যয় ২০,০০০ টাকা, মোট বার্ষিক বিক্রয় ৬,০০০ একক।
ক) কন্ট্রিবিউশন মার্জিন কাকে বলে?
খ) অবচয়কে কোন ধরনের খরচ বলা হয়? ব্যাখ্যা করো।
গ) প্রতিষ্ঠানটির সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো। (একক ও টাকায়)
ঘ) প্রতিষ্ঠানের মোট বিক্রয় যদি ১০% বৃদ্ধি পায় ও স্থির ব্যয় ৮% বৃদ্ধি পায়, তাহলে সমচ্ছেদ বিন্দুতে কী পরিবর্তন আসবে? এককে ও টাকায় দেখাও।
৭।
রাজু কম্পানি ঘড়ি ব্যবসায় পরিচালনা করে। কম্পানি প্রতি মাসে ৫,০০০টি ঘড়ি বিক্রয় করে। প্রতিটি ঘড়ির ক্রয়মূল্য ২,০০০ টাকা, বহন ব্যয় ১ টাকা এবং ফরমায়েশ ব্যয় ৫০ টাকা। অন্যদিকে বিজু কম্পানি বছরে ১৫,০০০টি ঘড়ি বিক্রয় করে। প্রতিটি ঘড়ির ফরমায়েশ ব্যয় ৬০ টাকা এবং বহন ব্যয় ২ টাকা।
ক) নিট চলতি মূলধন কী?
খ) ব্যবসায় ঋণকে কেন স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলা হয়? ব্যাখ্যা করো।
গ) রাজু কম্পানির মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয় করো।
ঘ) উদ্দীপকের তথ্যের আলোকে রাজু কম্পানি ও বিজু কম্পানির মোট মজুদ ব্যয় নির্ণয় করো এবং তুলনামূলক বিশ্লেষণ করো।
৮।
‘ক’ কম্পানির মোট মূলধনের মধ্যে সাধারণ শেয়ার মূলধন ২৫,০০,০০০ টাকা; ১৪% অগ্রাধিকার শেয়ার মূলধন ১৫,০০,০০০ টাকা এবং ১৫%
ঋণ মূলধন ১০,০০,০০০ টাকা। কম্পানি এই বছর প্রতি শেয়ারে ২০ টাকা লভ্যাংশ ঘোষণা করে এবং ভবিষ্যতে ৫% হারে বৃদ্ধি পাবে। প্রতিটি শেয়ারের বাজারমূল্য ১১৫ টাকা এবং করহার ৩০%। কম্পানির ব্যবস্থাপক ঋণ মূলধনের ৫০% সাধারণ শেয়ারে রূপান্তরের চিন্তা করছেন।
ক) উত্তরণ ব্যয় কী?
খ) কেন একজন বিনিয়োগকারী বাজার ঝুঁকি পরিহার করতে পারেন না? ব্যাখ্যা করো।
গ) ‘ক’ কম্পানির ভার আরোপিত মূলধন ব্যয় নির্ণয় করো।
ঘ) যদি ব্যবস্থাপকের সিদ্ধান্ত কার্যকর হয়, তবে তার আরোপিত মূলধন ব্যয়ের ওপর কী প্রভাব পড়বে? বিশ্লেষণ করো।
৯।
জনাব আসিফ বন্ডে বিনিয়োগ করার জন্য নিম্নোক্ত দুটি কম্পানির তথ্য সংগ্রহ করেন :
ক) জিরো কুপন বন্ড কী?
খ) সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্যগুলো কী?
গ) ‘ক’ কম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো।
ঘ) জনাব আসিফের জন্য কোন বন্ডে বিনিয়োগ করা বেশি লাভজনক হবে বলে তুমি মনে করো? কেন?
১০।
জনাব রিয়াদ একটি প্রকল্পে বিনিয়োগ করতে চান। যার প্রাথমিক বিনিয়োগ ৫০,০০০ টাকা। তিনি আগামী ৪ বছর নগদ আন্তঃপ্রবাহ প্রত্যাশা করছেন যথাক্রমে ১০,০০০ টাকা; ১৫,০০০ টাকা; ২০,০০০ টাকা ও ২৫,০০০ টাকা। প্রত্যাশিত আয়ের হার ১২%।
ক) NPV ঘচঠ শূন্য হয়?
খ) পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে কিভাবে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়?
ব্যাখ্যা করো।
গ) জনাব রিয়াদের প্রকল্পটির নিট বর্তমান মূল্য নির্ণয় করো।
ঘ) IRR-এর ওপর ভিত্তি করে জনাব রিয়াদের প্রকল্পটি গ্রহণ করা উচিত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
১১।
সান লিমিটেডের দুটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ রয়েছে। দুটি প্রকল্পের বিনিয়োগসংক্রান্ত তথ্য নিম্নরূপ
:
ক) মূলধন কাঠামোর সঙ্গে কোন ঝুঁকি জড়িত?
খ) CAPM বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকের তথ্যের আলোকে ‘প্রকল্প-A’=এর
আদর্শ বিচ্যুতি নির্ণয় করো।
ঘ) প্রকল্প
A এবং B = এর মধ্যে কোনটি বেশি ঝুঁকিপূর্ণ? মন্তব্য করো।
No comments