এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র মডেল টেষ্ট -১৯

এইচএসসি ব্যবসায় সংগঠন  ব্যবস্থাপনা প্রথম পত্র মডেল টেষ্ট -
বহু নির্বাচনী প্রশ্ন.
মান : ৩০
   ঋণদানকারী সমবায় সমিতির বেলায় কুঋণ সঞ্চিতি হিসেবে মুনাফার কত ভাগ বাধ্যতামূলকভাবে সংরক্ষণের কথা বলা হয়েছে?
     . ১৫%     . ১০%
     . %      . %
   CSR-এর পূর্ণরূপ কী?
     . Corporate and Social Responsibility
     . Corporate Society Responsibility
     . Corporate Social Responsibility
     . Social Responsibility of Corporate
   পণ্যের উত্পাদনস্থল-সংক্রান্ত প্রভবলেখ ইস্যু করে নিম্নের কোন প্রতিষ্ঠান?
     . শিল্প বণিক সমিতি
     . বিজিএমইএ
     . রপ্তানি উন্নয়ন ব্যুরো
     . বিশ্ব বাণিজ্য সংস্থা
   একটি প্রকল্প বিবেচনা করে এতে সম্ভাব্য বিনিয়োগ, আয় খরচ কী হতে পারে তা বিশ্লেষণ করা হয়। লাভজনকতা বিচারে গ্রহণযোগ্য হলে তা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এটি উদ্যোগের কোন কাজের অন্তর্গত?
     . উদ্যোগ চিন্তার উন্নয়ন
     . সম্ভাব্যতা যাচাই সিদ্ধান্ত গ্রহণ
     . অর্থসংস্থান
     . উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন
   পরিকল্পিতভাবে উপকরণাদি সংগ্রহ সমন্বিত করার জন্য উদ্যোক্তার কোন গুণটি অত্যাবশ্যক?
     . সৃজনশীল মানসিকতা
     . ঝুঁকি গ্রহণের মানসিকতা
     . সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য
     . সাংগঠনিক জ্ঞান দক্ষতা
   মধ্যস্থ ব্যবসায়ীদের দৌরাত্ম্য হ্রাস করে নিজেদের আর্থিক সামর্থ্য বৃদ্ধি করতে অধিক গুরুত্বপূর্ণ কোন সমবায় সমিতি?
     . ক্রয় সমবায় সমিতি
     . ঋণদান সমবায় সমিতি
     . উন্নয়ন সমবায় সমিতি
     . বহুমুখী সমবায় সমিতি
   ব্যবসায়ের অভ্যন্তরীণ বাহ্যিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কার্যকরী পন্থা হলো
     . -বিজনেস . -কমার্স
     . -মার্কেটিং . ইন্টারনেট
ডেবিট কার্ডের সুবিধা হলো
     i. ঋণ সুবিধা প্রদান
     ii. বিভিন্ন সেবা সুবিধার বিল প্রদান
     iii. ফান্ড ট্রান্সফার
     নিচের কোনটি সঠিক?
     . i ii   . i iii
     . ii iii   . i, ii iii
   অন্যায় প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে ব্যবসায় কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে থাকে?
     . ক্রেতার প্রতি
     . সরকারের প্রতি
     . বিনিয়োগকারীদের প্রতি
     . স্বগোত্রীয় ব্যবসায়ীদের প্রতি
১০ ভোক্তা সমবায় সমিতির লভ্যাংশ কিভাবে বণ্টন করা হয়?
     . মোট ক্রয়ের ওপর ভিত্তি করে
     . পরিশোধিত মূলধন অনুপাতে
     . শেয়ার অনুপাতে
     . সমান অনুপাতে
১১ শেয়ার বিক্রয়কে কেন দীর্ঘমেয়াদি অর্থসংস্থান বলা হয়?
     . দীর্ঘমেয়াদে টাকা খাটানো যায়
     . কম্পানির জীবদ্দশায় টাকা ফেরত দিতে হয় না
     . অর্থসংস্থান সহজ বলে
     . মূলধন ব্যয় কম
১২   বাংলাদেশে সমবায় সংগঠনের সাফল্য নিশ্চিত করার জন্য প্রয়োজন
     i. জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
     ii. নির্বাহীদের উচ্চতর পারিশ্রমিক প্রদান
     iii. সদস্যদের সমবেত প্রচেষ্টা কর্মোদ্যম
     নিচের কোনটি সঠিক?
     . i ii   . i iii
     . ii iii    . i, ii iii
১৩ কোন নীতির কারণে সমাজের মারাত্মক ঋণ-বৈষম্যের সৃষ্টি হয়?
     . ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ নীতি
     . সমাজতান্ত্রিক নীতি
     . মিশ্র নীতি
     . পুঁজিবাদী নীতি
১৪   চচচ-এর সুবিধা হলো
     i. সরকারি ট্যাক্স সুবিধা ভোগ
     ii. প্রকল্প বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সুযোগ
     iii. বেসরকারি দক্ষতা বৃদ্ধি
     নিচের কোনটি সঠিক
     . i ii           . ii iii
     . i iii   . i, ii iii
১৫   একমালিকানা ব্যবসায় অসীম দায়ের পরোক্ষ সুবিধা লাভ করেন। কারণ হলো
     i. মিতব্যয়িতার সঙ্গে ব্যবসায় পরিচালনা
     ii. ঝুঁকি সম্পর্কে সাবধানতা অবলম্বন
     iii. স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করা     যায়
     নিচের কোনটি সঠিক
     . i ii          L. ii iii
     . i iii   . i, ii iii
১৬   করপোরেট প্রকৃতির প্রতিষ্ঠান গঠনে মুখ্য ভূমিকা পালন করে নিম্নের কোন সংগঠন?
     . একমালিকানা     . কম্পানি
     . সমবায় সমিতি    . রাষ্ট্রীয় ব্যবসায়
১৭ কম্পানির স্মারকলিপিতে নতুন মূলধনের পরিমাণ উল্লেখ করে প্রস্তাব গ্রহণের কত দিনের মধ্যে তা নিবন্ধকের নিকট দাখিল করতে হয়?
     . ১৫ দিন  . ২৮ দিন
     . ৯০ দিন  . ১৮০ দিন
১৮   কৃষি মৌসুমে সরকার কৃষকদের কাছ থেকে পণ্যদ্রব্য ক্রয় করে থাকে। এটি -কমার্সের কোন প্রকৃতির অন্তর্গত?
     . B2G     . G2B
     . ঈ২ ঘে. ২েঈ
১৯   মালয়েশিয়ার উন্নতিতে কোন পরিবেশ ভূমিকা রেখেছে?
     . প্রাকৃতিক পরিবেশ
     . রাজনৈতিক পরিবেশ
     . প্রযুক্তিগত পরিবেশ
     . অর্থনৈতিক পরিবেশ
২০   বাংলাদেশে পণ্য বিক্রয় আইন কত সালের?
     . ১৮৪৪    . ১৯৩০
     . ১৯৬৪    . ১৯৯৪
২১   মূলধনের কার্যকর ব্যবহারের ফলে
     . অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে
     . সম্পদের উপযুক্ত ব্যবহার হয়
     . নতুন মূলধন গঠিত হয়
     . প্রযুক্তিগত উন্নতি লাভ হয়
২২ কোন ধরনের বীমার ক্ষেত্রে নৈতিক ঝুঁকির পরিমাণ বেশি থাকে?
     . জীবন বীমা . সম্পত্তি বীমা
     . দায় বীমা  . রপ্তানি বীমা
     নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৩-২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
     ভেজাল আমাদের বর্তমান সমাজের একটি মারাত্মক সমস্যা। বস্ত্র, খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় সব কিছুতে এখন ভেজাল মেশানো হচ্ছে। ভোক্তারা ভালো পণ্য সেবা কোথায় পাবেন সে বিষয়ে সতর্ক। ক্ষেত্রে প্রতিষ্ঠান পণ্যমানের যথার্থতার সনদ প্রদানের বিষয়ে দেশীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান কাজ করছে
২৩   বাংলাদেশের পণ্যের মান-সংক্রান্ত বিষয়ের জন্য যে প্রতিষ্ঠানটি কর্মরত, তা কোন মন্ত্রণালয়ের অধীন?
     . অর্থ মন্ত্রণালয়
     . বাণিজ্য মন্ত্রণালয়
     . শিল্প মন্ত্রণালয়
     . যোগাযোগ মন্ত্রণালয়
২৪ ভেজাল বন্ধের জন্য এই প্রতিষ্ঠানের করণীয়সমূহ হলো
            i. চিহ্নিত মান মঞ্জুর, নবায়ন প্রত্যাখ্যান
     ii. পরিদর্শনের মাধ্যমে নির্ধারিত মান         মানতে সাহিত করা
     iii. মোবাইল কোর্টের মাধ্যমে ভেজালবিরোধী অভিযান পরিচালনা
     নিচের কোনটি সঠিক
     . i ii         . ii iii
     . i iii         . i, ii iii
২৫   নিচের কোন উপাদানের উপস্থিতিতে উদ্যোক্তা পরিকল্পিতভাবে স্বল্পমাত্রার ঝুঁকির মধ্যে এগিয়ে যেতে পারেন?
     . অবকাঠামোগত সুবিধা
     . অনুকূল আইন-শৃঙ্খলা পরিস্থিতি
     . আর্থ-সামাজিক স্থিতিশীলতা
     . প্রশিক্ষণ উন্নয়নের সুযোগ
২৬   নিচের কোনটি বাণিজ্যের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে গণ্য?
     . বিকেন্দ্রীভূত কাজ
     . ফল লাভে বিলম্ব
     . অধিক পুঁজি ঝুঁকি সংশ্লিষ্টতা
     . রূপগত উপযোগ সৃষ্টি
২৭   বাংলাদেশের উত্তরাঞ্চলে ইপিজেড প্রতিষ্ঠার পেছনে সরকারের যে উদ্দেশ্য লক্ষণীয়, তা হলো
     . অর্থনৈতিক অবস্থার পরিবর্তন
     . একচেটিয়া ব্যবসায় রোধ
     . সম্পদের সুষম বণ্টন
     . সুষম শিল্পায়ন
     নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৮-২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
     মি. রফিক যুক্তরাষ্ট্র থেকে ফটোগ্রাফির ওপর কোর্স করে দেশে এসে আবহমান বাংলার বিভিন্ন বিষয়কে তাঁর ছবিতে তুলে এনেছেন। তিনি তাঁর সৃষ্টি কর্মের গুরুত্বপূর্ণ ছবিগুলো নিবন্ধন করেছেন
২৮   মি. রফিকের ফটোগ্রাফস নিবন্ধন কিসের অন্তর্গত?
     . প্যাটেন্ট   . ট্রেডমার্ক
     . কপিরাইট  . বীমা
২৯   মি. রফিক আইনগত ব্যবস্থা গ্রহণ করায় নিচের কোন সুবিধা পাবেন?
     i. আইনগত অধিকার
     ii. ব্যক্তিগত অধিকার সংরক্ষণ
     iii. অন্য কেউ নকল করলে ক্ষতিপূরণ প্রাপ্তি
     নিচের কোনটি সঠিক?
     . i ii  
     . ii iii
     . i iii   
     . i, ii iii
৩০   সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে কোন ব্যাংক?
     . জনতা ব্যাংক    
     . ব্র্যাক ব্যাংক
     . ডাচ্-বাংলা ব্যাংক
     . ইউসিবিএল ব্যাংক
     উত্তর : .  . . .      . . . . .   ১০. ১১. ১২. ১৩.      ১৪. ১৫. ১৬. ১৭.    ১৮. ১৯. ২০. ২১.    ২২. ২৩. ২৪. ২৫.      ২৬. ২৭. ২৮. ২৯.     ৩০.

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.