এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র মডেল টেষ্ট -১৮
এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র মডেল টেষ্ট -১৮
সৃজনশীল প্রশ্ন
মান : ৭০
উদ্দীপকগুলো পড়ে ৭টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান ১০ (১+২+৩+৪)।
১। সুমাইয়া তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে নিজেদের কিছু জমি বিক্রি করে স্থানীয় বন্দরে একটি সেলাই কারখানা স্থাপন করলেন। তাঁরা ঢাকার ইসলামপুর থেকে কম দামে কাপড় কিনে নিজস্ব কারখানায় বিভিন্ন ডিজাইনের পোশাক প্রস্তুত করেন। তাঁরা কাপড়ের মান অনুযায়ী পোশাকগুলো বিভিন্ন শ্রেণিতে ভাগ করেন, যাতে মূল্য নির্ধারণ সহজতর হয় এবং ওই পোশাকগুলো বিভিন্ন শহরের প্রতিনিধিদের মাধ্যমে বিক্রি করেন।
ক. পণ্য বিনিময় কী?
খ. মুনাফাকে ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হয় কেন?
গ. উদ্দীপকের ব্যবসায়টি কোন শিল্পের অন্তর্গত?
ব্যাখ্যা করো।
ঘ. ব্যবসায়ের কোন কাজ সুমাইয়াদের পণ্যের মূল্য নির্ধারণে সাহায্য করেছে? উত্তরের পক্ষে তোমার মতামত দাও।
২। জনাব পরাগ আহমেদ একটি কম্পানিতে হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন। তিনি চাকরি থেকে অবসর নেওয়ার পর দুই লাখ টাকা পেলেন। মূলধনের পরিমাণ বিবেচনা করে তিনি বড় কোনো ব্যবসায় গঠন না করে একটি মনিহারি দ্রব্যাদির দোকান দিলেন। কিছুদিন পর তাঁর দোকানটি আগুনে পুড়ে গেলে এক পাওনাদারের পাওনা শোধ করতে তিনি তাঁর স্ত্রীর গহনা বিক্রি করে দিলেন।
ক. প্রত্যক্ষ সেবা কী?
খ. ব্যবসায় ও সামাজিক ব্যবসায়ের পার্থক্য লেখো।
গ. জনাব পরাগের মনিহারি দোকান দেওয়ার পেছনে একমালিকানা ব্যবসায়ের কোন বৈশিষ্ট্য কাজ করছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের জনাব পরাগের স্ত্রীর গহনা বিক্রয়ে একমালিকানা ব্যবসায়ের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? বিশ্লেষণ করো।
৩। আসিফ,
নাবিল ও নিশাত তিন বন্ধু মৌখিক সমঝোতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে একটি পোশাক তৈরির কারখানা পরিচালনা করে আসছেন। তাঁরা নিজেদের তৈরি পোশাক বিভিন্ন মার্কেটে ও শোরুমে বিক্রি করেন। প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে তাঁরা মূলধনবিহীন সিয়ামকে অংশীদার হিসেবে নেন। প্রতিষ্ঠানটি বেশ কয়েকজনের কাছে পাওনা টাকা আদায়ে বারবার তাগাদা দিয়েও ব্যর্থ হচ্ছে
এবং তাঁরা পাওনা আদায়ে কোনো আইনগত ব্যবস্থাও নিতে পারছেন না।
ক. শেয়ার কী?
খ. স্মারকলিপিকে কম্পানির মূল দলিল বলা হয় কেন?
গ. উদ্দীপকে সিয়াম কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
ঘ. ওই ফার্মটি কী কারণে পাওনা অর্থ আদায়ে আইনগত কোনো পদক্ষেপ নিতে পারছে না? তোমার মতামত দাও।
৪। জনাব লিমন বেক্সিমকো কম্পানির ১০০ টাকা মূল্যের ৫০০ শেয়ার ক্রয় করলেন। তিনি প্রতিবছর কম্পানির মুনাফা থেকে একটি নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকেন এবং কোনো বছর মুনাফা না হলে ওই নির্দিষ্ট হার অনুযায়ী লভ্যাংশ সঞ্চিত হিসাবে জমা থাকে। এভাবে তাঁকে দেখে তাঁর এক বন্ধু রিপনও তাঁর সঞ্চিত কিছু অর্থ দিয়ে এমন শেয়ার ক্রয় করেন, যা তাঁকে প্রতিষ্ঠানে অধিকার দেবে এবং পরিচালনায় অংশগ্রহণের সুযোগ দেবে। তবে লভ্যাংশ বণ্টনে ও কম্পানির বিলোপের সময় মূলধন প্রত্যাবর্তনে অগ্রাধিকার দেওয়া হয় না।
ক. অধিকারযোগ্য শেয়ার কী?
খ. সমবায় সমিতির উপবিধি কী?
গ. উদ্দীপকের জনাব লিমন কোন ধরনের শেয়ার ক্রয় করেছিলেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব রিপনের ক্রয়কৃত শেয়ারের ও জনাব লিমনের ক্রয়কৃত শেয়ারের মধ্যে কোন ধরনের শেয়ারের বিনিয়োগ অধিক লাভজনক বলে তুমি মনে করো? উত্তরের পক্ষে তোমার মতামত দাও।
৫। জনাব অনিক গ্রামের ২০ জন যুবককে সঙ্গে নিয়ে নিজেদের বেকারত্ব দূরীকরণে একত্রিত হয়ে একটি সমবায় সমিতি স্থাপন করেন। তাঁরা নির্ধারণ করেন যে তাঁরা পণ্যদ্রব্য উত্পাদন করবেন এবং উত্পাদিত পণ্য ক্রয়-বিক্রয় করবেন। কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর তাঁরা দেখলেন তাঁদের মুনাফার পরিমাণ ৫,০০,০০০ টাকায় উপনীত হয়েছে। তাঁরা সংরক্ষিত তহবিল ও উন্নয়ন তহবিলে অর্থ চাঁদা হিসেবে সংরক্ষণ করার কথা ভাবছেন।
ক. পেটেন্ট ও ডিজাইন আইন কত সালের?
খ. প্রাইভেট ও পাবলিক লিমিটেড কম্পানির পার্থক্য লেখো।
গ. উদ্দীপকে কোন ধরনের সমবায় সমিতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. সংরক্ষিত ও উন্নয়ন তহবিলে কিভাবে মুনাফা বণ্টন করা হবে, তা উদ্দীপকের আলোকে উত্থাপন করো।
৬। প্রকৃতি থেকে কাঁচামাল সংগ্রহ করে বিদ্যুৎ উত্পাদনের জন্য দীর্ঘদিন ধরে গবেষণা করছেন আমজাদ হোসেন। অবশেষে পাথরকুচি পাতা থেকে বিদ্যুৎ উত্পাদন করে তিনি সবাইকে অবাক করে দিয়েছেন। বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উত্পাদন করে একচেটিয়া অধিকার লাভের জন্য তিনি সরকারের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেন। ওই চুক্তির আওতায় অন্য কেউ আমজাদ হোসেনের উদ্ভাবিত পদ্ধতি নকল করতে না পারায়
তিনি দ্রুত ব্যবসায়িক সফলতার আশা করছেন।
ক. ট্রেডমার্ক কী?
খ. সমবায় একটি স্বেচ্ছামূলক সংগঠন—ব্যাখ্যা করো।
গ. আমজাদ হোসেন সরকারের সঙ্গে কোন ধরনের চুক্তি করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্যোক্তার উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধিতে উদ্দীপকের চুক্তির উপযোগিতা বিশ্লেষণ করো।
৭। রফিকুর রহমান ‘গোধূলী সন্ধ্যা’ নামের একটি উপন্যাস রচনা করেছেন, যা তরুণসমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তাঁর উপন্যাস বাজারে এলে তরুণ পাঠকরা হুমড়ি খেয়ে পড়ে। অসাধু ব্যবসায়ীদের থেকে রক্ষায় উপন্যাস বের হওয়ার আগেই তিনি আইনগত ব্যবস্থা নেন। তাঁর পাবলিশার্স
‘যমুনা প্রকাশনী’ লেখকদের উপন্যাস, গল্প সমগ্র ইত্যাদি প্রকাশের জন্য ‘ভোরের সূর্য’ সংবলিত লোগো ব্যবহার করে, যা বই বিক্রেতা ও তরুণদের মাঝে অত্যন্ত পরিচিত।
ক. ওঝঙ-এর পূর্ণরূপ কী?
খ. বিশ্ববাণিজ্য সংস্থার চারটি কাজ উল্লেখ করো।
গ. রফিকুর রহমানের সৃষ্ট কর্মটি কোন সম্পদের অন্তর্ভুক্ত?
ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে ‘ভোরের সূর্য’ সংবলিত লোগোর প্রয়োজনীয়তা মেধা সম্পদের ধরন অনুসারে বিশ্লেষণ করো।
৮। জনাব ফারহান একটি রেস্টুরেন্ট দেওয়ার কথা ভাবছেন। কিন্তু বর্তমানে প্রতিযোগিতামূলক বাজার হওয়ায় তিনি সিদ্ধান্ত নিতে ইতস্তত করছিলেন। তাঁর বন্ধু শুভ রহমান তাঁকে প্রশিক্ষণ পাওয়া, তথ্যপ্রাপ্তি ইত্যাদি ব্যাপারে সাহায্য করার আশ্বাস দিলেন। বছরখানেক পরে ব্যবসায়টি সম্প্রসারণের জন্য নগদ অর্থের প্রয়োজন হলে তিনি তাঁর আরেক বন্ধু মুহিতের কাছ থেকে ঋণ নেন ১,০০,০০০ টাকা, যা তিনি তাঁর লভ্যাংশ থেকে শোধ করে দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
ক. অঞগ-এর পূর্ণরূপ কী?
খ. ব্যবসায় উদ্যোগ ও উদ্যোগের পার্থক্য লেখো।
গ. জনাব ফারহান প্রথমে তাঁর বন্ধুর থেকে কী ধরনের সহায়তা পেয়েছিলেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব মুহিতের কাছ থেকে প্রাপ্ত সহায়তার প্রয়োজনীয়তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
৯। সুমা ও অহনা দুই বোন। সুমা ‘ক’ ব্যাংক থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে কার্ড নেন। অন্যদিকে অহনা কোনো টাকা জমা না দিয়ে ‘খ’
ব্যাংক থেকে একটি কার্ড নেন। উভয়েই সেই কার্ড দ্বারা নির্দিষ্ট পরিমাণ পণ্যসামগ্রী ক্রয় করতে পারেন এবং প্রয়োজনে অঞগ বুথ থেকে টাকাও উত্তোলন করতে পারেন।
ক. ন্যূনতম মূলধন কী?
খ. ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সুমার ব্যাংক কার্ডটির ধরন ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বিদ্যমান পরিস্থিতিতে ব্যাংক দুটির মধ্যে কোনটির ঝুঁকি বেশি? যুক্তিসহ তোমার মতামত দাও।
No comments