এইচএসসি - বাংলা ২য় পত্র বিশেষ্য পদ খুঁজে বের করো
প্রশ্ন:
নিচের অনুচ্ছেদ থেকে বিশেষ্য পদ খুঁজে বের করো।
মনুষ্যত্বের সঙ্গে সাহিত্যের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। কেননা, সাহিত্যে মনুষ্যত্বেরই সার্বিক প্রতিফলন ঘটে। মনুষ্যত্বের উপাদানগুলো সাহিত্যে পরিস্ফুট হয়ে ওঠে। যে কারণে মানুষ সাহিত্য পাঠ করে, সাহিত্যের ঘটনা ও চরিত্র থেকে শিক্ষা নেয়।
উত্তর: বিশেষ্য পদ: মনুষ্যত্বের, সাহিত্যের, সাহিত্যে, মনুষ্যত্বেরই, মানুষ, ঘটনা, চরিত্র, শিক্ষা।
প্রশ্ন:
নিচের অনুচ্ছেদ থেকে বিশেষ্য পদ খুঁজে বের করো।
মার্জারী কমলাকান্তকে চিনিত; সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার লক্ষণ প্রকাশ করিল না। কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল। বলিল, ‘মেও!’ প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুঁকা লইলাম।
উত্তর: বিশেষ্য পদ: মার্জারী, কমলাকান্ত, যষ্টি, মেও, হুঁকা।
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
প্রশ্ন:
নিচের অনুচ্ছেদ থেকে বিশেষ্য পদ খুঁজে বের করো।
সাদা মেঘে আকাশ ছেয়ে আছে। হঠাৎ টিপটিপ বৃষ্টি শুরু হলো। করিম ভাঙা ছাতা দিয়ে বৃষ্টি ঠেকানোর বৃথা চেষ্টা করছিল। তার বেখেয়ালি মন হালকা বৃষ্টি আর মৃদু হাওয়ায় ব্যাকুল হয়ে উঠল।
উত্তর: বিশেষ্য পদ: মেঘে, আকাশ, বৃষ্টি, শুরু, করিম, ছাতা, বৃষ্টি, মন, বৃষ্টি, হাওয়া।
প্রশ্ন:
নিচের অনুচ্ছেদ থেকে বিশেষ্য পদ খুঁজে বের করো।
রবীন্দ্রনাথ বাংলা ভাষার কবি, বিশ্বকবি। গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পান। সারা বিশ্বের বিদগ্ধজন যেমন আইনস্টাইন, রোমাঁ রোলাঁ, ইয়েটস প্রমুখের সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে উঠেছিল। আবার ইতালির মুসোলিনিকে নিয়ে তিনি এঁকেছিলেন ব্যঙ্গচিত্র।
উত্তর: বিশেষ্য পদ: রবীন্দ্রনাথ, বাংলা, গীতাঞ্জলি, নোবেল, আইনস্টাইন, রোমাঁ রোলাঁ, ইয়েটস, বন্ধুত্ব, ইতালি, মুসোলিনি, ব্যঙ্গচিত্র।
প্রশ্ন:
নিচের অনুচ্ছেদ থেকে বিশেষ্য পদ খুঁজে বের করো।
নয়টাও হয়নি, এর মধ্যেই রশীদের চায়ের স্টল বন্ধ হয়ে গেছে। মডার্ন লন্ড্রিও ঝাঁপ ফেলে দিয়েছে। একবার মনে হলো হয়তো আমার নিজের ঘড়িই বন্ধ হয়ে আছে, রাত বাড়ছে ঠিকই টের পাচ্ছি।
উত্তর: বিশেষ্য পদ: রশীদ, চায়ের স্টল, মডার্ন লন্ড্রি, ঘড়ি, রাত।
প্রশ্ন:
নিচের অনুচ্ছেদ থেকে বিশেষ্য পদ খুঁজে বের করো।
কলেজে যতগুলো পরীক্ষা পাস করিবার সব আমি চুকাইয়াছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিতমশায় আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া, বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন ইহাতে তখন বড়ো লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া একথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখের স্বরূপ এবং পণ্ডিতমশায়দের মুখে বিদ্রূপ আবার যেন অমনি করিয়াই প্রকাশ পায়।
উত্তর: বিশেষ্য পদ: কলেজে, পরীক্ষা, চেহারা, পণ্ডিতমশায়, শিমুল ফুল, মাকাল ফল, বিদ্রূপ, লজ্জা, জন্মান্তর, মুখ।
প্রশ্ন:
নিচের অনুচ্ছেদ থেকে বিশেষ্য পদ খুঁজে বের করো।
গনি মিয়া একজন কৃষক। ইতিমধ্যে চাষাবাদ করে আর্থিক অবস্থার অনেক উন্নতি করেছে।
একমাত্র ছেলের বিয়ে দেওয়ার চিন্তা করার সঙ্গে সঙ্গে চারদিক থেকে অনেক প্রস্তাব আসতে শুরু করল। গ্রামের লোকজন ধরল ধুমধামের সঙ্গে বিয়ের উত্সব পালনের জন্য। আর এতে গনি মিয়াকে চড়া সুদে ধার করতে হলো মোটা অঙ্কের টাকা। একসময় সবকিছু হারিয়ে সে নিঃস্ব হয়ে যায়।
উত্তর: বিশেষ্য পদ: গনি মিয়া, কৃষক, চাষাবাদ, উন্নতি, বিয়ে, চিন্তা, প্রস্তাব, গ্রামের, লোকজন, উত্সব, টাকা।
No comments