এইচএসসি - বাংলা ২য় পত্র বিশেষণ পদ খুঁজে বের করো
প্রশ্ন:
নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো।
অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও—আমি বলতে চাই না। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর করো। অপরকে একটুখানি সুখ দাও। অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বলো। পথের অসহায় মানুষটির দিকে একটু করুণ কটাক্ষ নিক্ষেপ করো—তাহলেই অনেক হবে।
উত্তর: বিশেষণ পদ: ক্ষুদ্র ক্ষুদ্র, একটুখানি, মিষ্টি, অসহায়, করুণ।
প্রশ্ন:
নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো।
নীল আকাশ। রোদেলা দুপুর। পাখিটি পাখনা মেলে দিগন্তের পথে পাড়ি জমাচ্ছে। দখিনা বাতাসে টকটকে লাল পলাশ ফুল দুলছে। তাই দেখে সাদা মেঘের দলও বলাকার মতো উড়ছে; যাব দূরে বহুদূরে।
উত্তর: বিশেষণ: নীল, রোদেলা, দিগন্তের, দখিনা, টকটকে লাল, সাদা।
প্রশ্ন:
নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো।
এখন প্রচণ্ড শীত। কফিল ঠান্ডা থেকে রক্ষা পেতে উঠানে বসে সকালের মিষ্টি রোদে গা গরম করছিল। রান্নাঘর থেকে মা তাকে ডাক দেয় ভাপা পিঠা খেতে। তার মায়ের হাতের পিঠা যেন অমৃত। লোভাতুর জিহ্বার পরিতৃপ্তি সাধনে সে নগ্নপায়ে রান্নাঘরে দৌড় দেয়।
উত্তর: বিশেষণ পদ: প্রচণ্ড, মিষ্টি, অমৃত, লোভাতুর, নগ্নপায়ে।
প্রশ্ন:
নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো।
লাল ফুলে বাগান ছেয়ে গেছে। মাথার ওপর রোদের আলো মিটমিট করছে। হঠাৎ
মুষলধারে বৃষ্টি শুরু হলো। আবার রোদের আলো উজ্জ্বল হলো। লোকে বলল, হালকা রোদ উঠেছে, আর রিমঝিম বৃষ্টি হচ্ছে, খেঁকশিয়ালের বিয়ে হচ্ছে। উর্মিলা ভাঙা ছাতা নিয়ে বিয়ে খেতে চলে গেল। তার অবুঝ মন ভারী বৃষ্টিতেও চঞ্চল হয়ে উঠল।
উত্তর: বিশেষণ পদ: লাল, মিটমিট, মুষলধারে, উজ্জ্বল, হালকা, রিমঝিম, ভাঙা, অবুঝ, চঞ্চল।
প্রশ্ন:
নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো।
করিম সাহেব রোগা মানুষ। তাই চৌকস লোকের মতো কাজ করতে পারেন না। এ জন্য তিনি আস্তে আস্তে কাজ করেন। একদিন ঘরে ফেরার পথে হঠাৎ টিপটিপ বৃষ্টি শুরু হলো। দুই কিলোমিটার রাস্তা তিনি ভিজতে ভিজতে এলেন।
উত্তর: বিশেষণ পদ: রোগা, চৌকস, আস্তে আস্তে, টিপ টিপ, দুই কিলোমিটার, ভিজতে ভিজতে।
প্রশ্ন:
নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো।
প্রত্যেক মানুষ স্বভাবতই ধার্মিক। তার আধ্যাত্মিক অস্তিত্বের জন্য এটি অত্যাবশ্যক। ধর্ম ছাড়া মানুষ বুদ্ধিমান হলেও পশুতে পরিণত হতে পারে। অধার্মিক মানুষ পশুর চেয়েও অধম। কারণ, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।
উত্তর: বিশেষণ পদ: ধার্মিক, আধ্যাত্মিক, বুদ্ধিমান, অধার্মিক, অধম, দুর্জন।
প্রশ্ন:
নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো।
সাদা মেঘে আকাশ ছেয়ে আছে। হঠাৎ টিপটিপ বৃষ্টি শুরু হলো। করিম ভাঙা ছাতা দিয়ে বৃষ্টি ঠেকানোর বৃথা চেষ্টা করছিল। তার বেখেয়ালি মন হালকা বৃষ্টি আর মৃদু হাওয়ায় অস্থির হয়ে উঠল।
উত্তর: বিশেষণ পদ: সাদা, টিপটিপ, ভাঙা, বৃথা, হালকা, মৃদু।
প্রশ্ন:
নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো।
খুব ভোরে সে ঘর থেকে বের হলো। ব্যস্ত ঢাকা তখনো নিদ্রাদেবীর কোলে সমর্পিত। ক্লান্ত চাঁদ সূর্যের প্রভায় বিলীন হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে। একটি চায়ের দোকানে দাঁড়িয়ে স্বচ্ছ গ্লাসে চা পান করছেন দুজন পরিচ্ছন্নতাকর্মী।
উত্তর: বিশেষণ পদ: খুব ভোরে; ব্যস্ত; ক্লান্ত; কোলে; একটি; স্বচ্ছ।
প্রশ্ন:
নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো।
পদ্মা নদীতে এখন আর বড় ইলিশ পাওয়া যায় না। রুপালি ইলিশের ঝাঁক কোথায় হারিয়ে গেছে। মানুষের লাভ আর লোভের কবলে আজ সুস্বাদু ইলিশ বিলুপ্তপ্রায়। কবে আমরা পরিণামদর্শী হব আর আমাদের সব নদী ভরে উঠবে জাতীয় মাছ ইলিশে। দরিদ্র জেলেদের আর্থিক সাহায্য ও সঠিক পরামর্শ দিতে পারলে তা সম্ভব হতে পারে।
উত্তর: বিশেষণ পদ: বড়; রুপালি; সুস্বাদু; পরিণামদর্শী; দরিদ্র; আর্থিক।
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ,
No comments