এইচএসসি - বাংলা ২য় পত্র ক্রিয়া বিশেষণ পদ খুঁজে বের করো

প্রশ্ন

নিচের অনুচ্ছেদ থেকে ক্রিয়া বিশেষণ পদ খুঁজে বের করো।

বাবা সকালে দ্রুত বেরিয়ে গেছেন। তখন টিপটিপ বৃষ্টি পড়ছিল। ঘরে বসে একমনে টিভি দেখছিল ছোট বোন।  সময় কেউ টিভিতে গুনগুনিয়ে গান করছিল। হঠাৎ বাবা এসে বললেনতাঁর চশমাটা চট করে খুঁজে দিতে।

উত্তর: ক্রিয়া বিশেষণ পদদ্রুতটিপটিপএকমনেগুনগুনিয়েচট করে।

প্রশ্ন

নিচের অনুচ্ছেদ থেকে ক্রিয়া বিশেষণ পদ খুঁজে বের করো।

ইট বসানো রাস্তা দিয়ে করিম বাড়ি ফিরছিল। হঠাৎ দেখতে পেল চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে। হাঁটাপথের অনেকেই দৃশ্যটি তাকিয়ে দেখল। কয়েকজনের যায় যায় অবস্থা। কাঁদো-কাঁদো চেহারার মানুষগুলোকে দেখে করিম মনে কষ্ট পেল।

উত্তর: ক্রিয়া বিশেষণ পদইট বসানো রাস্তা দিয়েদেখতেলাফিয়েতাকিয়েযায় যায়।

প্রশ্ন

নিচের অনুচ্ছেদ থেকে ক্রিয়া বিশেষণ পদ খুঁজে বের করো।

বাবা সকালে দ্রুত বেরিয়ে গেছেন। তখন টিপটিপ বৃষ্টি পড়ছিল। ঘরে বসে একমনে টিভি দেখছিল ছোট বোন।  সময় কেউ টিভিতে গুনগুনিয়ে গান করছিল। হঠাৎ বাবা এসে বললেনতাঁর চশমাটা চট করে খুঁজে দিতে।

উত্তর:ক্রিয়াবিশেষণপদদ্রুতটিপটিপএকমনেগুনগুনিয়েচটকরে।

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.