এইচএসসি - বাংলা ২য় পত্র ক্রিয়া বিশেষণ পদ খুঁজে বের করো
প্রশ্ন:
নিচের অনুচ্ছেদ থেকে ক্রিয়া বিশেষণ পদ খুঁজে বের করো।
বাবা সকালে দ্রুত বেরিয়ে গেছেন। তখন টিপটিপ বৃষ্টি পড়ছিল। ঘরে বসে একমনে টিভি দেখছিল ছোট বোন। এ সময় কেউ টিভিতে গুনগুনিয়ে গান করছিল। হঠাৎ বাবা এসে বললেন, তাঁর চশমাটা চট করে খুঁজে দিতে।
উত্তর: ক্রিয়া বিশেষণ পদ: দ্রুত, টিপটিপ, একমনে, গুনগুনিয়ে, চট করে।
প্রশ্ন:
নিচের অনুচ্ছেদ থেকে ক্রিয়া বিশেষণ পদ খুঁজে বের করো।
ইট বসানো রাস্তা দিয়ে করিম বাড়ি ফিরছিল। হঠাৎ দেখতে পেল চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে। হাঁটাপথের অনেকেই দৃশ্যটি তাকিয়ে দেখল। কয়েকজনের যায় যায় অবস্থা। কাঁদো-কাঁদো চেহারার মানুষগুলোকে দেখে করিম মনে কষ্ট পেল।
উত্তর: ক্রিয়া বিশেষণ পদ: ইট বসানো রাস্তা দিয়ে, দেখতে, লাফিয়ে, তাকিয়ে, যায় যায়।
প্রশ্ন:
নিচের অনুচ্ছেদ থেকে ক্রিয়া বিশেষণ পদ খুঁজে বের করো।
বাবা সকালে দ্রুত বেরিয়ে গেছেন। তখন টিপটিপ বৃষ্টি পড়ছিল। ঘরে বসে একমনে টিভি দেখছিল ছোট বোন। এ সময় কেউ টিভিতে গুনগুনিয়ে গান করছিল। হঠাৎ বাবা এসে বললেন, তাঁর চশমাটা চট করে খুঁজে দিতে।
উত্তর:ক্রিয়াবিশেষণপদ: দ্রুত, টিপটিপ, একমনে, গুনগুনিয়ে, চটকরে।
No comments