এইচএসসি - বাংলা ২য় পত্র সর্বনাম পদ খুঁজে বের করো

প্রশ্ন

নিচের অনুচ্ছেদ থেকে সর্বনাম পদ খুঁজে বের করো।

কবি কাজী নজরুলের জীবনের পরিণাম অত্যন্ত করুণ। মস্তিষ্কের পক্ষাঘাতে আক্রান্ত হয়ে ১৯৪২ সাল থেকেই তিনি ছিলেন জীবিত থেকেও মৃত। দীর্ঘকাল তিনি ছিলেন নির্বাক ভাবশূন্য। ১৯৭৬ সালে কবির জীবনপ্রদীপ নির্বাপিত হলে তাঁর সমাধি রচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে। গানে তিনি আশা ব্যক্ত করেছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। তাঁর সে ইচ্ছা পূর্ণ হয়েছে।

উত্তর: সর্বনাম পদ: তিনি, তিনি, তাঁর, তিনি, তাঁর।

প্রশ্ন

নিচের অনুচ্ছেদ থেকে সর্বনাম পদ খুঁজে বের করো।

আজ আমার বয়স সাতাশ মাত্র। জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে। তবুও ইহার একটু বিশেষ মূল্য আছে।

ইহা সেই ফুলের মতো যাহার বুকের ওপর ভ্রমর আসিয়া বসিয়া ছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে।

উত্তর: সর্বনাম পদ: আমার, ইহার, , ইহা, যাহা, সেই, তাহার।

ঢাকা

প্রশ্ন

নিচের অনুচ্ছেদ থেকে সর্বনাম পদ খুঁজে বের করো।

কালো মেঘে আকাশ ছেয়ে গেছে। তারপর টিপটিপ করে বৃষ্টি পড়তে আরম্ভ করল। রিমা ছোট কালো ছাতাটি নিয়ে বের হলো। সে ভাবল, একটা বড় ছাতা নিয়ে বের হলে ভালো হতো।

উত্তর: সর্বনাম পদ: কালো, টিপটিপ, ছেয়ে; ছোট; বড়; একটা।

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.