এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - সিরাজউদ্দৌলা (০১-৮০)
এইচএসসি - বাংলা ১ম পত্র | সিরাজউদ্দৌলা : বহুনির্বাচনি প্রশ্ন
সিরাজউদ্দৌলা
১. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে নবাব সিরাজউদ্দৌলা স্বয়ং কয়টি দৃশ্যে উপস্থিত ছিলেন?
ক. তিনটি খ. চারটি
গ. পাঁচটি ঘ. আটটি
২. মনীষী অ্যারিস্টটল নাটকের কয়টি ঐক্যের কথা বলেছেন?
ক. তিনটি খ. চারটি
গ. পাঁচটি ঘ. ছয়টি
৩. ‘ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন—এ বড় লজ্জার কথা’— উক্তিটি কার?
ক. মীরজাফরের খ. জগৎশেঠের
গ. রায়দুর্লভের ঘ. উমিচাঁদের
৪. ‘ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন—এ বড় লজ্জার কথা’—উমিচাঁদের এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
ক. হাস্যরস খ. রঙ্গরস
গ. বিদ্রূপ ঘ. গ্লানি
৫. নবাবের সৈন্যরা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে কে মেয়েদের নৌকায় করে পালিয়ে গিয়েছিল?
ক. ক্লাইভ খ. হলওয়েল
গ. ড্রেক ঘ. ওয়াটস
৬. ‘যত বড় মুখ নয় তত বড় কথা—সংলাপটি কার?
ক. হলওয়েলের খ. ওয়ালি খানের
গ. ক্লেটনের ঘ. সিরাজের
৭. ‘যত বড় মুখ নয় তত বড় কথা’—বাক্যটির মর্মার্থ কী?
ক. বেশি স্পর্ধা খ. ওজনহীন কথা
গ. গুরুত্বহীন কথা ঘ. অনর্থক কথা
৮. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কে নবাব হলে সবার উদ্দেশ্যই হাসিল হবে?
ক. মীরজাফর খ. মানিকচাঁদ
গ. ঘসেটি বেগম ঘ. শওকত জঙ্গ
৯. ‘সিরাজের পতন কে না চায়’—সংলাপটি কার?
ক. রায়দুর্লভের খ. মীরজাফরের
গ. উমিচাঁদের ঘ. ঘসেটি বেগমের
১০. ‘তুমি কম সাপিনী নও’—ঘসেটি বেগমের এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
ক. হিংসা খ. ঘৃণা
গ. বিদ্রোহ ঘ. প্রতিরোধ
সঠিক উত্তর
সিরাজউদ্দৌলা: ১.ঘ ২.ক ৩.ঘ ৪.গ ৫.গ ৬.গ ৭.গ ৮.ঘ ৯.ঘ ১০.ক
সিরাজউদ্দৌলা
১১. ‘অর্থাৎ ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে’—‘সিরাজউদ্দৌলা’ নাটকে সংলাপটি কার?
ক. ঘসেটি বেগমের খ. উমিচাঁদের
গ. মার্টিনের ঘ. সিরাজের
১২. নবাব সিরাজউদ্দৌলা কাকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করেছিলেন?
ক. মানিকচাঁদকে খ. উমিচাঁদকে
গ. জগৎশেঠকে ঘ. রায়দুর্লভকে
১৩. ‘রাইসুল জুহালা’ আসলে কোন ব্যক্তি?
ক. মীরমদন খ. মোহনলাল
গ. নারান সিংহ ঘ. মিরন
১৪. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে ওয়ালি খানের ‘বাঙালি কাপুরুষ নয়’—সংলাপে কী প্রকাশ পেয়েছে?
ক. স্বাজাত্যবোধ খ. ইংরেজবিদ্বেষ
গ. দেশপ্রেম ঘ. বীরত্ব
১৫. ‘নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছেন। ইনি কি নবাব, না ফকির’—এ কথার মধ্য দিয়ে মীরজাফর চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে?
ক. সাদাসিধে খ. দৃঢ়চিত্ত
গ. কূটকুশলী ঘ. পরনির্ভরশীল
১৬. ‘তোমার অপরাধের জন্য দণ্ডাজ্ঞা শোনাতে এসেছি’—কোন নবাবের দণ্ডাজ্ঞা?
ক. মীরজাফর খ. সিরাজউদ্দৌলা
গ. ক্লাইভ ঘ. মিরন
১৭. বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক কে?
ক. প্যারীচাঁদ মিত্র
খ. কালীপ্রসন্ন সিংহ
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
১৮. ট্র্যাজেডি নাটক কোন রসে আচ্ছাদিত থাকে?
ক. করুণ রসে খ. শান্ত রসে
গ. মধুর রসে ঘ. বীর রসে
১৯. ‘সিরাজউদ্দৌলা’ নাটকটি কটি অঙ্ক ও দৃশ্যে রচিত?
ক. চারটি অঙ্কে বারোটি দৃশ্যে
খ. পাঁচটি অঙ্কে পনেরোটি দৃশ্যে
গ. ছয়টি অঙ্কে বারোটি দৃশ্যে
ঘ. ছয়টি অঙ্কে পনেরোটি দৃশ্যে
২০. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সমাপ্তি ঘটেছে কীভাবে?
ক. মিলনের মাধ্যমে
খ. বিরহের মাধ্যমে
গ. যন্ত্রণার মাধ্যমে
ঘ. সুখানুভূতির মাধ্যমে
সঠিক উত্তর
সিরাজউদ্দৌলা: ১১.গ ১২.ক ১৩.গ ১৪.ক ১৫.ঘ ১৬.ক ১৭.ক ১৮.ক ১৯.ক ২০.গ
সিরাজউদ্দৌলা
২১. যুদ্ধক্ষেত্রে সাদা নিশান ওড়ানো হয় কেন?
ক. যুদ্ধবিরতির জন্য
খ. যুদ্ধ জোরদার করার জন্য
গ. সন্ধি স্থাপনের জন্য
ঘ. বিপদমুক্ত অবস্থানের জন্য
২২. কারা এ দেশে সামরিক শক্তি বৃদ্ধি করেছে?
ক. ডাচরা খ. ফরাসিরা
গ. তুর্কিরা ঘ. ইংরেজরা
২৩. গভর্নরকে পালাতে দেখে কে গুলি ছুড়েছিল?
ক. ওয়ালি খান খ. একজন রক্ষী
গ. উমিচাঁদ ঘ. কালাচাঁদ
২৪. কোন সন্ধির মর্যাদা ইংরেজরা ধুলোয় লুটিয়ে দিয়েছে?
ক. আলীনগরের সন্ধির
খ. ফোর্ট উইলিয়ামের সন্ধির
গ. কাশিমবাজারের সন্ধির
ঘ. পাটনার সন্ধির
২৫. ‘আমরা আপনার কর্তৃত্ব মানব না’—এখানে কার কর্তৃত্ব মানার কথা বলা হয়েছে?
ক. নবাব সিরাজের
খ. মীর জাফরের
গ. গভর্নর ড্রেকের
ঘ. লর্ড ক্লাইভের
২৬. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে ঘসেটি বেগমের সঙ্গে কে রাজ্য শাসন করার স্বপ্ন দেখেছিলেন?
ক. রাজবল্লভ খ. জগৎশেঠ
গ. রায় দুর্লভ ঘ. মীর জাফর
২৭. জাহেলদের রইস কে?
ক. আগন্তুক খ. মিরন
গ. সাঁফ্রে ঘ. মোহাম্মদী বেগ
২৮. ‘গতি যার নীচসহ নীচ সে দুর্মতি’—কাদের ক্ষেত্রে প্রযোজ্য?
ক. মীর জাফর, মোহনলাল
খ. মোহনলাল, রাজবল্লভ
গ. মীর জাফর, রাজবল্লভ
ঘ. মোহনলাল, রাজবল্লভ
২৯. ‘কেউ এক চুল নড়লে প্রাণ যাবে’—সংলাপটি কার?
ক. রায়দুর্লভের খ. মানিকচাঁদের
গ. রাজবল্লভের ঘ. জগৎশেঠের
৩০. ‘এ দেশে থেকে এ দেশকে ভালোবেসেছি’—উক্তিটি কার?
ক. মৃত্যুপথযাত্রী নারান সিংহের
খ. দেশপ্রেমিক মোহনলালের
গ. মৃত্যুপথযাত্রী মীরমদনের
ঘ. ফরাসি সেনাপতি সাঁফ্রের
সঠিক উত্তর
সিরাজউদ্দৌলা: ২১.গ ২২.ঘ ২৩.খ ২৪.ক ২৫.গ ২৬.ক ২৭.ক ২৮.খ ২৯.খ ৩০.ক
সিরাজউদ্দৌলা
৩১. লুৎফার কাছে বহুদিন নবাবের না আসতে পারার মধ্য দিয়ে কোনটি প্রতিফলিত হয়েছে?
ক. প্রত্যাশা খ. আক্ষেপ
গ. বেদনা ঘ. কষ্ট
৩২. ‘চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র’—উক্তিটির অন্তর্নিহিত
তাৎপর্য কী?
ক. ঘোরতর বিপদ
খ. ঘোরতর অন্ধকার
গ. আসন্ন বিপদ
ঘ. আত্মস্বার্থরক্ষার খেলা
৩৩. লবণের ইজারাদার কে ছিলেন?
ক. সেনাধ্যক্ষ
খ. সামন্তশ্রেণি
গ. কুঠিয়াল ইংরেজ
ঘ. সার্জন হলওয়েল
৩৪. ‘শুধু ওই একটি পথেই আবার আমরা উভয়ের কাছাকাছি আসতে পারি’—এ পথ কোনটি?
ক. দেশ ও কোম্পানির কল্যাণ
খ. ইংরেজদের কল্যাণ
গ. ধনিকশ্রেণির কল্যাণ
ঘ. দেশ ও জনগণের কল্যাণ
৩৫. ইংরেজদের বাংলাদেশে বাণিজ্য করার অনুমতি দিয়েছেন কে?
ক. দিল্লির বাদশাহ
খ. মীরজাফর আলী খাঁ
গ. ঘসেটি বেগম
ঘ. উমিচাঁদ
৩৬. মীরজাফর ‘কালকেউটে’ বলেছেন কাকে?
ক. উমিচাঁদকে খ. রায়দুর্লভকে
গ. রাজবল্লভকে ঘ. মোহনলালকে
৩৭. ক্লাইভের মতে, এ যুগের ‘সেরা বিশ্বাসঘাতক’ কে?
ক. রায়দুর্লভ খ. রাজবল্লভ
গ. উমিচাঁদ ঘ. মিরন
৩৮. ‘অর্থসম্পদের চেয়ে সততা অধিক মূল্যবান’—‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের বিপরীত বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ক. লুৎফুন্নেসা খ. ক্লেটন
গ. মীরমদন ঘ. উমিচাঁদ
৩৯. ক্লাইভ কীভাবে উমিচাঁদকে ঠকানোর ব্যবস্থা করেন?
ক. ভুল বুঝিয়ে
খ. বিশ্বাসঘাতকতা করে
গ. সুচারু কৌশলে
ঘ. লোভ দেখিয়ে
৪০. ‘আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই’—উক্তিটি কে কাকে উদ্দেশ করে বলেছে?
ক. উমিচাঁদ, ক্লেটনকে
খ. মানিকচাঁদ, ক্লেটনকে
গ. মানিকচাঁদ, হলওয়েলকে
ঘ. উমিচাঁদ, হলওয়েলকে
সঠিক উত্তর
সিরাজউদ্দৌলা: ৩১.খ ৩২.ক ৩৩.গ ৩৪.ঘ ৩৫.ক ৩৬.ক ৩৭.গ ৩৮.ঘ ৩৯.গ ৪০.ঘ
সিরাজউদ্দৌলা
৪১. ইংরেজের হয়ে কোম্পানির টাকার জন্য যুদ্ধ করেন কে?
ক. উমিচাঁদ খ. মানিকচাঁদ
গ. রায়দুর্লভ ঘ. ওয়ালি খান
৪২. ‘আমার শেষ যুদ্ধ পলাশীতেই’—উক্তিটি কার?
ক. মোহনলালের খ. সিরাজউদ্দৌলার
গ. মীরমদনের ঘ. সাঁফ্রের
৪৩. ‘এবার আমি আঘাত হানবই’—উক্তিটি কার?
ক. মিরনের খ. মোহনলালের
গ. মীরজাফরের ঘ. সিরাজউদ্দৌলার
৪৪. ‘গুপ্তচরের সহায়তা ছাড়া আমরা এক পাও এগোতে পারতাম না’—সংলাপটি কার?
ক. মীরজাফরের খ. উমিচাঁদের
গ. রাজবল্লভের ঘ. জগৎশেঠের
৪৫. ঘসেটি বেগমের জীবনযাপন কেমন ছিল?
ক. জাঁকজমকপূর্ণ খ. উচ্ছৃঙ্খল
গ. সাদামাটা ঘ. নিম্নশ্রেণির
৪৬. ‘রাইসুল জুহালা’ চরিত্রে কোন বৈশিষ্ট্যটি দেখা যায়?
ক. ক্লাইমেক্স খ. ভাবগাম্ভীর্য
গ. হাস্যরস ঘ. দুঃখবোধ
৪৭. ফরাসি সৈনিক সাঁফ্রের চারিত্রিক বৈশিষ্ট্য কোনটি?
ক. উচ্ছৃঙ্খল খ. বিশ্বাসঘাতকতা
গ. ন্যায়পরায়ণতা ঘ. দায়িত্বশীলতা
৪৮. ওয়ালি খান ইংরেজদের হয়ে যুদ্ধ করেছেন কেন?
ক. নিজে নবাব হওয়ার জন্য
খ. ব্রিটিশদের মর্যাদা রক্ষার জন্য
গ. কোম্পানির টাকার জন্য
ঘ. বাঙালির বীরত্ব প্রমাণের জন্য
৪৯. ‘আপনিই এখন কমান্ডার ইন চিফ’—উমিচাঁদ কার উদ্দেশে এ সংলাপ বলেছেন?
ক. ক্লেনটনকে খ. হলওয়েলকে
গ. ওয়াটসকে ঘ. মিনচিনকে
৫০. পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার কয়টি কামান ছিল?
ক. ৩০টি মতো খ. ৪০টির মতো
গ. ৪৫টির মতো ঘ. ৫৩টির মতো
সঠিক উত্তর
সিরাজউদ্দৌলা: ৪১.ঘ ৪২.ক ৪৩.গ ৪৪.ঘ ৪৫.ক ৪৬.গ ৪৭.ঘ ৪৮.গ ৪৯.খ ৫০.ঘ
সিরাজউদ্দৌলা
৫১. নবাব সিরাজউদ্দৌলার মুর্শিদাবাদে পালিয়ে আসার কারণ কী?
ক. প্রাণের ভয়ে
খ. গুপ্তচরের পরামর্শে
গ. যুদ্ধের কৌশল আঁটতে
ঘ. রাজ্যের স্বাধীনতা রক্ষায়
৫২. সিরাজউদ্দৌলা কোথায় বন্দী হয়েছিলেন?
ক. আলীনগরে খ. কলকাতায়
গ. পলাশীতে ঘ. ভগবানগোলায়
৫৩. ‘সিরাজউদ্দৌলা এখন কয়েদি, ওয়ার ক্রিমিনাল’—উক্তিটি কার?
ক. মীরজাফরের খ. লর্ড ক্লাইভের
গ. মিরনের ঘ. ওয়াটসের
৫৪. নিচের কে কৃতঘ্ন?
ক. মোহাম্মদী বেগ খ. মোহনলাল
গ. উমিচাঁদ ঘ. মানিকচাঁদ
৫৫. নবাব সিরাজউদ্দৌলার মুখের শেষ বাক্যটি কী?
ক. বাংলার মানুষ তোমাদের ক্ষমা করবে না
খ. এটা তোমরা অনেক বড় ভুল করলে
গ. লা ইলাহা ইল্লাল্লাহু
ঘ. লুৎফুন্নেসা তুমি ভালো থেকো
৫৬. নাটকের যথার্থ পরিবেশনার স্থান কোনটি?
ক. টেলিভিশন খ. রেডিও
গ. মঞ্চ ঘ. প্রান্তর
৫৭. প্রাচীন গ্রিক ট্র্যাজেডিতে কোনটির বিশেষ ভূমিকা রয়েছে?
ক. রাজপুরুষের খ. দেবতার
গ. প্রতিহিংসার ঘ. নিয়তির
৫৮. কোন ইংরেজ নাট্যকার গ্রিক ট্র্যাজেডির এক ভিন্ন আদর্শ প্রতিষ্ঠা করেন?
ক. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
খ. উইলিয়াম শেক্সপিয়ার
গ. উইলিয়াম রাকসাম
ঘ. উইলিয়াম বি মাইলাম
৫৯. বাংলা সাহিত্যে প্রথম সার্থক বাংলা নাটক কোনটি?
ক. অভিজ্ঞান শকুন্তলম
খ. শর্মিষ্ঠা
গ. কুলীনকুলসর্বস্ব
ঘ. রত্নাবলী
৬০. ‘শর্মিষ্ঠা’ নাটকের রচয়িতা কে?
ক. নন্দনকুমার রায়
খ. রামনারায়ণ তর্করত্ন
গ. রাজা ঈশ্বরচন্দ্র সিংহ
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর
সিরাজউদ্দৌলা: ৫১.গ ৫২.ঘ ৫৩.খ ৫৪.ক ৫৫.গ ৫৬.গ ৫৭.ঘ ৫৮.খ ৫৯.খ ৬০.ঘ
সিরাজউদ্দৌলা
৬১. নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বাংলা নাটককে বিশ্বমানের স্বাতন্ত্র্যে উন্নীত করেন কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. দীনবন্ধু মিত্র
ঘ. মীর মশাররফ হোসেন
৬২. সিকান্দার আবু জাফর তাঁর নাটকে সিরাজউদ্দৌলাকে কী হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন?
ক. বাঙালির জাতীয় বীর
খ. বাঙালির জাতীয় শত্রু
গ. একজন সামন্তবাদী শোষক
ঘ. একজন কুচক্রী মহানায়ক
৬৩. সিরাজউদ্দৌলার ব্যক্তিত্ব ও প্রজ্ঞা কিসের শিল্পমানসকে স্পর্শ করেছে?
ক. ট্র্যাজেডির খ. কমেডির
গ. মেলোড্রামার ঘ. ট্র্যাজিকমেডির
৬৪. ইউরোপীয়দের দস্যুবৃত্তি দমনে কোন সম্রাট তৎপর হয়েছিলেন?
ক. আকবর খ. বাবর
গ. হুমায়ুন ঘ. জাহাঙ্গীর
৬৫. সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কী ছিল?
ক. প্রাসাদ ষড়যন্ত্র
খ. পরিবারপ্রীতি
গ. ইংরেজদের ষড়যন্ত্র
ঘ. ফরাসিদের ষড়যন্ত্র
৬৬. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য কত সালের ঘটনা প্রকাশ করে?
ক. ১৭৪৪ সালে খ. ১৭৫৫ সালে
গ. ১৭৫৬ সালে ঘ. ১৭৫৭ সালে
৬৭. কার পতন হলে নবাবের সৈন্য ভারী কামান নিয়ে দুর্গের দিকে এগিয়ে যায়?
ক. ক্যাপ্টেন ক্লেটনের
খ. অধিনায়ক এনসাইন পিকার্ডের
গ. সার্জন হলওয়েলের
ঘ. গভর্নর রজার ড্রেকের
৬৮. ‘ভগীরথী নদী’ কোথায় অবস্থিত?
ক. দিল্লিতে খ. পাটনায়
গ. কলকাতায় ঘ. বিহারে
৬৯. ক্লেটন প্রাণপণে যুদ্ধ করতে বলেন কাদেরকে?
ক. হলওয়েলকে খ. ফরাসি যোদ্ধাদের
গ. ব্রিটিশ সৈনিকদের ঘ. নবাবের সৈন্যদের
৭০. ‘মারাঠা খাল’ কোথায় অবস্থিত?
ক. কাশিমবাজারে খ. মুর্শিদাবাদে
গ. শিয়ালদহে ঘ. দমদমে
সঠিক উত্তর
সিরাজউদ্দৌলা: ৬১.খ ৬২.ক ৬৩.ক ৬৪.ঘ ৬৫.ক ৬৬.গ ৬৭.খ ৬৮.গ ৬৯.গ ৭০.গ
সিরাজউদ্দৌলা
৭১. ‘রজার ড্রেক’ কে?
ক. গভর্নর খ. ক্যাপ্টেন
গ. সার্জন ঘ. সেনাপতি
৭২. বন্দী উমিচাঁদ কার কাছে চিঠি পাঠাতে চায়?
ক. রায় দুর্লভের কাছে খ. মানিকচাঁদের কাছে
গ. রাজবল্লভের কাছে ঘ. জগৎশেঠের কাছে
৭৩. ‘কেউ এক চুল নড়লে প্রাণ যাবে’—সংলাপটি কার?
ক. রায় দুর্লভের খ. মানিকচাঁদের
গ. রাজবল্লভের ঘ. জগৎশেঠের
৭৪. নবাবের নিষেধ সত্ত্বেও ইংরেজরা কোন দুর্গ সংস্কার বন্ধ করেনি?
ক. কলকাতার দুর্গ খ. মতিঝিলের দুর্গ
গ. কাশিমবাজারের দুর্গ ঘ. ফোর্ট উইলিয়াম দুর্গ
৭৫. কলকাতার দেওয়ান কে ছিলেন?
ক. উমিচাঁদ খ. মানিকচাঁদ
গ. রাজবল্লভ ঘ. কৃষ্ণবল্লভ
৭৬. কার অনুমতি পেলে ইংরেজরা জঙ্গল কেটে হাট বসাবে?
ক. উমিচাঁদের খ. মানিকচাঁদের
গ. রাজবল্লভের ঘ. কৃষ্ণবল্লভের
৭৭. নেটিভরা ইংরেজদের সঙ্গে কেন ব্যবসা করতে পারছিল না?
ক. নবাবের ভয়ে
খ. ফৌজদারের ভয়ে
গ. মানিকচাঁদের ভয়ে
ঘ. উজিরের ভয়ে
৭৮. সিরাজউদ্দৌলার সঙ্গে কার দ্বন্দ্ব হলে মিরজাফর ও জগৎশেঠের দল তাঁকে সহায়তা করবে?
ক. ঘসেটি বেগমের
খ. শওকতজঙ্গের
গ. রাজবল্লভের
ঘ. রায়দুর্লভের
৭৯. কলকাতায় ইংরেজদের ব্যবসা করার অনুমতি লাভের জন্য উমিচাঁদ মানিকচাঁদকে কত টাকা নজরানা দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছে?
ক. পাঁচ হাজার খ. দশ হাজার
গ. বারো হাজার ঘ. পনেরো হাজার
৮০. অসংখ্য ভুল-বোঝাবুঝি, অসংখ্য ছলনা এবং শাঠ্যের ওপর কিসের ভিত্তি প্রতিষ্ঠিত?
ক. মৌলিক সম্প্রীতির
খ. মৌলিক অধিকারের
গ. মৌলিক চাহিদার
ঘ. মৌলিক প্রয়োজনের
সঠিক উত্তর
সিরাজউদ্দৌলা: ৭১.ক ৭২.খ ৭৩.খ ৭৪.ক ৭৫.খ ৭৬.খ ৭৭.খ ৭৮.খ ৭৯.গ ৮০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
No comments