এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - সোনার তরী

এইচএসসি - বাংলা ১ম পত্র | সোনার তরী : বহুনির্বাচনি প্রশ্ন

সোনার তরী

. ওগো তুমি কোথা যাও কোন বিদেশে’—এখানে তুমি কে?

. কৃষক . তরী

. মাঝি . কবি

. কবি ছোট খেত বলতে কী বোঝাতে চেয়েছেন?

. আয়তনে ছোট খেত

. নদীর ছোট চর

. মানুষের জীবনপরিধি

. অজানার দেশ

অনুচ্ছেদটি পড়ে নম্বর প্রশ্নের উত্তর দাও।

জয়নুল আবেদিন বিখ্যাত চিত্রশিল্পী। তিনি শিল্পাচার্য নামে পরিচিত। তাঁর বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষের চিত্রমালা, সংগ্রাম, ‘সাঁওতাল রমণী, ঝড়সহ আরও অনেক ছবি। পৃথিবীর মানুষ এই শিল্পীর পেনসিলের আঁচড়ে প্রতিফলিত দুর্ভিক্ষতাড়িত মানুষ সেই সময়কে আজও অনুভব করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিষ্ঠায় তিনি ছিলেন পুরোধা ব্যক্তিত্ব।

. জয়নুল আবেদিনের সঙ্গে সোনার তরী কবিতার কিসের সাদৃশ্য রয়েছে?

. মাঝি . ভরা নদী

. তরী . কৃষক

. উক্ত সাদৃশ্যের পরিপ্রেক্ষিতে কী বলা যায়?

. জীবন অতি সংক্ষিপ্ত

. সৃষ্টি অবিনশ্বর

. সম্পদ ক্ষণস্থায়ী

. সময় অনন্ত প্রবাহী

. রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫ বছর বয়সে প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

. ভানুসিংহ ঠাকুরের পদাবলী

. বনফুল

. চিত্রা

. সোনার তরী

. শেষের কবিতা কোন ধরনের রচনা?

. ছোটগল্প . উপন্যাস

. প্রবন্ধ . কাব্যগ্রন্থ

. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?

. ১৮৬০ . ১৮৬১

. ১৮৬২ . ১৮৬৩

. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?

. ১৯১৩ . ১৯১৪

. ১৯১৫ . ১৯১৬

. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?

. বনফুল . গীতাঞ্জলি

. সোনার তরী . বলাকা

১০. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন?

. ১৮৯৯ . ১৮৯৪

. ১৯৪১ . ১৯৪৬

সঠিক উত্তর

সোনার তরী: . . . . . . . . . ১০.

১১. রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মূল সুর কোনটি?

. মানবধর্মের জয় সৌন্দর্যতৃষ্ণা

. বিদ্রোহ রোমান্টিকতা

. মানবধর্ম নিসর্গপ্রীতি

. পল্লিপ্রেম সৌন্দর্যচেতনা

১২. Song Offerings গ্রন্থটি কার অনূদিত?

. সৈয়দ শামসুল হক

. শামসুর রাহমান

. জীবনানন্দ দাশ

. রবীন্দ্রনাথ ঠাকুর

১৩. রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা কোন ধরনের রচনা?

. ছোটগল্প . প্রবন্ধ

. কাব্যনাট্য . উপন্যাস

১৪. চারদিকে কী খেলা করছে?

. ছোট ছোট ধানগাছ

. বাঁকা জল

. ছোট ছোট ছেলেমেয়ে

. সমুদ্রের ঢেউ

১৫. ধান কাটতে কাটতে কী হলো?

. বরষা এল . সন্ধ্যা হলো

. নৌকা চলে এল . দুপুর গড়িয়ে গেল

১৬. পরপারে দেখি আঁকা।’— এরপরের চরণটি কী?

. গ্রামখানি মেঘে ঢাকা

. তরুছায়ামসী মাখা

. খরপরশা

. প্রভাতবেলা

১৭. বাঁকা জল খেলা করছে কোথায়?

. উত্তর দিকে . দক্ষিণ দিকে

. নদীতে . চারদিকে

১৮. কৃষক কোথায় একা বসে আছে?

. মাঠে . নৌকায়

. কূলে . বৃষ্টির মধ্যে

১৯. সোনার তরী কবিতায় আমি শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?

. দুবার . তিনবার

. চারবার . পাঁচবার

২০. ভরা নদী কী?

. খরপরশা . খর বরষা

. ক্ষুরধারা . ক্ষুরদ্বারা

সঠিক উত্তর

সোনার তরী: ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০.


২১. কোন শব্দ থেকে বরষা শব্দটির ব্যুৎপত্তি?

. বর্শা . বর্ষা

. বর্ষণ . বরশা

২২. সোনার তরী কবিতায় বর্ণিত গ্রামখানি কেমন?

. মেঘে ঢাকা

. পাখিতে ভরা

. সবুজে ভরা

. ফুলে ফুলে সাজানো

২৩. সোনার তরী কবিতায় কোন সময়ের কথা উল্লেখ করা হয়েছে?

. সকাল . দুপুর

. বিকেল . সন্ধ্যা

২৪. ঢেউগুলো নিরুপায় কোথায় ভাঙে?

. এক ধারে . দুধারে

. তিন ধারে . চতুর্দিকে

২৫. ছোট তরীতে কার স্থান হয় না?

. কবির . কৃষকের

. মাঝির . ফসলের

২৬. সোনার তরী কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ আছে?

. আষাঢ় . শ্রাবণ

. ভাদ্র . আশ্বিন

২৭. ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরী’— এরপরের চরণটি কী?

. যাহা ছিল নিয়ে গেল সোনার তরী

. আমারি সোনার ধানে গিয়েছে ভরি

. আর আছে আর নাই, দিয়েছি ভরি

. শূন্য নদীর তীরে রহিনু পড়ি

২৮. দেখে যেন মনে হয় চিনি উহারে’—চরণটিতে কাকে চেনার কথা বলা হয়েছে?

. মাঝিকে

. কবিকে

. কৃষককে

. নদীর ওপারের মানুষকে

২৯. খরপরশা শব্দের অর্থ কী?

. স্রোত . ধারালো

. ধারালো বর্শা . ভয়ানক স্রোত

৩০. সোনার তরী কবিতায় আমি প্রতীকী অর্থে কে?

. কৃষক . মাঝি

. গৃহস্থের স্ত্রী . কবি

সঠিক উত্তর

সোনার তরী: ২১. ২২. ২৩. ২৪. ২৫. ২৬. ২৭. ২৮. ২৯. ৩০.


সোনার তরী

৩১. বাঁকা জল কিসের প্রতীক?

. ঘোলা জলের

. অনন্ত কালস্রোতের

. সংকটাপন্ন অবস্থার

. অন্ধকার জীবনের

৩২. সোনার তরী কবিতার অধিকাংশ পঙ্ক্তি কোন মাত্রার পূর্ণপর্বে বিন্যস্ত?

. + . +

. + . +

৩৩. সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত?

. স্বরবৃত্ত . অক্ষরবৃত্ত

. মাত্রাবৃত্ত . মিশ্র

৩৪. সোনার তরী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

. চিত্রা . সোনার তরী

. ক্ষণিকা . কল্পনা

৩৫. রবীন্দ্রযুগ বলতে কী বোঝায়?

. রবীন্দ্রনাথের কাব্যের পরিধি

. রবীন্দ্রনাথের সাহিত্যসাধনার বৃহৎ কাল

. রবীন্দ্রনাথের শিক্ষাজীবন

. রবীন্দ্রনাথের জীবনকাল

৩৬. রবীন্দ্রনাথ প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহী ছিলেন কেন?

. গণ্ডি ভালো লাগত না বলে

. মুক্ত উদার মানসিকতার কারণে

. অপর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কারণে

. পারিবারিক সমস্যার কারণে

৩৭. তরুছায়ামসী মাখা বলতে কী বোঝানো হয়েছে?

. গাছপালার কালচে ছায়া

. নদীর কালো স্রোত

. আকাশের মেঘের ছায়া

. মেঘের কালো ছায়া

৩৮. মাঝির নৌকা নিয়ে আসাকে অপ্রত্যাশিত বলা হয়েছে কেন?

. কারণ, কৃষকের জানা ছিল না মাঝি আসবে

. কারণ, মাঝির নৌকা নিয়ে আসা সম্ভব ছিল না

. কারণ, কৃষক চিন্তাই করেনি, কেউ নৌকা নিয়ে আসতে পারে

. কারণ, কৃষক আর মাঝির মধ্যে কোনো সম্পর্ক নেই

৩৯. ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে কথাটি বলার কারণ কী?

. মাঝিকে তরী ভেড়ানোর জন্য কৃষকের সনির্বন্ধ অনুনয়

. নির্বিকার মাঝিকে দৃষ্টি আকর্ষণের জন্য কৃষকের চেষ্টা

. মাঝির তরীতে কবির কর্ম তুলে

দেওয়ার জন্য

. মাঝির তরীতে কবির ঠাঁই পাওয়ার আকুল ইচ্ছা

৪০. ঠাঁই নাই ঠাঁই নাই, ছোট সে তরী’— বলতে কী বোঝানো হয়েছে?

. তরীতে স্থানাভাব

. অর্জিত ফসল বহন করার জন্যই ব্যবহৃত

. মহাকাল শুধু সৃষ্টিকর্মকে স্থান দেয়, ব্যক্তিকে নয়

. তরীটি খুবই ছোট ছিল

সঠিক উত্তর

সোনার তরী: ৩১. ৩২. ৩৩. ৩৪. ৩৫. ৩৬. ৩৭. ৩৮. ৩৯. ৪০.

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.