এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - বায়ান্নর দিনগুলো

এইচএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | বায়ান্নর দিনগুলো : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় 

. শেখ মুজিবের খুব খারাপ লাগার কারণ কী?

. শারীরিক অসুস্থতা

. মহিউদ্দিনের নামে স্লোগান না হওয়ায়

. স্লোগান না দেওয়ায়

. জেল কর্তৃপক্ষের আচরণ

. শেখ মুজিবুর রহমান চিন্তাশক্তি হারিয়ে ফেলেছিলেন কেন?

. ক্ষুধায়

. জ্ঞান না থাকায়

. শারীরিক দুর্বলতায়

. বুদ্ধি লোপ পাওয়ায়

. ২১ ফেব্রুয়ারি কোন জাতির ঐতিহ্যের সঙ্গে জড়িত?

. বাঙালি . ভারতীয়

. নেপালি . ইংরেজ

. ২১ ফেব্রুয়ারিতে শহিদদের মধ্যে নিচের কোন নামটি অন্তর্ভুক্ত?

. কামাল . জালাল

. মানিক . রফিক

নিচের উদ্দীপকটি পড়ে নম্বর প্রশ্নের উত্তর দাও।

কামাল উদ্দিন একজন রাজনৈতিক নেতা। দেশের কল্যাণে তিনি যেকোনো কাজ করতে সর্বদা প্রস্তুত থাকেন। একবার তার এলাকায় ভূমি অফিসে ব্যাপক দুর্নীতি হলে তিনি তা রোধে আমরণ অনশন ঘোষণা করেন।

. উদ্দীপকের কামাল উদ্দিনের সঙ্গে বায়ান্নর দিনগুলো রচনার কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?

. শহিদ সাহেব

. খান সাহেব ওসমান আলী

. শেখ মুজিবুর রহমান

. মহিউদ্দীন

. এরূপ সাদৃশ্যের যৌক্তিকতা

. স্বীয় ভাবমূর্তি উজ্জ্বল করা

. স্বীয় স্বার্থরক্ষা

. দলের স্বার্থে কাজ করা

. দাবি আদায়ে কৌশলী হওয়া

. শেখ মুজিবুর রহমানকে নিতে কারা প্রস্তুত হয়ে এসেছিল?

. সেনাবাহিনী . বিডিআর

. ইপিআর . আর্মড পুলিশ

. নারায়ণগঞ্জ থেকে কয়টার সময় জাহাজ ছাড়ত?

. ১০টা . ১১টা

. ১২টা . ১টা

. বঙ্গবন্ধুর অনশনের মধ্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?

. নিঃস্বার্থতা . স্বার্থপরতা

. প্রতিবাদ . ঘৃণা

১০. বায়ান্নর দিনগুলো রচনার সুবেদার চরিত্রে নিচের কোন বৈশিষ্ট্যটি উন্মোচিত হয়েছে?

. দৃঢ়তা . নিষ্ঠুরতা

. মানবতাবোধ . চাটুকারিতা

সঠিক উত্তর

বায়ান্নর দিনগুলো : . . . . . . . . . ১০.

অধ্যায়

১১. মহিউদ্দিন চরিত্রের মাধ্যমে কোন বিষয়টি উপস্থাপন করা হয়েছে?

. সহযোদ্ধা . সহকর্মী

. বন্ধুত্ব . মানবতাবোধ

১২. বায়ান্নর দিনগুলো রচনায় পাকিস্তানিরা কাদের প্রতিনিধিত্ব করে?

. নির্যাতিত . শোষক

. মিত্র . উচ্চবর্ণ

১৩. মহিউদ্দিন চরিত্রের ক্ষেত্রে প্রযোজ্য হলো

i. মুসলিম লীগের সদস্য

ii. বঙ্গবন্ধুর সহকর্মী

iii. সামরিক কর্মকর্তা

নিচের কোনটি সঠিক?

. i . ii

. i iii . ii iii

১৪. মাতৃভাষা রক্ষার্থে রক্তদানকারী জাতি হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?

. বাঙালি . ভারতীয়

. ফরাসি . আরবীয়

১৫. পাকিস্তানি শাসকগোষ্ঠীর ক্ষেত্রে কোন বিষয়টি প্রযোজ্য?

. ঐতিহ্যপ্রিয় . সংস্কৃতিমনা

. অত্যাচারী . সুশাসক

নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

রাজনীতিতে নেতা-কর্মীরা নানা সময় নানা রকম কৌশল ধারণ করে। কখনো বা সরাসরি সরকারি দলের অন্যায়ের প্রতিবাদ করে, আবার কখনো বা চাপে পড়ে আত্মগোপনে থেকে লড়াই চালিয়ে যায়।

১৬. উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত কোন রচনার অধিকতর মিল রয়েছে?

. জনারণ্যে

. সৌদামিনী মালো

. বায়ান্নর দিনগুলো

. তাজমহল

১৭. উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত ওই রচনার মিলের প্রসঙ্গটি যে দৃষ্টিকোণ থেকে বিবেচ্য

. সরকারদলীয় চাপ

. বিরোধী দলের বিশৃঙ্খলা

. রাজনৈতিক কৌশল

. নিঃস্বার্থ জনসেবা

নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারি আপন প্রাণ,

তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর মোরে প্রতিদান।

১৮. উদ্দীপকের পিতার সঙ্গে বায়ান্নর দিনগুলো রচনার কোন চরিত্রটি তুলনীয়?

. শেখ মুজিবুর রহমান

. মহিউদ্দিন

. বঙ্গবন্ধুর পিতা

. খয়রাত হোসেন

১৯. উক্ত চরিত্রদ্বয়ে কোন বিষয়টি বিদ্যমান?

. খোদাভক্তি . সন্তানবাৎসল্য

. ধর্মচেতনা . আত্মদান

২০. শেখ মুজিবুর রহমানের বহুবার কারাবরণ করার কারণ

i. ভাষা আন্দোলনে যোগদান

ii. গণতান্ত্রিক আন্দোলনে যোগদান

iii. আন্দোলনে যোগদান

নিচের কোনটি সঠিক?

. i ii . ii iii

. i iii . i, ii iii

সঠিক উত্তর

বায়ান্নর দিনগুলো : ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০.

অধ্যায়

২১. মুজিব অনশন ভাঙেন কেন?

. দাবি আদায় হওয়ায়

. অসুস্থতার কারণে

. বাবার অনুরোধে

. জেলারের অনুরোধে

২২. শেখ মুজিবের সঙ্গে নিচের কোনটি সম্পৃক্ত?

. অনশন ধর্মঘট . মিছিল

. হরতাল . ১৪৪ ধারা

২৩. শেখ মুজিবুর রহমান কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

. ১৮২০ . ১৯১৮

. ১৯২০ . ১৯২১

২৪. শেখ মুজিবুর রহমান কত সালে সপরিবার নিহত হন?

. ১৯৭১ . ১৯৭২

. ১৯৭৩ . ১৯৭৫

উদ্দীপকটি পড়ে ২৫ ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

রাষ্ট্রভাষা বাংলা চাই/রাজবন্দীর মুক্তি চাই

২৫. উদ্দীপকের প্রথম চরণ বায়ান্নর দিনগুলো রচনারকোন সালটিকে নির্দেশ করে?

. ১৯৪৭ . ১৯৪৮

. ১৯৫১ . ১৯৫২

২৬. উদ্দীপকের দ্বিতীয় চরণ অনুযায়ী বায়ান্নর দিনগুলো রচনায় ফুটে উঠেছে

. ক্ষোভ . ঘৃণা

. অনুরাগ . প্রতিবাদ

২৭. শেখ মুজিবুর রহমান তাঁর সহকর্মী রাত কয়টার সময় স্টেশনে এসেছিলেন?

. ৯টা . ১০টা

. ১১টা . ১২টা

২৮. অনশন ধর্মঘটের কত দিন পর শেখ মুজিবুর রহমান মহিউদ্দিন অসুস্থ হয়ে পড়েছিলেন?

. দিন . দিন

. দিন . দিন

২৯. অনশনের সময় শেখ মুজিবুর রহমান কয়টা চিঠি লিখেছিলেন?

. ২টা . ৩টা

. ৪টা . ৫টা

৩০. ২১ ফেব্রুয়ারি কোথায় ভীষণ গোলমাল হয়েছিল?

. ঢাকায় . চট্টগ্রামে

. খুলনায় . রাজশাহীতে

সঠিক উত্তর

বায়ান্নর দিনগুলো: ২১. ২২. ২৩. ২৪. ২৫. ২৬. ২৭. ২৮. ২৯. ৩০.

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.