এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন - অপরিচিতা
এইচএসসি -বাংলা ১ম পত্র অপরিচিতা : বহুনির্বাচনি প্রশ্ন অপরিচিতা
১. ‘অপরিচিতা’ গল্পে অনুপমের বয়স কত বছর?
ক. পঁচিশ খ. ছাব্বিশ
গ. সাতাশ ঘ. আটাশ
২. ‘অপরিচিতা’ গল্পে কী করে অনুপমের পিতা প্রচুর টাকা রোজগার করেছিলেন?
ক. ব্যবসা খ. ওকালতি
গ. ডাক্তারি ঘ. দালালি
৩. ‘অপরিচিতা’ গল্পে অনুপম কী পাস করেছে?
ক. এফএ খ. বিএ
গ. এমএ ঘ. এমএসসি
৪. ‘অপরিচিতা’ গল্পে অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কী?
ক. বিনু খ. হরিশ
গ. প্রতাপ ঘ. অর্পণ
৫. ‘অপরিচিতা’ গল্পে কে শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে গেলেন না?
ক. অনুপমের মামা খ. অনুপম
গ. হরিশ ঘ. বিনুদা
৬. ‘অপরিচিতা’ গল্পে শম্ভুনাথ সেন পেশায় কী?
ক. প্রকৌশলী খ. ডাক্তার
গ. ব্যবসায়ী ঘ. শিক্ষক
৭. মেয়েটির কণ্ঠস্বর শুনে অনুপমের মন ভরে যাওয়ার কারণ—
i. মধুর বলে
ii. পরিচিত বলে
iii. সুরেলা বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
৮. ‘অপরিচিতা’ গল্পে অনুপমের মামা তার চেয়ে কত বছরের বড়?
ক. ছয় খ. সাত
গ. আট ঘ. নয়
৯. হরিশ কোথায় কাজ করে?
ক. কলকাতা খ. বেনারস
গ. পাঞ্জাব ঘ. কানপুর
১০. ‘খোকনের ভাষাটা এমন যে তিনি অহমিকাকে বলেন দাম্ভিকতাপূর্ণ।’ খোকনের সঙ্গে মিল রয়েছে—
i. হরিশের ii. বিনুর
iii. অনুপমের
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i ও iii
সঠিক উত্তর
অপরিচিতা: ১.গ ২.খ ৩.গ ৪.ক ৫.ক ৬.খ ৭.ক ৮.ক ৯.ঘ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
No comments