এইচএসসি - বাংলা ২য় পত্র ব্যাকরণিক শব্দশ্রেণি খুঁজে বের করো
প্রশ্ন:
নিচের অনুচ্ছেদ থেকে ব্যাকরণিক শব্দশ্রেণি খুঁজে বের করো।
লুসাই পাহাড় থেকে ধেয়ে আসছে কর্ণফুলী। ছল ছল বেগে সে ছুটে চলছে। বুকে তার প্রবল স্রোতোধারা। বাহ! কী চমত্কার তার ছুটে চলা।
উত্তর: ব্যাকরণিক শ্রেণি: লুসাই পাহাড়=বিশেষ্য; ছল ছল=ক্রিয়া বিশেষণ; তার = সর্বনাম; প্রবল=বিশেষণ;।
প্রশ্ন:
নিচের অনুচ্ছেদ থেকে নিম্নরেখ শব্দসমুহেরব্যাকরণিক শব্দশ্রেণি খুঁজে বের করো।
গরিবকে সাহায্য করা উচিত। সব বস্তিতেই এখন টিউবওয়েল বসেছে। সে ঢাকা গিয়েছিল। এত বৃষ্টি হলো, তবু গরম গেল না। তিনি অভিজ্ঞ মিস্ত্রি। ডাক্তার অসুস্থ, তিনি রোগী দেখতে আসবেন না। বাহ্! বড় চমত্কার ছবি এঁকেছ তো। মন দিয়ে লেখাপড়া করা উচিত।
উত্তর: ব্যাকরণিক শ্রেণি: গরিবকে=বিশেষ্য, বস্তিতেই=বিশেষণ: গিয়েছিল=সমাপিকা ক্রিয়া, তবু=যোজক, অভিজ্ঞ= বিশেষণ, তিনি= সর্বনাম, বাহ্!=আবেগ শব্দ, দিয়ে= অনুসর্গ।
প্রশ্ন:
নিচের অনুচ্ছেদ থেকে ব্যাকরণিক শব্দশ্রেণি খুঁজে বের করো।
সাদা মেঘে আকাশ ছেয়ে আছে। হঠাৎ টিপটিপ বৃষ্টি শুরু হলো। করিম ভাঙা ছাতা দিয়ে বৃষ্টি ঠেকানোর বৃথা চেষ্টা করছিল।
উত্তর: ব্যাকরণিক শব্দশ্রেণি: সাদা= বিশেষণ, টিপটিপ= বিশেষণ, ভাঙা= বিশেষণ, দিয়ে = অনুসর্গ, বৃথা=বিশেষণ, মেঘে=বিশেষ্য, আকাশ=বিশেষ্য।
প্রশ্ন:
নিচের অনুচ্ছেদ থেকে ব্যাকরণিক শব্দশ্রেণি খুঁজে বের করো।
গরিবকে সাহায্য করা উচিত। গাড়িটা বেশ জোরে চলছে। তিনি একমনে টিভি দেখছেন। যত মধু তত মিষ্টি। কী জ্বালা, আর কতক্ষণ অপেক্ষা করব।
উত্তর: ব্যাকরণিক শ্রেণি: গরিবকে = বিশেষ্য; জোরে = ক্রিয়া বিশেষণ; একমনে=ক্রিয়া বিশেষণ; তত = সাপেক্ষ সর্বনাম; কী জ্বালা=আবেগ শব্দ।
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
No comments