এইচএসসি - বাংলা ২য় পত্র শব্দ ও ভাষার শুদ্ধ প্রয়োগ

শব্দ
ভাষার শুদ্ধ প্রয়োগ

১। অশুদ্ধ: রবীন্দ্রনাথ ঠাকুর ভয়ংকর কবি ছিলেন।

শুদ্ধ: রবীন্দ্রনাথ ঠাকুর অসাধারণ কবি ছিলেন।

২। অশুদ্ধ: শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করব।

শুদ্ধ: শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব।

৩। অশুদ্ধ: বাক্যটির উত্কর্ষতা প্রশংসনীয়।

শুদ্ধ: বাক্যটির উত্কর্ষ প্রশংসনীয়।

৪। অশুদ্ধ: তাকে স্বপরিবারে দাওয়াত করো।

শুদ্ধ: তাকে সপরিবার দাওয়াত করো।

৫। অশুদ্ধ: আমি ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।

শুদ্ধ: আমি ঘটনা প্রত্যক্ষ করেছি।

৬। অশুদ্ধ: শুধুমাত্র তুমি গেলেই হবে।

শুদ্ধ: শুধু তুমি গেলেই হবে।

৭। অশুদ্ধ: তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার।

শুদ্ধ: তার বৈমাত্রেয় ভ্রাতা ডাক্তার।

৮। অশুদ্ধ: দারিদ্রতাকে জয় করতে হলে, পরিশ্রম করো।

শুদ্ধ: দারিদ্র্যকে জয় করতে হলে, পরিশ্রম করো।

৯। অশুদ্ধ: পূর্বদিকে সূর্য উদয় হয়।

শুদ্ধ: পূর্ব দিকে সূর্য উদিত হয়।

১০। অশুদ্ধ: গীতাঞ্জলী পড়েছ কি?

শুদ্ধ:গীতাঞ্জলি পড়েছ কি?

শব্দ ভাষার শুদ্ধ প্রয়োগ

১১। অশুদ্ধ: নদীর জল হ্রাস হয়েছে।

শুদ্ধ: নদীর জল হ্রাস পেয়েছে।

১২। অশুদ্ধ: কথা প্রমাণ হয়েছে।

শুদ্ধ: কথা প্রমাণিত হয়েছে।

১৩। অশুদ্ধ: আমার পুস্তকের কোনো আবশ্যক নেই।

শুদ্ধ: আমার পুস্তকের কোনো আবশ্যকতা নেই।

১৪। অশুদ্ধ: তোমার তথ্য গ্রাহ্যযোগ্য নয়।

শুদ্ধ: তোমার তথ্য গ্রহণযোগ্য নয়।

১৫। অশুদ্ধ: অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।

শুদ্ধ: অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন।

১৬। অশুদ্ধ: তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন।

শুদ্ধ: তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন।

১৭। অশুদ্ধ: ইহার আবশ্যক নেই।

শুদ্ধ: ইহার আবশ্যকতা নেই।

১৮। অশুদ্ধ: সে সভায় উপস্থিত ছিলেন।

শুদ্ধ: তিনি সভায় উপস্থিত ছিলেন।

১৯। অশুদ্ধ: আমার কাজে সহযোগীতা নেই।

শুদ্ধ: কাজে আমার সহযোগিতা নেই।

২০। অশুদ্ধ: দৈন্যতা প্রশংসনীয় নয়।

শুদ্ধ: দৈন্য প্রশংসনীয় নয়।

২১। অশুদ্ধ: কথা প্রমাণ হইয়াছে।

শুদ্ধ: কথা প্রমাণিত হইয়াছে।

২২। অশুদ্ধ: তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন।

শুদ্ধ: তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন।

২৩। অশুদ্ধ: উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।

শুদ্ধ: উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।

২৪। অশুদ্ধ: সে তাহার শিক্ষকের একান্ত বাধ্যগত ছাত্র।

শুদ্ধ: সে তাহার শিক্ষকের একান্ত অনুগত ছাত্র।

২৫। অশুদ্ধ: তাহারা বাড়ি যাচ্ছে।

শুদ্ধ: তারা বাড়ি যাচ্ছে।

২৬। অশুদ্ধ: অপব্যায় একটি মারাত্মক ব্যধি।

শুদ্ধ: অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।

২৭। অশুদ্ধ: অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।

শুদ্ধ: অধ্যয়নই ছাত্রদের তপস্যা।

২৮। অশুদ্ধ: অন্নাভাবে প্রতি ঘরে করে হাহাকার।

শুদ্ধ: অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।

২৯। অশুদ্ধ: অতিলোভে তাতী নষ্ট।

শুদ্ধ: অতিলোভে তাঁতি নষ্ট।

৩০। অশুদ্ধ: অতিশয় দুঃখিত হলাম।

শুদ্ধ: খুব দুঃখ পেলাম।

৩১। অশুদ্ধ: আমি সন্তোষ হলাম।

শুদ্ধ: আমি সন্তুষ্ট হলাম।

৩২। অশুদ্ধ: পরোপকার মানুষত্বের পরিচায়ক।

শুদ্ধ: পরোপকার মনুষ্যত্বের পরিচায়ক।

৩৩। অশুদ্ধ: বাড়ির মালিক যে চিঠি প্রদর্শন করেছিল, তা নয়।

শুদ্ধ: বাড়ির মালিক যে পৃষ্ঠপ্রদর্শন করেছিল, তা নয়।

৩৪। অশুদ্ধ: বিদ্যাণকে সকলে শ্রদ্ধা করে।

শুদ্ধ: বিদ্বানকে সকলে শ্রদ্ধা করে।

৩৫। অশুদ্ধ: মেয়েটি বিদ্যান কিন্তু ঝগড়াটে।

শুদ্ধ: মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।

৩৬। অশুদ্ধ: যাবতীয় প্রাণীকুল এই গ্রহের বাসিন্দা।

শুদ্ধ: যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা।

৩৭। অশুদ্ধ: রচনাটির উত্কর্ষতা অনস্বীকার্য।

শুদ্ধ: রচনাটির উত্কর্ষ অনস্বীকার্য।

৩৮। অশুদ্ধ: মাদকাশক্তি ভালো নয়।

শুদ্ধ: মাদকাসক্তি ভালো নয়।

৩৯। অশুদ্ধ: সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল।

শুদ্ধ: সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল।

৪০। অশুদ্ধ: তুমিই টাকাটি আত্মসাৎ করেছ।

শুদ্ধ: তুমিই টাকাগুলো আত্মসাৎ করেছ।

৪১। অশুদ্ধ: অন্যায়ের ফল দুর্নিবার্য।

শুদ্ধ: অন্যায়ের প্রতিফল অনিবার্য।

৪২। অশুদ্ধ: সে অপমান হইয়াছে।

শুদ্ধ: সে অপমানিত হইয়াছে।

৪৩। অশুদ্ধ: কুপুরুষের মতো কথা বলছ কেন?

শুদ্ধ: কাপুরুষের মতো কথা বলছ কেন?

৪৪। অশুদ্ধ: আমার আর বাঁচিবার স্বাদ নাই।

শুদ্ধ: আমার আর বাঁচিবার সাধ নাই।

৪৫। অশুদ্ধ: একের লাঠি দশের বোঝা।

শুদ্ধ: দশের লাঠি একের বোঝা।

৪৬। অশুদ্ধ: সব মাছগুলোর দাম কত?

শুদ্ধ: সব মাছের দাম কত?

৪৭। অশুদ্ধ: কালীদাস খ্যাতমান কবি।

শুদ্ধ: কালীদাস খ্যাতিমান কবি।

৪৮। অশুদ্ধ: তাহাকে এখান থেকে যাইতে হইবে।

শুদ্ধ: তাকে এখান থেকে যেতে হবে।

৪৯। অশুদ্ধ: বৃক্ষটি সমূলসহ উত্পাটিত হয়েছে।

শুদ্ধ: বৃক্ষটি মূলসহ উত্পাটিত হয়েছে।

৫০। অশুদ্ধ: বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়।

শুদ্ধ: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়।

৫১। অশুদ্ধ: সকল ছাত্রগণই পাঠে অমনোযোগী।

শুদ্ধ: সকল ছাত্রই পাঠে অমনোযোগী।

৫২। অশুদ্ধ: আবশ্যক ব্যায়ে কার্পণ্যতা করা উচিত নয়।

শুদ্ধ: আবশ্যক ব্যয়ে কার্পণ্য উচিত নয়।

৫৩। অশুদ্ধ: এটি লজ্জাস্কর ব্যাপার।

শুদ্ধ: এটা লজ্জাকর ব্যাপার।

৫৪। অশুদ্ধ: অশ্রুজলে বুক ভেসে গেল।

শুদ্ধ: অশ্রুতে বুক ভেসে গেল।

৫৫। অশুদ্ধ: তাহার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।

শুদ্ধ: তার সৌজন্যে মুগ্ধ হয়েছি।

৫৬। অশুদ্ধ: সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন।

শুদ্ধ: সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন।

৫৭। অশুদ্ধ: তাহার লেখাপড়ায় মনযোগ নাই।

শুদ্ধ: তাহার লেখাপড়ায় মনোযোগ নাই।

৫৮। অশুদ্ধ: এক অগ্রহায়ণে শীত যায় না।

শুদ্ধ: এক মাঘে শীত যায় না।

৫৯। অশুদ্ধ: মহারাজা সভাগৃহে প্রবেশ করিলেন।

শুদ্ধ: মহারাজ সভাগৃহে প্রবেশ করিলেন।

৬০। অশুদ্ধ: আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করিয়াছি।

শুদ্ধ: আমি এই ঘটনা চাক্ষুষ দেখিয়াছি।

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.