এইচএসসি - সমাজকর্ম ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন অধ্যায় ১
এইচএসসি ২০২২ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১
১. ‘সমাজকর্ম হলো মানবীয় সম্পর্কবিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতাভিত্তিক পেশা।’ সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. W A Friedlander
খ. Morales and Sheafor
গ. Herbert Bisno
ঘ. R A Skidmore and M G Thackery
২. সমাজকর্মকে ইংরেজিতে কী বলা হয়?
ক. Social science
খ. Social welfare
গ. Social work
ঘ. Sociology
৩. সনাতন সমাজকল্যাণ ব্যবস্থার মূল চালিকা শক্তি কোনটি?
ক. ধর্ম ও নৈতিক শিক্ষা
খ. ধর্ম ও মানবতাবোধ
গ. পরোপকারিতা ও সহযোগিতা
ঘ. শান্তি ও জনকল্যাণমুখিতা
৪. সমাজকর্মের ত্রিবিধ ভূমিকা বলতে কী বোঝায়?
ক. সমাজকর্ম প্রতিরোধ ও উন্নয়নমূলক
খ. পরিচর্যা, প্রতিকার ও অবস্তুগত সহায়তামূলক ভূমিকা
গ. পরিবর্তন, প্রতিরোধ ও অবস্তুগত সহায়তামূলক ভূমিকা
ঘ. উন্নয়নমূলক পরিচর্যা ও পরামর্শ
৫. কোনটিকে Profession of practice বলা হয়?
ক. অর্থনীতি খ. সমাজকর্ম
গ. আইন ঘ. সমাজবিজ্ঞান
৬. সমাজকর্ম মূলত কী?
ক. একটি বিষয়ের নাম
খ. একটি প্রত্যয়ের নাম
গ. একটি সাহায্যকারী পেশা
ঘ. একটি সমন্বয়ধর্মী পেশা
৭. সমাজকর্ম কীভাবে সেবা প্রদান করে?
ক. অর্থের মাধ্যমে
খ. উৎসাহের মাধ্যমে
গ. সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে
ঘ. মনগড়া
৮. সমাজকর্ম অভিধানে সমাজকর্মকে কী ধরনের বিজ্ঞান বলা হয়েছে?
ক. সামাজিক বিজ্ঞান
খ. ব্যবহারিক বিজ্ঞান
গ. মৌলিক বিজ্ঞান
ঘ. সমাজবিজ্ঞান
৯. সমাজকর্মের প্রকৃত রূপ কোনটি?
ক. সমাজকর্ম একটি সামাজিক বিজ্ঞান
খ. সমাজকর্ম একটি উচ্চমানের কলা
গ. সমাজকর্ম একটি দক্ষতাসম্পন্ন পেশা
ঘ. ওপরের সব কটি
১০. মনীষী রেক্স এ স্কিডমোর, এম জি থ্যাকারি, উইলিয়াম কেয়ারলি প্রমুখ সমাজকর্মের কয়টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন?
ক. ৮টি খ. ১২টি
গ. ১৬টি ঘ. ৫টি
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.ক ২.গ ৩.খ ৪.ক ৫.খ ৬.গ ৭.গ ৮.গ ৯.ঘ ১০.গ
১১. একজন সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন —
i. সমাজকে জটিলতর অবস্থায় উন্নীত করতে
ii.
সমাজ থেকে নানা অবাঞ্ছিত সমস্যা দূর করতে
iii.
কাঙ্ক্ষিত পরিবর্তনের ক্ষেত্র প্রস্তুত করতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
১২. পেশাদার সেবাকর্মের সমষ্টি হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
ক. সমাজকর্ম খ. আইন
গ. সাংবাদিকতা ঘ. চিকিৎসা
১৩. সমাজকর্মের সার্বিক কার্যক্রম কীরূপ?
ক. অপ্রাতিষ্ঠানিক খ. প্রাতিষ্ঠানিক
গ. তথ্যবহুল ঘ. গ্রহণযোগ্য
১৪. ‘Social Welfare in Today’s World’ গ্রন্থের লেখক কে?
ক. Ronald Clerk
খ. Ronald C Fedrico
গ. C Fredrikn
ঘ. R W Bin Ronald
১৫. ব্যক্তি ও তার সমস্যাকে এককভাবে বিচার না করে সামগ্রিকভাবে বিচার করা কোনটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য?
ক. সমাজকর্মের খ. সমাজবিজ্ঞানের
গ. পেশার ঘ. আইনের
১৬. কলাবিজ্ঞান ও পেশা হিসেবে কোনটিকে বর্ণনা করা যায়?
ক. সমাজকর্ম
খ. অর্থনীতি
গ. পৌরনীতি ও সুশাসন
ঘ. সমাজবিজ্ঞান
১৭. সমাজকর্মের পরিধি কীরূপ?
ক. ক্ষুদ্র
খ. সীমিত
গ. নাতিদীর্ঘ
ঘ. ব্যাপক ও বিস্তৃত
১৮. সমাজকর্ম সমাজকল্যাণ ব্যবস্থার কোন ধরনের প্রক্রিয়া?
ক. সংগঠিত প্রক্রিয়া
খ. অসংগঠিত প্রক্রিয়া
গ. মৌল প্রক্রিয়া
ঘ. বৈজ্ঞানিক প্রক্রিয়া
১৯. সমাজের সমস্যাগুলো কীরূপ?
ক. একক রূপ
খ. ভিন্ন রূপ
গ. নানা রূপ
ঘ. পারস্পরিক নির্ভরশীল
২০. সমাজকর্ম কীভাবে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে সাহায্য করে?
ক. অর্থের মাধ্যমে
খ. বিভিন্ন পদ্ধতির মাধ্যমে
গ. বিভিন্ন পরামর্শের মাধ্যমে
ঘ. শিক্ষার মাধ্যমে
সঠিক উত্তর
অধ্যায় ১: ১১.গ ১২.ক ১৩.খ ১৪.খ ১৫.ক ১৬.ক ১৭.ঘ ১৮.ঘ ১৯.ঘ ২০.ঘ
২১. সমাজকর্মের উদ্দেশ্য কী?
ক. সব মানুষের কল্যাণ
খ. দরিদ্রের কল্যাণ
গ. প্রতিবন্ধীদের কল্যাণ
ঘ. দুস্থদের কল্যাণ
২২. একটি হাসিমাখা বিশ্ব গড়ে তোলা সমাজকর্মের অন্যতম লক্ষ্য কীভাবে?
ক. দারিদ্র্যমুক্ত সমাজ গঠনের মাধ্যমে
খ. সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের মাধ্যমে
গ. ক্ষুধামুক্ত সমাজ গঠনের মাধ্যমে
ঘ. উন্নত সমাজ গঠনের মাধ্যমে
২৩. সমাজকর্ম মানুষকে কিসে সহায়তা করে?
ক. মনোবল সৃষ্টিতে
খ. প্রেরণা জোগাতে
গ. আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠায়
ঘ. অর্থনৈতিক ক্ষেত্রে
২৪. সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান?
ক. সমাজবিজ্ঞান
খ. রাষ্ট্রবিজ্ঞান
গ. সাধারণ বিজ্ঞান
ঘ. প্রায়োগিক বিজ্ঞান
২৫. কোনটি ছাড়া দেশের সার্বিক কল্যাণ সাধন সম্ভব নয়?
ক. নারীর ক্ষমতায়ন
খ. সাধারণ মানুষের ক্ষমতায়ন
গ. শিশুর ক্ষমতায়ন
ঘ. দরিদ্রের ক্ষমতায়ন
২৬. সমাজের সব মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো কোনটির গুরুত্বপূর্ণ লক্ষ্য?
ক. সমাজকর্মের
খ. সমাজবিজ্ঞানের
গ. অর্থনীতির
ঘ. পৌরনীতির
২৭. সমাজকর্ম মানুষের কল্যাণের লক্ষ্যে কোনটির ওপর গুরুত্ব আরোপ করে?
ক. অবাঞ্ছিত পরিবর্তন
খ. বাঞ্ছিত পরিবর্তন
গ. সামাজিক পরিবর্তন
ঘ. অর্থনৈতিক পরিবর্তন
২৮. ‘The Cultural Background of Personality’ গ্রন্থটির প্রণেতা কে?
ক. ফিকটে
খ. লিনটন
গ. ই এ হোবেল
ঘ. ই এ হোয়াইট
২৯. সামাজিক উন্নয়ন ও পরিকল্পিত সামাজিক পরিবর্তনের নির্দেশক হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. সমাজকল্যাণ
খ. সামাজিক পরিকল্পনা
গ. সামাজিক নীতি
ঘ. সামাজিক কার্যক্রম
৩০. মানবসম্পদ উন্নয়ন কার অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য?
ক. সমাজকর্মের
খ. সমাজবিজ্ঞানের
গ. অর্থনীতির
ঘ. পৌরনীতি ও সুশাসনের
সঠিক উত্তর
অধ্যায় ১: ২১.ক ২২.গ ২৩.গ ২৪.ঘ ২৫.ঘ ২৬.ক ২৭.খ ২৮.খ ২৯.গ ৩০.ক
৩১. সমাজে কোন ধরনের সামাজিক সমস্যা বর্তমান?
ক. একমুখী খ. দ্বিমুখী
গ. পশ্চাৎমুখী ঘ. বহুমুখী
৩২. সমাজকর্ম কোন ধরনের উন্নয়নের প্রচেষ্টা চালায়?
ক. ব্যক্তিকেন্দ্রিক উন্নয়নের
খ. দলকেন্দ্রিক উন্নয়নের
গ. সমষ্টিভিত্তিক উন্নয়নের
ঘ. গোত্রভিত্তিক উন্নয়নের
৩৩. সমাজকর্ম পেশার মানোন্নয়নের গুরুত্বপূর্ণ কোন প্রতিষ্ঠানটি?
ক. NASW খ. CAWE
গ. IFSW ঘ. PAPK
৩৪. মাসুদ সাহেব একজন সমাজকর্মী। তিনি সেবা প্রদানের ক্ষেত্রে কী মেনে চলেন?
ক. সামাজিক আইন
খ. রাষ্ট্রীয় আইন
গ. ধর্মীয় আইন
ঘ. পেশাদার নীতিমালা
৩৫. ‘Government and Social Welfare’ গ্রন্থের লেখক কে?
ক. চার্লস জ্যাস্ট্র খ. ফ্রিডল্যান্ডার
গ. ওয়েন ভেসি ঘ. উইলসন
৩৬. সমাজকর্মের সার্বিক কার্যক্রম কী রূপ?
ক. অপ্রাতিষ্ঠানিক খ. প্রাতিষ্ঠানিক
গ. তথ্যবহুল ঘ. গ্রহণযোগ্য
৩৭. সমাজকর্ম পেশার যাবতীয় কার্যক্রম কীভাবে পরিচালিত হয়?
ক. নিজস্ব নীতিমালার আলোকে
খ. ইসলামি নীতিমালার আলোকে
গ. মানবীয় নীতিমালার আলোকে
ঘ. প্রাতিষ্ঠানিক কাঠামো ও নীতিমালার আলোকে
৩৮. সমাজকর্ম অনুশীলনের মাধ্যমে —
i. সমস্যার উৎস নির্নয় করা হয়
ii.
সমস্যার কারণ চিহ্নিত করা হয়
iii.
সমস্যার প্রকৃতি ও প্রভাব নির্ণয় করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও
iii
৩৯. মানবসমস্যা মূলত কয়টি পর্যায়ে বিস্তৃত?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৪০. সমস্যা সমাধানের ক্ষেত্রে সমাজকর্মে কয়টি মৌলিক পদ্ধতি গড়ে ওঠে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
সঠিক উত্তর
অধ্যায় ১: ৩১.ঘ ৩২.ঘ ৩৩.ক ৩৪.ঘ ৩৫.গ ৩৬.খ ৩৭.ঘ ৩৮.ঘ ৩৯.খ ৪০.খ
৩১. সমাজে কোন ধরনের সামাজিক সমস্যা বর্তমান?
ক. একমুখী খ. দ্বিমুখী
গ. পশ্চাৎমুখী ঘ. বহুমুখী
৩২. সমাজকর্ম কোন ধরনের উন্নয়নের প্রচেষ্টা চালায়?
ক. ব্যক্তিকেন্দ্রিক উন্নয়নের
খ. দলকেন্দ্রিক উন্নয়নের
গ. সমষ্টিভিত্তিক উন্নয়নের
ঘ. গোত্রভিত্তিক উন্নয়নের
৩৩. সমাজকর্ম পেশার মানোন্নয়নের জন্য নিচের কোনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান?
ক. NASW খ. CAWE
গ. IFSW ঘ. PAPK
৩৪. মাসুদ সাহেব একজন সমাজকর্মী। তিনি সেবা প্রদানের ক্ষেত্রে কী মেনে চলেন?
ক. সামাজিক আইন
খ. রাষ্ট্রীয় আইন
গ. ধর্মীয় আইন
ঘ. পেশাদার নীতিমালা
৩৫. ‘Government and Social Welfare’ গ্রন্থের লেখক কে?
ক. চার্লস জ্যাস্ট্র খ. ফ্রিডল্যান্ডার
গ. ওয়েন ভেসি ঘ. উইলসন
৩৬. সমাজকর্মের সার্বিক কার্যক্রম কীরূপ?
ক. অপ্রাতিষ্ঠানিক খ. প্রাতিষ্ঠানিক
গ. তথ্যবহুল ঘ. গ্রহণযোগ্য
৩৭. সমাজকর্ম পেশার যাবতীয় কার্যক্রম কীভাবে পরিচালিত হয়?
ক. নিজস্ব নীতিমালার আলোকে
খ. ইসলামি নীতিমালার আলোকে
গ. মানবীয় নীতিমালার আলোকে
ঘ. প্রাতিষ্ঠানিক কাঠামো ও নীতিমালার আলোকে
৩৮. সমাজকর্ম অনুশীলনের মাধ্যমে—
i. সমস্যার উৎস নির্নয় করা হয়
ii.
সমস্যার কারণ চিহ্নিত করা হয়
iii.
সমস্যা প্রকৃতি ও প্রভাব নির্ণয় করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
৩৯. মানবসমস্যা মূলত কয়টি পর্যায়ে বিস্তৃত?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৪০. সমস্যা সমাধানের ক্ষেত্রে সমাজকর্মে কয়টি মৌলিক পদ্ধতি গড়ে ওঠেছে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
সঠিক উত্তর
অধ্যায় ১: ৩১.ঘ ৩২.ঘ ৩৩.ক ৩৪.ঘ ৩৫.গ ৩৬.খ ৩৭.ঘ ৩৮.ঘ ৩৯.খ ৪০.খ
৪১. সমাজকর্মের পরিধি বলতে কোনটি বোঝানো হয়েছে?
ক. ব্যবহারিক দিক খ. অর্থনৈতিক দিক
গ. পারিবারিক দিক ঘ. পরিবেশগত দিক
৪২. সমাজ বিভিন্ন অসামঞ্জস্য বা বিশৃঙ্খলা দেখা দেয় কেন?
ক. সমাজের মানুষ খুবই ঝগড়াটে বলে
খ. মানুষ পরিবর্তিত পরিবেশের সঙ্গে সহজে খাপ খাওয়াতে পারে না বলে
গ. সমাজের সম্পদ সীমিত বলে
ঘ. সমাজের নীতিমালা অপরিবর্তিত বলে
৪৩. সমাজকর্ম কিসের ওপর গুরুত্ব আরোপ করে?
ক. দরিদ্র মানুষের কল্যাণের ওপর
খ. বঞ্চিত মানুষের কল্যাণের ওপর
গ. নারী ও শিশুদের কল্যাণের ওপর
ঘ. সব মানুষের কল্যাণের ওপর
৪৪. সমাজের বিশেষ চাহিদা, সমস্যা এবং সম্পদের প্রেক্ষিতে সমাজকর্মের কী নির্ধারিত হয়ে থাকে?
ক. সংজ্ঞা খ. উদ্দেশ্য
গ. বৈশিষ্ট্য ঘ. পরিধি
৪৫. সমাজকর্মের পদ্ধতিসমূহ কিসের পরিধিভুক্ত?
ক. সামাজিক আইনের
খ. সামাজিক ন্যায়বিচারের
গ. সমাজের
ঘ. সমাজকল্যাণের
৪৬. সমাজকর্ম কাকে নিয়ে কাজ করে?
ক. দরিদ্রদের নিয়ে
খ. শিশুদের নিয়ে
গ. নারীদের নিয়ে
ঘ. সমাজ ও মানুষকে নিয়ে
৪৭. নিচের কোনটি সমাজকর্মের পরিধিভুক্ত?
ক. মানসিক স্বাস্থ্যসেবা
খ. শারীরিক স্বাস্থ্যসেবা
গ. বস্তুগত সেবা
ঘ. আর্থিক সেবা
৪৮. উন্নয়ন ও কল্যাণের প্রতিটি ক্ষেত্রে কার বিচরণ রয়েছে?
ক. সমাজকর্মের খ. অর্থনীতির
গ. পৌরনীতির ঘ. ইতিহাসের
৪৯. সমাজকর্ম সমাজের কী নিয়ে আলোচনা করে?
ক. খুঁটিনাটি বিষয় খ. উন্নয়ন
গ. পরিবেশ ঘ. সমস্যা
৫০. সমস্যা সমাধানের কী হিসেবে সমাজকর্মের গুরুত্ব সারা বিশ্বে স্বীকৃত?
ক. সহায়ক উপায়
খ. মৌলিক উপায়
গ. বাস্তব উপায়ে
ঘ. বিজ্ঞানসম্মত উপায়
সঠিক উত্তর
অধ্যায় ১: ৪১.ক ৪২.খ ৪৩.ঘ ৪৪.ঘ ৪৫.ঘ ৪৬.ঘ ৪৭.ক ৪৮.ক ৪৯.ঘ ৫০.ঘ
৫১. সমাজকর্ম মানুষের সহায়তা করে—
i. অর্থনৈতিকভাবে
ii.
ক্ষমতার উন্নয়নে
iii.
ক্ষমতার পুনরুদ্ধারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
৫২. মাসুদ সাহেব একজন সমাজকর্মী। মাসুদ সাহেব সমাজের উন্নয়নে প্রচেষ্টা চালান—
i. শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে
ii.
প্রশিক্ষণের
ওপর গুরুত্ব দিয়ে
iii.
দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ
করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
৫৩. মানবসমস্যা সমাধানে সমাজকর্মের পদ্ধতি—
i. ব্যক্তি সমাজকর্ম
ii.
সমষ্টি সমাজকর্ম
iii.
দল সমাজকর্ম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৪, ৫৫ ও ৫৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রাহেলা বেগম একজন নারী। স্বামী নেই। তাঁর পরমুখাপেক্ষী জীবন নিদারুণ কষ্টের। তাঁর কষ্ট দেখে করে সমাজকর্মী মোজাম্মেল তাঁকে একটি গাভি কিনে দেওয়ার ব্যবস্থা করলেন, যা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিল।
৫৪. মোজাম্মেলের কাজটিকে কী হিসেবে চিহ্নিত করা যায়?
ক. অর্পিত দায়িত্ব পালন
খ. সমাজকর্ম
গ. ব্যক্তিকর্ম
ঘ. সমষ্টি উন্নয়ন
৫৫. মোজাম্মেলের কাজটির মাধ্যমে নিচের কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে?
ক. সমাজের মানুষের ক্ষমতার পুনরুদ্ধার
খ. সামাজিক বিপর্যয় রোধ
গ. ব্যক্তিগত ও সামাজিক সম্পদের ব্যবস্থা
ঘ. উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের নিশ্চয়তা বিধান
৫৬. গাভি প্রাপ্তির ফলে রাহেলার—
i. দারিদ্র্য দূর হয়েছে
ii.
সংসারে স্থিতিশীলতা
এসেছে
iii.
পরমুখাপেক্ষিতার
অবসান ঘটেছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
৫৭. বর্তমান সমাজব্যবস্থায় সমাজকর্ম পাঠের গুরুত্ব অপরিসীম। কারণ—
i. সমস্যা সম্পর্কে জ্ঞান অর্জন
ii.
উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার
iii.
সমাধানসম্পর্কিত
জ্ঞান অর্জন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও iii ঘ. i, ii ও
iii
৫৮. পেশাদার সমাজকর্ম বিস্তৃত ক্ষেত্রে কর্মসূচি পরিচালনা করে। এর কাজের অন্তর্ভুক্ত ক্ষেত্রগুলো হলো—
i. নারী ও শিশু উন্নয়ন
ii.
যুব উন্নয়ন
iii.
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও iii ঘ. i, ii ও
iii
৫৯. সমাজের সার্বিক কল্যাণে কিসের গুরুত্ব অনেক?
ক. সমাজবিজ্ঞানের
খ. সমাজকর্মের
গ. মনোবিজ্ঞানের
ঘ. অর্থনীতির
৬০. আধুনিক সমাজকল্যাণে সমস্যা সমাধানের বৈজ্ঞানিক পদ্ধতি কী?
ক. সামাজিক কার্যক্রম
খ. সামাজিক আইন
গ. সমাজকর্ম
ঘ. সমাজবিজ্ঞান
সঠিক উত্তর
অধ্যায় ১: ৫১.ঘ ৫২.খ ৫৩.ঘ ৫৪.খ ৫৫.ঘ ৫৬.গ ৫৭.ঘ ৫৮.ঘ ৫৯.খ ৬০.গ
৬১. সমাজকর্ম কীভাবে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানের প্রচেষ্টা চালায়?
ক. অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে
খ. উৎসাহ প্রদানের মাধ্যমে
গ. মানসিক চিকিৎসার মাধ্যমে
ঘ. কতকগুলো বিশেষ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে
৬২. পেশাগত সমাজকর্মী সৃষ্টির জন্য কোনটির গুরুত্ব অপরিসীম?
ক. সমাজকর্ম
খ. সমাজবিজ্ঞান
গ. পৌরনীতি ও সুশাসন
ঘ. অর্থনীতি
৬৩. যেকোনো দেশের প্রকৃত উন্নয়ন কিসের ওপর নির্ভরশীল?
ক. প্রাকৃতিক সম্পদ
খ. খনিজ সম্পদ
গ. মানব সম্পদ
ঘ. ভারসাম্যপূর্ণ আর্থসামাজিক উন্নতি
৬৪. সমাজকর্ম পেশা মূলত কী কেন্দ্রিক?
ক. ব্যবসাকেন্দ্রিক
খ. সেবাকেন্দ্রিক
গ. আত্মকেন্দ্রিক
ঘ. সমস্যা সমাধানকেন্দ্রিক
৬৫. ফারহানাদের একটি বাড়ি আছে। বাড়িটি কোন ধরনের সম্পদ?
ক. বস্তুগত সম্পদ খ. অবস্তুগত সম্পদ
গ. খনিজ সম্পদ ঘ. প্রাকৃতিক সম্পদ
৬৬. যেকোনো উন্নয়নের জন্য কোনটি প্রয়োজন?
ক. সরকারের অংশগ্রহণ
খ. জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
গ. শ্রমিকদের অংশগ্রহণ
ঘ. রাজনীতিবিদদের অংশগ্রহণ
৬৭. সমন্বয় সাধনের জ্ঞানার্জন করা কীভাবে সম্ভব?
ক. ইতিহাস পাঠের মাধ্যমে
খ. সমাজকর্ম পাঠের মাধ্যমে
গ. মনোবিজ্ঞান পাঠের মাধ্যমে
ঘ. নৃবিজ্ঞান পাঠের মাধ্যমে
৬৮. স্বল্প সম্পদ দ্বারা যে অসীম চাহিদা পূরণ করা যায়, তা কীভাবে জানা যায়?
ক. অর্থনীতি পাঠের মাধ্যমে
খ. সমাজকর্ম পাঠের মাধ্যমে
গ. ইতিহাস পাঠের মাধ্যমে
ঘ. মনোবিজ্ঞান পাঠের মাধ্যমে
৬৯. রহমান তার সমাজের সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না। রহমানের সামাজিক অবস্থার সঙ্গে সমাজের সামঞ্জস্য বিধানে নিচের কোনটি সহায়তা করতে পারে?
ক. সমাজকর্ম খ. সমাজবিজ্ঞান
গ. রাষ্ট্রবিজ্ঞান ঘ. অর্থনীতি
৭০. পেশাগত সমাজকর্মী সৃষ্টির জন্য কোনটির গুরুত্ব অপরিসীম?
ক. সমাজকর্ম খ. সমাজসেবা
গ. সমাজবিজ্ঞান ঘ. সমাজ সংস্কার
সঠিক উত্তর
অধ্যায় ১: ৬১.ঘ ৬২.ক ৬৩.ঘ ৬৪.ঘ ৬৫.ক ৬৬.খ ৬৭.খ ৬৮.খ ৬৯.ক ৭০.ক
৭১. তুহিনদের এলাকায় অধিকাংশ ছেলে মাদকাসক্ত। এই বিপর্যয় রোধে কোন বিষয়টি কার্যকর ভূমিকা রাখতে পারে?
ক. সমাজকর্ম খ. মনোবিজ্ঞান
গ. সমাজবিজ্ঞান ঘ. নৃবিজ্ঞান
৭২. কোন বিষয়ের পাঠ ব্যতীত কারও পক্ষে পেশাদার সমাজকর্মী হওয়া সম্ভব নয়?
ক. সমাজকর্ম খ. অর্থনীতি
গ. ইতিহাস ঘ. পৌরনীতি
৭৩. স্বাবলম্বিতা অর্জনের মানসিকতা গড়ে তোলার জন্য কোন বিষয় অধ্যয়ন করা প্রয়োজন?
ক. সমাজবিজ্ঞান খ. নৃবিজ্ঞান
গ. মনোবিজ্ঞান ঘ. সমাজকর্ম
৭৪. ‘সমাজকর্মের শিক্ষা অত্যাবশ্যক’—এর যথার্থ কারণ কোনটি?
ক. মানুষের ক্ষমতার পুনরুদ্ধার
খ. জ্ঞানের প্রসার বৃদ্ধি
গ. সমাজের সার্বিক অবস্থা জানা
ঘ. দরিদ্রদের অর্থনৈতিক সাহায্য দান
৭৫. সমাজের কল্যাণ সাধনে বাধা প্রদানের ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত কারণ—
i. অবাঞ্ছিত পরিবর্তন
iii. অজ্ঞতা
iii.অনাকাঙ্ক্ষিত সামাজিক পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
অনুচ্ছেদটি পড়ে ৭৬–৭৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশের বস্তি। সেখানে বসবাসকারী কিশোরদের বেশির ভাগই নেশার ভয়াল থাবায় নিমজ্জিত। নেশার টাকা জোগাতে তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। দিনের আলোয় ছিনতাই করতেও তাদের বুক কাঁপে না।
৭৬. উদ্দীপকের সমস্যাটি কোন ধরনের সমস্যা?
ক. অশিক্ষাজনিত
খ. শিল্পায়ন ও নগরায়ণজনিত
গ. পারিবারিক
ঘ. স্বভাবগত
৭৭. এরূপ অপরাধপ্রবণতার কারণ—
i. অপরিকল্পিত নগরায়ণ
ii.
দরিদ্রতা
iii.
অনিশ্চিত জীবনযাত্রা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
৭৮. উদ্দীপকের সমস্যা সমাধানে কোন বিষয়টি অপরিহার্য?
ক. সমাজকর্ম গ. সমাজবিজ্ঞান
গ. মনোবিজ্ঞান ঘ. নৃবিজ্ঞান
উদ্দীপকটি পড়ে ৭৯ ও ৮০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পেশাজীবী জনাব ফিদা আমিন এমন একটি সংস্থায় কাজ করেন। যেখানে সুনির্দিষ্ট পদ্ধতি প্রয়োগ করে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। এ ক্ষেত্রে ফিদা আমিন এমন একটি সামাজিক বিজ্ঞানের জ্ঞান ও কৌশল অনুসরণ করেছেন, যার গুরুত্ব সমাজে দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
৭৯. ফিদা আমিনের কর্মপ্রচেষ্টা কোন সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত?
ক. সমাজবিজ্ঞান খ. নৃবিজ্ঞান
গ. মনোবিজ্ঞান ঘ. সমাজকর্ম
৮০. সমাজজীবনে উক্ত বিষয়ের গুরুত্ব বৃদ্ধি পাওয়ার কারণ—
i. সামাজিক পরিবর্তনের ফলে
ii.
শিল্পায়ন ও নগরায়ণের ফলে
iii.
জন্মহার বৃদ্ধি ও মৃত্যুহার হ্রাসের ফলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ৭১.ক ৭২.ক ৭৩.ক ৭৪.ক ৭৫.ঘ ৭৬.গ ৭৭.ক ৭৮.ক ৭৯.ঘ ৮০.ঘ
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮১ ও ৮২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রুবায়েত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার পঠিত বিষয়টি স্বেচ্ছাসেবী সমাজসেবা কার্যক্রম ও স্বেচ্ছাসেবী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট। বিষয়টিতে সামাজিক সমস্যার সমাধানে বৈজ্ঞানিক প্রক্রিয়ার প্রয়োগ হয়ে থাকে।
৮১. রুবাইয়াতের পঠিত বিষয়টির নাম কী?
ক. সমাজকর্ম খ. রাষ্ট্রবিজ্ঞান
গ. ইতিহাস ঘ. নৃবিজ্ঞান
৮২. উক্ত বিষয়ের পরিধিভুক্ত—
i. মাদকাসক্তি নিয়ন্ত্রণ
ii.
প্রতিবন্ধী সেবা
iii.
সামাজিক পরিকল্পনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
নিচের উদ্দীপকটি পড়ে ৮৩ ও ৮৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আধুনিক প্রযুক্তির উন্নয়নের ফলে জীবনে যেমন যান্ত্রিকতার উৎকর্ষের সৃষ্টি হয়েছে, তেমনি সমাজে সৃষ্টি হয়েছে পারিবারিক ভাঙন, কিশোর অপরাধসহ বহুমাত্রিক সমস্যার।
৮৩. উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতি মোকাবিলার জন্য কোন শিক্ষার প্রয়োজন?
ক. সমাজকর্ম খ. আইন
গ. সাংবাদিকতা ঘ. পৌরনীতি
৮৪. সেবাদানকারী প্রতিষ্ঠান ও কর্মীরা—
i. জনগণকে সচেতন করবে
ii.
সামঞ্জস্য বিধান সক্ষম করে তুলবে
iii.
বহুমাত্রিক ও জটিল সমস্যা চিহ্নিত করে সমাধান করবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
৮৫. আমাদের সমাজ কিসে জর্জরিত?
ক. অশ্লীলতায় খ. অনাচারে
গ. অজ্ঞতায় ঘ. বিভিন্ন সমস্যায়
৮৬. সমাজের সব স্তরেই কোনটির কার্যক্রম বিস্তৃত?
ক. সমাজকর্মের
খ. মনোবিজ্ঞানের
গ. অর্থনীতির
ঘ. ইতিহাসের
৮৭. NASW গঠন করা হয় কবে?
ক. ১৯৫৫ সালে খ. ১৯৫৬ সালে
গ. ১৯৫৭ সালে ঘ. ১৯৮৩ সালে
৮৮. সমাজকর্ম মানুষকে কিসে সহায়তা করে?
ক. মনোবল সৃষ্টিতে
খ. প্রেরণা জোগাতে
গ. আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠায়
ঘ. অর্থনৈতিক ক্ষেত্রে
৮৯. সামাজিক ভূমিকা পালন, ক্ষমতার উন্নয়ন, পুনরুদ্ধার, সংরক্ষণ এবং শক্তিশালীকরণে নিচের কোন বিষয়টি কার্যকর ভূমিকা পালন করে?
ক. সমাজবিজ্ঞান খ. মনোবিজ্ঞান
গ. জনবিজ্ঞান ঘ. সমাজকর্ম
৯০. ‘Social Diagnosis’ গ্রন্থের লেখক কে?
ক. Marry Richmond
খ. W A Friedlander
গ. Skidmotu and thackery
ঘ. Herbert Spenser
সঠিক উত্তর
অধ্যায় ১: ৮১.ক ৮২.ঘ ৮৩.ক ৮৪.ঘ ৮৫.ঘ ৮৬.ক ৮৭.ক ৮৮.খ ৮৯.ঘ ৯০.ক
কামরুন নাহার রুনু, প্রভাষক, শের–ই–বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
No comments