এইচএসসি - সমাজকর্ম ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন অধ্যায় ২য়

সমাজকর্ম ১ম পত্র ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন

. কোন যুগের অবসান ঘটলে ভূমিদাস তাদের পরিবারের সদস্যরা কর্মহীন হয়ে পড়ে?
সামন্ত যুগ
. দাস যুগ
. পুঁজিবাদী যুগ
. মধ্য যুগ

. ইংল্যান্ডে বিভিন্ন আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটে দায়িত্ব সমস্যা প্রকট আকার ধারণ করে কোন যুগে?
প্রাকশিল্প যুগে
. শিল্প যুগে
. আধুনিক যুগে
. আদিম যুগে

. ১৩৪৮ খ্রিষ্টাব্দের মহামারিতে ইংল্যান্ডের কতবশতাংশ লোক মৃত্যুমুখে পতিত হয়?
. এক-তৃতীয়াংশ
দুই-তৃতীয়াংশ
. এক-চতুর্থাংশ
. এক-পঞ্চমাংশ

. দরিদ্র অসহায়দের জন্য ইংল্যান্ড সরকার কর্তৃক আইন স্বীকৃত হয় কীভাবে?
দরিদ্র আইনের মাধ্যমে
. শিশু আইনের মাধ্যমে
. সামাজিক আইনের মাধ্যমে
. মাদক নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে

. ইংল্যান্ডে শ্রমিকদের কর্ম সময় মজুরি নিয়মিত করা এবং একটি শিক্ষানবিস ব্যবস্থায় কারিগরি দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কত খ্রিষ্টাব্দে একটি আইন প্রণয়ন করা হয়?
১৫৬২ খ্রিস্টাব্দে
. ১৫৬৩ খ্রিস্টাব্দে
. ১৫৬৪ খ্রিস্টাব্দে
. ১৫৬৫ খ্রিস্টাব্দে

. ১৩৪৮ খ্রিষ্টাব্দে জাতীয় দুর্যোগ হিসেবে কোন দেশে প্লেগ রোগব্ল্যাক ডেথনামে পরিচিতি লাভ করে?
. ফ্রান্স
. মাল্টা
. ইতালি
ইংল্যান্ড

. ১৩৪৯-১৫৯৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রণীত আইনগুলো ব্যর্থতায় পর্যবসিত হয় কেন?
. সরকারের অবহেলায়
কতিপয় শ্রেণির ঘৃণ্য দৃষ্টিভঙ্গির কারণে
. প্রাকৃতিক দুর্যোগের কারণে
. আইনের অপব্যবহারের ফলে

. দরিদ্র আইন বলতে বোঝায়
i.
ভিক্ষুক, ভবঘুরে এবং দুঃস্থ কল্যাণে প্রণীতcআইন
ii.
বেকার, অলস সুবিধাবঞ্চিত শ্রেণির কর্মসংস্থান গড়ে তোলার জন্য প্রণীত আইন
iii.
দরিদ্রদের শ্রেণিকরণ করে সহায়তা, কর্মসংস্থান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে শাস্তির বিধান সংবলিত আইন

নিচের কোনটি সঠিক
. i ii
. i iii
. ii iii
● i, ii
iii

. ১৩৪৯-১৫৯৭ খ্রিষ্টাব্দের মধ্যে প্রণীত আইনগুলো প্রণয়ন করা হয়েছিল
i.
ভিক্ষাবৃত্তি রোধকল্পে
ii.
শ্রমিক ভবঘুরে উন্নয়নে
iii.
সন্ত্রাস দূরীকরণে

নিচের কোনটি সঠিক
● i
ii
. i iii
. ii iii
. i, ii iii

১০. ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ আইন প্রণয়ন করেন
i.
দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে
ii.
ভিক্ষাবৃত্তি রোধ করার জন্য
iii.
নিরক্ষরতা দূরীকরণের প্রয়াস হিসেবে

নিচের কোনটি সঠিক
● i
ii
. i iii
. ii iii
. i, ii iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ১২ নং প্রশ্নের উত্তর দাও:
শান্তির শহর নামক দেশটির সরকার দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য দারিদ্র্যের হার নিরসনে জোর দেন। লক্ষ্যে তিনি নিয়ন্ত্রণমূলক একটি আইন প্রণয়ন করেন।

১১. উদ্দীপকের সরকার নিচের কোন ব্যক্তির প্রতিনিধিত্ব করে?
রানি প্রথম এলিজাবেথ
. জন মেজর
. মার্গারেট থ্যাচার
. রাজা অষ্টম হেনরি

১২. এই ব্যক্তির আইন প্রণয়নের ফলে
i.
দুঃস্থদের কল্যাণ সাধন করা হয়
ii.
সমাজসেবামূলক কাজের পরিধি বৃদ্ধি পায়
iii.
সামাজিক নিরাপত্তা সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক
. i ii
. i iii
. ii iii
● i, ii
iii

১৩. কোন আইনকে বর্তমান বিশ্বের আধুনিক পেশাদার সমাজকর্মের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়?
দরিদ্র আইন ১৬০১
. দরিদ্র সংস্কার আইন ১৮৩৪
. ১৯০৯ খ্রিষ্টাব্দের শ্রমিক বিনিয়োগ আইন
. বেকারত্ব আইন ১৯৩৪

১৪. ১৬০১ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন কত খ্রিষ্টাব্দে সংস্কার করা হয়?
১৮৩৪
. ১৯০৫
. ১৯৪২
. ১৯৪৫

১৫. ১৬০১ খ্রিষ্টাব্দের দারিদ্র্য আইন অনুযায়ী কারা সাহায্যাথী দরিদ্রদের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করত?
. পোপরা
. ম্যাজিস্ট্রেটরা
. সৈন্যরা
ওভারসিয়াররা

১৬. এলিজাবেথীয় দরিদ্র আইনে অক্ষম দরিদ্রদের পুনর্বাসনের জন্য কী ব্যবস্থা গ্রহণ করা হয়?
. শ্রমাণার
দারিদ্র্যাগার
. বাহ্যিক সাহায্য-
. কম খরচে ভরণপোষণের ব্যবস্থা করা

১৭. ওভারসিয়ারের মাধ্যমে কাদের সাহায্য করা হতো?
. সক্ষম দরিদ্রদের
অক্ষম দরিদ্রদের
. মধ্যবিত্তদের
. নির্ভরশীল শিশুদের

১৮. অন্ধ বাবা, সুস্থ সবল মা এবং পিতামাতাহীন চাচাতো বোন রায়নাকে নিয়ে রাস্তায় ভিক্ষা করছে শর্মিলা। ঘটনায় ইংল্যান্ডে প্রণীত কোন আইনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
১৬০১ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন
. ১৮৩৪ সালের দরিদ্র সংস্কার আইন
. ১৯০৫ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন কমিশন
. ১৯৪২ সালের সামাজিক নিরাপত্তামূলক আইন

১৯. ১৮৩৪ খ্রিষ্টাব্দের দরিদ্র সংস্কার আইন প্রণীত হয় কোন সরকারের অধীনে?
আর্ল গ্রে-এর লিবারেল সরকারের
. অষ্টম এডওয়ার্ড-এর সরকারের
. তৃতীয় হেনরির সরকারের
. এলিজাবেথীয় ডেমোক্রেটিক সরকারের

২০. ১৮৩৪ খ্রিস্টাব্দের দরিদ্র আইনে দরিদ্র শ্রমাগারকেদরিদ্রঃজেলখানাহিসেবে অভিহিত করেন কে?
. জন ব্রিড সামনার
.রিচার্ড ওয়েস্টলার
. এ্যাডউইন চ্যাডউইক
. কার্ল মার্কস

২১. সমাজকর্ম পেশাকে প্রাতিষ্ঠানিক রূপদান সমাজসেবা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিচের কোন আইনের ভূমিকা তাৎপর্যপূর্ণ?
১৮৩৪ খ্রিষ্টাব্দের দরিদ্র সংস্কার আইন
. ১৯৩১ খ্রিষ্টাব্দের জাতীয় অর্থনীতি আইন
. ১৯৩৪ খ্রিষ্টাব্দের বেকারত্ব আইন
. ১৯০৯ খ্রিষ্টাব্দের শ্রমিক বিনিয়োগ আইন

২২. ইংল্যান্ডে দরিদ্র সংস্কার আইন ১৮৩৪ প্রণয়নের কত বছরের মধ্যে দরিদ্র সাহায্য ব্যয় এক- তৃতীয়াংশ কমে যায়?
. এক
. দুই
তিন
. চার

২৩. Outdoor Relief Regulation Order- প্রণীত হয় কখন?
. ১৮৫১ খ্রিষ্টাব্দে
১৮৫২ খ্রিষ্টাব্দে
. ১৮৫৩ খ্রিস্টাব্দে
. ১৮৫৪ খ্রিস্টাব্দে

২৪. ১৮৩৪ খ্রিষ্টাব্দের দরিদ্র সংস্কার আইনকে নির্মম বলা হয় কেন?
শ্রমাগারে দরিদ্রদের ওপর নির্যাতন করার বিধান থাকায়
. দরিদ্রদের ভিক্ষাবৃত্তি বন্ধ করে দেওয়ায়
. দরিদ্রদের সামাজিকভাবে বসবাসের অধিকার কেড়ে নেওয়ায়
. দরিদ্রদের মেরে ফেলার বিধান থাকায়

২৫. ‘Oliver Twist’ গ্রন্থটি কে রচনা করে?
. উইলিয়াম শেক্সপিয়ার
চার্লস ডিকেন্স
. টমাস মুর
. এডউইন চ্যাডউইক

২৬. ‘ব্ল্যাক ডেথহলো
i.
প্লেগ রোগজনিত মৃত্যু
ii.
শিল্প দুর্ঘটনায় মৃত্যু
iii.
তীব্র শ্রমিক সংকট

নিচের কোনটি সঠিক
● i
. i i
. ii iii
. i, ii iii

২৭. Lowest bidder হলো-
i.
আত্মীয়স্বজনের নির্ভরশীল বালক-বালিকাদের দায়িত্ব গ্রহণ
ii.
কম খরচে নির্ভরশীল বালক-বালিকাদের দায়িত্ব গ্রহণ
iii.
বিনা খরচে নির্ভরশীল বালক-বালিকাদের দায়িত্ব গ্রহণ

নিচের কোনটি সঠিক
. i
● ii
. i ii
. i, ii iii

২৮. ১৮৩২ খ্রিষ্টাব্দের রাজকীয় কমিশনের মূল লক্ষ্য ছিল
i.
প্রচলিত আইনের কার্যকারিতা বৃদ্ধি আইন
ii.
বাস্তবায়নে প্রশাসনিক দুর্বলতা অনুসন্ধান
iii.
আইন বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

নিচের কোনটি সঠিক
● i
ii
. ii iii
. i iii
. i, ii iii

২৯. দরিদ্র সংস্কার আইন ১৮৩৪-এর আওতায় বিভিন্ন রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হয়
i.
প্রায় দুইশত শ্ৰমাগার নির্মাণ করে
ii.
চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে
iii.
দারিদ্র্যাগার সংস্কারের মাধ্যমে

নিচের কোনটি সঠিক
. i ii
● i
iii
. ii iii
. i, ii iii

৩০. ১৮৩৪ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন সৃষ্টি হয়েছিল মূলত
i.
দরিদ্র আইনের তীব্র বিরোধিতা অসন্তোষের প্রেক্ষিতে
ii.
দরিদ্র আইনের প্রশাসন প্রয়োগ ব্যবস্থার বাস্তবতা তদন্ত সাপেক্ষে রাজকীয় কমিটি দ্বারা
iii. Nassau W Senior
Edwin Chadwick-এর কমিটির সুপারিশের প্রেক্ষিতে

নিচের কোনটি সঠিক
. i ii
● i
iii
. ii iii
. i, ii iii

৩১. ১৮৩৪ খ্রিষ্টাব্দের আইন প্রয়োগের ক্ষেত্রে অনুসরণ করা হয়-
i.
কম যোগ্যতার নীতি
ii.
শ্রমাগার পরীক্ষার নীতি
iii.
নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিকেন্দ্রিকরণ নীতি

নিচের কোনটি সঠিক
● i
ii
. i iii
. ii iii
. i, ii iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩২ ৩৩ নং প্রশ্নের উত্তর দাও:
প্রাকশিল্প যুগে ইংল্যান্ডের দারিদ্র্য সমস্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে রানি ১ম এলিজাবেথের সময় একটি আইন প্রণীত হয়। এবআইনে দরিদ্র জনগণের তাৎক্ষণিক অর্থনৈতিক বাসস্থানজনিত সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়।

৩২. উদ্দীপকে কোন আইনের ইঙ্গিত রয়েছে?
. ১৬০১ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন
১৮৩৪ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন
. ১৯০৫ সালের দরিদ্র আইন
. ১৯৪২ সালের দরিদ্র আইন

৩৩. উদ্দীপকের আইন অনুযায়ী প্রধান বিধান হলো
i.
স্থানীয় পর্যায়ে দরিদ্রদের মধ্যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা
ii.
প্যারিশের প্রত্যেক জনগণ কর্তৃক প্যারিশের নিজস্ব দরিদ্র কর প্রদান
iii.
সাহায্যদানের সুবিধার্থে দরিদ্রদের বিভক্তিকরণ

নিচের কোনটি সঠিক
. i ii
. i iii
. ii iii
● i, ii
iii

৩৪. ১৯০৫ সালের দরিদ্র আইন কমিশনের সুপারিশমালায় স্থানীয় সাহায্য সংস্থার প্রশাসনগুলোকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল?
. দুইটি
তিনটি
. চারটি
. পাঁচটি

৩৫. ১৯০৬ সালের খাদ্য আইনে কী করা হয়েছে?
. বিনামূল্যে খাদ্য বিতরণ
প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে খাবার বিতরণ
. কাজের বিনিময়ে খাদ্য বিতরণ
. প্রবীণদের বিনামূল্যে খাদ্য বিতরণ

৩৬. ১৯০৭ সালের শিক্ষা আইনের আলোকে বৃদ্ধদের সামাজিক নিরাপত্তার জন্য কত সালের বৃদ্ধকালীন পেনশন আইন পাস করা হয়?
. ১৯০৭ সালে
১৯০৮ সালে
. ১৯০৯ সালে
. ১৯১১ সালে

৩৭. ১৯০৯ সালের শ্রমিক বিনিময় আইনে অক্ষম দরিদ্রদের দরিদ্রাগারে রাখার পরিবর্তে কীসের উদ্যোগ নেওয়া হয়?
. শ্রমাগারে রাখার
. পেনশন দেওয়ার
. আশ্রমে রাখার
পুনর্বাসনের

৩৮. কোন আইনে বেকার শ্রমিকদের এবং বেকার বিমা বহির্ভূত তাদের জন্য বেকার সাহায্য প্রদানে ব্যবস্থা গৃহীত হয়?
. শ্রমিক বিনিময় আইন ১৯০৯
. জাতীয় বিমা আইন ১৯১১
. বিধবা, এতিম বৃদ্ধ পেনশন আইন ১৯২৫
জাতীয় অর্থনীতি আইন ১৯৩১

৩৯. কোন শিল্পায়িত সমাজে উপার্জনহীনতাকে সমস্যার মূল কারণ হিসেবে চিহ্নিত করেন?
. রাজা তৃতীয় এডওয়ার্ড
. অষ্টম হেনরি
. লর্ড জর্জ হ্যামিল্টন
উইলিয়াম বিভারিজ

৪০. ইংল্যান্ডে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আদর্শ মডেল হিসেবে স্বীকৃত
. ১৬০১ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন
. ১৯০৫ সালের দরিদ্র আইন কমিশন
বিভারিজ রিপোর্ট
. দান সংগঠন সমিতি

৪১. বিভারিজ মানবসমাজে অগ্রগতির প্রধান অন্তরায় হিসেবে কয়টি দৈত্যের কথা উল্লেখ করেছেন?
. তিনটি
. চারটি
পাঁচটি
. ছয়টি

৪২. বিভারিজ রিপোর্টের ভিত্তিতে যেসব সামাজিক আইন প্রণয়ন করা হয় যেসব কর্মসূচির মধ্যে পারিবারিক ভাতা কর্মসূচি ব্যতীত অন্য কর্মসূচিগুলো কবে চালু হয়?
. জানুয়ারি ১৯৪৭
. আগস্ট ১৯৪৬
জুলাই ১৯৪৮
. নভেম্বর ১৯৪৮

৪৩. বিভারিজ রিপোর্টের নির্দেশনা অনুযায়ী তৎকালীন শ্রম আইনের ভিত্তিতে কত ভাগ অক্ষমদের কর্মে নিয়োগের ব্যবস্থা করা হয়?
. %
%
. %
. %

৪৪. কবে থেকে সরকারি সাহায্য কর্মসূচি কার্যকর হয়?
জুলাই ১৯৪৮
. জুলাই ১৯৪৮
. আগস্ট ১৯৪৮
. আগস্ট ১৯৪৮

৪৫. সরকারি সাহায্য কার্যক্রমে জাতীয় সাহায্য বোর্ড এর কতটি আঞ্চলিক কার্যালয় কার্যকরী রয়েছে?
. ১০টি
১২টি
. ২৫টি
. ৩৫০টি

৪৬. ১৯১১ সালের জাতীয় বিমা আইনে শ্রমিকদের স্বাস্থ্য বিমার অর্থের সংস্থান করা হতো
i
সরকারি অনুদান দ্বারা
ii.
শ্রমিকদের চাঁদা দ্বারা
iii.
বিভিন্ন সাহায্যকারী সংস্থার অনুদান দ্বারা

নিচের কোনটি সঠিক
● i
ii
. i iii
. ii iii
. i, ii iii

৪৭. দরিদ্র আইন কমিশনের সুপারিশের ওপর ভিত্তি করে যে সামাজিক আইন প্রণীত হয় তা হলো
i.
১৯০৬ সালের খাদ্য আইন
ii.
১৯০৭ সালের শিক্ষা আইন
iii.
১৯০৮ সালের বৃদ্ধকালীন পেনশন আইন

নিচের কোনটি সঠিক
. i ii
. i iii
. ii iii
● i, ii
iii

৪৮. ১৯০৫ সালের দরিদ্র কমিশন আইন সমাজকল্যাণের ক্ষেত্রে সুদূরপ্রসারী পরিবর্তন এনেছিল
i.
সামাজিক সমস্যা সমাধানে আইন প্রণয়ন করে
ii.
সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে
iii.
জাতীয় অর্থনীতি সমৃদ্ধকরণে ভূমিকা রেখে

নিচের কোনটি সঠিক
. i ii
. i iii
. ii iii
● i, ii
iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৪৯ ৫০ নং প্রশ্নের উত্তর দাও:
নামক দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামাজিক অনিশ্চয়তা দেখা দেয়। উক্ত সমস্যা নিরসনের জন্যে ১৯৪২ সালেদেশে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির সূচনা হয়। উক্ত কর্মসূচির অন্তর্ভুক্ত বিষয়সমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো শিল্প দুর্ঘটনা বিমা, পারিবারিক ভাতা ইত্যাদি।

৪৯. উদ্দীপকে বর্ণিতদেশ নিচের কোন দেশকে নির্দেশ করে?
. আমেরিকা
. অস্ট্রেলিয়া
. শ্রীলংকা
ইংল্যান্ড

৫০. উক্ত কর্মসূচির কার্যকারিতা
i.
শ্রমিকদের পেশাগত নিরাপত্তার সহায়ক হবে
ii.
বেশ কিছু সংখ্যক পরিবারকে আর্থিকভাবে উপকার করবে
iii.
জনগণকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করবে

নিচের কোনটি সঠিক
● i
ii
. i iii
. ii iii
. i, ii iii




No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.