এইচএসসি - সমাজকর্ম ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন ৩য় অধ্যায়

সমাজকর্ম
১ম পত্র : ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন

. ‘সাধারণত পেশাজীবীদের উচ্চ বেতন, উচ্চ সামাজিক মর্যাদা এবং কাজ করার স্বাধীনতা থাকেউক্তিটি কে করেছেন?
. আর্নেস্ট গ্রিনউড
. জন সি কিডনে
. গর্ডন মার্শাল
জি মিলারসন

. পেশা কোন শব্দ থেকে উদ্ভূত?
. জার্মান
ফারসি
. ইতালীয়
. আরবি

. নৈতিকতা এবং ব্যবহারিক জ্ঞানভিত্তিক জীবিকা নির্বাহের পন্থাকে কী বলা হয়?
. দল
পেশা
. কর্ম
. জ্ঞান

. চিকিৎসকের চিকিৎসা একটি পেশা কেন?
. এতে প্রচুর ইনকাম করা যায় বলে
. এতে ভালো সম্মান পাওয়া যায় বলে
এতে তাত্ত্বিক ব্যবহারিক জ্ঞান আছে বলে
. যে কেউ এই কাজ করতে পারে না বলে

. মানুষ তার জীবনধারণের জন্য যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে, তাকে কী বলে?
বৃত্তি
. পেশা
. চাকরি
. ব্যবসা

. পেশার মূল দিক কোনটি?
. জীবনধারণের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড
বুদ্ধিবৃত্তিক প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা অর্জন
. ব্যবহারিক জ্ঞানের বাস্তব সমন্বয়
. বিশেষ জ্ঞানার্জন

. পেশা বৃত্তির মধ্যে কোন বিষয়টির মিল রয়েছে?
পেশা বৃত্তি উভয়েই জীবিকার্জনের পন্থা
. নীতি মূল্যবোধ আশ্রিত
. বিশেষ জ্ঞান দক্ষতা নির্ভর
. মানদণ্ড আইন কানুন রয়েছে

. কত সালে গ্রিনউড পেশার বৈশিষ্ট্য নির্ধারণ করেন?
. ১৯৫০
১৯৫৭
. ১৯৫৯
. ১৯৬০

. ‘বস্তুতপক্ষে সমাজকর্ম একটি ব্যাপক দৃষ্টিভঙ্গিসম্পন্ন পেশী; যা মানবজীবনের প্রায় প্রতিটি দিক এবং উপাদান নিয়ে ব্যাপৃত’— উক্তিটি কার?
আরমান্ডো মরেলস বি ডব্লিউ শেফারের
. ফ্রান্সিস--মেরিল আরটি শেফারের
. মিন্টন রকইচ ডার্থ লির
. পিনকাস মিনাহামের

১০. কোনো বৃত্তিকে পেশা বলা যাবে যখন উক্ত বৃত্তির কাজটি
i.
প্রযুক্তিসম্পন্ন হবে
ii.
সচেতনতামূলক হবে
iii.
পেশাগত নীতি মূল্যবোধ অনুসরণ করে চলবে
নিচের কোনটি সঠিক
. i ii
. i iii
● ii
iii
. i, ii iii

১১. যেকোনো পেশাকে পরিপূর্ণ পেশার মর্যাদা অর্জন করতে হলে
i.
রাষ্ট্রের স্বীকৃতি অর্জন জরুরি
ii.
সেবামূলক মানসিকতা আবশ্যক
iii.
সুশৃঙ্খল জ্ঞানভান্ডারের প্রয়োজনীয়

নিচের কোনটি সঠিক
. i ii
. ii iii
. i iii
● i, ii
iii

১২. আধুনিক শিল্পবিপ্লবোত্তর সময়ে প্রতিটি পেশায় যুক্ত হয়েছে সংশ্লিষ্ট বিষয়ের
i.
জ্ঞান দক্ষতা
ii.
মূল্যবোধ নৈতিকতা
iii.
অভিজ্ঞতা সামাজিক স্বীকৃতি

নিচের কোনটি সঠিক
. i ii
. i iii
. ii iii
● i, ii
iii

১৩. মূল্যবোধ নৈতিক মানদণ্ড পেশাদার কর্মীদের নিয়ন্ত্রণ করে
i.
আচার-আচরণ
ii.
দায়িত্ব
iii.
কার্যাবলি

নিচের কোনটি সঠিক
. i ii
. i iii
. ii iii
● i, ii
iii

১৪. কোন ধরনের পরিবর্তন সমাজজীবনে নানা ধরনের বিশৃঙ্খলা অসামঞ্জস্য সৃষ্টি করে?
. অর্থনৈতিক পরিবর্তন
. প্রযুক্তিগত পরিবর্তন
. বৈপ্লবিক পরিবর্তন
অপরিকল্পিত পরিবর্তন

১৫. স্থানীয় একটি এনজিও রূপসা এলাকার প্রায় অর্ধ শতাধিক বেকার যুকবদের আত্মনির্ভরশীল করার উদ্যোগ নিয়েছে এখানে কোন পেশার ইঙ্গিত রয়েছে?
সমাজকর্ম
. আইন
. সাংবাদিকতা
. শিক্ষকতা

১৬. কোন সমাজে সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা
হিসেবে স্বীকৃত?
. আধুনিক সমাজে
পাশ্চাত্যের উন্নত সমাজে
. আদিম সমাজে
. অনুন্নত সমাজে

১৭. ওয়ার্নার ডব্লিউ বোয়েম কত সালে সমাজকর্মকে পূর্ণ পেশা হিসেবে স্বীকৃতি দেন?
১৯৫৯ সালে
. ১৯৬৩ সালে
. ১৯৬১ সালে
. ১৯৬৭ সালে

১৮. সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি লাভ করে কখন?
. ১৯১৬ সালে
. ১৯১৮ সালে
১৯৪০ সালে
. ১৯৬০ সালে

১৯. সমাজকর্ম সমাজে কাদের জন্য একটি বহুমুখী দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানবিক পেশা হিসেবে স্বীকৃত?
সুবিধা বঞ্চিত জনগণের
. সাধারণ জনগণের
. পেশাজীবীদের
. রাজনৈতিক নেতাদের

২০. সমাজকর্মের মূল প্রতিপাদ্য বিষয় কী?
. মানুষের অর্থনৈতিক ভূমিকা চিহ্নিতকরণ
মানুষের সামাজিক ভূমিকা পুনরুদ্ধার
. শারীরিক সক্ষমতা অর্জনে সহায়তা
. ধর্মীয় ভূমিকা পালনের সহায়তা

২১. সমাজকর্ম একটি সুখী সুন্দর সমাজব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা চালায় সমস্যার
i.
স্থায়ী সমাধানের মাধ্যমে
ii.
সাময়িক সমাধানের মাধ্যমে
iii.
বাস্তবধর্মী সমাধানের মাধ্যমে

নিচের কোনটি সঠিক
. i ii
● i
iii
. ii iii
. i, ii iii

২২. পেশাদার সমাজকর্মী বিশেষ ভূমিকা পালন করে
i.
অবহেলিত, বঞ্চিত শোষিত শ্রেণির অধিকার রক্ষায়
ii.
সমাজে মানবাধিকার প্রতিষ্ঠা সংরক্ষণে
iii.
সামাজিক শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা উন্নয়নে

নিচের কোনটি সঠিক
● i
ii
. i iii
. ii iii
. i, ii iii

২৩. সমাজকর্ম সাহায্যাথীকে সরাসরিভাবে-
i.
আত্মকেন্দ্রিক করে গড়ে তোলে
ii.
স্বাবলম্বী করে গড়ে তোলে
iii.
আত্মনির্ভরশীল করে গড়ে তোলে

নিচের কোনটি সঠিক
. i ii
● ii
iii
. i iii
. i, ii iii

২৪. কোনটি বিচারবোধ হিসাবে ব্যক্তিগত বা দলগত কল্যাণে প্রযোজ্য হয়?
. বিশ্বাস
. দর্শন
মূল্যবোধ
. ধর্ম

২৫. ব্যক্তি সমাজকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণের একটি অপরিহার্য উপাদান হিসেবে বিবেচিত কোনটি?
.. পেশা
. বৃত্তি
মূল্যবোধ
. পারিশ্রমিক

২৬. সামাজিক মূল্যবোধ কোন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব বিস্তার করে?
. মানুষের আচার-আচরণের ক্ষেত্রে
. ধর্মীয় উন্মাদনার ক্ষেত্রে
. রাজনৈতিক সহিংসতার ক্ষেত্রে
অর্থনৈতিক বঞ্চনার ক্ষেত্রে

২৭. চরম মূল্যবোধ হলো
. ভোটাধিকার
. বাকস্বাধীনতা
. বৈষম্যহীনতা
গণতান্ত্রিক অধিকার

২৮. যার ভিত্তিতে মানুষের আচার-আচরণের ভালো- মন্দ বিচার করা হয়, তাকে কী বলে?
মূল্যবোধ
. আদর্শ
. রীতি-নীতি
. নৈতিকতা

২৯. কীসের ভিত্তিতে ব্যক্তি পৃথিবীর অন্য সবকিছুর থেকেবনিজের ব্যক্তিসত্তাকে অধিক প্রাধান্য দেয়?
ব্যক্তিস্বাতন্ত্র্য মূল্যবোধের
. পেশাগত মূল্যবোধের
. আধ্যাত্মিক মূল্যবোধের
. ধর্মীয় মূল্যবোধের

৩০. কোন মূল্যবোধ যুগল বিপরীতমুখী?
ব্যক্তিস্বাতন্ত্র্য পারিবারিক মূল্যবোধ
. পারিবারিক পেশাগত মূল্যবোধ
. পেশাগত জাতীয় মূল্যবোধ
. জাতীয় আধ্যাত্মিক মূল্যবোধ

৩১. কোনো রাষ্ট্র উন্নত শক্তিশালী হতে হলে তার নাগরিকদের কোন মূল্যবোধ ধারণ করা উচিত?
. আধ্যাত্মিক মূল্যবোধ
. নৈতিক মূল্যবোধ
. তাত্ত্বিক মূল্যবোধ
জাতীয় মূল্যবোধ

৩২. যখন সমাজ কর্তৃক প্রতিটি মানুষ ভালবাসা সম্মান প্রাপ্ত হয় তখন আইন বা বিধানের তুলনায় কোন মূল্যবোধ শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হয়?
. আধ্যাত্মিক
. পারিবারিক
নৈতিক
. পেশাগত

৩৩. মূল্যবোধের ওপর ভিত্তি করে ব্যক্তির যেসববকর্মকাণ্ড পরিচালিত হয় তা হলো
i.
দৃষ্টিভঙ্গির বিকাশ সাধন
ii.
নিজের আচার-আচরণ কার্যপ্রণালি নিয়ন্ত্রণ
iii.
অপরের ভালো-মন্দের দিক নির্দেশনা প্রদান

নিচের কোনটি সঠিক
● i
ii
. ii iii
. i iii
. i, ii iii

৩৪. সামাজিক মূল্যবোধের উৎকৃষ্ট উদাহরণ-
i.
সততা, সহনশীলতা শ্রদ্ধাবোধ
ii.
বিশ্বস্ততা, আনুগত্য দায়িত্ববোধ
iii.
কার্যবোধ, মানবসেবা পরোপকার

নিচের কোনটি সঠিক
. i ii
. i iii
. ii iii
● i, ii
iii

৩৫. সমাজকর্মে কর্মসম্পাদনে উপায় হিসেবে মূল্যবোধের উদাহরণ হলো
i.
সেবাগ্রহীতার গোপনীয়তা রক্ষার প্রতি সম্মান
ii.
মানব মর্যাদার প্রতি সম্মান
iii.
সম্মতি বা মতামত প্রদানের অধিকারের প্রতি সম্মান

নিচের কোনটি সঠিক
. i ii
. ii iii
● i
iii
. i, ii iii

৩৬. মূল্যবোধ ব্যবস্থা বলতে বোঝায়-
i.
ব্যক্তির তুলনামূলক পছন্দের ভিত্তিকে
ii.
ভালো-মন্দ বিচারবোধের ভিত্তিকে
iii.
সঠিক-ভুল সম্পর্কিত ভিত্তিকে

নিচের কোনটি সঠিক
. i ii
. i iii
. ii iii
● i, ii
iii

৩৭. সামাজিক মূল্যবোধের উৎকৃষ্ট উদাহরণ
i.
সততা, সহনশীলতা, শ্রদ্ধাবোধ
ii.
বিশ্বস্ততা, আনুগত্য, দায়িত্ববোধ
iii.
কাৰ্যবোধ, মানবসেবা, পরোপকার

নিচের কোনটি সঠিক
. i ii
. i iii
. ii iii
● i, ii
iii

৩৮. জাতীয় মূল্যবোধ প্রতিফলিত করে দেশের
i.
ইতিহাসকে
ii.
ঐতিহ্যকে
iii.
অভিজ্ঞতাকে

নিচের কোনটি সঠিক
. i ii
. i iii
. ii iii
● i, ii
iii

নিচের ছকটি পড় এবং ৩৯ ৪০ নং প্রশ্নের উত্তর দাও: ‘বিষয়ের বৈশিষ্ট্য
. একটি বিমূর্ত ধারণা
. একটি আদর্শ মানদণ্ড যার সাহায্যে মানুষের আচরণের ভালো-মন্দ বিচার করা হয়।

৩৯. ছকেরবিষয়টি দ্বারা নিচের কোনটিকে বোঝানো হচ্ছে?
. প্রথা
মূল্যবোধ
. লোকাচার
. সংস্কৃতি

৪০. বিষয়টির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো
i.
এটি শুধুমাত্র উন্নত সমাজে বিদ্যমান
ii.
এটি বিভিন্ন প্রয়োজনে বিভিন্নভাবে ব্যবহৃত হয়
iii.
প্রতিটি পেশাতেই এর উপস্থিতি বিদ্যমান

নিচের কোনটি সঠিক
. i ii
● ii
iii
. i iii
. i, ii iii

৪১. নিচের কোনটি মানুষের লক্ষ্য অর্জনে সহায়তা করে?
. ব্যক্তির পরিবর্তন সাধন ক্ষমতায় গুরুত্ব প্রদান
. সেবাগ্রহীতার আত্মনিয়ন্ত্রণ
ব্যক্তির মূল্য মর্যাদার স্বীকৃতি
. গোপনীয়তা রক্ষার নীতি

৪২. সমাজে মানুষের আচরণের মানদণ্ড হিসেবে কাজ করে কোনটি?
সামাজিক মূল্যবোধ
. রাজনৈতিক মূল্যবোধ
. ধর্মীয় মূল্যবোধ
. সাংস্কৃতিক মূল্যবোধ

৪৩. সমাজকর্ম মূল্যবোধ বলতে বোঝায়
. সামজিক মূল্যবোধের সমষ্টি
. সাধারণ লক্ষ্যার্জনের হাতিয়ার
. মানবতার চিরায়ত রূপ
সমস্যা সমাধান প্রক্রিয়ার উপাদান

৪৪. কোনটি মানবিক মূল্যবোধের উৎকর্ষ সাধনে সহায়ক হিসেবে কাজ করে?
. ব্যক্তি স্বাধীনতা
. সামাজিক দায়িত্ববোধ
. শ্রমের মর্যাদা
ব্যক্তির মর্যাদা স্বীকৃতি

৪৫. আমেরিকার জাতীয় সমাজকর্ম সমিতি সমাজকর্মের কতিপয় মূল্যবোধ উল্লেখ করেছে- এর মধ্যে প্রথম কোনটি?
ব্যক্তির মূল্য মর্যাদা
. মানুষের প্রতি সম্মান প্রদর্শন
. পরিবর্তনের জন্য ব্যক্তির সামর্থ্যের মূল্যায়ন
. সেবা গ্রহণকারীর আত্মনিয়ন্ত্রণ অধিকার

৪৬. কোন মূলমন্ত্র গণতান্ত্রিক সমাজব্যবস্থায় সকলের
জন্যে সমান সুযোগ প্রদানের মূল্যবোধ প্রতিষ্ঠায় সহায়তা করেছে?
. আইনের চোখে সবাই সমান
. মানুষে মানুষে ভাই ভাই
মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই
. মানুষ নিজেই নিজের ভাগ্যনিয়ন্ত্রক

৪৭. পেশাদার সমাজকর্মীরা ব্যক্তি, দল সমষ্টির সাথেবকাজ করার সময় কেন অত্যন্ত সতর্কতা অবলম্বন করে থাকে?
. সমাজকর্মীরা ব্যক্তিত্বপরায়ণ বলে
. সাহায্যপ্রার্থীরা নিচু শ্রেণির মানুষ বলে
সমাজকর্মীর ওপর যেন তারা নির্ভরশীল হয়ে না পড়ে
. সমাজকর্মীদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্যে

৪৮. ব্যক্তিগত স্বকীয়তা এবং যোগ্যতা প্রমাণের সুযোগ সৃষ্টি করে দেয়
আত্মনিয়ন্ত্রণের অধিকার
. সকলের জন্য সমান সুযোগ
. সম্পদের সদ্ব্যবহার
. স্বনির্ভরতা অর্জন

৪৯. ‘নিশ্চয় আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যতক্ষণ না সে জাতি নিজেরা তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে’— ইসলামের এই বাণীর মধ্যে সমাজকল্যাণের কোন দার্শনিক মূল্যবোধের প্রতিফলন ঘটেছে?
. সকলের সমান সুযোগ দান
আত্মনিয়ন্ত্রণ অধিকার
. সামগ্রিক দৃষ্টিভঙ্গি
. পারস্পরিক সাহায্য

৫০. আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে কী বোঝায়?
. সাহায্যার্থীর বিষয়ে সমাজকর্মীর সিদ্ধান্ত গ্রহণের অধিকার
. সাহায্যাথীর সমস্যা বিশ্লেষণের অধিকার
. সাহায্যাথীর সমস্যা সমাধানে সমাজকর্মীর অধিকার
সমস্যা সমাধানে সাহায্যাথীর নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকার



No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.