এইচএসসি - সমাজকর্ম ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন ৪র্থ অধ্যায়
সমাজকর্ম ১ম পত্র : ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
১. প্রাক-শিল্প যুগের অর্থকেন্দ্রিক সমস্যার সাথে বর্তমানে কোনটি যুক্ত হয়েছে?
● মানসিক সমস্যা
খ. অর্থনৈতিক সমস্যা
গ. রাজনৈতিক সমস্যা
ঘ. পেশা নির্বাচনের সমস্য
২. আধুনিক সমাজকল্যাণ বিকাশের পটভূমি হলো-
● সামাজিক সমস্যার গতি পরিবর্তন
খ. সমাজকল্যাণ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি
গ. প্রযুক্তির ব্যবহার
ঘ. সনাতন সমাজকর্মের দুর্বলতা
৩. কীভাবে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার সৃষ্টি হয়েছে?
ক. প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে বসবাসের ফলে
খ. বন্য জন্তুর আক্রমণের ভয় থেকে বাঁচার তাগিদে
● সংঘবদ্ধ জীবনযাপনের ফলে
ঘ. ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে
৪. কার সংজ্ঞায় মানুষের অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশের সুস্পষ্ট উল্লেখ রয়েছে?
ক. Grace Coyle
খ. James Midgley
গ. Gertrude wilson
● Walter A. Friedlander
৫. ফ্রিডল্যান্ডার কত সালে সমাজকল্যাণের সংজ্ঞা প্রদান করেন?
● ১৯৬৩ সালে
খ. ১৯৬২ সালে
গ. ১৯৬১ সালে
ঘ. ১৯৬০ সালে
৬. ‘নিয়ত পরিবর্তনশীল মানব সংস্কৃতি ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে আদিম প্রকৃতির সামঞ্জস্য বিধান না হবার ফলেই সামাজিক সমস্যার সৃষ্টি হয়’- সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. রোনাল্ড সি ফেডারিকো
● অগবার্ন
গ.ওয়েন ভেসি
ঘ. চার্লস জাস্ট
৭. আধুনিক সমাজকল্যাণের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য কোনটি?
● মৌল মানবিক চাহিদা পূরণ
খ. কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি
গ. গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি
ঘ. আত্মনিয়ন্ত্রণের অধিকার দান
৮. মানুষের অন্তর্নিহিত সত্তা ও সুপ্ত প্রতিভা বিকাশের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে কোনটি?
ক. সমাজ ব্যবস্থা
● সমাজ কল্যাণ
গ. সমাজ পরিক্রমা
ঘ. সামাজিক কার্যক্রম
৯. জনাব আরিফ প্রতিষ্ঠিত ‘আলোময় গ্রাম’ নামক সংগঠনটি সমাজের সকল শ্রেণির কল্যাণ সাধন করার জন্য কর্মসূচি প্রণয়ন করেছে। এ প্রতিষ্ঠানটির ধরনগত দিক কোনটি?
● সেবামূলক
খ. ধর্মীয়
গ. সাংস্কৃতিক
ঘ. স্বেচ্ছাপ্রণোদিত
১০. পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট নীতি ও পরিকল্পনার মাধ্যমে সমাজে বাঞ্চিত পরিবর্তন আনয়নে মানুষকে সচেতন করে তোলে কোনটি?
ক. সনাতন সমাজকল্যাণ
● আধুনিক সমাজকল্যাণ
গ. স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ
ঘ. অপেশাদার সমাজকল্যাণ
১১. আধুনিক সমাজকর্ম অপরাধ ও কিশোর অপরাধ নিরসনে কোন ব্যবস্থাকে অধিক গুরুত্ব দান করে থাকে?
● সংশোধনমূলক
খ. প্রতিরোধমূলক
গ. প্রতিরক্ষামূলক
ঘ. শাস্তির মাধ্যমে
১২. প্রাক শিল্পযুগে মানুষ আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করত—
i. মানবিকতাবোধে উদ্বুদ্ধ হয়ে
ii. প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের কারণে
iii. ধর্মীয় অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৩. James Midgley-এর মতানুযায়ী সমাজকল্যাণ প্রত্যয়টিকে সংজ্ঞায়িত করতে প্রয়োজন হবে—
i. বর্ণাত্মক বিশ্লেষণ
ii. বাস্তব পরিমাপযোগ্যতা
iii. গুণাত্বক বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১৪. সমাজকল্যাণকে System হিসেবে উল্লেখ করা হয়েছে কারণ—
i. এটি সুসংগঠিতভাবে সেবা প্রদান করে
ii. বৈজ্ঞানিক পদ্ধতিতে সেবা দান করে
iii. প্রাতিষ্ঠানিকভাবে সেবা প্রদান করে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৫. আধুনিক সমাজকল্যাণ প্রগতিশীল তথা বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে—
i. কুসংস্কার দূর করে
ii. ধর্মীয় গোঁড়ামি পরিহার করে
iii. অদৃষ্টবাদিতা পরিহার করে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
সমাজকল্যাণের প্রথম ক্লাসে সমাজকল্যাণের সংজ্ঞা সম্পর্কে আলোচনাবকরছিলেন মান্নান স্যার। আলোচনাকালে তিনি একজন মনীষীর নাম উল্লেখ করেন। যার সংজ্ঞায় আধুনিক সমাজকল্যাণের প্রকৃতি ও বৈশিষ্ট্যসমূহ প্ৰত্যক্ষভাবে উল্লেখ করা হয়েছে।
১৬. উদ্দীপকে মান্নান স্যার কোন মনীষীর সংজ্ঞা সম্পর্কে আলোচনা করেন?
● ফ্রিডল্যান্ডার
খ. জেমস মিজলে
গ. ওয়েন ভেসি
ঘ. চার্লস জাস্ট্র
১৭. উদ্দীপকে যে মনীষী সম্পর্কে বলা হয়েছে তার সংজ্ঞায় সমাজকল্যাণের উদ্দেশ্য হওয়া উচিত ব্যক্তি ও দলের-
i. সন্তোষজনক জীবন নিশ্চিত করা
ii. উন্নত স্বাস্থ্যমান অর্জনে সহায়তা করা
iii. সার্বিক কল্যাণের পথ উন্নততর করা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii
১৮. শর্তহীনভাবে স্বার্থ ত্যাগ করে অপরের কল্যাণে কোনো কিছু দান করার রীতিকে কী বলে?
● দানশীলতা
খ. সদকা
গ. বায়তুল মাল
ঘ. সমাজসেবা
১৯. সমাজকল্যাণের সনাতন দৃষ্টিভঙ্গি কী?
ক. প্রযুক্তিগত সহায়তা ও চিকিৎসাসেবা
খ. স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় মানবতার সেবা
● অন্নহীনে অন্নদান ও আর্তের সেবা
ঘ. মানবাধিকার ও বিশ্ব শান্তি
২০. সনাতন সমাজকল্যাণ ব্যবস্থার মূল চালিকাশক্তি কোনটি?
ক. ধর্ম ও নৈতিক শিক্ষা
● ধর্ম ও মানবতাবোধ
গ. পরোপকারিতা ও সহযোগিতা
ঘ. শান্তি ও জনকল্যাণমুখিতা
২১. অন্নহীনে অন্ন দান, আর্তের সেবা করা, দানশীলতা এগুলো কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. আধুনিক সমাজকর্ম
● সনাতন সমাজকর্ম
গ. ধর্মীয় মূল্যবোধ
ঘ. সাংগঠনিক কার্যাবলি
২২. সমাজকল্যাণের সনাতন দৃষ্টিভঙ্গি কী?
ক. প্রযুক্তিগত সহায়তা ও চিকিৎসা সেবা
খ. স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় মানবতার সেবা
● অন্নহীনদের অন্নদান ও আর্তের সেবা
ঘ. মানবাধিকার ও বিশ্বশান্তি
২৩. সমাজের পশ্চাৎপদ, দুস্থ ও অসহায় শ্রেণির কল্যাণে সাহায্য করা কোনটির মূল লক্ষ্য?
● দানশীলতার
খ. বায়তুল মালের
গ. সরাইখানার
ঘ. ধর্মগোলার
২৪. দানশীলতা নির্ভরশীল—
i. ব্যক্তির ইচ্ছার ওপর
ii. ব্যক্তির সামর্থ্যের ওপর
iii. ব্যক্তির মূল্যবোধের ওপর
নিচের কোনটি সঠিক
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৫. বাধ্যতামূলক সদকার উৎস কয়টি?
ক. একটি
● দুইটি
গ. তিনটি
ঘ. চারটি
২৬. ‘উত্তম ও মিষ্টি কথা বলা সদকা’ সহীহ বুখারী হাদিসের কত নং এ বর্ণিত আছে?
ক. ২৯৮৬
খ. ২৯৮৭
গ. ২৯৮৮
● ২৯৮৯
২৭. ঐচ্ছিক সদকা প্রদানের ফলে—
i. মানুষের লঘু পাপ মোচন হয়
ii. অধিক সম্পত্তির অধিকারী হওয়া যায়
iii. পাপ মোচন হওয়ার আশায় মুসলমানরা সদকা প্রদানে উৎসাহী হয়
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও:
মজিদ সাহেব একজন ব্যবসায়ী। ব্যবসার কাজে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। যাত্রাপথে মসজিদ কিংবা হাসপাতাল নির্মাণে সাহায্য চাওয়া হয়। তিনি অকাতরে সামর্থ্য অনুযায়ী দান করেন।
২৮. উদ্দীপকে ইঙ্গিতকৃত দান প্রথাটির নাম কী?
ক. বায়তুল মাল
● সদকা
গ. ওয়াক্ফ
ঘ. যাকাত
২৯. উক্ত প্রথা –
i. ব্যক্তির ওপর নির্ভরশীল
ii. স্বেচ্ছাপ্রণোদিত ইবাদত
iii. ধনী-দরিদ্র উভয় কর্তৃক পালিত হয়
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii
৩০. ‘বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের প্রধান সৎকর্ম— উক্তিটি কার?
● ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রাজা রামমোহন রায়
গ. স্বামী বিবেকানন্দ
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩১. নিপা রানি পাল নামের একজন হিন্দু বিধবার পুনরায় বিয়ে দেওয়া সম্ভব হয় কোন মনীষীর জন্য?
ক. রাজা রামমোহন রায়
খ. মহাত্মা গান্ধী
গ. নারায়ণ চন্দ্র
● ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৩২. ৬০টি গরু থাকলে কয়টি বাছুর যাকাত হিসেবে দিতে হবে?
ক. একটি
● দুটি
গ. তিনটি
ঘ. চারটি
৩৩. প্রাকৃতিক সেচের মাধ্যমে ফসল ফললে তার কত ভাগ যাকাত দান ফরজ?
ক. ১/৫
● ১/১০
গ. ১/১৫
ঘ. ১/২০
৩৪. যাকাত প্রদানে অস্বীকারকারীকে কে ‘মুরতাদ’ বলে গণ্য করেছেন?
ক. ইমাম আবু হানিফা (র.)
● হযরত আবু বকর সিদ্দিক (রা.)
গ. হযরত উমর (রা.)
ঘ. মহানবি (স.)
৩৫. যাকাত ধনীদের ওপর ফরজ কেন?
ক. সামাজিক বাধ্যবাধকতার জন্য
● সম্পদে গরিবদের অধিকার আছে বলে
গ. সম্পদ পবিত্র করার জন্য
ঘ. সম্পদের সুষম বণ্টনের জন্য
৩৬. কুরআনের আয়াতে যাকাত প্রাপকদেরবে কয় শ্রেণিতে ভাগ করা হয়েছে?
ক পাঁচ
খ. ছয়
গ. সাত
● আট
৩৭. কোন খলিফার শাসনামলে আরব রাষ্ট্রে যাকাত গ্রহণ করার মতো কোনো দরিদ্র ব্যক্তি ছিল না?
● ওমর বিন আব্দুল আজিজ
খ. হারুন-অর-রশিদ
গ. হাজ্জাজ বিন ইউসুফ
ঘ. ওমর ফারুক
৩৮. সম্পদের প্রয়োজন মূলত কীসের জন্য?
ক. ভোগ বিলাসের জন্য ও
খ. ব্যবসা করার জন্য
● চাহিদা পূরণের জন্য ও
ঘ. শিক্ষার জন্য
৩৯. হযরত মুহাম্মদ (স.)-এর ঘোষণায় যাকাতের মাধ্যমে বজায় থাকে –
i. সমাজিক প্রগতি
ii. সামাজিক সমন্বয়
iii. সামাজিক সংহতি
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৪০. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন পত্রিকায় বাল্যবিবাহের দোষ প্রবন্ধটি প্রকাশ করেন?
ক. হিতকারী
● সর্বশুভকারী
গ. সমাচার দর্পণ
ঘ. মিহির
৪১. সমাজকল্যাণে যাকাতের গুরুত্ব হলো—
i. দরিদ্র শ্রেণির কল্যাণে সম্পদশালীদের সচেতন করে তোলে
ii. সামাজিক ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠার উত্তম পন্থা
iii. অসংখ্য দরিদ্র শ্রেণিকে আর্থিক দিক দিয়ে প্রতিষ্ঠিত করে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৪২ ও ৪৩ নং প্রশ্নের উত্তর দাও:
মাহমুদার প্রায় দশ ভরি স্বর্ণ রয়েছে। তার স্বামী তাকে বলল এ স্বর্ণের ওপর গরিবদের হক রয়েছে। তাই স্বর্ণের দাম হিসাব করে টাকা দান করতে হবে। মাহমুদা রাজি না হলে তার স্বামী এর গুরুত্ব সম্পর্কে বলেন ।
৪২. উদ্দীপকে কোন ঐতিহ্যগত প্রতিষ্ঠানের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
ক. বায়তুল মাল
● যাকাত
গ. ওয়াকফ
ঘ. সদকা
৪৩. সমাজকল্যাণে উক্ত বিষয়ের গুরুত্ব সম্পর্কে বলা যায়—
i. ব্যক্তির আত্মোন্নয়ন ক্ষমতার বিকাশ ঘটায়
ii. নৈতিক উন্নয়ন সাধন করে
iii. সামাজিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii
৪৪. কোন নীতির ওপর ভিত্তি করে ধর্মগোলার উদ্ভব?
ক. সুদহীন ঋণদানের মাধ্যমে কৃষকের মুক্তি
খ. দুর্গত মানুষকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা
● স্থানীয় ভিত্তিতে স্থানীয় সমস্যার মোকাবিলা
ঘ. জাতীয় ভিত্তিতে স্থানীয় সমস্যার মোকাবিলা
৪৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খাদ্য সমস্যা ও দুর্ভিক্ষ মোকাবিলায় কোন প্রতিষ্ঠান গঠন করা হয়?
ক. লঙ্গরখানা
খ. সরাইখানা
● ধর্মগোলা
ঘ. এতিমখানা
৪৬. কে গ্রান্ড ট্রাঙ্ক রোডের পাশে সরকারি ব্যবস্থাপনায় হিন্দু-মুসলমানদের জন্যে পৃথক সরাইখানার ব্যবস্থা করেছিলেন?
ক. ফিরোজ শাহ
খ. সম্রাট অশোক
● শের শাহ
ঘ. সিরাজ শাহ
৪৭. ধর্মগোলা প্রতিষ্ঠা করা হয়েছিল—
i. স্থানীয় পর্যায়ে দুর্ভিক্ষ মোকাবিলার লক্ষ্যে
ii. কৃষকদের মধ্যে শস্য বিতরণ
iii. স্থানীয় পর্যায়ে খাদ্যাভাব মোকাবিলার লক্ষ্যে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৮. দেবোত্তর সম্পত্তি দান করতে দেখা যায়—
i. সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের
ii. সাবেক হিন্দু জমিদারদের
iii. হিন্দু মানবহিতৈষী ব্যক্তিবর্গকে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৪৯. বায়তুল মালের প্রধান উদ্দেশ্য কী?
ক. সকলের মৌল চাহিদা নিশ্চিতকরণ
খ. রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখা
গ. রাষ্ট্রের আয়-ব্যয় নির্বাহ করা
● রাষ্ট্রের কল্যাণমূলক কাজ করা
৫০. কার আমলে প্রথম রাষ্ট্রের ধনসম্পদে আপামর জনগণের হিস্যা স্বীকার করে নেওয়া হয়?
ক. হযরত আবু বকর (রা)
খ. হযরত আলী (রা)
গ. হযরত ওসমান (রা)
● হযরত ওমর (রা)
No comments