এইচএসসি - সমাজকর্ম ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন ৫ম অধ্যায়

সমাজকর্ম ১ম
 পত্র ৫ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ৫ম অধ্যায়

. ‘Sociology’ শব্দটি কোন দুটি ভাষার শব্দ থেকে এসেছে ?
. গ্রিক + হিব্রু
. হিব্রু + স্প্যানিশ
. জার্মান + গ্রিক
ল্যাটিন + গ্রিক

. সামাজিক বিজ্ঞান কী নিয়ে আলোচনা করে?
সামাজিক সম্পর্কের বিভিন্ন দিক
. দারিদ্র্য বিমোচনের বিভিন্ন দিক
. মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্র
. মানব জীবনের বিভিন্ন দিক

. ‘সামাজিক বিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞানউক্তিটি কার?
. ওয়াল্টার. . ফ্রিডল্যান্ডার
এমিল ডুর্খেইম
. টমাস মুর
. অগাস্ট কোঁৎ

. ‘সমাজবিজ্ঞান মানুষের মানসিক সংযোগের বিজ্ঞান’- উক্তিটি কার?
● Franklin Giddings
. Auguste Comte
. E A Hoebel
. M Jacoband BJ Stem

. ‘সামাজিক বিজ্ঞানসমূহের মধ্যে বাস্তব আলাদা সত্তা নেই’— এটি কার উক্তি?
. ম্যাক্স ওয়েবার
আরএম ম্যাকাইভার
. হার্বার্ট স্পেনসার
. ফ্রিডল্যান্ডার

. বিভিন্ন সমাজবিজ্ঞানী প্রদত্ত সমাজবিজ্ঞানের সংজ্ঞার মধ্যে বৈচিত্র্য লক্ষ করা যায় কেন?
দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের কারণে
. গবেষণাগত পার্থক্যের কারণে
. পরিবেশগত পার্থক্যের কারণে
. সময়গত পার্থক্যের কারণে

. রিচার্ড টি শেফার কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
. ওয়াটারলু বিশ্ববিদ্যালয়
ওয়েস্টার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়
. টোকিও বিশ্ববিদ্যালয়

. শারমিন পরীক্ষার খাতায় সমাজবিজ্ঞানের সংজ্ঞা লিখতে গিয়ে সে সমাজবিজ্ঞানকে সামাজিক আচরণ এবং সমাজের সুশৃঙ্খল এবং বস্তুনিষ্ঠ অধ্যয়ন হিসেবে আখ্যায়িত করে। সে কোন মনীষী প্রদত্ত সংজ্ঞাটি লিখেছিল?
. রিচার্ড টি শেফার
ডেভিড পোপেনো
. নেইল জে স্মেলসার
. এমিল ডুর্খেইম

. ‘সমাজবিজ্ঞান এমন একটি বিজ্ঞান, যার উদ্দেশ্য হলো সামাজিক কার্যাবলির মধ্যে একটি কার্যকর সম্পর্ক নির্ণয়ের ব্যাখ্যা দান করা।উক্তিটি কার?
. কিংসলে ডেভিসের
. ম্যাকাইভারের
ম্যাক্স ওয়েবারের
. বটোমোরের

১০. ‘মানবিক সংগঠন সম্পর্কে তথ্য সংগ্রহ এবং এসবের ব্যাখ্যা করা সমাজবিজ্ঞানের প্রধান লক্ষ্য হলেও মানুষের জীবনযাত্রার উন্নতি বিধান হলো সমাজবিজ্ঞানের চূড়ান্ত লক্ষ্য।’—উক্তিটি কার?
. আর এম ম্যাকাইভারের
. টি বি বটোমোরের
স্যামুয়েল কোয়েনিগের
. কিম্বল ইয়ং এর

১১. সমাজকল্যাণের মূল প্রতিপাদ্য
সমাজস্থ মানুষের কল্যাণ
. সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা মোকাবেলা
. সমস্যা সমাধান
. সমস্যা চিহ্নিতকরণ

১২. সমাজবিজ্ঞানকে সংজ্ঞায়িত করতে গিয়ে কোন সমাজবিজ্ঞানী বলেছেন যে, সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্ম বা কার্যাবলির পাঠ্য-
. কোভালেভস্কি
ম্যাক্স ওয়েবার
. ডেভিড পোপেনো
. নেইল জে স্কেলসার

১৩. রিচার্ড টি শেফার সমাজবিজ্ঞানের সংজ্ঞায় যে বিষয়ের ওপর গুরুত্বারোপ করেছেন তা হলো
i.
মানবগোষ্ঠী
ii.
সামাজিক ক্রিয়া
iii.
সামাজিক আচরণ
নিচের কোনটি সঠিক
. i ii
. ii iii
● i
iii
. i, ii iii

১৪. সমাজবিজ্ঞান সমাজকর্মের বিষয়গত পার্থক্য হলো
i.
মৌলিক সামাজিক বিজ্ঞান ব্যবহারিক সামাজিক বিজ্ঞান
ii.
বিষয়গত জ্ঞানের ভিত্তি নিজস্ব এবং জ্ঞানের ভিত্তি অন্যান্য বিষয়ের ওপর নির্ভরশীল
iii.
বিষয়বস্তু, আলোচ্য বিষয় শুধুমাত্র সমাজকাঠামো এবং গবেষণা

নিচের কোনটি সঠিক
● i
ii
. i iii
. ii iii
. i, ii iii

১৫. সামাজিক কার্যাবলির মাধ্যমে উপলব্ধি করা যায়
i.
মানুষের আচরণ
ii.
সামাজিক সম্পর্ক
iii.
সামাজিক প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক
. i ii
. ii iii
. i iii
● i, ii
iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
সামাজিক বিজ্ঞানের একটি শাখা যা সমাজকাঠামো, সামাজিক সম্পর্ক, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক কার্যাবলি প্রভৃতি বিশ্লেষণের মাধ্যমে সমাজ সম্পর্কে পূর্ণাঙ্গ বস্তুনিষ্ঠ জ্ঞান দান করে।

১৬. উদ্দীপকে সামাজিক বিজ্ঞানের কোন শাখাটির কথা বলা হয়েছে?
. সমাজকর্ম
সমাজবিজ্ঞান
. মনোবিজ্ঞান
. নৃবিজ্ঞান

১৭. উক্ত বিষয়টির আলোচ্য বিষয়বস্তু হলো
i.
মানুষের আচরণ
ii.
সমাজকাঠামো
iii.
সামাজিক সম্পর্ক

নিচের কোনটি সঠিক
. i ii
. i iii
● ii
iii
. i, ii iii

১৮. ‘নৃবিজ্ঞানীরা একই বিষয়ের মধ্যে মানুষের জৈবিক সামাজিক বিজ্ঞানের সমন্বয় ঘটিয়েছে’- উক্তিটি কাদের?
বিলস্ এবং হোজারের
. জ্যাকব এবং স্টেমের
. হ্যারিস এবং হোবেলের
. ম্যালিনোস্কি এবং ডেগালুনারের

১৯. ‘নৃবিজ্ঞান আদিম এবং আধুনিক মানবজাতি এবং তাদের জীবন প্রণালির অধ্যয়ন’- উক্তিটি কার?
. বটোমোরের
. সরোকিনের
. অপবার্নের
মারভিন হ্যারিসের

২০. ‘Anthropology শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
. গ্রিক Enthros এবং Logs
গ্রিক Anthropos এবং Logia
. ল্যাটিন Enthrops এবং Logia.
. ল্যাটিন Antrics এবং Logos

২১. গ্রিক শব্দ ‘Anthropos’এর অর্থ কী?
. মন বা আত্মা
মানুষ
. পাঠ
. সমাজ

২২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক আবেদ চৌধুরী। তাকে মানুষের প্রকৃতি চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করতে গেলে কোন বিষয়ের ওপর দক্ষতা অর্জন করতে হবে?
. সাংস্কৃতিক নৃবিজ্ঞান
দৈহিক নৃবিজ্ঞান
. ভাষাতত্ত্ব
. সমাজবিজ্ঞান

২৩. সামাজিক সমস্যা বিশ্লেষণে সমাধানে সমাজকর্মীদের নির্দেশনা দান করে কোনটি?
. দৈহিক নৃবিজ্ঞান
. সাংস্কৃতিক নৃবিজ্ঞান
. ভাষাতত্ত্ব
ফলিত নৃবিজ্ঞান

২৪. প্রাচীন আধুনিক সাংস্কৃতিক জগতের সাধারণ ব্যতিক্রমী বৈশিষ্ট্যের তুলনামূলক চিত্র তুলে ধরেন কোন বিজ্ঞানী?
. দৈহিক নৃবিজ্ঞানী
. ভাষাবিজ্ঞানী
সাংস্কৃতিক নৃবিজ্ঞানী
. সমাজবিজ্ঞানী

২৫. ‘The Anthropologist is the Astronomer or the Social Science’- উক্তিটি কোন সংস্থার?
● UNESCO
. UNICEF
. UNFPA
. UNHCR

২৬. বাংলাদেশে বিদ্যমান ক্ষুদ্র জাতিসত্তার মানুষের বৈশিষ্ট্য, প্রকৃতি নিয়ে গবেষণা করছেন রশিদ তালুকদার। তাকে কী বলা যায়?
নৃবিজ্ঞানী
. সমাজবিজ্ঞানী
. রাষ্ট্রবিজ্ঞানী
. জনবিজ্ঞানী

২৭. “আদিম সভ্য মানুষের জীবনধারার তুলনামূলক আলোচনা, বিবাহ পরিবারের বিবর্তন বিষয়বআলোচনা”-সামাজিক বিজ্ঞানের কোন শাখার বিষয়বস্তু?
. রাষ্ট্রবিজ্ঞান
. সামাজিক ইতিহাস
নৃবিজ্ঞান
. মনোবিজ্ঞান

২৮. সমাজকর্ম সমস্যা সমাধানে নৃতাত্ত্বিক পদ্ধতি গ্রহণ করে কেন?
মানুষের আচরণ বিশ্লেষণের জন্য
. মানুষের দৈনন্দিন কার্যকলাপ বিশ্লেষণে
. শহরায়নজনিত সমস্যা সমাধানে
. সমস্যা সমাধানে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহে

২৯. নৃবিজ্ঞান বিষয়টিকে অধ্যয়ন করতে হলে জানতে হবে
i.
মানুষের রাষ্ট্রীয় অবস্থান সম্পর্ককে
ii.
মানুষের দৈহিক গঠন সম্পর্কে
iii.
মানুষের সংস্কৃতি সম্পর্ক

নিচের কোনটি সঠিক
. i ii
● ii
iii
. i iii
. i, ii iii

৩০. সামাজিক জীব হিসেবে নৃবিজ্ঞান আলোচনা করে
i.
মানুষের ক্রমবিকাশ সম্পর্কে
ii.
মানব সংস্কৃতি সম্পর্কে
iii.
ভাষাগত উচ্চারণ সম্পর্কে

নিচের কোনটি সঠিক
● i
ii
. i iii
. ii iii
. i, ii iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩১ ৩২ নং প্রশ্নের উত্তর দাও:
আরিব যে বিষয় নিয়ে অনার্স করছে সে বিষয়টি বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর একটি সাহায্যকারী পেশা। এটি সমাজস্থ ব্যক্তি, দল সমষ্টির সম্পদ অন্তর্নিহিত শক্তিকে ব্যবহারের মাধ্যমে সাহায্যাথীকে স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা চালায়।

৩১. উদ্দীপকে আরিব কোন বিষয়ে অনার্স পড়ছে?
. সমাজবিজ্ঞান
. নৃবিজ্ঞান
সমাজকর্ম
. রাষ্ট্রবিজ্ঞান

৩২. উক্ত বিষয় সম্পর্কে বলা যায়
i.
সমস্যা সমাধানের বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া
ii.
আলোচ্য বিষয় অর্থনৈতিক কার্যাবলি
iii.
সেবামূলক প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক
. i ii
. ii iii
● i
iii
. i, ii iii

৩৩. ‘যে বিজ্ঞান মানসিক শারীরিক ক্রিয়ার পারস্পারিক সম্পর্ক, বিশেষ করে যা ব্যক্তিত্ত্বকে প্রভাবিত করে, তার অনুধ্যান করে তাকে মনোবিজ্ঞান বলে।উক্তিটি কীসে উল্লেখ আছে?
. এনসাইক্লোপিডিয়ায়
. সমাজবিজ্ঞান অভিধানে
. অক্সফোর্ড ডিকশনারিতে
সমাজকর্ম অভিধানে

৩৪. Psychology এর বাংলা প্রতিশব্দ কোনটি?
. নৃবিজ্ঞান
মনোবিজ্ঞান
. সমাজবিজ্ঞান
. রাষ্ট্রবিজ্ঞান

৩৫. মানুষের বাহ্যিক আচরণ বিশ্লেষণ করে মানবীয় আচরণের পেছনে যে অভ্যন্তরীণ চালিকাশক্তি রয়েছে তার অনুসন্ধান করে কোন বিজ্ঞান?
. সমাজবিজ্ঞান
মনোবিজ্ঞান
. নৃবিজ্ঞান
. রাষ্ট্রবিজ্ঞান

৩৬. ‘মানুষের বাহ্যিক আচরণ সামাজিক সম্পর্ক বুঝতে হলে তার মানসিক বৃত্তি প্রকৃতি বিশ্লেষণ করা প্রয়োজন’- উক্তিটি কার?
. হোবেলের
. ম্যাকাইভারের
. বটোমোরের
জন স্টুয়ার্ট মিলের

৩৭. কোন বিষয়কে মানুষ প্রাণির মন আচরণের বিজ্ঞান বলা হয়?
. নৃ-বিজ্ঞান
মনোবিজ্ঞান
. সমাজবিজ্ঞান
. জীববিজ্ঞান

৩৮. জ্ঞানের কোন শাখা মানুষের বাহ্যিক আচরণের অভ্যন্তরীন শক্তি অনুসন্ধান করে?
. সমাজ বিজ্ঞান
মনোবিজ্ঞান
. পৌরনীতি
. সমাজকর্ম

৩৯. আচরণমানসিক প্রক্রিয়া → ?  উপরের (?) স্থানে কোনটি বসবে?
মনোবিজ্ঞান
. সমাজবিজ্ঞান
. জীববিজ্ঞান
. সমাজকর্ম

৪০. আধুনিক সমাজকর্মের পদ্ধতিগত সমস্যা সমাধান প্রক্রিয়া মনোবিজ্ঞানের কোন শাখার ওপর বিশেষভাবে নির্ভরশীল?
. চিকিৎসা মনোবিজ্ঞান
. শিশু মনোবিজ্ঞান
. শিল্প শিক্ষা মনোবিজ্ঞান
সমাজ মনোবিজ্ঞান

৪১. ‘The Background of Personality’ গ্রন্থটির রচয়িতা কে?
. ক্লাইডার
. জন সিরাচ
. জন এল ভোগেল
আর লিনটন

৪২. মানুষ পরিবেশের মিথস্ক্রিয়ার প্রতি গুরুত্ব দেয় কোনটি?
সমাজকর্ম
. জীববিজ্ঞান
. মনোবিজ্ঞান
. রাষ্ট্রবিজ্ঞান

৪৩. কোন অর্থে-পৌরনীতি হলো নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ কার্যাবলি সংক্রান্ত বিজ্ঞান?
. ব্যাপক অর্থে
শব্দগত অর্থে
. সংকীর্ণ অর্থে
. উৎপত্তিগত অর্থে

৪৪. পৌরনীতি সুশাসন মানুষের মধ্যে-
i.
ভ্রাতৃত্ববোধের উন্মেষ ঘটায়
ii.
সহমর্মিতাবোধের উন্মেষ ঘটায়
iii.
স্বাবলম্বন মানসিকতা সৃষ্টি করে

নিচের কোনটি সঠিক
● i
ii
. i iii
. ii iii
. i, ii iii

৪৫. সুশাসনের ধারণাটি কার্যকর ব্যবস্থাপনার লক্ষ্যে বিভিন্ন উপাদানের ওপর প্রয়োজনীয় আলোকপাত করেউক্তিটি কোন সংস্থার?
. বিশ্বব্যাংক
এশীয় উন্নয়ন ব্যাংক
. ইসলামি উন্নয়ন ব্যাংক
. হিন্দুস্থান ব্যাংক

৪৬. ‘পৌরনীতি হলো জ্ঞানভাণ্ডারের সে প্রয়োজনীয় শাখাযা নাগরিকের অতীত, বর্তমান ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় মানবতার সাথে জড়িত প্রতিটি বিষয় সম্পর্কে আলোচনা করে।’- উক্তিটি কার?
এম হোয়াইটের
. এফ আই গ্লাউডের
. আর এম ম্যাকাইভারের
. হোবেলের

৪৭. কে পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন?
এম হোয়াইট
. জন লক
. জন মিলস
. ফস্টার

৪৮. পৌরনীতি কোন দৃষ্টিকোণ থেকে মানুষের আচরণ কার্যাবলি নিয়ে আলোচনা করে?
. সামাজিক দৃষ্টিকোণ
. অর্থনৈতিক দৃষ্টিকোণ
. ভৌগোলিক দৃষ্টিকোণ
নাগরিকতার দৃষ্টিকোণ

৪৯. পৌরনীতিতে নাগরিক পৌরসভা সম্পর্কে আলোচনায়আনাগরিকতার কোন দিক প্রকাশ পায়?
স্থানীয় দিক
. সামাজিক দিক
. জাতীয় দিক
. আন্তর্জাতিক দিক

৫০. পৌরনীতি কীভাবে সমাজের উন্নয়ন ঘটায়?
নাগরিক শিক্ষা প্রদানের মাধ্যমে
. বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে
. অর্থনীতি সংশ্লিষ্ট বিষয় আলোচনার মাধ্যমে
. রাজনীতি সম্পর্কিত বিষয় আলোচনার মাধ্যমে



No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.