এইচএসসি - সমাজকর্ম ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন ৬ষ্ঠ অধ্যায়

সমাজকর্ম
১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন ৬ষ্ঠ অধ্যায়

. সমাজকর্মকে কী বলা হয়?
. অনুকল্পের বিজ্ঞান
. অনুশাসনের বিজ্ঞান
অনুশীলনের বিজ্ঞান
. তাত্ত্বিক বিজ্ঞান

.‘পদ্ধতি হচ্ছে সচেতন প্রক্রিয়া সুনির্দিষ্ট লক্ষ্যার্জনের একটি সুপরিকল্পিত উপায়’- উক্তিটি কার?
. . আব্দুল হাকিম
. এইচ বি ট্রেকার
. আলি আকবর
. ম্যারি রিচমন্ড

. The Social System গ্রন্থটি কার লেখা?
টি.পারসন
. ফ্রিডল্যান্ডার
. নিমকফ
. অগবার্ন

. যে সকল পন্থা অবলম্বন করে সমাজকর্মের জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে পেশার অনুশীলন করা হয় সেগুলোকে কী বলে?
. সমাজকর্মের উৎস
সমাজকর্মের পদ্ধতি
. সমাজকর্মের প্রকৃতি
. সমাজকর্মের পরিধি

. সমাজকর্মকে সাহায্যকারী পদ্ধতি বলা হয় কেন?
. তাত্ত্বিক জ্ঞান বাস্তবে প্রয়োগ করে বলে
ব্যক্তি, দল সমষ্টিকে সাহায্য করে বলে
. নতুন নতুন জ্ঞানের ক্ষেত্র তৈরি হয় বলে
. সমস্যার স্বরূপ নির্ণয় করে বলে

. সমাজকার্যের মৌলিক সহায়ক পদ্ধতি কয়টি?
. তিনটি
. পাঁচটি
. চারটি
ছয়টি

. সমাজকর্ম একটি বিজ্ঞানভিত্তিক পদ্ধতি কী প্ৰমাণ করে?
. সমাজকর্মের সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে
. সমাজকর্মের প্রয়োগক্ষেত্র রয়েছে
তাত্ত্বিক জ্ঞান রয়েছে
. সমাজকর্মের বৈজ্ঞানিক জ্ঞান রয়েছে

. রতন একটি বিষয় নিয়ে অনার্স করছে, যাতে গবেষণা, জরিপ প্রভৃতির ওপর জোর দেওয়া হয়। উক্ত বিষয় নিচের কোনটিকে নির্দেশ করছে?
সমাজকর্ম
. মনোবিজ্ঞান
. অর্থনীতি
. রাষ্ট্রবিজ্ঞান

. দল সমাজকর্ম দলীয় সদস্যদের সাহায্য করে-
i.
ব্যক্তিগত সমস্যা সমাধানে
ii.
দলীয় সমস্যা সমাধানে
iii.
সমষ্টিগত সমস্যা সমাধানে

নিচের কোনটি সঠিক
. i ii
. i iii
. ii iii
● i, ii
iii

১০. সমষ্টি উন্নয়নে সমষ্টির জনগণের সার্বিক কল্যাণ উন্নয়নে সহায়তা করা হয়
i.
জনগণের সম্পদ প্রচেষ্টা দ্বারা
ii.
সরকারের সম্পদ প্রচেষ্টার মাধ্যমে
iii.
বিশেষ গোষ্ঠীর সম্পদ প্রচেষ্টা ব্যবহার করে

নিচের কোনটি সঠিক
● i
ii
. i iii
. ii iii
. i, ii iii

১১. ‘ব্যক্তি কর্ম’ (Case work) ধারণাটি কত সালে প্রথম ব্যবহৃত হয়?
. ১৯১০
১৯১১
. ১৯২০
. ১৯২১

১২. ১৯৫৭ সালে ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দিয়েছেন কে?
. স্কিডমোর
. সুইদান বাওয়ার্স
. গ্যালাওয়ে
হেলেন হ্যারিস পার্লম্যান

১৩. কোন সময়ে ব্যক্তি সমাজকর্ম নির্দিষ্ট জ্ঞানভাণ্ডারে সমৃদ্ধ হয়ে বিকাশ লাভ করে?
. ১৯১০ থেকে ১৯২০ সালের মধ্যে
১৯২০ থেকে ১৯৩০ সালের মধ্যে
. ১৯৩০ থেকে ১৯৪০ সালের মধ্যে
. ১৯৪০ থেকে ১৯৫০ সালের মধ্যে

১৪. ম্যারি রিচমন্ডের ভাষায় তিনি ব্যক্তি সমাজকর্মকে সমাজকর্মের প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠার জন্য জীবনের কত বছর ব্যয় করেন?
. ২০ বছর
২৫ বছর
. ৩০ বছর
. ৩৫ বছর

১৫. এইচএইচ পার্লম্যান যে গ্রন্থটি লিখেছেন তার নাম কী?
. The Nursery of Human Nature
. Social Work Year Book
. World Community Social Case Work
● A Problem Solving Process

১৬. মক্কেলকে পুনর্বাসনে সহায়তা করে কোনটি?
. সামাজিক প্রশাসন
. সামাজিক গবেষণা
. সামাজিক কার্যক্রম
ব্যক্তি সমাজকর্ম

১৭. ব্যক্তি সমাজকর্মের নির্দেশিকা প্রস্তাবের রচয়িতা কে?
. অধ্যক্ষ কেয়ার্নস
. আব্দুল হাকিম সরকার
. মার্শাল
. আব্দুল হালিম

১৮. সমাজকর্ম অনুশীলনের মৌলিক একক কোনটি?
ব্যক্তি
. পরিবার
. সমাজ
.রাষ্ট্র

১৯. ব্যক্তি সমাজকর্মে একজন ব্যক্তির মক্কেল হওয়ার পূর্বশর্ত কী?
. পেশাদার প্রতিনিধি হওয়া
. চরম সাহসী হওয়া
. প্রতিবন্ধী হওয়া
সমস্যাগ্রস্ত হওয়া

২০. ব্যক্তি সমস্যা ব্যক্তি সমাজকর্মের কোন ধরনের উপাদান?
. নিজস্ব প্রধান উপাদান
. অভ্যন্তরীণ উপাদান
. মনস্তাত্ত্বিক উপাদান
বাহ্যিক উপাদান

২১. মক্কেলের সমস্যা সমাধান থেকে শুরু করে এজেন্সি পরিচালনা, পরিকল্পনা কর্মসূচি প্রণয়ন বাস্তবায়নে কার তাৎপর্যপূর্ণ অবদান আছে?
. মক্কেলের
. সরকারি প্রতিনিধির
পেশাদার প্রতিনিধির
. বেসরকারি প্রতিনিধির

২২. ব্যক্তি সমাজকর্মে মক্কেলের সমস্যার সমাধান করা হয় কী অনুসারে?
. সমস্যার ধরন
. সামাজিক রীতি অনুসারে
. ব্যক্তি অনুসারে
প্রক্রিয়া অনুসারে

২৩. ব্যক্তি সমাজকর্ম একটি সাহায্য প্রক্রিয়া যার সমস্যাগ্রস্ত ব্যক্তি
i.
সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন
ii.
সমস্যা মোকাবিলা করে
iii.
পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করে

নিচের কোনটি সঠিক
. i ii
. i iii
. ii iii
● i, ii
iii

২৪. মিনতী রায় মনস্তাত্ত্বিক সমস্যায় আক্রান্ত। তার ক্ষেত্রে পরিলক্ষিত হয়
i.
ব্যক্তিত্বের বিপর্যয়
ii.
ব্যক্তির অভ্যন্তরীণ দ্বন্দ্ব
iii.
অর্থনৈতিক বিপর্যয়

নিচের কোনটি সঠিক
● i
ii
. i iii
. ii iii
. i, ii iii

নিচের উদ্দীপকটি পড় এবং ২৫ ২৬ নং প্রশ্নের উত্তর দাও:
প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুলের শিক্ষার্থীরা স্কুলে আসে না। সেখানে গ্রামের মানুষ গরু বেঁধে রাখে। আবার, ঢাকা শহরের একটি গার্লস স্কুলের সামনে ইভটিজাররা প্রায়ই মেয়েদের উত্যক্ত করে।

২৫. উদ্দীপকে উল্লিখিত গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে সমাজকার্যের কোন পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে?
ব্যক্তি সমাজকার্য
. দল সমাজকার্য
. সমষ্টি উন্নয়ন
. সমষ্টি সংগঠন

২৬. উদ্দীপকে উল্লিখিত উভয় স্কুলের সমস্যা সমাধানে প্রথমেই
i.
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেয়া যেতে পারে
ii.
শিক্ষার্থীদের বাবা মাকে সচেতন করা যেতে পারে
iii.
সমাজে গণ্যমান্য লোকদের সচেতন করা যেতে পারে

নিচের কোনটি সঠিক
. i
. i ii
. ii iii
● i, ii
iii

২৭. মক্কেলের সাথে প্রথম সাক্ষাৎ থেকে শুরু করে তার সম্পর্কে সম্পূর্ণভাবে না জানা পর্যন্ত কোন নীতি প্রয়োগ করা হয়?
. ভিন্নধর্মী নীতি
সাধারণ নীতি
. গৌণ নীতি
. গ্রহণ নীতি

২৮. সমস্যার প্রকৃতি, পরিস্থিতি প্রয়োজন মোতাবেক সমস্যা নির্ণয়কে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
৩টি
. ৪টি
. ৫টি
. ৬টি

২৯. ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া হলো সমস্যা সমাধানের একটি প্ৰক্ৰিয়া যেখানে সুশৃঙ্খল নিয়মতান্ত্রিকভাবে পদ্ধতির উক্তিটি কার?
● H H Perlman
. Marry Richmond
. WA Fridlander
. H B Tracker

৩০. গোপনীয়তা রক্ষা, ব্যক্তি মর্যাদার স্বীকৃতি যোগ্যতার মূল্যায়ন, ব্যক্তি স্বাধীনতা প্রদান এগুলো কোন পদ্ধতির নীতি?
ব্যক্তি সমাজকর্মের
. দল সমাজকর্মের
. সমষ্টি উন্নয়নের
. সামাজিক কার্যক্রমের

৩১. তথ্য সংগ্রহে কোনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উৎস?
. দল
. সমষ্টি
. সমাজ
ব্যক্তি

৩২. ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধানের প্রথম স্তর কোনটি?
. সমস্যা নির্ণয়
অনুধ্যান
. সমাধান
. সমাপ্তি

৩৩. ব্যক্তি সমাজকর্মের আত্মনিয়ন্ত্রণ নীতির মূল কথা হলো
. সমাজকর্মীর নিজের হস্তক্ষেপের ওপর গুরুত্ব প্রদান
মক্কেলের স্বাধীন পছন্দ সিদ্ধান্ত গ্রহণের স্বীকৃতি
. সমস্যা সমাধানের পরিবেশ উন্নয়ন নিয়ন্ত্রণ . সমাজকর্মের নীতি কৌশল প্রয়োগ নীতির নিয়ন্ত্রণ

৩৪. ব্যক্তির অন্তর্নিহিত ক্ষমতা বিকাশের লক্ষ্যে তার আচরণের পরিবর্তনে সাহায্য নেওয়া হয়ে থাকে কোন পদ্ধতিতে?
. বৈষয়িক সাহায্যদান পদ্ধতি
সংশোধনমূলক পদ্ধতি
. প্রতিরোধমূলক পদ্ধতি
. প্রতিকারমূলক পদ্ধতি

৩৫. কোন স্তরের মাধ্যমে সমস্যা সমাধানের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে?
. সমস্যা নির্ণয়
. অনুধ্যান
. মূল্যায়ন
সমাপ্তি

৩৬. সমাজকর্ম সমস্যা সমাধানে নৃতাত্ত্বিক পদ্ধতি গ্রহণ করে কেন?
মানুষের আচরণ বিশ্লেষণের জন্য
. মানুষের দৈনন্দিন কার্যকলাপ বিশ্লেষণ
. শহরায়নজনিত সমস্যা সমাধানে
. সমস্যা সমাধানে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহে

৩৭. সামগ্রিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝ?
সমস্যার ধরন বিশ্লেষণ করে সেবাদান
. ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সেবাদান
. সমাজস্থ বিভিন্ন দলকে নিরীক্ষণ পূর্বক সেবাদান
. কোনোটিই নয়।

৩৮. ব্যক্তি সমাজকর্মের কোন নীতিতে প্রত্যেক ব্যক্তির সমস্যাকে আলাদাভাবে মূল্যায়ন করে?
. যোগাযোগ নীতি
. গ্রহণ নীতি
. সাধারণ নীতি
ব্যক্তি স্বাতন্ত্রীকরণ

৩৯. সমস্যা নির্ণয় করার জন্যে যে মুখ্য পদক্ষেপ গ্রহণ করতে হয় তার মধ্যে রয়েছে
i.
সমস্যার পরিমাপ
ii.
উৎপত্তি পরিমিত অবস্থার মধ্যকার সম্পর্ক
iii.
সমস্যা নির্ণয়ের শ্রেণিবিভাগ

নিচের কোনটি সঠিক
. i ii
. i iii
. ii iii
● i, ii
iii

৪০. জুয়েল সাহেব একজন সমাজকর্মী। ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপনে জুয়েল সাহেবের লক্ষ্য হলো-
i.
মক্কেলের সমস্যা সমাধানে সহায়তা করা
ii.
সমস্যা সংক্রান্ত সকল তথ্য সংগ্রহ
iii.
মক্কেলের মাঝে আত্মবিশ্বাস সৃষ্টি করা

নিচের কোনটি সঠিক
. i ii
. ii iii
. i iii
● i, ii
iii

৪১. ‘এই সম্পর্ক সমগ্র ব্যক্তি সমাজকর্ম মাধ্যমেও হতে পারে যার দক্ষতা অন্তর্বর্তীকালীন অবস্থা, অনুধ্যান, সমস্যা নির্ণয় সমাধানের ক্ষেত্রে প্রভাব রাখে।উক্তিটি কার?
. Henry S Mass
● Biestek
. Gordon Hamilton
. Earl Eubank

৪২. ‘্যাপো হলো সমাজকর্ম সাক্ষাৎকারের সাদৃশ্য, সামঞ্জস্য সহমর্মিতাপূর্ণ অবস্থা যা সাহায্যার্থী সমাজকর্মীর মধ্যে পারস্পরিক উপলব্ধি কার্যকর সম্পর্ক স্থাপন করে।’- উক্তিটি কার?
. এনসাইক্লোপেডিয়া
. গর্ডন হ্যামিলটন
সমাজকর্ম অভিধান
. হেরি এস মাস

৪৩. ব্যক্তি সমাজকর্মের সফলতা কীসের ওপর নির্ভর করে?
পেশাগত সম্পর্কের
. পারিবারিক বন্ধনের
. সামাজিক মর্যাদার
. বংশীয় মর্যাদার

৪৪. পারস্পরিক গ্রহণের মাধ্যমে ব্যক্তি সমাজকর্মে মক্কেল সমাজকর্মীর মাঝে কীসের সূচনা হয়?
. দ্বন্দ্বের
. আন্তরিকতার
পেশাগত সম্পর্কের
. মনোমালিন্যের

৪৫. অপরাধ কিশোর অপরাধ সংশোধনেবাংলাদেশের কয়টি জেলায় সংশোধনমূলক কর্মসূচি চালু আছে?
. ১২টি
. ১৭টি
২৩টি
. ২৭টি

৪৬. বাংলাদেশের পল্লী উন্নয়ন কর্মসূচির সফলতা বহুলাংশে নির্ভর করে কোনটির ওপর?
. কেন্দ্রীয় নেতৃত্বের ওপর
. স্থানীয় ধনী ব্যক্তিদের ওপর
স্থানীয় নেতৃত্বের ওপর
. স্থানীয় বিচার ব্যবস্থার ওপর

৪৭. কোন পদ্ধতির মাধ্যমে মাদকাসক্তি, নৈতিক মূল্যবোধ অবক্ষয়জনিত সমস্যা দূর করা যায়?
. সামাজিক দল
. সামাজিক নীতি
. সমষ্টি সমাজকর্ম
ব্যক্তি সমাজকর্ম

৪৮. বাংলাদেশের ব্যক্তি সমাজকর্মের ওপর ভিত্তি করে যে পুনর্বাসন কর্মসূচির চালু আছে তার নাম কী?
. পঙ্গু কল্যাণ কর্মসূচি
. প্রতিবন্ধী কর্মসূচি
প্রতিবন্ধী কল্যাণ কর্মসূচি
. অন্ধ উন্নয়ন কর্মসূচি

৪৯. ্যাপো স্থাপন প্রক্রিয়ার মধ্যে সমাজকর্মী সাহায্যাথী উভয়ের যেসব বিষয় বিশেষভাবে অন্তর্ভুক্ত তার মধ্যে রয়েছে
i.
মনোভাব
ii.
প্রত্যাশা
iii.
প্রেষণা

নিচের কোনটি সঠিক
. i ii
. i iii
. ii iii
● i, ii
iii

৫০. পল্লি উন্নয়নে ব্যক্তি সমাজকর্ম ভূমিকা পালন করে
i.
সঠিক নেতা নির্বাচনে
ii.
নেতাদের মাঝে নেতৃত্বের বিকাশের মাধ্যমে
iii.
স্থানীয় কেন্দ্রীয় নেতৃত্বের মাঝে সংযোগ স্থাপন করে

নিচের কোনটি সঠিক
● i
ii
. i iii
. ii iii
. i, ii iii




No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.