সাম্যবাদী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
HSC সাম্যবাদী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Bangla 1st Paper Guide.
সাম্যবাদী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পোস্টে আপনাকে স্বাগতম। সাম্যবাদী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর খুজতেছেন? আজকের আর্টিকেল টি আপনাদের জন্য। আজকের আর্টিকেলে সাম্যবাদী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর শেয়ার করা হবে। তাহলে চলুন শুরু করা যাক।
সাম্যবাদী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. ‘সাম্যবাদী’ কবিতাটির রচয়িতা কে?
উত্তর: ‘সাম্যবাদী’ কবিতাটির রচয়িতা কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন-২. কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-৩. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে পিতাকে হারান?
উত্তর: কাজী নজরুল ইসলাম আট বছর বয়সে পিতাকে হারান।
প্রশ্ন-৪. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে বাঙালি পল্টনে যোগদান করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ১৯১৭ খ্রিষ্টাব্দে বাঙালি পল্টনে যোগদান করেন।
প্রশ্ন-৫. কাজী নজরুল ইসলাম কী হিসেবে বাঙালি পল্টনে যোগদান করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম একজন সৈনিক হিসেবে বাঙালি পল্টনে যোগদান করেন।
প্রশ্ন-৬. কোন কবিকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়?
উত্তর: কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়।
প্রশ্ন-৭. ‘বাঁধনহারা’ উপন্যাসটির রচয়িতা কে?
উত্তর: ‘বাঁধনহারা’ উপন্যাসটির রচয়িতা কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন-৮. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ১৯৭৬ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।
প্রশ্ন-৯, ‘সাম্যবাদী’ কবিতায় কবি কীসের গান গেয়েছেন?
‘উত্তর: ‘সাম্যবাদী’ কবিতায় কবি সাম্যের গান গেয়েছেন।
প্রশ্ন-১০, সকল কেতাব ও কালের জ্ঞান কোথায় রয়েছে?
উত্তর: সকল কেতাব ও কালের জ্ঞান মানুষের মধ্যে রয়েছে।
প্রশ্ন-১১, কবির মতে, এই হৃদয়ের চেয়ে বড় কী নেই?
উত্তর: কবির মতে, এই হৃদয়ের চেয়ে বড় মন্দির-কাবা নেই।
প্রশ্ন-১২. কোরানের সাম-গান কে গেয়েছেন?
উত্তর: কোরানের সাম-গান গেয়েছেন হজরত মুহম্মদ (স.)।
প্রশ্ন-১৩, আরব-দুলাল কোথায় বসে আহ্বান শুনতেন?
উত্তর: আরব-দুলাল কন্দরে বসে আহ্বান শুনতেন।
প্রশ্ন-১৪. ‘সাম্যবাদী’ কবিতায় বর্ণিত কে মানবের মহা-বেদনার ডাক শুনেছিলেন?
উত্তর: ‘সাম্যবাদী’ কবিতায় বর্ণিত শাক্যমুনি মানবের মহা-বেদনার ডাক শুনেছিলেন।
প্রশ্ন-১৫. ‘পণ্ডশ্রম’ অর্থ কী?
উত্তর: ‘পণ্ডশ্রম’ অর্থ-বিফল পরিশ্রম।
প্রশ্ন-১৬. বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষদের কী বলা হয়?
উত্তর: বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষদের যুগাবতার বলা হয়
প্রশ্ন-১৭. বৌদ্ধধর্মের প্রবর্তক ও প্রচারক কে?
উত্তর: বৌদ্ধধর্মের প্রবর্তক ও প্রচারক গৌতম বুদ্ধ।
প্রশ্ন-১৮. মুসলমান, খ্রিষ্টান ও ইহুদিদের নিকট সমভাবে পুণ্যস্থান কোনটি?
উত্তর: মুসলমান, খ্রিষ্টান ও ইহুদিদের নিকট সমভাবে পুণ্যস্থান জেরুজালেম।
প্রশ্ন-১৯. ‘সাম্যবাদী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের নাম কবিতা?
উত্তর: ‘সাম্যবাদী’ কবিতাটি ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের নাম কবিতা।
প্রশ্ন-২০. শ্রীকৃষ্ণ কোন ধর্মের অনুসারীদের অবতার পুরুষ?
উত্তর: শ্রীকৃষ্ণ হিন্দুধর্মের অনুসারীদের অবতার পুরুষ।
প্রশ্ন-২১. শ্রীমদ্ভগবদ্গীতা’ কার মুখনিঃসৃত বাণী?
উত্তর: ‘শ্রীমদভগবদ্গীতা’ শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী।
প্রশ্ন-২২. ‘সাম্যবাদী’ কবিতাটিতে কোন প্রত্যাশা ব্যক্ত হয়েছে?
উত্তর: ‘সাম্যবাদী’ কবিতাটিতে বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানবসমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত হয়েছে।
প্রশ্ন-২৩. কোন গ্রন্থ থেকে ‘সাম্যবাদী’ কবিতাটি সংকলন করা হয়েছে?
উত্তর: ‘নজরুল রচনাবলি’র প্রথম খণ্ড থেকে ‘সাম্যবাদী’ কবিতাটি সংকলন করা হয়েছে।
প্রশ্ন-২৪. ‘সাম্যবাদী’ কাব্যটি কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়?
উত্তর: ‘সাম্যবাদী’ কাব্যটি ১৯২৫ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
প্রশ্ন-২৫, ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে সকল শাস্ত্র কোথায় খুঁজে পাওয়া যাবে?
উত্তর: ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে সকল শাস্ত্র মানুষের নিজ প্রাণে খুঁজে পাওয়া যাবে।
প্রশ্ন-২৬. সাম্যের কাছে এসে কী এক হয়ে যায়?
উত্তর: সাম্যের কাছে সব বাধা-ব্যবধান এক হয়ে যায়।
প্রশ্ন-২৭. মানুষের মাঝে সকল কালের কী রয়েছে?
উত্তর: মানুষের মাঝে সকল কালের জ্ঞান রয়েছে।
প্রশ্ন-২৮. ‘সাম্যবাদী’ কবিতায় কবির কাছে মসজিদ, মন্দির, গির্জার অবস্থান কোথায়?
উত্তর: ‘সাম্যবাদী’ কবিতায় কবির কাছে মসজিদ, মন্দির, গির্জার অবস্থান মানুষের হৃদয়ে।
প্রশ্ন-২৯. সকল যুগাবতারের সন্ধান পাওয়া যাবে কোথায়?
উত্তর: সকল যুগাবতারের সন্ধান পাওয়া যাবে মানুষের হৃদয়ে।
প্রশ্ন-৩০, ‘ত্রিপিটক’ কী?
উত্তর: ‘ত্রিপিটক’ বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম।
প্রশ্ন-৩১. বাইবেল কাদের ধর্মগ্রন্থের নাম?
উত্তর: বাইবেল খ্রিষ্টানদের ধর্মগ্রন্থের নাম ।
প্রশ্ন-৩২. ‘মদিনা’ কোন দেশের শহরের নাম?
উত্তর: ‘মদিনা’ সৌদি আরবের শহরের নাম।
প্রশ্ন-৩৩. ‘কাশী’ কোন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থান?
উত্তর: ‘কাশী’ হিন্দুধর্মাবলম্বীদের ধর্মীয় স্থান।
প্রশ্ন-৩৪. ‘সাম্যবাদী’ কবিতায় বর্ণিত কবির কাছে কাশী, মথুরা, বৃন্দাবন কোথায়?
উত্তর: ‘সাম্যবাদী’ কবিতায় বর্ণিত কবির কাছে কাশী, মথুরা, বৃন্দাবনের অবস্থান নিজ হৃদয়ে।
প্রশ্ন-৩৫. ‘চার্বাক’ কে?
উত্তর: ‘চার্বাক’ একজন বস্তুবাদী দার্শনিক ও মুনি।
প্রশ্ন-৩৬. মুসা (আ.) কে?
উত্তর: মুসা (আ.) হলেন আল্লাহর সুবিখ্যাত নবি।
প্রশ্ন-৩৭. ঈসা-মুসা কোথায় সত্যের পরিচয় পেয়েছিলেন? উ
ত্তর: ঈসা-মুসা হৃদয়ের মাঝে সত্যের পরিচয় পেয়েছিলেন।
প্রশ্ন-৩৮. বাঁশির কিশোর বলা হয়েছে কাকে?
উত্তর: বাঁশির কিশোর বলা হয়েছে যুগাবতার শ্রীকৃষ্ণকে।
প্রশ্ন-৩৯. ‘কন্দরে’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘কন্দরে’ শব্দের অর্থ হলো পর্বতের গুহায়।
প্রশ্ন-৪০. জেরুজালেম কোথায় অবস্থিত?
উত্তর: জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত।
প্রশ্ন-৪১. পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের ভাষার নাম কী?
উত্তর: পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের ভাষার নাম ‘জেন্দা’।
প্রশ্ন-৪২. কনফুসিয়াস কে?
উত্তর: কনফুসিয়াস চীনের দার্শনিক।
প্রশ্ন-৪৩. কবি কোন ধরনের অপূর্ব সংগীত পরিবেশন করতে আগ্রহী?
উত্তর: কবি মানবিক মেলবন্ধনের অপূর্ব সংগীত পরিবেশন করতে আগ্রহী।
প্রশ্ন-৪৪. ‘বাঁশির কিশোর’ কী গেয়েছিলেন?
উত্তর: ‘বাঁশির কিশোর’ মহা-গীতা গেয়েছিলেন।
প্রশ্ন-৪৫. কীসের দোহাই দিয়ে মানুষ পরস্পরকে দূরে ঠেলে দিচ্ছে?
উত্তর: ধর্ম-বর্ণ-গোষ্ঠীর দোহাই দিয়ে মানুষ পরস্পরকে দূরে ঠেলে দিচ্ছে।
৪৬. শ্রীমদ্ভগবদ্গীতা কার
মুখনিঃসৃত
বাণী?
উত্তর
: শ্রীমদ্ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী।
No comments