HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন সাজেশন অধ্যায় ১০-১২
এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর এবং সাজেশন পিডিএফ ডাউনলোড।
HSC Business Organization and Management 1st Paper (mcq) Multiple Choice Suggestion pdf download.
অধ্যায়-১০
২৪৪. ষোড়শ শতকে Entrepreneur শব্দটি কোথায় ব্যবহার করা হতো? (জ্ঞান) [খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়, খুলনা]
[ক] নির্মাণ ও পুরকৌশলে
[খ] বিজ্ঞাপনে
[গ] ব্যবসা-
বাণিজ্যে
[ঘ] উদ্ভাবন ও নির্বাচনে
উত্তর: [ক]
২৪৫. ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য কোনটি? (জ্ঞান) [সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ]
[ক] জনকল্যাণ
[খ] মুনাফা অর্জন
[গ] ব্যবসায় সম্প্রসারণ
[ঘ] ভবিষ্যৎ উন্নয়ন
উত্তর: [খ]
২৪৬. কোনটি ব্যবসায় উদ্যোগ? [রা. বো. ১৫]
[ক] বাড়ির আঙ্গিনায় বাগান করা
[খ] পাড়ায় পাঠাগার স্থাপন
[গ] হোটেল ও রেস্তোরাঁ পরিচালনা
[ঘ] ক্লাবে বার্ষিক ক্রীড়ার আয়োজন করা
উত্তর: [গ]
২৪৭. কোনটি বিনিয়োগ উদ্যোগক্তার জন্য অনুপ্রেরণামূলক হতে পারে? [ব. বো. ১৬]
[ক] শ্রমনীতি
[খ] করনীতি
[গ] রাজস্ব নীতি
[ঘ] শিল্পনীতি
উত্তর: [ঘ]
২৪৮. উদ্যোক্তার সামাজিক বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান) [বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
[ক] ক্ষমতা
[খ] নেতৃত্ব
[গ] পেশাগত অভিজ্ঞতা
[ঘ] সরলতা
উত্তর: [খ]
২৪৯. উদ্যোক্তা কিসের মাধ্যমে দুষ্প্রাপ্য সম্পদের সমন্বয়সাধন করেন? (অনুধাবন) [সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা]
[ক] রাজনৈতিক সিদ্ধান্ত
[খ] সময়োপযোগী সিদ্ধান্ত
[গ] অনুমাননির্ভর সিদ্ধান্ত
[ঘ] বিচারমূলক সিদ্ধান্ত
উত্তর: [খ]
২৫০. ব্যবসায় বিনিয়োগ সংক্রান্ত ঝুঁকি গ্রহণ করেন কে? [চ. বো. ১৫]
[ক] ব্যবস্থাপক
[খ] উদ্যোক্তা
[গ] বিমাকারী
[ঘ] সরকার
উত্তর: [খ]
২৫১. একজন উদ্যোক্তার প্রধান কাজ কোনটি? [সি. বো. ১৫]
[ক] কর্মসংস্থান
[খ] ঝুঁকি গ্রহণ
[গ] বিনিয়োগ
[ঘ] উদ্যোগ গ্রহণ
উত্তর: [ঘ]
২৫২. উদ্যোক্তার মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান) [বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা]
[ক] ত্যাগী মনোভাব
[খ] স্বাধীনতা
[গ] নেতৃত্ব
[ঘ] আকর্ষণীয় ব্যক্তিত্ব
উত্তর: [খ]
২৫৩. কোনটি ব্যবসায় উদ্যোগের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে পড়ে? (অনুধাবন) [বগুড়া ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ]
[ক] চাহিদা অনুযায়ী পণ্য ও সেবা প্রাপ্তি
[খ] বেকার সমস্যার সমাধান
[গ] উৎপাদন বৃদ্ধি
[ঘ] উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি
উত্তর: [গ]
২৫৪. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সমস্যা কোনটি? (অনুধাবন) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
[ক] রাজনৈতিক স্থিতিশীলতার অভাব
[খ] ঋণদানকারী প্রতিষ্ঠানের অভাব
[গ] ঝুঁকি গ্রহণকারী প্রতিষ্ঠানের অভাব
[ঘ] সৃজনশীল মেধার অভাব
উত্তর: [ক]
২৫৫. বাংলাদেশে নারী উদ্যোক্তাদের সহায়তাদানকারী অন্যতম প্রতিষ্ঠান হলো- [দি. বো. ১৫]
[ক] বিসিক
[খ] বিএডিসি
[গ] ব্র্যাক
[ঘ] বিজিএমইএ
উত্তর: [গ]
২৫৬. ড. হোসনে আরা বেগম নিচের কোন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা? (জ্ঞান) [ঢাকা কমার্স কলেজ]
[ক] ভারতেশ্বরী হোমস
[খ] কুমুদিনী হাসপাতাল
[গ] টিএমএসএস
[ঘ] ব্র্যাক
উত্তর: [গ]
২৫৭. ব্যবসায় উদ্যোগের বৈশিষ্টের অন্তর্গত- [কু. বো. ১৬]
i. সৃজনশীল কাজ
ii. ঝুঁকি ও অনিশ্চয়তা
iii. মুনাফা অর্জন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]
২৫৮. উদ্যোক্তা ও ব্যবসায়ীর মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য হলো- (অনুধাবন) [ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
i. কৃতিত্বার্জনের তীব্র আকাঙ্ক্ষা
ii. মুনাফার লক্ষ্য
iii. উদ্ভাবন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]
২৫৯. সফল উদ্যোক্তার গুণ হলো- (অনুধাবন) [ড. মাহাবুবর রহমান মোল্লা কলেজ, ঢাকা]
i. সৃজনশীল মানসিকতা
ii. সাফল্য অর্জনের স্পৃহা
iii. ঝুঁকি গ্রহণের মানসিকতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]
২৬০. একজন শিল্পোদ্যোক্তা যে ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে- [য. বো. ১৫]
i. বাণিজ্যিক উন্নয়নে
ii. জাতীয় উন্নয়নে
iii. শিল্পের উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]
২৬১. আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান হলো- (অনুধাবন) [বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম]
i. কর্মসংস্থান সৃষ্টি
ii. দক্ষতা বৃদ্ধি
iii. বাজার সুবিধা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]
২৬২. TMSS সমৃদ্ধশালী মহিলা সমাজ গঠন করে- (অনুধাবন) [খুলনা মডেল স্কুল এন্ড কলেজ]
i. দক্ষতা বৃদ্ধির মাধ্যমে
ii. স্ব-কর্ম সৃষ্টির মাধ্যমে
iii. শিক্ষার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]
উদ্দীপকটি পড়ো এবং ২৬৩ ও ২৬৪ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব রাতুল তার চাকরির পাশাপাশি নিজ বাড়িতে পুকুরে মাছ চাষ করার সিদ্ধান্ত নেন। কিন্তু বেশি সময় দেয়া সম্ভব নয় বলে তিনি এ ব্যবসায়টি তার ছোট ভাই সদ্য ডিগ্রি পাস করা পিতুলের কাছে হস্তান্তর করেন। জনাব রাতুল তার চাকরিস্থলের পাশে নতুন করে একটি স্টেশনারি দোকান দেন। এতে তিনি সফল হন। [ঢা. বো. ১৬]
২৬৩. ব্যবসায়ের পরিবর্তনে জনাব রাতুলের কোন গুণটি লক্ষণীয়?
[ক] ঝুঁকি গ্রহণের মানসিকতা
[খ] নমনীয়তা
[গ] স্বাধীনচেতা মনোভাব
[ঘ] সৃজনশীলতা
উত্তর: [খ]
২৬৪. উদ্দীপকে রাতুলের কর্মকান্ড দেশে-
i. নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়
ii. আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়
iii. চাকরির ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]
উদ্দীপকটি পড়ো এবং ২৬৫ ও ২৬৬ নং প্রশ্নের উত্তর দাও।
মিসেস শাহানারা যুব অধিদপ্তরের একটি ট্রেডে প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান ব্যাংক হতে ১ লক্ষ টাকা ঋণ নেন এবং এলাকার বেকার মেয়েদের সংগঠিত করে একটি তৈরি পোশাক কারখানা গড়ে তোলেন। [য. বো. ১৬]
২৬৫. উদ্দীপকে মিসেস শাহানারা কর্তৃক তৈরি পোশাক কারখানা গড়ে তোলাকে কী বলে?
[ক] ব্যবসায় উদ্যোগ
[খ] আত্মকর্মসংস্থান
[গ] ব্যবসায়
[ঘ] উদ্যোগ
উত্তর: [ক]
২৬৬. ব্যবসায় পরিচালনায় মিসেস শাহানারাকে কোন ধরনের সমস্যা মোকাবিলা করতে হতে পারে?
[ক] কর্মী নিয়োগ
[খ] অর্থসংস্থান
[গ] বিপণন
[ঘ] প্রশিক্ষণ
উত্তর: [গ]
এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর এবং সাজেশন পিডিএফ ডাউনলোড।
HSC Business Organization and Management 1st Paper (mcq) Multiple Choice Suggestion pdf download.
অধ্যায়-১১
২৬৭. কম্পিউটারের সাথে ইন্টারনেট সংযুক্তির মাধ্যম কোনটি? [চ. বো. ১৫]
[ক] এটিএম কার্ড
[খ] KYC ফরম
[গ] মডেম
[ঘ] টেলেক্স
উত্তর: [গ]
২৬৮. কোন প্রযুক্তিটি ব্যবসায়ের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়? [য. বো. ১৫]
[ক] TOMA
[খ] TCM
[গ] GSM
[ঘ] CDMA
উত্তর: [গ]
২৬৯. ই-কমার্সের মূল মাধ্যম কী? [চ. বো. ১৫]
[ক] ইন্টারনেট
[খ] টেলিভিশন
[গ] টেলিফোন
[ঘ] রেডিও
উত্তর: [ক]
২৭০. ঢাকায় বসবাসরত মি. রিপন অনলাইনে Utshob.com থেকে ২০,০০০ টাকার একটি ঘড়ি ক্রয় করেন। এক্ষেত্রে ই-কমার্সের কোন পদ্ধতির প্রতিফলন হয়েছে? (উচ্চতর দক্ষতা) [বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া]
[ক] B2B
[খ] B2C
[গ] C2B
[ঘ] C2G
উত্তর: [খ]
২৭১. বিশ্বের কোন কোম্পানি সর্ব প্রথম ই-বিজনেস প্রয়োগ করে? (জ্ঞান) [ঝালকাঠি সরকারি কলেজ]
[ক] Apple
[খ] Amazan.com
[গ] Dell
[ঘ] IBM
উত্তর: [খ]
২৭২. ক্রেতা ও ভোক্তা বিবেচনায় ই-রিটেইলিং নিচের কোনটি? [ঢা. বো. ১৫]
[ক] B2B
[খ] B2C
[গ] B2E
[ঘ] B2G
উত্তর: [খ]
২৭৩. ATM শব্দের পূর্ণরূপ কী? [রা. বো., সি. বো., ব. বো. ১৫]
[ক] All Time Movement
[খ] Allows Take Money
[গ] All Time Money Supply
[ঘ] Automated Teller Machine
উত্তর: [ঘ]
২৭৪. ব্যাংক হিসাবের অতিরিক্ত অর্থ উত্তোলনের মাধ্যমে পণ্য ক্রয়ে নিচের কোন আধুনিক ব্যাংকিং সেবার কার্যক্রম সাহায্য করবে? [ঢা. বো. ১৫]
[ক] ATM কার্ড
[খ] ডেবিট কার্ড
[গ] ক্রেডিট কার্ড
[ঘ] মোবাইল ব্যাংকিং
উত্তর: [গ]
২৭৫. ডেবিট ও ক্রেডিট কার্ড কোন কাজটি করার জন্য ব্যবহৃত হয়? (জ্ঞান) [নোয়াখালী সরকারি মহিলা কলেজ]
[ক] লেনদেন পরিশোধের জন্য
[খ] ব্যবসায় বৃদ্ধির জন্য
[গ] অধিক আয়ের জন্য
[ঘ] খবরাখবর নেয়ার জন্য
উত্তর: [ক]
২৭৬. বাংলাদেশে মোবাইল ব্যাংকিং প্রথা সর্বপ্রথম কোন ব্যাংক চালু করে? [কু. বো. ১৫]
[ক] ডাচ-বাংলা ব্যাংক
[খ] জনতা ব্যাংক
[গ] যমুনা ব্যাংক
[ঘ] ঢাকা ব্যাংক
উত্তর: [ক]
২৭৭. UCash ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-এর কোন ধরনের সেবায় অন্তর্ভুক্ত? (অনুধাবন) [ঢাকা সিটি কলেজ]
[ক] ই-মার্কেটিং
[খ] ই-রিটেইলিং
[গ] হোম ব্যাংকিং
[ঘ] মোবাইল ব্যাংকিং
উত্তর: [ঘ]
২৭৮. আফরা নিজের মোবাইল নম্বরের সাথে একটি ডিজিট বাড়িয়ে হিসাব খোলেন। এটি কোন ধরনের আধুনিক প্রযুক্তি? (প্রয়োগ) [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] এম ক্যাশ
[খ] ই-ক্যাশ
[গ] এম ব্যাংকিং
[ঘ] বিকাশ
উত্তর: [গ]
২৭৯. বর্তমানে মোবাইল ব্যাংক যে সুবিধা দিচ্ছে- [সি. বো. ১৫]
i. নিরাপদে অর্থ প্রেরণ
ii. উত্তোলন সুবিধা
iii. বিদ্যুৎ বিল পরিশোধ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]
২৮০. ই-কমার্সের অন্তর্ভূক্ত বিষয়গুলো হচ্ছে- [কু. বো.১৫]
i. ইন্টারনেট মার্কেটিং
ii. মোবাইল বাণিজ্য
iii. মজুদ ব্যবস্থাপনা পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]
২৮১. ই-রিটেইলিং পদ্ধতিতে ব্যবসায় করার জন্য প্রয়োজন- [ঢা. বো. ১৬]
i. ইন্টারনেট সংযোগ
ii. নিজস্ব ওয়েবসাইট
iii. সরবরাহকারী চ্যানেল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]
২৮২. ই-ব্যাংকিং বলতে বোঝায়- (অনুধাবন) [তেজগাঁও কলেজ, ঢাকা]
i. অর্থ জমাদান
ii. অর্থ উত্তোলন
iii. অর্থ স্থানান্তর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]
২৮৩. ডেবিট কার্ডের সুবিধা হলো- (অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
i. ঋণ সুবিধা প্রদান
ii. বিভিন্ন সেবা সুবিধা এর বিল প্রদান
iii. ফান্ড ট্রান্সফার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]
২৮৪. ক্রেডিট কার্ডের ক্ষেত্রে সঠিক- (অনুধাবন) [সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ঢাকা]
i. টাকা উত্তোলন করা যায়
ii. টাকা জমা দেয়া যায়
iii. ক্রেডিট লিমিট দেয়া থাকে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]
উদ্দীপকটি পড়ো এবং ২৮৫ ও ২৮৬ নং প্রশ্নের উত্তর দাও।
বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান H&M এর গ্রাহকদেরকে এখন দোকানে এসে পণ্য পছন্দ করে কিনতে হয় না। তারা বাসায় বসে ইন্টারনেটে ফরমায়েশ দিয়েই পণ্য কিনতে পারে। [নটর ডেম কলেজ, ঢাকা]
২৮৫. H&M এর এ ধরনের বিক্রয়কে কী বলে? (প্রয়োগ)
[ক] ই-বিজনেস
[খ] ই-কমার্স
[গ] ই-মার্কেটিং
[ঘ] ই-রিটেইলিং
উত্তর: [ঘ]
২৮৬. এ ধরনের বিক্রয়ে গ্রাহকদের যেসব সুবিধা হয়েছে তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. তাদের সময় সাশ্রয় হয়েছে
ii. বাকিতে পণ্য কেনার সুযোগ সৃষ্টি হয়েছে
iii. ২৪ ঘমবার যৈ কৈাএনা সময় ফরমাএয়শ দৈয়া যাএণছ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]
এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর এবং সাজেশন পিডিএফ ডাউনলোড।
HSC Business Organization and Management 1st Paper (mcq) Multiple Choice Suggestion pdf download.
অধ্যায়-১২
২৮৭. যে জ্ঞানবোধ ও আচরণকে সমাজ অনুকরণীয় মনে করে তাকে কী বলে? (জ্ঞান) [ঢা. বো. ১৫]
[ক] নৈতিকতা
[খ] মূল্যবোধ
[গ] সামাজিকতা
[ঘ] রীতি-নীতি
উত্তর: [খ]
২৮৮. কোনটি ব্যবসায়িক নৈতিকতার সাথে জড়িত? (অনুধাবন) [পিরোজপুর সরকারি মহিলা কলেজ]
[ক] বোনাস প্রদান
[খ] শ্রমিক ছাঁটাই
[গ] দূষণ প্রতিরোধ
[ঘ] সম্পদ বৃদ্ধি
উত্তর: [গ]
২৮৯. ব্যবসায়ে নৈতিকতা বলতে কী বোঝায়? (অনুধাবন) [রংপুর সরকারি কলেজ]
[ক] উচিত-অনুচিত মেনে চলা
[খ] নিয়ম-রীতির অনুশীলন করা
[গ] সবাইকে শ্রদ্ধা করা
[ঘ] বিচার-বুদ্ধি অনুযায়ী কাজ করা
উত্তর: [ক]
২৯০. ব্যবসায় নৈতিকতার ধরন কোনটি? [কু. বো. ১৫]
[ক] উৎপাদনে সাধারণ উপকরণ ব্যবহার
[খ] দীর্ঘ সময়ের জন্য পণ্য মজুদ রাখা
[গ] ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়
[ঘ] কারখানার বর্জ্য নদীতে ফেলা
উত্তর: [গ]
২৯১. ‘Country costs nothing’ প্রবাদটি কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? (জ্ঞান) [ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা]
[ক] মূল্যবোধ
[খ] শিষ্টাচার
[গ] নৈতিকতা
[ঘ] সামাজিক দায়িত্ব
উত্তর: [খ]
২৯২. কোনটি ব্যবসায়িক শিষ্টাচারের অন্তর্ভূক্ত নয়? (জ্ঞান) [নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ]
[ক] বিনয়ী
[খ] সততা ও ন্যায়নীতি
[গ] মিশুক
[ঘ] সহমর্মিতাবোধ
উত্তর: [গ]
২৯৩. নীতিবোধ মূলত কিসের ওপর প্রতিষ্ঠিত? (জ্ঞান) [ব. বো. ১৬; চ. বো. ১৫]
[ক] মানুষের মনোভাবের
[খ] সত্য ও ন্যায়ের
[গ] মানুষের আচরণের
[ঘ] সামাজিক সংস্কৃতির
উত্তর: [খ]
২৯৪. ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলতে কোনটি বোঝায়? (অনুধাবন) [বরেন্দ্র কলেজ, রাজশাহী]
[ক] অতিরিক্ত মুনাফা নিয়ে মানসম্মত পণ্য বিক্রয়
[খ] পণ্য বিক্রয়ে ছাড়
[গ] ক্রেতাদের সম্মান করা
[ঘ] সমাজের কল্যাণকর কাজে অংশ নেয়া
উত্তর: [ঘ]
২৯৫. অনন্ত জনগণের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে তা তাদের প্রয়োজন অনুযায়ী সরবরাহ করে। অনন্তের কাজের মধ্যে কী রয়েছে? (প্রয়োগ) [শহীদ রমিজউদ্দিন কলেজ, ঢাকা]
[ক] সামাজিক দায়বদ্ধতা
[খ] সামাজিক উন্নয়ন
[গ] চিন্তাশীলতা
[ঘ] জনকর্মচারীর উন্নয়ন কাজ
উত্তর: [ক]
২৯৬. আজাদ ভবিষ্যতে পণ্যের মূল্য বৃদ্ধির সম্ভাবনা জেনেও ভোক্তাদের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করেন। আজাদ কীসের প্রতি দায়িত্ব পালন করেছে? (প্রয়োগ) [শহীদ রমিজউদ্দিন কলেজ, ঢাকা]
[ক] রাষ্ট্রের
[খ] সমাজের
[গ] ক্রেতার
[ঘ] শ্রমিকদের
উত্তর: [খ]
২৯৭. ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করে ব্যবসায়ীরা নিচের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে? [রা. বো. ১৫]
[ক] ভোক্তা
[খ] সরবরাহকারী
[গ] কর্মী
[ঘ] মালিক
উত্তর: [ক]
২৯৮. যথাসময়ে ব্যাংক ঋণ পরিশোধ করার মাধ্যমে একজন ব্যবসায়ী কার প্রতি সামাজিক দায়িত্ব পালন করেন? [ঢা. বো. ১৫]
[ক] ক্রেতা
[খ] বিনিয়োগকারী
[গ] সরকার
[ঘ] সমাজ
উত্তর: [খ]
২৯৯. নিয়মিত কর প্রদান ব্যবসায়ের কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালনের অন্তর্ভূক্ত? [কু. বো. ১৫]
[ক] কর্মী
[খ] বিনিয়োগকারী
[গ] রাষ্ট্র ও সরকার
[ঘ] সমাজ
উত্তর: [গ]
৩০০. দাতব্য চিকিৎসালয় স্থাপন দ্বারা সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন বোঝায়? [ঢা. বো. ১৬]
[ক] শ্রমিক-কর্মী
[খ] সরকার
[গ] ক্রেতা ও ভোক্তা
[ঘ] সাধারণ জনগণ
উত্তর: [ঘ]
৩০১. ব্যবসায় প্রতিষ্ঠানের কোন কার্যক্রমটিকে সরকারের প্রতি দায়িত্ব পালন করা হয়েছে বলে গণ্য করা হবে? [ব. বো. ১৫]
[ক] রাষ্ট্রীয় আইন-কানুন মেনে চলা
[খ] শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল স্থাপন করা
[গ] রাস্তাঘাট উন্নয়নে সহায়তা করা
[ঘ] ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করা
উত্তর: [ক]
৩০২. কোনো স্থানে কারখানা স্থাপনের পূর্বে কোন দফতরের ছাড়পত্র প্রয়োজন? (জ্ঞান) [শহীদ মশিয়ূর রহমান ডিগ্রী কলেজ, যশোর]
[ক] স্বাস্থ্য অধিদফতর
[খ] পরিবেশ অধিদফতর
[গ] শ্রম মন্ত্রণালয়
[ঘ] কোম্পানি নিবন্ধক
উত্তর: [খ]
৩০৩. কোনটি খাদ্যে বিষাক্ত উপাদান সৃষ্টি করে? [সি. বো. ১৫]
[ক] ভাইরাস
[খ] নাইট্রোজেন
[গ] অক্সিজেন
[ঘ] ব্যাকটেরিয়া
উত্তর: [খ]
৩০৪. কোনটি খাদ্যে বিষাক্ত উপাদান সৃষ্টি করে? [সি. বো. ১৫]
[ক] ভাইরাস
[খ] নাইট্রোজেন
[গ] অক্সিজেন
[ঘ] ব্যাকটেরিয়া
উত্তর: [খ]
৩০৫. জনাব মিজান ন্যায্য মুনাফা অর্জনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের বাগান হতে সরাসরি রাসায়নিকমুক্ত আম সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। এতে তার প্রচুর মুনাফা অর্জিত হয়। উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ে জনাব মিজানের সফলতার কারণ- [চ. বো. ১৫]
i. নৈতিকতা
ii. পরিবেশ সংরক্ষণ
iii. সামাজিক দায়বদ্ধতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]
৩০৬. সরকারের প্রতি ব্যবসায়ের দায়িত্ব হতে পারে- (অনুধাবন) [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
i. শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা
ii. সময়মতো কর প্রদান করা
iii. সরকারি নীতি অনুসরণ করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]
উদ্দীপকটি পড়ো এবং ৩০৭ ও ৩০৮ নং প্রশ্নের উত্তর দাও।
আলফা ব্যাংক গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছে। তাদের এ পদক্ষেপ দেশের ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়াও ব্যাংকটি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যৌতুক, সামাজিক কুপ্রথা ও মাদকাসক্তির বিরুদ্ধে নিয়মিত বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে। [ঢা. বো. ১৬]
৩০৭. আলফা ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম নিচের কোনটির অন্তর্গত?
[ক] ব্যবসায় নৈতিকতা
[খ] ব্যবসায় মূল্যবোধ
[গ] ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন
[ঘ] প্রাতিষ্ঠানিক মুনাফা অর্জন
উত্তর: [গ]
৩০৮. টেলিভিশন চ্যানেলে জনকল্যাণমূলক বিজ্ঞাপন দেয়ার মাধ্যমে আলফা ব্যাংক যা করতে চাচ্ছে তা হলো-
i. ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন
ii. মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা
iii. দারিদ্র্য নিরসন করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]
উদ্দীপকটি পড়ো এবং ৩০৯ ও ৩১০ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব আবির একজন শিল্পপতি। তিনি বিশেষ ব্যবস্থার মাধ্যমে কারখানার বর্জ্য সংরক্ষণ করেন এবং সার উৎপাদনের ব্যবহার করে লাভবান হন।
[ঠাকুরগাঁও সরকারী মহিলা কলেজ]
৩০৯. জনাব আবির পরিবেশের কোন উপাদানটি সংরক্ষণ করেছেন? (প্রয়োগ)
[ক] বায়ু
[খ] পানি
[গ] মাটি
[ঘ] শব্দ
উত্তর: [খ]
৩১০. জনাব আবির কর্তৃক যেসব সামাজিক দায়িত্ব পালিত হচ্ছে তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. পরিবেশদূষণ রোধ
ii. উৎপাদন বৃদ্ধি
iii. মুনাফা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]
No comments