ছবি কবিতার MCQ বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
ছবি কবিতার MCQ : আর্য হলো এক বিশেষ মানবসম্প্রদায়, যারা নিজেদের বিশুদ্ধ ও শ্রে‘বলে মনে করতো। আলোচ্য অংশে কবি খাঁটি বাঙালি চেতনার ধারক অর্থে আর্যবংশের কথা বলেছেন। বাঙালি চেতনার ধারক সেই মহামানব অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় এবং ত্রিশ লক্ষ শহিদের আত্মত্যাগের মধ্যদিয়ে সৃষ্টি হয় সেই ছবি তথা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
No comments