ছবি কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর

ছবি কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর : কবিতায় কবি তাঁর মাতৃভূমি বাংলাদেশকে মহান শিল্পীর আঁকা একটি কালজয়ী ছবি হিসেবে কল্পনা করেছেন। সদ্য স্বাধীনঅপ্রাপ্ত বাংলাদেশ রোমান্টিক এই কবির দৃষ্টিতে দৃষ্টিনন্দন এক চিত্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এখানে শব্দের ইন্দ্রজাল রচনা করে কবিতাটির ভাবসত্যকে উন্মোচন করেছেন কবি। কবির দৃষ্টিতে আমাদের মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহিদই চিত্রের কারিগর।

তাদের শ্রম আত্মত্যাগে গড়ে উঠেছে মাতৃভূমির নতুন চিত্রপট। কবির ধারণা, রঙের জাদুকর শিল্পী ভ্যান গও ছবির মতো রঙের এমন আশ্চর্যরকম গাঢ়তা প্রত্যক্ষ করেননি। তিনি মনে করেন, ছবিটিতে ক্রমাগত নরমুণ্ডের ব্যবহার যেন ত্রিশ লক্ষ শহিদের আত্মত্যাগের সংগ্রামী চেতনাকে ধারণ করে আছে। এটি ছবির মতো এদেশের গৌরবময় স্মারক। সংগত কারণেই ত্রিশ লক্ষ শহিদের রক্তস্নাত সুন্দর এই দেশ পরিদর্শনের জন্য বিদেশিদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।


No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.