পদ্মা কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর
পদ্মা কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর : ‘পদ্মা’ একটি চতুর্দশপদী কবিতা। এ কবিতায় পদ্মা নদীর দুটি ভিন্ন রূপের প্রকাশ পেয়েছে। এ নদী একদিকে যেমন ভয়ংকর অন্যদিকে, এ নদী তার পাড়ের মানুষকে করেছে সমৃদ্ধ। এর ভয়ংকর, প্রমত্ত রূপ দেখে বহু সমুদ্র ঘোরার অভিজ্ঞতায় ঋদ্ধ, দুরন্ত জলদস্যুদের মনেও ভয়ের সঞ্চার হয়।
আবার পদ্মার পলিতে প্লাবিত এর দুই পাড়ের উর্বর ভূমি মানুষকে পর্যাপ্ত ফসল, জীবনদায়িনী সবুজের সমারোহ দিয়ে সমৃদ্ধ করে। বর্ষাকালে এই পদ্মা জলস্রোতে স্ফীত হয়ে ভাসিয়ে নৈয় মানুষের সাজানো বাগান, ঘর, এমনকি জীবন পর্যন্ত। সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে আবারও প্রাণের স্পন্দন জেগে ওঠে পদ্মাকে ঘিরেই। অর্থাৎ একই পদ্মা কখনো ধ্বংসাত্মক রূপে, কখনো কল্যাণময়ী হয়ে এদেশের জনজীবনের সঙ্গে একাত্ম হয়ে আছে।
No comments