গৃহ প্রবন্ধের MCQ বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
গৃহ প্রবন্ধের MCQ বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
গৃহ প্রবন্ধের MCQ : ঘর মানুষের জীবনের অন্যতম একটি মৌলিক চাহিদা। সারাদিনের পরিশ্রমের পর ঘরেই মানুষ বিশ্রামের জন্য ফেরে। কর্মক্লান্ত মানুষের বিক্ষিপ্ত মন শান্ত হয় ঘরে এলে। বহির্জগতের নানা টানাপড়েনে দ্বিধান্বিত মানুষ ঘরে এসে আপনজনের সান্নিধ্যে আশ্রয় খোঁজে। এভাবে ঘর মানুষকে শারীরিক ও মানসিক শান্তির নিশ্চয়তা প্রদান করে। আর এটি বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
No comments