সুচেতনা কবিতার MCQ বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
সুচেতনা কবিতার MCQ : মানুষের প্রতি ভালোবাসা থেকে তাদের কল্যাণে কাজ করতে গিয়ে অনেক সময় অশুভ শক্তির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে হয়। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে অসংখ্য প্রাণহানি ও রক্তপাতের ঘটনা ঘটে। এ রক্তপাতে যে শক্তিকে পরাস্ত করা হয় তারাও কোনো না কোনোভাবে আমারই ভাই বা বন্ধু।
পৃথিবীতে সংঘটিত অসংখ্য নেতিবাচক ঘটনা প্রত্যক্ষ করে কখনো কবির মনে হয়- পৃথিবীতে জন্ম না নিলেই হয়তো ভালো হতো। কিন্তু পরক্ষণেই এই পৃথিবীর স্নেহের দান এবং শুভবোধকে প্রত্যক্ষ করে তিনি প্রাণিত হন।
No comments