সুচেতনা কবিতার MCQ বহুনির্বাচনী প্রশ্ন উত্তর

সুচেতনা কবিতার MCQ : মানুষের প্রতি ভালোবাসা থেকে তাদের কল্যাণে কাজ করতে গিয়ে অনেক সময় অশুভ শক্তির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে হয়। সত্য ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে অসংখ্য প্রাণহানি রক্তপাতের ঘটনা ঘটে। রক্তপাতে যে শক্তিকে পরাস্ত করা হয় তারাও কোনো না কোনোভাবে আমারই ভাই বা বন্ধু।

পৃথিবীতে সংঘটিত অসংখ্য নেতিবাচক ঘটনা প্রত্যক্ষ করে কখনো কবির মনে হয়- পৃথিবীতে জন্ম না নিলেই হয়তো ভালো হতো। কিন্তু পরক্ষণেই এই পৃথিবীর স্নেহের দান এবং শুভবোধকে প্রত্যক্ষ করে তিনি প্রাণিত হন।

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.