এইচএসসি - সমাজবিজ্ঞান ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন ৯ম অধ্যায়
সমাজবিজ্ঞান ১ম পত্র ৯ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
১. অর্থনৈতিক কাঠামো নিচের কোনটির ওপর নির্ভরশীল?
ক. বংশগতির ধারা
খ. সম্প্রদায়ের গঠন
● ভৌগোলিক পরিবেশ
ঘ. সামাজিক পরিবর্তন
২. প্রতিটি অর্থনৈতিক কাঠামোর পিছনে ক্রিয়াশীল থাকে কী?
ক. জনমতের প্রতিচ্ছবি
● রাজনৈতিক দর্শন
গ. সামাজিক নিরাপত্তা
ঘ. সামাজিক ন্যায়বিচার
৩. কোন যুগে উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসে?
ক. আদিম যুগে
খ. পশুপালন যুগে
গ. কৃষি যুগে
● শিল্প যুগে
৪. ক্রেতা ও ভোক্তার পূর্ণ স্বাধীনতা বজায় থাকে—
● পুঁজিবাদী অর্থব্যবস্থায়
খ. সমাজতন্ত্রে
গ. স্বৈরতন্ত্রে
ঘ. সেনাতন্ত্রে
৫. কোন অর্থব্যবস্থায় শ্রেণিশোষণ দেখা যায়?
ক. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়
● পুঁজিবাদী অর্থব্যবস্থায়
গ. মিশ্র অর্থব্যবস্থায়
ঘ. ইসলামি অর্থব্যবস্থায়
৬. সমাজতন্ত্রে উৎপাদনের উপকরণের ওপর কোন ধরনের মালিকানা প্রতিষ্ঠিত হয়?
ক. ব্যক্তিগত মালিকানা
● রাষ্ট্রীয় মালিকানা
গ. দ্বৈত মালিকানা
ঘ. পারিবারিক মালিকানা
৭. সমাজতন্ত্রের লক্ষ্য কোনটি?
● সকলের কল্যাণ
খ. দরিদ্রদের কল্যাণ
গ. সম্পদশালীদের কল্যাণ
ঘ. নিরক্ষরদের কল্যাণ
৮ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি?
● ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ
খ. ব্যক্তিগত উদ্যোগ
গ. রাষ্ট্রীয় উদ্যোগ
ঘ. ব্যক্তিগত ও সরকারি উভয় উদ্যোগের সমন্বয়হীনতা
৯. বৈধ উপায়ে সম্পত্তি অর্জন, রক্ষণাবেক্ষণ, ভোগ ইত্যাদি ব্যক্তির কোন অধিকারের মধ্যে পড়ে?
ক. সাংবিধানিক অধিকার
● মৌলিক অধিকার
গ. সামাজিক অধিকার
ঘ. রাজনৈতিক অধিকার
১০. ‘বস্তু বা সামগ্রীর ওপর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একচ্ছত্র আধিপত্যকেই সম্পত্তি বলে’— উক্তিটি কার?
ক. ম্যাকাইভারের
● গিন্সবার্গের
গ. ম্যাক্স ওয়েবারের
ঘ. কার্ল মার্কসের
১১. ‘সম্পত্তি হচ্ছে সমাজ স্বীকৃত অধিকার ও সুযোগ সুবিধা এবং দায়িত্বের সমাহার যা ব্যক্তি বা গোষ্ঠী সামাজিক অনুমোদনের মাধ্যমে লাভ করে।’ সম্পত্তির এ সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. হবহাউস
খ. পোপেনো
গ. রবার্টসন
● উইলিয়াম পি স্কট
১২. কোনো দ্রব্য ভোগদখল ও নিয়ন্ত্রণ করার সমাজ স্বীকৃত অধিকারকে কী বলে?
ক. অর্থ ব্যবস্থা
খ. মিশ্র অর্থনীতি
● সম্পত্তি
ঘ. যৌথ সম্পত্তি
১৩. অনাবিষ্কৃত সম্পদসমূহ আবিষ্কারের পর ব্যবহার উপযোগী হলে কার সম্পদ বলে বিবেচিত হবে?
ক. যে আবিষ্কার করবে তার সম্পত্তি
খ. যে ব্যবহার উপযোগী করবে তার সম্পত্তি
গ. যে এলাকায় আবিষ্কৃত হবে সে এলাকার সম্পত্তি
● রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পত্তি
১৪. সম্পত্তির বিনিময় মূল্য থাকার কারণ কোনটি?
● সম্পত্তির উপযোগিতা থাকা
খ. সম্পত্তির চাহিদা থাকা
গ. সম্পত্তির মূল্য থাকা
ঘ. সম্পত্তির হস্তান্তরযোগ্যতা থাকা
১৫. সম্পত্তি প্রত্যয়টির সঙ্গে কোন প্রশ্নটি ওতপ্রোতভাবে জড়িত?
ক. উত্তরাধিকারের প্রশ্ন
● মালিকানার প্রশ্ন
গ. দখলদারিত্বের প্রশ্ন
ঘ. সমাজকর্তৃক স্বীকৃতির প্রশ্ন
১৬. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত কোন মতবাদটি গণতান্ত্রিক নিয়ম নীতির পরিপন্থি?
ক. বিবর্তনবাদী মতবাদ
খ. সামাজিক চুক্তি মতবাদ
● ঈশ্বরের সৃষ্টি মতবাদ
ঘ. শক্তি প্রয়োগ মতবাদ
১৭. লক কয় ধরনের সামাজিক চুক্তির কথা উল্লেখ করেছেন?
● দুই
খ. তিন
গ. পাঁচ
ঘ. চার
১৮. দার্শনিক লকের মতানুযায়ী, প্রকৃতির রাজ্যের সমস্যা তৈরি হওয়ার কারণ কোনটি ছিল?
ক. ধর্মীয় সমস্যা
● রাজনৈতিক সমস্যা
গ. জনসংখ্যা বৃদ্ধি
ঘ. অশিক্ষা
১৯. প্রকৃতির রাজ্যে সাধারণ ইচ্ছা (General will) বলতে কোনটিকে বুঝাতো?
● মানব কল্যাণে কার্যকর যেকোনো ইচ্ছাকে
খ. সাধারণ জনগণের ইচ্ছাকে
গ. রাজা বা শাসকের ইচ্ছাকে
ঘ. ঈশ্বরের ইচ্ছাকে
২০. হবস, লক ও রুশোর ধারণা অনুযায়ী কীভাবে আদিম সমাজে রাষ্ট্রের উদ্ভব ঘটেছে?
● লিখিত চুক্তির মাধ্যমে
খ. অলিখিত চুক্তির মাধ্যমে
গ. যুদ্ধে জয়-পরাজয়ের মাধ্যমে
ঘ. সন্ধির কারণে
২১. Two Treatises on Civil Government নামক গ্রন্থে সামাজিক চুক্তি মতবাদ প্রদান করেছেন কে?
● জন লক
খ. টমাস হবস
গ. হেনরি মেইন
ঘ. ম্যাকিয়াভেলি
২২. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত কোন মতবাদে অনুমানের আশ্রয় নেওয়া হয়েছে?
ক. ঈশ্বরের সৃষ্টি মতবাদ
● সামাজিক চুক্তি মতবাদ
গ. শক্তি প্রয়োগ মতবাদ
ঘ. বিবর্তনবাদী মতবাদ
২৩. রাষ্ট্রের অস্তিত্ব ও কাঠামো ব্যাখ্যায় সরকার ও জনগণের সম্পর্ক নির্ণয়ের সূত্র নির্ণয় করতে গিয়ে দার্শনিকগণ রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে কীরূপ কাহিনী বর্ণনা করেছেন?
● কাল্পনিক কাহিনী
খ. ধর্মীয় কাহিনী
গ. বাস্তব কাহিনী
ঘ. পৌরাণিক কাহিনী
২৪. দার্শনিক জন লক রাষ্ট্রের উৎপত্তির ব্যাখ্যা দিতে গিয়ে কোন মতবাদের কথা উল্লেখ করেন?
ক. ঈশ্বরের সৃষ্টি মতবাদ
● সামাজিক চুক্তি মতবাদ
গ. শক্তি প্রয়োগ মতবাদ
ঘ. বিবর্তনবাদী মতবাদ
২৫. প্রকৃতির রাজ্যে মানুষের কোন অধিকার সংরক্ষণে রাষ্ট্রের পক্ষে সরকার কাজ করবে বলে তারা ঐকমত্যে আসে?
ক. সামাজিক অধিকার রক্ষায়
● মৌলিক অধিকার রক্ষায়
গ. রাজনৈতিক অধিকার রক্ষায়
ঘ. নাগরিক অধিকার রক্ষায়
২৬. সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তাদের অন্তর্ভুক্ত নিচের কোন মনীষী?
ক. ম্যাকাইভার
খ. পোপেনো
গ. গেটেল
● রুশো
২৭. “রাষ্ট্র ও শাসকের সকল শক্তির উৎস জনগণ”- এ দর্শনটি রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কোন মতবাদ থেকে প্রতিষ্ঠিত হয়েছে?
ক. ঈশ্বরের সৃষ্টি মতবাদ
● সামাজিক চুক্তি মতবাদ
গ. শক্তি প্রয়োগ মতবাদ
ঘ. বিবর্তনবাদী মতবাদ
২৮. ‘ক’ এমন একটি অঞ্চল যেখানে কোনো শাসক নেই, আইনশৃঙ্খলা বাহিনী নেই, ব্যক্তি স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করে না। যেন স্বর্গীয় অবস্থা বিরাজমান। ‘ক’ অঞ্চলটি কীসের সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. হবসের প্রকৃতির রাজ্য
খ. লকের প্রকৃতির রাজ্য
● রুশো-এর প্রকৃতির রাজ্য
ঘ. হেনরি মেইনের প্রকৃতির রাজ্য
২৯. পিতৃপ্রধান পরিবারে কার কর্তৃত্বে ‘নেতা’ নির্বাচিত হতো?
ক. কৌম প্রধানের
● পিতার
গ. মাতার
ঘ. গোত্রের বিশিষ্টজনদের
৩০. কোনটির উৎপত্তির মূলে শক্তি ক্রিয়াশীল ছিল?
ক. পরিবার
● রাষ্ট্র
গ. সমাজ
ঘ. সরকার
৩১. সামন্তবাদী উৎপাদন ব্যবস্থা ভেঙে প্রতিষ্ঠিত হয়—
ক. সমাজতান্ত্রিক উৎপাদন ব্যবস্থা
খ. সাম্যবাদী উৎপাদন ব্যবস্থা
গ. মিশ্র উৎপাদন ব্যবস্থা
● পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা
৩২. কোনটি সম্পত্তি?
ক. বায়ু
● গ্রন্থসত্ত্ব
গ. সমুদ্রের পানি
ঘ. শ্রমিকের মজুরি
৩৩. সমাজ ও সভ্যতার বিকাশ ত্বরান্বিত হওয়ার মূল কারণ কী?
ক. শিক্ষার মান বৃদ্ধি পাওয়া
খ. তথ্যপ্রযুক্তির ব্যবহার
● উৎপাদন কৌশলে পরিবর্তন আসা
ঘ. বৈজ্ঞানিক আবিষ্কার
৩৪. “প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং তার প্রয়োজন অনুসারে বণ্টন ব্যবস্থায় অংশ নেবে” – কোন সমাজের ক্ষেত্রে প্রযোজ্য?
ক. পশুপালন সমাজ
● সাম্যবাদী সমাজ
গ. শিল্পসমাজ
ঘ. কৃষিযুগের সমাজ
৩৫. মধ্যযুগে ইউরোপীয় সমাজ কয়টি শ্রেণি এস্টেটে বিভক্ত ছিল?
ক. দুই
● তিন
গ. পাঁচ
ঘ. চার
৩৬. পুঁজিবাদী সমাজে উৎপাদন যন্ত্রের মালিক কারা?
ক. শ্রমিক
খ. সর্বহারা
● বুর্জোয়া
ঘ. কৃষক
৩৭. পুঁজিবাদী সমাজে কয়টি শ্রেণি দেখা যায়?
● দুই
খ. তিন
গ. পাঁচ
ঘ. চার
৩৮. হবহাউস-এর মতে, সম্পত্তির ওপর মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতা হবে—
i. সমাজ কর্তৃক স্বীকৃত
ii. চূড়ান্ত
iii. অস্থায়ী
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ৩৯নং প্রশ্নের উত্তর দাও :
নির্জন ও অর্জন মিরপুর জাতীয় স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখতে গিয়ে একজন বিদেশি বন্ধুর সাথে পরিচয় হয়। যার দেশের যাবতীয় সম্পদ এবং উৎপাদনের উপকরণের ওপর সামাজিক মালিকানা স্বীকৃত।
৩৯. নির্জন ও অর্জনের বিদেশি বন্ধুর দেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান?
ক. পুঁজিবাদী
খ. ইসলামি
● সমাজতান্ত্রিক
ঘ. মিশ্র
৪০. সম্পত্তির ধরন নির্ধারণে কয়টি বিষয় বিবেচিত হয়?
ক. দুই
● তিন
গ. পাঁচ
ঘ. চার
৪১. প্রকৃতি অনুযায়ী সম্পত্তি কয় প্রকার?
ক. দুই
● তিন
গ. পাঁচ
ঘ. চার
৪২. যে নির্দিষ্ট সম্পত্তি জনগণের ব্যবহারের জন্যে উৎসর্গীকৃত তাকে কীরূপ সম্পত্তি বলে?
ক. সরকারি সম্পত্তি
● জনসাধারণের সম্পত্তি
গ. সমষ্টিগত সম্পত্তি
ঘ. ব্যক্তিগত সম্পত্তি
৪৩. কোন প্রতিষ্ঠান সমষ্টিগত মালিকানার অন্তর্ভুক্ত?
ক. ধর্মীয় প্রতিষ্ঠান
● শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান
গ. অর্থনৈতিক প্রতিষ্ঠান
ঘ. রাজনৈতিক প্রতিষ্ঠান
৪৪. মালিকের স্বত্ব বা অধিকারের প্রকৃতি অনুযায়ী সম্পত্তির মালিকানা কত প্রকার?
● দুই
খ. তিন
গ. পাঁচ
ঘ. চার
৪৫. কীরূপ সম্পত্তির মালিকানা ও অধিকার জনগণের হাতে ন্যস্ত থাকে?
ক. সরকারি সম্পত্তি
● সাধারণ সম্পত্তি
গ. সমষ্টিগত সম্পত্তি
ঘ. ব্যক্তিগত সম্পত্তি
৪৬. সম্পত্তির যৌথ মালিকানাকে কয় ভাগে ভাগ করা হয়?
● দুই
খ. তিন
গ. পাঁচ
ঘ. চার
৪৭. পরিবারের সব সদস্যই কোন সম্পত্তির মালিক?
ক. সরকারি সম্পত্তির
● যৌথ পারিবারিক সম্পত্তির
গ. সমষ্টিগত সম্পত্তির
ঘ. ব্যক্তিগত সম্পত্তির
৪৮. ব্যক্তি বা গোষ্ঠীর মালিকানাধীন সম্পত্তি, যা ব্যক্তি বা গোষ্ঠীর নিজস্ব স্বার্থে ব্যবহৃত হয় তাকে কীরূপ সম্পত্তি বলা হয়?
ক. সরকারি সম্পত্তি
খ. সাধারণ সম্পত্তি
গ. সমষ্টিগত সম্পত্তি
● ব্যক্তিগত সম্পত্তি
৪৯. যে সম্পত্তি সরকারি অর্থে নির্মিত বা অধিগৃহীত এবং সরকারি নিয়ন্ত্রণাধীনে সরকারি প্রয়োজনে ব্যবহৃত হয় তাকে কীরূপ সম্পত্তি বলা হয়?
● সরকারি সম্পত্তি
খ. সাধারণ সম্পত্তি
গ. সমষ্টিগত সম্পত্তি
ঘ. ব্যক্তিগত সম্পত্তি
৫০. অবিভাজ্য নিরংকুশ ক্ষমতা বলতে কোনটিকে বোঝায়?
ক. জনসংখ্যা
খ. সরকার
গ. ভূখণ্ড
● সার্বভৌমত্ব
No comments