এইচএসসি - সমাজকর্ম ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন ১০ম অধ্যায়

সমাজবিজ্ঞান
১ম পত্র ১০ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন

. বিচ্যুত আচরণের বীজ নিহিত থাকে কোথায়?
. সম্প্রদায়ের মধ্যে
. সংঘের নীতিতে
সমাজের ভিতর
. পরিবারের ভিতর

. লেবেলিং তত্ত্বের আলোকে বিচ্যুতিকে কয়ভাগে ভাগ করা হয়?
দুই
. তিন
. চার
. পাঁচ

. বিচ্যুত আচরণ কী ধরনের বিষয়?
আপেক্ষিক
. বাহ্যিক
. অভ্যন্তরীণ
. স্বাভাবিক

. সামাজিক মূল্যবোধের পরিপন্থি কাজ বা আচরণকে কী বলে?
. সামাজিক বিশৃঙ্খলা
. সামাজিক অবক্ষয়
. সামাজিক বিপর্যয়
সামাজিক বিচ্যুতি

. বিচ্যুতিমূলক আচরণ কোনটির জন্ম দেয়?
. প্রথা
অপরাধ
. লোকাচার
. লোকরীতি

. ‘বিচ্যুতি হচ্ছে এমন এক আচরণ যা কোন গোষ্ঠী বা সমাজের আশা আকাঙ্ক্ষা বা আচরণ মানকে ভঙ্গ করে।’—বিচ্যুতির সংজ্ঞাটি কার?
. Robertson
. Popenoe
● R. T. Schaefer
. J. M. Shepard

. কোনটির জন্য বিচ্যুতিমূলক আচরণ হুমকি স্বরূপ?
সামাজিক সংহতি
. সামাজিক নীতি
. সামাজিক সংগঠন
. সামাজিক লোকাচার

. কোনটিকে অপরাধের পূর্ববর্তী স্তর বলা যেতে পারে?
. নারী নির্যাতনকে
বিচ্যুতিমূলক আচরণকে
. রাষ্ট্রদ্রোহিতাকে
. হত্যা করাকে

. সমাজ ব্যক্তির কাছ থেকে যে ধরনের আচার-আচরণ প্রত্যাশা করে তাকে কোন ধরনের আচরণ বলে?
কাঙ্ক্ষিত আচরণ
. অনাকাঙ্ক্ষিত আচরণ
. অশুভ আচরণ
. বিচ্যুতিমূলক আচরণ

১০. বিচ্যুতিমূলক আচরণের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
. প্রত্যাশিত স্বাভাবিক আচরণ
. সমাজ কাঠামোর সাথে সম্পৃক্ত নয়
. অপরাধের পরবর্তী স্তর
সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমে দমন করা যায়

১১. বিচ্যুতিমূলক আচরণ প্রত্যয়টি যেগুলোকে সমর্থন করে-
i.
অস্বাভাবিক
ii.
অপ্রত্যাশিত আচরণ
iii.
নৈতিক মূল্যবোধ

নিচের কোনটি সঠিক ?
● i
ii
. i iii
. ii iii
. i, ii iii

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১২ ১৩নং প্রশ্নের উত্তর দাও:
রনি বড়দের সম্মান করে না। সে দরিদ্রদের নানাভাবে উপহাস করে। ছোটদের প্রতিও সে সহনশীল নয়। অকারণেই তাদের বকাঝকা করে।

১২. রনির আচরণ কীরূপ আচরণের অন্তর্ভুক্ত?
. কাঙ্ক্ষিত আচরণ
. অনাকাঙ্ক্ষিত আচরণ
. অশুভ আচরণ
বিচ্যুত আচরণ

১৩. উক্ত আচরণের ক্ষেত্রে প্রযোজ্য তথ্যসমূহ হলো-
i.
এটি আপেক্ষিক বিষয়
ii.
এটি সামাজিকভাবে নিন্দনীয় বিষয়
iii.
এটি সামাজিক কাঠামোর সাথে সম্পৃক্ত

নিচের কোনটি সঠিক ?
. i ii
. i iii
. ii iii
● i, ii
iii

১৪. বড়দের অসম্মান করা হলো
. অপরাধ
. বিশৃঙ্খলা
বিচ্যুতি
. নৈরাজ্য

১৫. ‘Deviance’ শব্দের অর্থ কী?
মূল্যবোধ বিরোধী কার্যক্রম
. প্রবেশন
. আচরণ
. অপরাধ

১৬. মাদকাসক্তি, পতিতাবৃত্তি, জুয়া খেলা জাতীয় অপরাধের বিরুদ্ধে সাধারণত অন্যরা কোনো অভিযোগ আনেন না কেন?
. ‘অপরাধীদের ভয়ে
. অভিযোগ করে ফল না পাওয়ায়
প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত না হওয়ায়
. আইন দ্বারা নিষিদ্ধ নয় বলে

১৭. বিচ্যুতি হলো
. অন্যের অধিকার হরণ করা
. প্রতিষ্ঠানের কর্তৃত্ব খর্ব করা
. অন্যের সমালোচনা করা
সমাজ স্বীকৃত নিয়ম-কানুন অমান্য করা

১৮. বিচ্যুতি হলো
i.
ঐতিহ্য পরিপন্থি আচরণ
ii.
আইন বিরোধী আচরণ
iii.
মূল্যবোধ পরিপন্থি আচরণ

নিচের কোনটি সঠিক ?
. i ii
● i
iii
. ii iii
. i, ii iii

১৯. ‘Social Deviance’ এর বাংলা প্রতিশব্দ কোনটি?
. সামাজিক অপরাধ
সামাজিক বিচ্যুতি
. সামাজিক নৈরাজ্য
. সামাজিক মূল্যবোধের অবক্ষয়

২০. সোহেল কলেজে বড় ভাইদের যথাযথ সম্মান প্রদর্শন করে না। তার আচরণ হলো-
. অপরাধ
. বিশৃঙ্খলা
বিচ্যুতি
. নৈরাজ্য

২১. “বিচ্যুত আচরণ হলো সেই আচরণ, যা সামাজিক আশা আকাঙ্ক্ষা সমর্থন করে না” – সংজ্ঞাটি কার?
. Mills
● Ross
. Gerth
. Giddens

২২. বিচ্যুতিমূলক আচরণের যথার্থ বৈশিষ্ট্য হলো
i.
বিধি বহির্ভূত
ii.
আইন দ্বারা নিষিদ্ধ
iii.
সংহতির হন্তারক

নিচের কোনটি সঠিক ?
. i ii
● i
iii
. ii iii
. i, ii iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৩নং প্রশ্নের উত্তর দাও:
করিম সাহেব বৃদ্ধ পিতামাতার একমাত্র সন্তান। অনেক যত্নে তাকে তার বাবা-মা বড় করেছেন। এখন তিনি নিজের স্ত্রী সন্তান নিয়ে এতই ব্যস্ত যে বৃদ্ধ পিতা-মাতা কেমন আছেন সে খবরও রাখেন না। সমাজের মানুষ তার নিন্দা করে।

২৩. বৃদ্ধ পিতা মাতার প্রতি করিম সাহেবের মনোভাব সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়ের সাথে সংশ্লিষ্ট?
. অপরাধ
. বিশৃঙ্খলা
বিচ্যুতি
. নৈরাজ্য

২৪. বিচ্যুত আচরণের উপাদানগুলো কয় ভাগে বিভক্ত?
দুই
. তিন
. চার
. পাঁচ

২৫. সমাজে প্রচলিত বিধিসম্মত প্রক্রিয়ার ভিতর কয়টি বিষয় নিহিত থাকে?
. দুই
. তিন
চার
. পাঁচ

২৬. সমাজবিজ্ঞানীদের মতে, বিচ্যুত আচরণের কতটি কারণ বিদ্যমান?
. দুই
তিন
. চার
. পাঁচ

২৭. সমাজের কাঙ্ক্ষিত বিষয়গুলো অর্জন করতে হলে কীভাবে অগ্রসর হতে হয়?
. বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে
. জটিল প্রক্রিয়ার মাধ্যমে
বিধিসম্মত প্রক্রিয়ার মাধ্যমে
. সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে

২৮. জৈবিক তাড়নার সাথে কোনটির সংঘাত সৃষ্টি হয়?
. অর্থ
. চাকরি
শৃঙ্খলা
. ব্যবসা

২৯. নিচের কোনটি বিচ্যুতিমূলক আচরণের জন্ম দেয়?
. সামাজিক গতিশীলতা
. সংঘের নীতি
. সম্প্রদায়ের ধরন
সামাজিক পরিবর্তন

৩০. সামন্ত সমাজে অর্জনের আকাঙ্ক্ষা ছিল কোনটির?
ভূমি
. টাকা
. মূলধন
. ব্যবসা

৩১. কোনটি আমাদের পরিবার প্রথার ওপর আঘাত হেনেছে?
. বিদ্যুতায়ন
. যোগাযোগ ব্যবস্থা
. রীতিনীতি
শিল্পায়ন

৩২. সামাজিক বিচ্যুতির প্রধান কারণ হলো
i.
শিল্পবিপ্লব
ii.
নগরায়ণ
iii.
শহরায়ন

নিচের কোনটি সঠিক ?
. i ii
. i iii
. ii iii
● i, ii
iii

৩৩. কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়ায় জাভেদ চুরি করা শুরু করেছে। জাভেদের ধরনের আচরণের কারণ-
i.
বেকারত্ব
ii.
হতাশা
iii.
মানসিক অসন্তোষ

নিচের কোনটি সঠিক ?
. i ii
. i iii
. ii iii
● i, ii
iii

৩৪. সামাজিক বিচ্যুতির জন্যে দায়ী-
i.
অনুকূল সামাজিক পরিবেশ
ii.
সুষ্ঠু সামাজিকীকরণের অভাব
iii.
শারীরিক বৈশিষ্ট্য

নিচের কোনটি সঠিক ?
. i ii
. i iii
● ii
iii
. i, ii iii

৩৫. সমাজবিজ্ঞানীরা বিচ্যুত আচরণের কারণকে বিশ্লেষণ করেন কয়ভাবে?
. দুই
তিন
. চার
. পাঁচ

৩৬. বিচ্যুত আচরণ বিশ্লেষণে জৈবিক তত্ত্বের প্রথম প্রয়োগ করেন কে?
. আর. কে. মার্টন
সিজার লমব্রোসো
. এমিল ডুর্খেইম
. পারফিল্ড

৩৭. এনমিক তত্ত্বের প্রবক্তা কে?
. আর. কে. মার্টন
. সিজার লমব্রোসো
এমিল ডুর্খেইম
. পারফিল্ড

৩৮. ‘The Suicide’ গ্রন্থটির রচয়িতা কে?
. আর. কে. মার্টন
. সিজার লমব্রোসো
ডুর্খেইম
. পারফিল্ড

৩৯. ডুর্খেইম কয় ধরনের নৈরাজ্যের কথা বলেছেন?
দুই
. তিন
. চার
. পাঁচ

৪০. Social Structure and Anomie’ গ্রন্থের লেখক কে?
. আর. কে. মার্টন
. সিজার লমব্রোসো
মার্টন
. পারফিল্ড

৪১. মার্টন কোন সমস্যাকে সমাজকাঠামোর প্রেক্ষিতে বিশ্লেষণ করেছেন?
সামাজিক সমস্যাকে
. রাজনৈতিক সমস্যাকে
. আন্তর্জাতিক সমস্যাকে
. অর্থনৈতিক সমস্যাকে

৪২. কে ডুর্খেইমের নৈরাজ্য সংক্রান্ত ধারণাটির আরও বিস্তৃতি ঘটান?
. আর. কে. মার্টন
. সিজার লমব্রোসো
মার্টন
. পারফিল্ড

৪৩. ব্যক্তির ওপর সমাজের কোনো নিয়ন্ত্রণ না থাকলে কোনটি ঘটে?
অস্বাভাবিক আচরণ
. প্রত্যাশিত আচরণ
. স্বাভাবিক আচরণ
. কাঙ্ক্ষিত আচরণ

৪৪. মার্টন কয় ধরনের নৈরাজ্যের কথা বলেছেন?
দুই
. তিন
. চার
. পাঁচ

৪৫. সমাজে নৈরাজ্য সৃষ্টি হয় মূলত-
i.
আইন-কানুন ভেঙে পড়ায়
ii.
ব্যক্তির ওপর সমাজের নিয়ন্ত্রণ থাকায়
iii.
বিশ্বাস ভেঙে পড়ায়

নিচের কোনটি সঠিক ?
. i ii
● i
iii
. ii iii
. i, ii iii

৪৬. সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম সামাজিক বিচ্যুতিমূলক আচরণের যে তত্ত্ব দেন সেটি কী নামে পরিচিত?
. সামাজিক বিশৃঙ্খলামূলক তত্ত্ব
সামাজিক নৈরাজ্যমূলক তত্ত্ব
. বিভিন্নমুখী মেলামেশা তত্ত্ব
. আচরণ বিশ্লেষণমূলক তত্ত্ব

৪৭. অপরাধের সংজ্ঞা নির্ধারণে সামাজিক সম্মতির ওপর গুরত্ব দিয়েছেন কে?
. আর. কে. মার্টন
. সিজার লমব্রোসো
এমিল ডুর্খেইম
. পারফিল্ড

৪৮. ‘আইন ভঙ্গমূলক কাজই অপরাধকে বলেছেন?
. আর. কে. মার্টন
. সিজার লমব্রোসো
শেফার্ড
. পারফিল্ড

৪৯. অপরাধের কয়টি স্তর থাকে?
. দুই
তিন
. চার
. পাঁচ

৫০. সামাজিক মূল্যবোধ পরিপন্থি বা রাষ্ট্রীয় আইন পরিপন্থি কাজকে কী বলে?
. অপরাধ
. বিশৃঙ্খলা
অপরাধ
. নৈরাজ্য




No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.