এইচএসসি - সমাজকর্ম ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন ১০ম অধ্যায়
সমাজবিজ্ঞান ১ম পত্র ১০ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
১. বিচ্যুত আচরণের বীজ নিহিত থাকে কোথায়?
ক. সম্প্রদায়ের মধ্যে
খ. সংঘের নীতিতে
● সমাজের ভিতর
ঘ. পরিবারের ভিতর
২. লেবেলিং তত্ত্বের আলোকে বিচ্যুতিকে কয়ভাগে ভাগ করা হয়?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৩. বিচ্যুত আচরণ কী ধরনের বিষয়?
● আপেক্ষিক
খ. বাহ্যিক
গ. অভ্যন্তরীণ
ঘ. স্বাভাবিক
৪. সামাজিক মূল্যবোধের পরিপন্থি কাজ বা আচরণকে কী বলে?
ক. সামাজিক বিশৃঙ্খলা
খ. সামাজিক অবক্ষয়
গ. সামাজিক বিপর্যয়
● সামাজিক বিচ্যুতি
৫. বিচ্যুতিমূলক আচরণ কোনটির জন্ম দেয়?
ক. প্রথা
● অপরাধ
গ. লোকাচার
ঘ. লোকরীতি
৬. ‘বিচ্যুতি হচ্ছে এমন এক আচরণ যা কোন গোষ্ঠী বা সমাজের আশা আকাঙ্ক্ষা বা আচরণ মানকে ভঙ্গ করে।’—বিচ্যুতির এ সংজ্ঞাটি কার?
ক. Robertson
খ. Popenoe
● R. T. Schaefer
ঘ. J. M. Shepard
৭. কোনটির জন্য বিচ্যুতিমূলক আচরণ হুমকি স্বরূপ?
● সামাজিক সংহতি
খ. সামাজিক নীতি
গ. সামাজিক সংগঠন
ঘ. সামাজিক লোকাচার
৮. কোনটিকে অপরাধের পূর্ববর্তী স্তর বলা যেতে পারে?
ক. নারী নির্যাতনকে
● বিচ্যুতিমূলক আচরণকে
গ. রাষ্ট্রদ্রোহিতাকে
ঘ. হত্যা করাকে
৯. সমাজ ব্যক্তির কাছ থেকে যে ধরনের আচার-আচরণ প্রত্যাশা করে তাকে কোন ধরনের আচরণ বলে?
● কাঙ্ক্ষিত আচরণ
খ. অনাকাঙ্ক্ষিত আচরণ
গ. অশুভ আচরণ
ঘ. বিচ্যুতিমূলক আচরণ
১০. বিচ্যুতিমূলক আচরণের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
ক. প্রত্যাশিত ও স্বাভাবিক আচরণ
খ. সমাজ কাঠামোর সাথে সম্পৃক্ত নয়
গ. অপরাধের পরবর্তী স্তর
● সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমে দমন করা যায়
১১. বিচ্যুতিমূলক আচরণ প্রত্যয়টি যেগুলোকে সমর্থন করে-
i. অস্বাভাবিক
ii. অপ্রত্যাশিত আচরণ
iii. নৈতিক মূল্যবোধ
নিচের কোনটি সঠিক ?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও:
রনি বড়দের সম্মান করে না। সে দরিদ্রদের নানাভাবে উপহাস করে। ছোটদের প্রতিও সে সহনশীল নয়। অকারণেই তাদের বকাঝকা করে।
১২. রনির আচরণ কীরূপ আচরণের অন্তর্ভুক্ত?
ক. কাঙ্ক্ষিত আচরণ
খ. অনাকাঙ্ক্ষিত আচরণ
গ. অশুভ আচরণ
● বিচ্যুত আচরণ
১৩. উক্ত আচরণের ক্ষেত্রে প্রযোজ্য তথ্যসমূহ হলো-
i. এটি আপেক্ষিক বিষয়
ii. এটি সামাজিকভাবে নিন্দনীয় বিষয়
iii. এটি সামাজিক কাঠামোর সাথে সম্পৃক্ত
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১৪. বড়দের অসম্মান করা হলো—
ক. অপরাধ
খ. বিশৃঙ্খলা
● বিচ্যুতি
ঘ. নৈরাজ্য
১৫. ‘Deviance’ শব্দের অর্থ কী?
● মূল্যবোধ বিরোধী কার্যক্রম
খ. প্রবেশন
গ. আচরণ
ঘ. অপরাধ
১৬. মাদকাসক্তি, পতিতাবৃত্তি, জুয়া খেলা এ জাতীয় অপরাধের বিরুদ্ধে সাধারণত অন্যরা কোনো অভিযোগ আনেন না কেন?
ক. ‘অপরাধীদের ভয়ে
খ. অভিযোগ করে ফল না পাওয়ায়
● প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত না হওয়ায়
ঘ. আইন দ্বারা নিষিদ্ধ নয় বলে
১৭. বিচ্যুতি হলো—
ক. অন্যের অধিকার হরণ করা
খ. প্রতিষ্ঠানের কর্তৃত্ব খর্ব করা
গ. অন্যের সমালোচনা করা
● সমাজ স্বীকৃত নিয়ম-কানুন অমান্য করা
১৮. বিচ্যুতি হলো—
i. ঐতিহ্য পরিপন্থি আচরণ
ii. আইন বিরোধী আচরণ
iii. মূল্যবোধ পরিপন্থি আচরণ
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৯. ‘Social Deviance’ এর বাংলা প্রতিশব্দ কোনটি?
ক. সামাজিক অপরাধ
● সামাজিক বিচ্যুতি
গ. সামাজিক নৈরাজ্য
ঘ. সামাজিক মূল্যবোধের অবক্ষয়
২০. সোহেল কলেজে বড় ভাইদের যথাযথ সম্মান প্রদর্শন করে না। তার আচরণ হলো-
ক. অপরাধ
খ. বিশৃঙ্খলা
● বিচ্যুতি
ঘ. নৈরাজ্য
২১. “বিচ্যুত আচরণ হলো সেই আচরণ, যা সামাজিক আশা আকাঙ্ক্ষা সমর্থন করে না” – সংজ্ঞাটি কার?
ক. Mills
● Ross
গ. Gerth
ঘ. Giddens
২২. বিচ্যুতিমূলক আচরণের যথার্থ বৈশিষ্ট্য হলো—
i. বিধি বহির্ভূত
ii. আইন দ্বারা নিষিদ্ধ
iii. সংহতির হন্তারক
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৩নং প্রশ্নের উত্তর দাও:
করিম সাহেব বৃদ্ধ পিতামাতার একমাত্র সন্তান। অনেক যত্নে তাকে তার বাবা-মা বড় করেছেন। এখন তিনি নিজের স্ত্রী সন্তান নিয়ে এতই ব্যস্ত যে বৃদ্ধ পিতা-মাতা কেমন আছেন সে খবরও রাখেন না। সমাজের মানুষ তার নিন্দা করে।
২৩. বৃদ্ধ পিতা মাতার প্রতি করিম সাহেবের মনোভাব সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়ের সাথে সংশ্লিষ্ট?
ক. অপরাধ
খ. বিশৃঙ্খলা
● বিচ্যুতি
ঘ. নৈরাজ্য
২৪. বিচ্যুত আচরণের উপাদানগুলো কয় ভাগে বিভক্ত?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
২৫. সমাজে প্রচলিত বিধিসম্মত প্রক্রিয়ার ভিতর কয়টি বিষয় নিহিত থাকে?
ক. দুই
খ. তিন
● চার
ঘ. পাঁচ
২৬. সমাজবিজ্ঞানীদের মতে, বিচ্যুত আচরণের কতটি কারণ বিদ্যমান?
ক. দুই
● তিন
গ. চার
ঘ. পাঁচ
২৭. সমাজের কাঙ্ক্ষিত বিষয়গুলো অর্জন করতে হলে কীভাবে অগ্রসর হতে হয়?
ক. বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে
খ. জটিল প্রক্রিয়ার মাধ্যমে
● বিধিসম্মত প্রক্রিয়ার মাধ্যমে
ঘ. সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে
২৮. জৈবিক তাড়নার সাথে কোনটির সংঘাত সৃষ্টি হয়?
ক. অর্থ
খ. চাকরি
● শৃঙ্খলা
ঘ. ব্যবসা
২৯. নিচের কোনটি বিচ্যুতিমূলক আচরণের জন্ম দেয়?
ক. সামাজিক গতিশীলতা
খ. সংঘের নীতি
গ. সম্প্রদায়ের ধরন
● সামাজিক পরিবর্তন
৩০. সামন্ত সমাজে অর্জনের আকাঙ্ক্ষা ছিল কোনটির?
● ভূমি
খ. টাকা
গ. মূলধন
ঘ. ব্যবসা
৩১. কোনটি আমাদের পরিবার প্রথার ওপর আঘাত হেনেছে?
ক. বিদ্যুতায়ন
খ. যোগাযোগ ব্যবস্থা
গ. রীতিনীতি
● শিল্পায়ন
৩২. সামাজিক বিচ্যুতির প্রধান কারণ হলো
i. শিল্পবিপ্লব
ii. নগরায়ণ
iii. শহরায়ন
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৩৩. কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়ায় জাভেদ চুরি করা শুরু করেছে। জাভেদের এ ধরনের আচরণের কারণ-
i. বেকারত্ব
ii. হতাশা
iii. মানসিক অসন্তোষ
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৩৪. সামাজিক বিচ্যুতির জন্যে দায়ী-
i. অনুকূল সামাজিক পরিবেশ
ii. সুষ্ঠু সামাজিকীকরণের অভাব
iii. শারীরিক বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৩৫. সমাজবিজ্ঞানীরা বিচ্যুত আচরণের কারণকে বিশ্লেষণ করেন কয়ভাবে?
ক. দুই
● তিন
গ. চার
ঘ. পাঁচ
৩৬. বিচ্যুত আচরণ বিশ্লেষণে জৈবিক তত্ত্বের প্রথম প্রয়োগ করেন কে?
ক. আর. কে. মার্টন
● সিজার লমব্রোসো
গ. এমিল ডুর্খেইম
ঘ. পারফিল্ড
৩৭. এনমিক তত্ত্বের প্রবক্তা কে?
ক. আর. কে. মার্টন
খ. সিজার লমব্রোসো
● এমিল ডুর্খেইম
ঘ. পারফিল্ড
৩৮. ‘The Suicide’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. আর. কে. মার্টন
খ. সিজার লমব্রোসো
● ডুর্খেইম
ঘ. পারফিল্ড
৩৯. ডুর্খেইম কয় ধরনের নৈরাজ্যের কথা বলেছেন?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৪০. Social Structure and Anomie’ গ্রন্থের লেখক কে?
ক. আর. কে. মার্টন
খ. সিজার লমব্রোসো
● মার্টন
ঘ. পারফিল্ড
৪১. মার্টন কোন সমস্যাকে সমাজকাঠামোর প্রেক্ষিতে বিশ্লেষণ করেছেন?
● সামাজিক সমস্যাকে
খ. রাজনৈতিক সমস্যাকে
গ. আন্তর্জাতিক সমস্যাকে
ঘ. অর্থনৈতিক সমস্যাকে
৪২. কে ডুর্খেইমের নৈরাজ্য সংক্রান্ত ধারণাটির আরও বিস্তৃতি ঘটান?
ক. আর. কে. মার্টন
খ. সিজার লমব্রোসো
● মার্টন
ঘ. পারফিল্ড
৪৩. ব্যক্তির ওপর সমাজের কোনো নিয়ন্ত্রণ না থাকলে কোনটি ঘটে?
● অস্বাভাবিক আচরণ
খ. প্রত্যাশিত আচরণ
গ. স্বাভাবিক আচরণ
ঘ. কাঙ্ক্ষিত আচরণ
৪৪. মার্টন কয় ধরনের নৈরাজ্যের কথা বলেছেন?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৪৫. সমাজে নৈরাজ্য সৃষ্টি হয় মূলত-
i. আইন-কানুন ভেঙে পড়ায়
ii. ব্যক্তির ওপর সমাজের নিয়ন্ত্রণ থাকায়
iii. বিশ্বাস ভেঙে পড়ায়
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৬. সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম সামাজিক বিচ্যুতিমূলক আচরণের যে তত্ত্ব দেন সেটি কী নামে পরিচিত?
ক. সামাজিক বিশৃঙ্খলামূলক তত্ত্ব
● সামাজিক নৈরাজ্যমূলক তত্ত্ব
গ. বিভিন্নমুখী মেলামেশা তত্ত্ব
ঘ. আচরণ বিশ্লেষণমূলক তত্ত্ব
৪৭. অপরাধের সংজ্ঞা নির্ধারণে সামাজিক সম্মতির ওপর গুরত্ব দিয়েছেন কে?
ক. আর. কে. মার্টন
খ. সিজার লমব্রোসো
● এমিল ডুর্খেইম
ঘ. পারফিল্ড
৪৮. ‘আইন ভঙ্গমূলক কাজই অপরাধ’ কে বলেছেন?
ক. আর. কে. মার্টন
খ. সিজার লমব্রোসো
● শেফার্ড
ঘ. পারফিল্ড
৪৯. অপরাধের কয়টি স্তর থাকে?
ক. দুই
● তিন
গ. চার
ঘ. পাঁচ
৫০. সামাজিক মূল্যবোধ পরিপন্থি বা রাষ্ট্রীয় আইন পরিপন্থি কাজকে কী বলে?
ক. অপরাধ
খ. বিশৃঙ্খলা
● অপরাধ
ঘ. নৈরাজ্য
No comments