এইচএসসি - সমাজকর্ম ২য় পত্র : ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
সমাজকর্ম ২য় পত্র : ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
১. সমাজবদ্ধভাবে বসবাস শুরু করলে মানুষের কোন চাহিদার উদ্ভব ঘটে?
● নিরাপত্তা
খ. খাদ্য
গ. যৌন চাহিদা
ঘ. ঘুম
২. মানুষের কোন চাহিদাকে সামাজিক চাহিদাও বলা হয়?
● মৌলিক চাহিদাকে
খ. মানবিক চাহিদাকে
গ. জৈবিক চাহিদাকে
ঘ. ঘুমের চাহিদাকে
৩. Common Human Needs গ্রন্থটি কে রচনা করেন?
ক. Walter A Friedlander
● Charlotte Towle
গ. Lawrence K Frank
ঘ. Robert L Barker
৪. মৌলিক চাহিদার তুলনায় মানবিক চাহিদার পরিমাণ কেমন হয়ে থাকে?
● বেশি
খ. কম
গ. সমান
ঘ. অনেক
৫. মৌলিক মানবিক চাহিদাগুলোর সাধারণ বৈশিষ্ট্য কোনটি?
ক. পূরণ না হলে জনগোষ্ঠী বিলুপ্ত হবে
খ. একটির সাথে অন্যটির সম্পর্ক নেই
গ. মানবজাতির অসহায়ত্ব প্রকাশ করে
● পরস্পর নির্ভরশীল
৬. চাহিদা কোন ধরনের প্রত্যয়?
● আপেক্ষিক
খ. মূর্ত
গ. বিমূর্ত
ঘ. কাঙ্ক্ষিত
৭. সামাজিক জীব হিসেবে বেঁচে থাকার জন্য মানুষকে কী পূরণ করতে হয়?
ক. খাদ্যাভাব
খ. বাসস্থানের অভাব
● বহুমুখী চাহিদা
ঘ. শিক্ষা
৮. ‘চাহিদা হলো সেসব দৈহিক, মানসিক, আর্থিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রয়োজন যেগুলো মানুষের বেঁচে থাকা, কল্যাণ এবং বিকাশ ও পরিতৃপ্তির অপরিহার্য-উক্তিটি কার?
ক. রবার্ট এল বার্কার
খ. ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার
গ. এম জি থ্যাকারি
● গর্ডন মার্শাল
৯. চাহিদা শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?
ক. Essential
খ. Necessary
● Need
ঘ. Obedient
১০. সমাজবিজ্ঞানী টোলে কয়টি মৌলিক মানবিক চাহিদার কথা উল্লেখ করেছেন?
ক. চারটি
খ. পাঁচটি
● ছয়টি
ঘ. সাতটি
১১. মৌলিক চাহিদা সম্পর্কিত–
i. দেহের বৃদ্ধির সাথে
ii. দেহের বিকাশের সাথে
iii. সামাজিক বিকাশের সাথে
নিচের কোনটি সঠিক
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১২. মৌলিক চাহিদা পূরণ করতে না পারলে ব্যাহত হবে—
i. মানসিক বিকাশ
ii. ব্যক্তিত্ব গঠন
iii. শারীরিক বৃদ্ধি
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
কলিম উদ্দিনের দশ বছরের মেয়ে রাহেলা সারাদিন বাবার সাথে অন্যের জমিতে কাজ করে। হাড়ভাঙা খাটুনির পরও প্রায় দিনই তারা পেটপুরে খেতে পারে না। এর ফলে রাহেলার শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বেঁধেছে।
১৩. অনুচ্ছেদে রাহেলার যে চাহিদাটি পূরণ হচ্ছে না তাকে কী বলা হয়?
● মৌলিক চাহিদা
খ. মানবিক চাহিদা
গ. শারীরিক চাহিদা
ঘ. সামাজিক চাহিদা
১৪. উক্ত চাহিদার ওপর নির্ভরশীল—
i. দেহের বৃদ্ধি ও বিকাশ
ii. দেহের ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা
iii. ব্যক্তিত্ব গঠন ও মানসিক বিকাশ
নিচের কোনটি সঠিক
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৫. সুষম খাদ্যে কয়টি উপাদান থাকা উচিত?
ক. ৩টি
খ. ৫টি
গ. ৪টি
● ৬টি
১৬. সভ্যতার প্রতীক কোনটি?
● বস্তু
খ. বাসস্থান
গ. চিকিৎসা
ঘ. খাদ্য
১৭. সামগ্রিকভাবে মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কীসের প্রয়োজন?
ক. চিকিৎসা
● বস্ত্র
গ. শিক্ষা
ঘ. চিত্তবিনোদন
১৮. পরিবার ব্যবস্থা গড়ে ওঠার একমাত্র অবলম্বন কোনটি?
ক. শহর
খ. গ্রাম
● বাসস্থান
ঘ. নিরাপত্তা
১৯. শিক্ষা অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীন দেশে যাও’- উক্তিটি কার?
● হযরত মুহাম্মদ (স)-এর
খ. হযরত আবু বকর (রা)-এর
গ. হযরত আলী (রা)-এর
ঘ. হযরত ওমর (রা)-এর
২০. কীসের মাধ্যমে মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে?
ক.চিকিৎসা
● শিক্ষা
গ. চিত্তবিনোদন
ঘ. নিরাপত্তা
২১. সুস্থ বিনোদন শিশুর মনে কী ধরনের প্রভাব ফেলে?
● ইতিবাচক
খ. নেতিবাচক
গ. ক্ষতিকর
ঘ. সৃষ্টিধর্মী
২২. বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে মৌল মানবিক চাহিদার কথা বলা হয়েছে?
ক. ১১ নং অনুচ্ছেদে
● ১৫ নং অনুচ্ছেদে
গ. ২৩ নং অনুচ্ছেদে
ঘ. ২৯ নং অনুচ্ছেদে
২৩. আমাদের সংবিধানের কত নং অনুচ্ছেদে সামাজিক নিরাপত্তার কথা বলা হয়েছে?
ক. ৮নং
● ১০নং
গ. ১২নং
ঘ. ১৪নং
২৪. বাংলাদেশের কয়টি চাহিদা মৌল মানবিক চাহিদা হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত?
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
● সাতটি
২৫. কোনটি পূরণের চেষ্টা মানুষের জীবনব্যাপী?
ক. সাধারণ চাহিদা
খ. সামাজিক চাহিদা
গ. রাজনৈতিক চাহিদা
● মৌলিক চাহিদা
২৬. সামাজিক চাহিদার জন্ম হয় কেন?
ক. গবেষণার ফলে
● শিক্ষণের ফলে
গ. চাহিদার ফলে
ঘ. নৈতিকতার ফলে
২৭. কীভাবে নাগরিকদের মৌলিক চাহিদার স্বীকৃতি দেওয়া হয়েছে?
ক. আইনের মাধ্যমে
খ. গবেষণার মাধ্যমে
গ. শিক্ষার মাধ্যমে
● সংবিধানের মাধ্যমে
২৮. পুষ্টিহীনতা যথার্থ কারণ কোনটি?
ক. পরিচ্ছন্ন খাদ্যের অভাব
খ. ভিটামিন জাতীয় খাদ্যের অভাব
গ. সাধারণ খাদ্যের অভাব
● সুষম খাদ্যের অভাব
২৯. মানুষের জৈবিক ও সামাজিক চাহিদা মেটানোর ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
ক. অন্ন
● বস্ত্র
গ. শিক্ষা
ঘ. বাসস্থান
৩০. প্রাণী-পাখি ও পতঙ্গের অন্যতম একটি চাহিদা হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক. খাদ্য
খ. পানি
গ. চিকিৎসা
● নিরাপদ আশ্রয়
৩১. মানুষের চিন্তাশক্তি ও মনের প্রসার ঘটানোর ক্ষেত্রে কোনটি বেশি উপযোগী?
ক. গবেষণা
● শিক্ষা
গ. চিত্তবিনোদন
ঘ. ভ্রমণ
৩২. বিভিন্ন কলাকৌশল আয়ত্ত করে মানুষ জীবন সংগ্রামের জন্য উপযোগী হয় কীভাবে?
● শিক্ষার মাধ্যমে
খ. প্রশিক্ষণের মাধ্যমে
গ. গবেষণার মাধ্যমে
ঘ. টিভি দেখার মাধ্যমে
৩৩. সামাজিক মানুষের অন্যতম মৌলিক চাহিদা কোনটি?
● সামাজিক নিরাপত্তা
খ. রাজনৈতিক নিরাপত্তা
গ. অর্থনৈতিক নিরাপত্তা
ঘ. সাংস্কৃতিক নিরাপত্তা
৩৪. স্বাধীনতা ও নিরাপত্তা মানুষের মৌল চাহিদা হিসেবে বিবেচিত। এর কারণ হলো-
ক. জীবিকা নির্বাহের মাধ্যম বলে
খ. চিন্তার মাধ্যম বলে
● সহজাত গুণাবলি বিকাশের মাধ্যম
ঘ. নেতৃত্বের পূর্বশর্ত বলে
৩৫. ব্যক্তি স্বাধীনতা কোন চাহিদার অন্তর্ভুক্ত?
ক. মৌলিক চাহিদা
খ. অর্থনৈতিক চাহিদা
গ. সাংস্কৃতিক চাহিদা
● মানবিক চাহিদা
৩৬. নাগরিকদের সামাজিক নিরাপত্তা বিধানে রাষ্ট্র কীভাবে সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে?
ক. গবেষণার মাধ্যমে
খ. জনমতের মাধ্যমে
গ. ভোটের মাধ্যমে
● আইনের মাধ্যমে
৩৭. জনগণের মৌলিক মানবিক চাহিদা পূরণ নির্ভর করে কীসের ওপর?
ক. দেশের সামাজিক অবস্থার ওপর
● দেশের আর্থ-সামাজিক অবস্থার ওপর
গ. দেশের অভ্যন্তরীণ অবস্থার ওপর
ঘ. দেশের ভৌগোলিক অবস্থার ওপর
৩৮. বাংলাদেশে কীসের প্রভাবে বৃহত্তর জনগোষ্ঠী ন্যূনতম খাদ্যগ্রহণে সক্ষম হচ্ছে না?
● খাদ্য ঘাটতির
খ. বাজেট ঘাটতির
গ. অর্থের
ঘ. সম্পদের
৩৯. খাদ্য হচ্ছে সেই সকল বস্তু বা দ্রব্য যা–
i. রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে
ii. শরীরের বৃদ্ধিসাধন করে
iii. শরীরকে দুর্বল করে
নিচের কোনটি সঠিক
● i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৪০. বস্ত্রের প্রয়োজনীয়তা সম্পর্কে বলা যায়—
i. এটি মানুষের লজ্জা নিবারণ করে
ii. বিভিন্ন রোগ থেকে রক্ষা করে
iii. বিভিন্ন প্রাকৃতিক আঘাত থেকে রক্ষা করে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii
৪১. মানুষ আবাসস্থলে বসবাস করে—
i. গোপনীয়তা প্রকাশ করার জন্য
ii. সুষ্ঠু জীবনযাপনের জন্য
iii. সামাজিক নিরাপত্তার জন্য
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
● ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৪২. শিক্ষা সম্পর্কে প্রযোজ্য তথ্য হলো—
i. শিক্ষা মানুষের ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে
ii. শিক্ষার মাধ্যমে মানুষ মানবিক মূল্যবোধ অর্জন করে
iii. শিক্ষা মানুষকে দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii
৪৩. কোনো দেশের মৌলিক মানবিক চাহিদার বিষয়বস্তু নির্ভর করে কীসের ওপর?
ক. সামাজিক অবস্থার ওপর
খ. অর্থনৈতিক অবস্থার ওপর
● আর্থ-সামাজিক অবস্থার ওপর
ঘ. রাজনৈতিক অবস্থার ওপর
৪৪. মানুষ খাদ্যের চাহিদা পূরণে ব্যর্থ হলে খাদ্য জোগারের চেষ্টা করে কীভাবে?
ক. আন্দোলনের মাধ্যমে
খ. বিপ্লবের মাধ্যমে
● অপরাধের মাধ্যমে
ঘ. সহিংসতার মাধ্যমে
৪৫. বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদন দিন দিন হ্রাস পাচ্ছে। এর যথার্থ কারণ—
● কৃষিভূমি হ্রাস
খ. জনসংখ্যা বৃদ্ধি
গ. কৃষকের সংখ্যা হ্রাস
ঘ. শিল্প প্রতিষ্ঠান বৃদ্ধি
৪৬. সামাজিকতা রক্ষা ও সভ্য জীবনযাপনের সাথে নিচের কোন চাহিদাটি সম্পৃক্ত?
ক. খাদ্য
খ. চিত্তবিনোদন
গ. স্বাস্থ্য
● বস্ত্র
৪৭. বর্তমানে বাংলাদেশে বেসরকারি খাতে কয়টি কটন স্পিনিং মিল রয়েছে?
ক. ৩৫২টি
খ. ৩৬২টি
● ৪০৭টি
ঘ. ৩৯৮টি
৪৮. আমাদের দেশে বর্তমানে কটন স্পিনিং মিলের সংখ্যা কত?
ক. ৪১৫টি
● ৪২৯টি
গ. ৪১৭টি
ঘ. ৪১৮টি
৪৯. বাংলাদেশে বস্ত্রের চাহিদা কীভাবে পূরণ করা হয়?
ক. তুলা আমদানি করে
● পুরাতন কাপড় আমদানি করে
গ. নতুন কাপড় আমদানি করে
ঘ. টেক্সটাইল মিল প্রতিষ্ঠা করে
৫০. আমাদের দেশের লোকজনের বস্ত্রের চাহিদা মেটানো অসম্ভব হয়ে পড়ে—
i. কম উৎপাদনের জন্য
ii. অর্থের অভাবে
iii. সহজপ্রাপ্যতার অভাবে
নিচের কোনটি সঠিক
● i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
No comments