HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন সাজেশন অধ্যায় ১-৩

HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন সাজেশন ২০২৪ অধ্যায় ১-৫

সাজেশনটিতে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হয়েছে। সাজেশনটি সেরা কলেজগুলোর নির্বাচনি পরীক্ষার প্রশ্নগুলোর গুরুত্বপূর্ণ টপিকের আলোকে তৈরি করা হয়েছে।

অধ্যায়-

. ব্যবসায়ের সঠিক সমীকরণ কোনটি? (অনুধাবন) [বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ, চট্টগ্রাম]

[] B=SI+ SD+SID

[] B=SI+ SD+SDT

[] B=SI+ ST+SAT

[] B=SA+ ST+SAT

উত্তর: []

. কোনটিকে ব্যবসায় বলা যায়? (অনুধাবন) [শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]

[] মানসিক প্রশান্তির জন্য গান করা

[] চাষির নিজস্ব খাদ্য উৎপাদন

[] পরিবহনের মাধ্যমে যাত্রীবহন

[] শ্রমিকের নিজস্ব পণ্য বহন

উত্তর: []

 

. সংঘ ব্যবস্থা গড়ে ওঠে ব্যবসায়ের উৎপত্তি ক্রমবিকাশের কোন যুগে? (জ্ঞান) [সোনার বাংলা কলেজ, বুড়িচং, কুমিল্লা]

[] আদিম

[] মধ্য

[] আধুনিক

[] ব্যবিলনীয়

উত্তর: []

 

. কোন সময়কে শিল্প বিপ্লব কাল বলা হয়? (জ্ঞান) [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]

[] ১৬৫০-

১৭৫০

[] ১৭৫০-

১৮৫০

[] ১৮৫০-

১৯৫০

[] ১৯৫০-

২০৫০

উত্তর: []

 

. বাংলাদেশ চীন থেকে বস্ত্র ক্রয় করে তা দ্বারা পোশাক প্রস্তুত করে আমেরিকায় রপ্তানি করে। এখানে পুনঃরপ্তানিকারক দেশ কোনটি? (প্রয়োগ) [শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]

[] বাংলাদেশ

[] জাপান

[] ভারত

[] আমেরিকা

উত্তর: []

 

. তানভীর ৫০,০০০ টাকা পুঁজি নিয়ে পুরনো ঢাকার ধোলাইখালে একটি বিরিয়ানির দোকান চালু করেছে। মাসুমের উদ্যোগটি কোন শিল্পের আওতাভুক্ত? (প্রয়োগ) [নটর ডেম কলেজ, ঢাকা; বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম]

[] সেবা

[] যৌগিক

[] উৎপাদন

[] প্রজনন

উত্তর: []

 

. উৎপাদনের বাহন কোনটি? (জ্ঞান) [বিএন কলেজ, ঢাকা]

[] শিল্প

[] বাণিজ্য

[] অর্থ

[] উৎপাদন কর্মী

উত্তর: []

 

. কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্গত? [ঢা. বো. ১৫]

[] প্রজনন

[] বিশ্লেষণ

[] নির্মাণ

[] সেবা পরিবেশক

উত্তর: []

 

. সাবান তৈরি কোন শিল্পের অন্তর্গত? [কু. বো. ১৬]

[] সংযোজন

[] যৌগিক

[] বিশ্লেষণ

[] নিষ্কাশন

উত্তর: []

 

১০. হ্যাচারি কোন শিল্পের অন্তগর্ত(জ্ঞান) [সরকারি সিটি কলেজ, রাজশাহী]

[] কৃষি

[] প্রজনন

[] নিষ্কাশন

[] সংযোজন

উত্তর: []

 

১১. মাছ ধরা কোন শিল্পের অন্তর্গত? (জ্ঞান) [হলি ক্রস কলেজ, ঢাকা]

[] প্রজনন

[] নিষ্কাশন

[] নির্মাণ

[] সেবা পরিবেশক

উত্তর: []

 

১২. সূর্য থেকে সৌর বিদ্যুৎ উৎপাদন কোন ধরনের শিল্প? (অনুধাবন) [ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]

[] প্রজনন

[] নিষ্কাশন

[] প্রক্রিয়াভিত্তিক

[] সেবা পরিবেশক

উত্তর: []

 

১৩. বিভিন্ন অংশ দিয়ে পূর্ণাঙ্গ উড়োজাহাজ প্রস্তুত কোন শিল্পের নির্দেশ করে? (অনুধাবন) [নোয়াখালী সরকারি মহিলা কলেজ]

[] সংযুক্ত

[] যৌগিক

[] সংযোজন

[] বিশ্লেষণ

উত্তর: []

 

১৪. রেশম গুটি থেকে সুতা, রেশমি কাপড় ইত্যাদি প্রস্তুত উৎপাদন শিল্পের কোনটির অন্তর্ভুক্ত? (অনুধাবন) [. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা]

[] প্রক্রিয়াভিত্তিক

[] যৌগিক

[] বিশ্লেষণ

[] সংযোজন

উত্তর: []

 

১৫. কোন যুগে বিনিময় প্রথার উদ্ভব হয়? (জ্ঞান) [বি এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা; তেজগাও কলেজ, ঢাকা]

[] প্রাচীন

[] মধ্য

[] আধুনিক

[] প্রাগৈতিহাসিক

উত্তর: []

 

১৬. মেহেদী গাছ কেটে আসবাবপত্র তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করে। মেহেদীর কাজটি কিসের অন্তর্ভুক্ত? (প্রয়োগ) [খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]

[] নির্মাণ

[] নিষ্কাশন

[] উৎপাদন

[] প্রক্রিয়াভিত্তিক

উত্তর: []

 

১৭. গ্যাস, রেলওয়ে, হোটেল প্রভৃতি কোন শিল্পের অন্তর্গত? (অনুধাবন) [কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, নাটোর]

[] প্রজনন

[] সেবা

[] উৎপাদন

[] নির্মাণ

উত্তর: []

 

১৮. পণ্য সেবার চূড়ান্ত ভোগ ব্যবহার নিশ্চিত করা যায় কীভাবে? (অনুধাবন) [ক্যান্ট. পাবলিক স্কুল কলেজ, পার্বতীপুর, দিনাজপুর]

[] প্রত্যক্ষ সেবার মাধ্যমে

[] আত্মকর্মসংস্থানের মাধ্যমে

[] শিল্পের মাধ্যমে

[] বাণিজ্যের মাধ্যমে

উত্তর: []

 

১৯. কোনটি বাণিজ্য? (অনুধাবন) [ভিকারুননিসা নূন স্কুল কলেজ, ঢাকা; বি এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]

[] মাছ চাষ

[] রাস্তা নির্মাণ

[] পণ্য পরিবহন

[] কয়লা উত্তোলন

উত্তর: []

 

২০. ব্যবসায়ের সর্বশেষ স্তর কোনটি? (জ্ঞান) [কুমিল্লা কমার্স কলেজ]

[] শিল্প

[] বাণিজ্য

[] ট্রেড

[] বাণিজ্য ট্রেড

উত্তর: []

 

২১. গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? [কু. বো., . বো. ১৫]

[] জ্ঞানগত

[] ঝুঁকিগত

[] স্থলগত

[] কালগত

উত্তর: []

 

২২. কোন বৈশিষ্ট্যটি কেবল প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে প্রযোজ্য? (অনুধাবন) [সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল]

[] বিনিময় মূল্য

[] গুদামজাতকরণ

[] অস্পর্শনীয়তা

[] মুনাফা

উত্তর: []

 

২৩. ‘গায়ক গানের মাধ্যমে অর্থ উপার্জন করে’- এটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত?

(প্রয়োগ) [হামিদপুর আল হেরা কলেজ, যশোর]

[] শিল্প

[] বাণিজ্য

[] প্রত্যক্ষ সেবা

[] সহায়ক কার্যাবলি

উত্তর: []

 

২৪. প্রাতিষ্ঠানিক কার্যাদি সম্পাদন এবং লক্ষ্য অর্জনের প্রধান উপায় কী? (অনুধাবন) [সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ]

[] পরিকল্পনা

[] নির্দেশনা

[] সংগঠন

[] ব্যবস্থাপনা

উত্তর: []

 

২৫. সামাজিক ব্যবসায়ের মূলনীতি কয়টি? (জ্ঞান) [সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ, ঢাকা]

[]

[]

[]

[]

উত্তর: []

 

২৬. ব্যবসায়ের মুখ্য কাজ কোনটি? (জ্ঞান) [অধ্যাপক আবদুল মজিদ কলেজ, কুমিল্লা]

[] মুনাফা অর্জন

[] উৎপাদন

[] গ্রাহকসেবা

[] ক্রয়

উত্তর: []

 

২৭. সর্বপ্রথম কোন দেশে শিল্প বিপ্লব দেখা দেয়? (জ্ঞান) [ইউনিভারসিটি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, ঢাকা]

[] জার্মানিতে

[] যুক্তরাষ্ট্রে

[] জাপানে

[] ব্রিটেনে

উত্তর: []

 

২৮. ব্যবসায়ের সব থেকে মর্যাদার বিষয় কোনটি? [. বো. ১৬]

[] মুনাফা

[] সমৃদ্ধি

[] শৃঙ্খলা

[] সুনাম

উত্তর: []

 

২৯. পণ্য কেন প্যাকিং করা হয়? (অনুধাবন) [বি এফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা]

[] চাহিদা বৃদ্ধির জন্য

[] পরিবহনের সুবিধার জন্য

[] বিক্রয়ের সুবিধার জন্য

[] গুদামজাতকরণের জন্য

উত্তর: []

 

৩০. বিশ্লেষণ শিল্পের উদাহরণ হলো- (অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]

i. ডিজেল

ii. সাবান

iii. আলকাতরা

 

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

[] ii iii

[] i, ii iii

উত্তর: []

 

৩১. ব্যবসায়ের প্রধান শাখা হলো- (অনুধাবন) [কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, নাটোর]

i. বাণিজ্য

ii. শিল্প

iii. পরিবহন

 

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

[] ii iii

[] i, ii iii

উত্তর: []

 

৩২. বাণিজ্যের কাজ- (অনুধাবন) [নটর ডেম কলেজ, ঢাকা]

i. ব্যক্তিগত উপযোগ সৃষ্টি

ii. কেন্দ্রীভূত কর্ম

iii. সহায়ক উপযোগ সৃষ্টি

 

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] ii iii

[] i iii

[] i, ii iii

উত্তর: []

 

৩৩. অভ্যন্তরীণ বাণিজ্য হলো- (অনুধাবন) [কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা]

i. পাইকারি ব্যবসায়

ii. খুচরা ব্যবসায়

iii. রপ্তানি ব্যবসায়

 

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

[] ii iii

[] i, ii iii

উত্তর: []

 

৩৪. সামাজিক ব্যবসায়ের সাফল্য পরিমাপের বিষয় হলো- (অনুধাবন) [ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]

i. মুনাফার পরিমাণ

ii. নতুন ব্যবসায় সম্প্রসারণ

iii. সরকারের রাজস্ব বৃদ্ধি

 

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

[] ii iii

[] i, ii iii

উত্তর: []

 

৩৫. পণ্য গুদামে রাখার যুক্তিসঙ্গত কারণ হলো- (উচ্চতর দক্ষতা) [সরকারি বাঙলা কলেজ, ঢাকা]

i. মূল্য বৃদ্ধি পাবার আশায়

ii. সারা বছর চাহিদামতো পণ্য সরবরাহ করা

iii. অনেক পণ্য গুদামে রাখলে গুণগত মান বৃদ্ধি পায়

 

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

[] ii iii

[] i, ii iii

উত্তর: []

 

উদ্দীপকটি পড়ো এবং ৩৬ ৩৭ নং প্রশ্নের উত্তর দাও।

সজীব কেরানীগঞ্জের আটিবাজারে মুঁদি দোকান চালায়। সে ঢাকার নিউমার্কেট থেকে মালামাল কিনে এনে দোকানে বিক্রি করে। পুঁজির স্বল্পতায় বেশি মাল একসঙ্গে ক্রয় করতে পারে না। ফলে মালামাল ক্রয়ের জন্য তাকে প্রায়ই ঢাকায় যেতে হয়। এতে তার অনেক সমস্যা হচ্ছে। [ঢাকা সিটি কলেজ]

 

৩৬. সজীবের কাজ বাণিজ্যের কোন ধরনের বাধা দূর করে? (প্রয়োগ)

[] স্থানগত প্রতিবন্ধকতা

[] রূপগত প্রতিবন্ধকতা

[] কালগত প্রতিবন্ধকতা

[] স্বত্বগত প্রতিবন্ধকতা

উত্তর: []

 

৩৭. বারবার ঢাকায় যাবার ফলে সজীবের যে সমস্যা হতে পারে তা হলো- (উচ্চতর দক্ষতা)

i. পণ্যের ক্রয় মূল্য বৃদ্ধি

ii. যাতায়াত খরচ বৃদ্ধি

iii. সময় নষ্ট হওয়া

 

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] ii iii

[] i iii

[] i, ii iii

উত্তর: []

 

উদ্দীপকটি পড়ো এবং ৩৮ ৩৯ নং প্রশ্নের উত্তর দাও।

বউ সাজানোর ক্ষেত্রে লুসি বিউটি পারলারের সাবিনার খ্যাতি চট্টগ্রাম জুড়ে। তার সেবা পাওয়ার জন্য দুই-তিন মাস আগে যোগাযোগ করে সাক্ষাৎকারের দিন নির্ধারণ করতে হয়। বধূকে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে সাজ সুবিধা গ্রহণ করতে হয়। এক্ষেত্রে দৃশ্যমান কোন বস্তুর বিনিময় ঘটে না। [বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ, চট্টগ্রাম]

 

৩৮. উদ্দীপকে ব্যবসায়ের কোন শাখার কথা বলা হয়েছে? (প্রয়োগ)

[] শিল্প

[] বাণিজ্য

[] পণ্ঠতঞ্ঝপ্ট সৈবা

[] বিনিময়

উত্তর: []

 

৩৯. উদ্দীপকে ব্যবসায়টির কোন বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে? (উচ্চতর দক্ষতা)

[] ব্যক্তিগত সহায়ক উপযোগ সৃষ্টি

[] রূপগত উপযোগ সৃষ্টি

[] লেনদেনের পৌরনঃপুণিকতা

[] অস্পর্শনীয় অবিচ্ছিন্ন

উত্তর: []

 

এইচএসসি ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর এবং সাজেশন পিডিএফ ডাউনলোড।

HSC Business Organization and Management 1st Paper (mcq) Multiple Choice Suggestion 2024 pdf download.

অধ্যায়-

৪০. ব্যবসায় পরিবেশের অভ্যন্তরীণ উপাদান কোনটি? [. বো. ১৫]

[] ক্রেতা

[] শ্রমিক-কর্মী

[] ঋণদাতা

[] প্রতিযোগী

উত্তর: []

 

৪১. পানি মাটি কোন ধরনের পরিবেশের উপাদান? [সি. বো. ১৫]

[] প্রাকৃতিক

[] রাজনৈতিক

[] অর্থনৈতিক

[] সামাজিক

উত্তর: []

 

৪২. ‘সমুদ্রসীমাকোন পরিবেশের অন্তর্ভুক্ত? (অনুধাবন) [বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ, চট্টগ্রাম]

[] রাজনৈতিক

[] সামাজিক

[] অর্থনৈতিক

[] আন্তর্জাতিক

উত্তর: []

 

৪৩. মনুষ্যসৃষ্ট সব উপাদান কোন পরিবেশের অন্তর্ভুক্ত? (অনুধাবন) [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]

[] অর্থনৈতিক পরিবেশ

[] সামাজিক পরিবেশ

[] রাজনৈতিক পরিবেশ

[] আইনগত পরিবেশ

উত্তর: []

 

৪৪. ‘মানবসম্পদকোন পরিবেশের উপাদান? [ঢা. বো. ১৬]

[] প্রাকৃতিক

[] অর্থনৈতিক

[] সামাজিক

[] প্রযুক্তিগত

উত্তর: []

 

৪৫. জাতীয় বাজেট কোন পরিবেশের অন্তর্ভুক্ত? (অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা; দনিয়া কলেজ, ঢাকা]

[] সামাজিক

[] অর্থনৈতিক

[] রাজনৈতিক

[] আইনগত

উত্তর: []

 

৪৬. ‘সুনামকোন পরিবেশের উপাদান? [রা. বো., কু. বো. ১৬]

[] অর্থনৈতিক

[] রাজনৈতিক

[] সামাজিক

[] প্রাকৃতিক

উত্তর: []

 

৪৭. বাংলাদেশে গার্মেন্টস শিল্প ব্যাপকভাবে গড়ে উঠতে নিচের কোন উপাদান অধিক ভূমিকা রেখেছে? (প্রয়োগ) [ঢাকা কমার্স কলেজ]

[] প্রাকৃতিক রাজনৈতিক

[] অর্থনৈতিক আইনগত

[] আইনগত সামাজিক

[] সামাজিক অর্থনৈতিক

উত্তর: []

 

৪৮. ‘সার্বভৌমত্বকোন পরিবেশের অন্তর্ভুক্ত? (জ্ঞান) [. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা]

[] আইনগত

[] সামাজিক

[] রাজনৈতিক

[] অর্থনৈতিক

উত্তর: []

 

৪৯. বাংলাদেশের মানুষের দারিদ্র্যসীমার নিচে বসবাসে কোন পরিবেশের প্রভাব অধিক? (অনুধাবন) [রংপুর সরকারি কলেজ]

[] অর্থনৈতিক

[] রাজনৈতিক

[] সামাজিক

[] প্রাকৃতিক

উত্তর: []

 

৫০. বাংলাদেশে পোশাক শিল্প ব্যাপকভাবে গড়ে উঠার কারণ কী? [কু. বো. ১৫]

[] কাঁচামালের প্রাচুর্য

[] মূলধনের প্রাপ্যতা

[] সস্তা জনশক্তি

[] উন্নত প্রযুক্তি

উত্তর: []

 

৫১. জনগণের জন্য ক্ষতিকর ইটের ভাটা নির্মাণ করায় এলাকাবাসীর আবেদনে সাড়া দিয়ে এলাকার চেয়ারম্যান তা বন্ধ করার উদ্যোগ নেন। এটি ব্যবসায়ের কোন পরিবেশের প্রভাবে হয়েছে? (প্রয়োগ) [বি এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]

[] অর্থনৈতিক

[] সামাজিক

[] রাজনৈতিক

[] আইনগত

উত্তর: []

 

৫২. পরিবেশ মানব সম্পদকে রক্ষার জন্য অতীব জরুরি কোনটি? (অনুধাবন) [বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ]

[] অধিক খাদ্য উৎপাদন

[] রাসায়নিক সারের প্রয়োগ

[] খাদ্যে রাসায়নিক ব্যবহার নিয়ন্ত্রণ

[] প্রকৃতিনির্ভর উৎপাদশীলতা হ্রাস

উত্তর: []

 

৫৩. পরিবেশ দ্বারা প্রভাবিত হয়- (অনুধাবন) [অগ্রণী বিদ্যালয় মহাবিদ্যালয়, রাজশাহী]

i. মানুষের জীবনধারা আচার-আচরণ

ii. শিক্ষা, সংস্কৃতি অর্থনীতি

iii. ব্যবসা-বাণিজ্য শিল্প

 

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

[] ii iii

[] i, ii iii

উত্তর: []

 

৫৪. বাংলাদেশে অর্থনৈতিক পরিবেশ উন্নয়নে পদক্ষেপ হতে পারে- (উচ্চতর দক্ষতা) [. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা]

i. শেয়ারবাজারকে গতিশীল করা

ii. জনগণকে সঞ্চয়ে আগ্রহী করা

iii. বিভিন্ন সামাজিক প্রতষ্ঠান স্থাপন

 

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

[] ii iii

[] i, ii iii

উত্তর: []

 

৫৫. বিজ্ঞান প্রযুক্তিগত উন্নয়নে গবেষণা অপ্রতুল হবার কারণ- (উচ্চতর দক্ষতা) [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ, রংপুর]

i. কারিগরি জ্ঞানের অভাব

ii. কারিগরি জ্ঞান ব্যবহারের সীমাবদ্ধতা

iii. লাল ফিতার দৌরাত্ম্য না থাকা

 

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

[] ii iii

[] i, ii iii

উত্তর: []

 

উদ্দীপকটি পড়ো এবং ৫৬ ৫৭ নং প্রশ্নের উত্তর দাও।

আনিলা হক একটি বুটিক প্রতিষ্ঠানের মালিক। সরকারি সাহায্য সহযোগিতায় এবং এনজিওগুলোর নিকট হতে সহজ শর্তে ঋণ পাওয়ায় ভালোভাবে ব্যবসায় পরিচালনা করে আসছেন। কিন্তু বর্তমান সময়ে রুচি চাহিদা পরিবর্তন হওয়ায় তিনি চিন্তিত।

[আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী]

 

৫৬. আনিলা হকের সাফল্যে পরিবেশের কোন উপাদান মুখ্য ভূমিকা পালন করেছে? (প্রয়োগ)

[] রাজনৈতিক

[] সামাজিক

[] অর্থনৈতিক

[] প্রযুক্তিগত

উত্তর: []

 

৫৭. পরিবর্তিত পরিস্থিতিতে আনিলা হক করতে পারেন- (উচ্চতর দক্ষতা)

i. ব্যবসায় গুটিয়ে নিবেন

ii. চাহিদামাফিক পণ্য উৎপাদন করবেন

iii. পণ্যের গুণগত মান বৃদ্ধি করবেন

 

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] ii iii

[] i iii

[] i, ii iii

উত্তর: []

 

উদ্দীপকটি পড়ো এবং ৫৮ ৫৯ নং প্রশ্নের উত্তর দাও।

দেশটিতে এখন আর হরতালের কোনো গুরুত্ব নেই। কারণে ব্যবসায় পরিবেশ উন্নত হয়েছে।

[বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা]

 

৫৮. উদ্দীপকে মূলত কোন পরিবেশ সম্পর্কে আলোকপাত করা হয়েছে?

[] রাজনৈতিক

[] সামাজিক

[] অর্থনৈতিক

[] আইনগত

উত্তর: []

 

৫৯. উদ্দীপকের ব্যবসায় পরিবেশের যেসব উপাদানের উন্নতি হবে-

i. প্রাকৃতিক

ii. রাজনৈতিক

iii. অর্থনৈতিক

 

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

[] ii iii

[] i, ii iii

উত্তর: []

 

এইচএসসি ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর এবং সাজেশন পিডিএফ ডাউনলোড।

HSC Business Organization and Management 1st Paper (mcq) Multiple Choice Suggestion 2024 pdf download.

অধ্যায়-

৬০. অন্যান্য ব্যবসায় সংগঠনের তুলনায় একমালিকানা ব্যবসায়ে ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের সুযোগ বেশি কেন? (অনুধাবন) [ঢাকা ইমপিরিয়াল কলেজ]

[] স্বল্প মূলধন হওয়ায়

[] মালিক নিএজই বঞ্ঝবসাএয়র পরিচালক নিয়স্যক বএল

[] অসীম দায়ের কারণে

[] মুনাফার একক মালিকানা হওয়ায়

উত্তর: []

 

৬১. কোন ধরনের ব্যবসায়ে প্রত্যক্ষ তত্ত্বাবধান বা ব্যবস্থাপনা দরকার? (জ্ঞান) [জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ, ঘাটাইল, টাঙ্গাইল]

[] একমালিকানা

[] সমবায়

[] রাষ্ট্রীয়

[] কোম্পানি

উত্তর: []

 

৬২. দায়িত্বের দিক থেকে কোন ব্যবসায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? [. বো. ১৬; ঢা. বো., . বো. ১৫]

[] পাবলিক লি.

[] একমালিকানা

[] সমবায়

[] প্রাইভেট লি.

উত্তর: []

 

৬৩. নিজস্ব ব্যবস্থাপনা কোন ব্যবসায় সংগঠনের বৈশিষ্ট্য? (জ্ঞান) [কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, নাটোর]

[] একমালিকানা

[] অংশীদারি

[] যৌথ মূলধনী

[] সমবায়

উত্তর: []

 

৬৪. কোন ধরনের ব্যবসায়ে মালিক একা মুনাফা ভোগ করে এবং মূলধন একাই সরবরাহ করে? (জ্ঞান) [সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা]

[] একমালিকানা

[] যৌথ মূলধনী

[] অংশীদারি

[] সমবায় সমিতি

উত্তর: []

 

৬৫. একমালিকানা ব্যবসায়ে যাবতীয় ঝুঁকি দায়-দায়িত্ব কাকে বহন করতে হয়?

(জ্ঞান) [রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ]

[] পরিচালনা পর্ষদকে

[] মালিককে

[] ব্যবস্থাপককে

[] অংশীদারদেরকে

উত্তর: []

 

৬৬. একমালিকানা ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান) [শহীদ রমিজউদ্দিন কলেজ, ঢাকা]

[] সহজ গঠন

[] একক মালিকানা

[] স্বল্প পুঁজির ব্যবসায়

[] একক মুনাফা ভোগ

উত্তর: []

 

৬৭. কোন ব্যবসায়ে ঝুঁকির পরিমাণ সবচেয়ে বেশি? [. বো. ১৫]

[] একমালিকানা ব্যবসায়

[] পাবলিক লিমিটেড কোম্পানি

[] অংশীদারি ব্যবসায়

[] প্রাইভেট লি. কো.

উত্তর: []

 

৬৮. একমালিকানা ব্যবসায়ের সুবিধা বহির্ভূত কোনটি? [ঢা. বো. ১৫]

[] ঝুঁকির স্বল্পতা

[] ব্যক্তিসামর্থ্য

[] দ্রুত সিদ্ধান্ত

[] কর্তৃত্ব নিয়ন্ত্রণ

উত্তর: []

 

৬৯. কোন ব্যবসায়ে মালিকানা ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য? (জ্ঞান) [. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা]

[] প্রাইভেট লি. কোম্পানি

[] পাবলিক লি. কোম্পানি

[] একমালিকানা

[] সমবায় সমিতি

উত্তর: []

 

৭০. কী কারণে একমালিকানা ব্যবসায়ের বিরুদ্ধে মামলা করা যায় না? [. বো. ১৫]

[] অসীম দায়

[] আইনগত সত্তার অভাব

[] ক্ষুদ্র আয়তন

[] একক মালিকানা

উত্তর: []

 

৭১. একজন স্বাধীনচেতা ব্যক্তির নিকট কোন ধরনের ব্যবসায় সর্বোত্তম? (জ্ঞান) [কাদিরাবাদ ক্যান্টনমেন্ট সাফার কলেজ, নাটোর]

[] একমালিকানা ব্যবসায়

[] সমবায় সমিতি

[] প্রাইভেট লি. কোম্পানি

[] খুচরা ব্যবসায়

উত্তর: []

 

৭২. শাকসবজি বা পচনশীল দ্রব্যের বেচা-কেনা কেন একমালিকানা ব্যবসায়ে বেশি পরিলক্ষিত হয়?

(অনুধাবন) [সরকারি এমএম সিটি কলেজ, খুলনা]

[] ভোক্তাদের দৈনন্দিন প্রয়োজন

[] স্বল্প পুঁজির বিনিয়োগ

[] আয়ুষ্কাল ক্ষণস্থায়ী

[] অত্যধিক মুনাফা

উত্তর: []

 

৭৩. একমালিকানা ব্যবসায়ের সফলতার পিছনে কারণ হলো- (উচ্চতর দক্ষতা) [সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ; হাটহাজারী কলেজ, চট্টগ্রাম]

i. সিদ্ধান্ত দ্রুত গ্রহণ কার্যকর করা যায়

ii. এক্ষেত্রে মালিকের উৎসাহ অনেক বেশি থাকে

iii. মালিক প্রয়োজনে সহজে মূলধন সংস্থান করতে পারে

 

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

[] ii iii

[] i, ii iii

উত্তর: []

 

৭৪. একমালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ- (অনুধাবন) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]

i. গঠনে সহজতা

ii. অল্প পুঁজি

iii. অসীম দায়

 

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

[] ii iii

[] i, ii iii

উত্তর: []

 

উদ্দীপকটি পড়ো এবং ৭৫ ৭৬ নং প্রশ্নের উত্তর দাও।

রাইয়ান ভালো ছবি আঁকতে পারে। সে ব্যবসায়ী হতে চায়। [বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা]

 

৭৫. রাইয়ানের জন্য কোন ধরনের ব্যবসায় উপযোগী হবে? (প্রয়োগ)

[] সমিতি

[] অংশীদারি

[] কোম্পানি

[] একমাীলকানা

উত্তর: []

 

৭৬. রাইয়ানকে উপযুক্ত ব্যবসায়ী হতে হলে কোন পত্র সংগ্রহ করতে হবে? (উচ্চতর দক্ষতা)

[] নিবন্ধনপত্র

[] ট্রেড লাইসেন্স

[] চুক্তিপত্র

[] স্মারকলিপি

উত্তর: []

 

উদ্দীপকটি পড়ো এবং ৭৭ ৭৮ নং প্রশ্নের উত্তর দাও।

আরিফ বেইলী রোডে একটি ওষুধের দোকান দিল। এলাকায় ওষুধের দোকান ছাড়া সবধরনের দোকান ছিল। তার দোকানে জন লোক কর্মরত। দিন দিন তার ব্যবসায়টি সমৃদ্ধি লাভ করে। [ঢাকা সিটি কলেজ]

 

৭৭. আরিফের ব্যবসায়টি কোন ধরনের? (প্রয়োগ)

[] একমালিকানা

[] অংশীদারি

[] প্রাইভেট লি. কো.

[] যৌথ উদ্যোগে ব্যবসায়

উত্তর: []

 

৭৮. আরিফের ব্যবসায় দিনে দিনে উন্নতির কারণ হলো- (উচ্চতর দক্ষতা)

i. বেইলী রোডে অবস্থান

ii. প্রতিযোগী না থাকা

iii. কর্মচারীর সংখ্যা বেশি হওয়া

 

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] ii iii

[] i iii

[] i, ii iii

উত্তর: []

 

উদ্দীপকটি পড়ো এবং ৭৯ ৮০ নং প্রশ্নের উত্তর দাও।

শাম্মা আক্তার একটা বুটিক প্রতিষ্ঠানের মালিক। তার কাজের বিশেষ বৈশিষ্ট্য হলো তিনি কাপড়ে বাংলা বর্ণমালা সুন্দরভাবে উপস্থাপন করেন। শাম্মা আক্তারের সাফল্য দেখে এখন অনেকেই এরূপ ডিজাইন করছে। তাই তিনি প্রতিযোগিতার সম্মুখীন।

[সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ]

 

৭৯. শাম্মা আক্তারের সাফল্যের মুখ্য কারণ কোনটি? (প্রয়োগ)

[] কর্মে স্বাধীনতা

[] একক সিদ্ধান্ত

[] একচেটিয়া ব্যবসায়

[] ব্যক্তিগত নৈপুণ্য

উত্তর: []

 

৮০. প্রতিযোগিতায় সাফল্য অর্জনে শাম্মা আক্তার করতে পারেন- (উচ্চতর দক্ষতা)

i. নতুন নতুন বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠা

ii. বাজারজাতকরণ প্রসার কার্যক্রম গ্রহণ

iii. পণ্যের উৎকর্ষতা বৃদ্ধি

 

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

[] ii iii

[] i, ii iii

উত্তর: []

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.