HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন সাজেশন অধ্যায় ৪-৬
এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর এবং সাজেশন পিডিএফ ডাউনলোড।
HSC Business Organization and Management 1st Paper (mcq) Multiple Choice Suggestion 2024 pdf download.
অধ্যায়-৪
৮১. অংশীদারি ব্যবসায়ের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? [ব. বো. ১৬]
[ক] মূলধনের প্রাচুর্যতা
[খ] সততা
[গ] পারস্পরিক আস্থা ও বিশ্বাস
[ঘ] আইনগত সত্তা
উত্তর: [গ]
৮২. বিশ্বাস ও আস্থা কথাটি কোন ধরনের ব্যবসায় ক্ষেত্রে বেশি প্রযোজ্য? [চ. বো. ১৫]
[ক] অংশীদারি ব্যবসায়
[খ] যৈত্র^ মূলধনী কৈাজ্ঞক্সানি
[গ] সমবায় সমিতি
[ঘ] রাষ্ট্রীয় ব্যবসায়
উত্তর: [ক]
৮৩. কোন ব্যবসায় সংগঠনের পারস্পরিক প্রতিনিধিত্ব বিদ্যমান? [য. বো. ১৫]
[ক] একমালিকানা
[খ] অংশীদারি
[গ] যৌথ মূলধনী
[ঘ] রাষ্ট্রীয়
উত্তর: [খ]
৮৪. অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি নিচের কোনটি? [ঢা. বো., রা. বো. ১৬]
[ক] শরিকানা
[খ] চুক্তি
[গ] অর্থ
[ঘ] বিশ্বাসের সম্পর্ক
উত্তর: [খ]
৮৫. অংশীদারি ব্যবসায়ের স্থায়িত্বের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে কোনটি? [ব. বো. ১৫]
[ক] অংশীদারি পারস্পরিক আস্থা ও বিশ্বাস
[খ] লিখিত চুক্তিপত্র
[গ] নিবন্ধিত চুক্তিপত্র
[ঘ] আদালত
উত্তর: [ক]
৮৬. কোনটি অংশীদারি ব্যবসায়ের সুবিধা? (জ্ঞান) [ঢাকা কমার্স কলেজ]
[ক] অসীম দায়
[খ] চুক্তিবদ্ধ সম্পর্ক
[গ] ঝুঁকি বণ্টন
[ঘ] অধিক জনআস্থা
উত্তর: [গ]
৮৭. সীমিত অংশীদারি আইন কত সালের? (জ্ঞান) [বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা]
[ক] ১৬০৭
[খ] ১৮০৭
[গ] ১৯০৭
[ঘ] ১৯১৮
উত্তর: [গ]
৮৮. যে অংশীদার ব্যবসায়ের শুধু মূলধন যোগান দেয় কিন্তু কার্য পরিচালনায় অংশ নেয় না তাকে কী বলা হয়? (জ্ঞান) [সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ; নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ]
[ক] সক্রিয় অংশীদার
[খ] নামমাত্র অংশীদার
[গ] আপাতদৃষ্টিতে অংশীদার
[ঘ] নিষিক্রয় অংশীদার
উত্তর: [ঘ]
৮৯. অংশীদারি সংগঠন এর মূল উপাদান কী? (জ্ঞান) [মাইলস্টোন কলেজ, ঢাকা; সান্তাহার সরকারি কলেজ, বগুড়া]
[ক] মুনাফা অর্জন
[খ] চুক্তিবদ্ধ সম্পর্ক
[গ] সদস্য সংখ্যা
[ঘ] অধিক পুঁজি
উত্তর: [খ]
৯০. অংশীদারি ব্যবসায় পরিচালনায় দিকনির্দেশক হিসেবে কাজ করে কোনটি? (জ্ঞান) [ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা; শ্রীনগর সরকারি কলেজ, মুন্সীগঞ্জ; রংপুর সরকারি কলেজ]
[ক] চুক্তিপত্র
[খ] সদ্বিশ্বাস
[গ] সদস্যদের যোগ্যতা
[ঘ] সুসম্পর্ক
উত্তর: [ক]
৯১. কোন অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক? (জ্ঞান) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ; দিনাজপুর সরকারি কলেজ]
[ক] সাধারণ
[খ] সীমিত
[গ] ঐচ্ছিক
[ঘ] বিশেষ
উত্তর: [খ]
৯২. অংশীদারি সংগঠনের চুক্তি কখন আইনগত দলিলে পরিণত হয়? [রা. বো., দি. বো. ১৫]
[ক] চুক্তি লিখিত হলে
[খ] চুক্তিটি মৌখিক হলে
[গ] চুক্তিটি নিবন্ধিত হলে
[ঘ] নিবন্ধনের জন্য আবেদন করলে
উত্তর: [গ]
৯৩. কোন উপাদানের অভাবে নাবালক বিমা চুক্তি করতে পারে না? (জ্ঞান) [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] আইনগত সম্পর্ক
[খ] বিমাযোগ্য স্বার্থ
[গ] প্রিমিয়াম প্রদান
[ঘ] চুক্তি সম্পাদনের যোগ্যতা
উত্তর: [ঘ]
৯৪. মূলধন দেয় না অথচ সক্রিয়ভাবে ব্যবসায়ের কাজে অংশ নেয় এমন অংশীদারকে কী বলে? (জ্ঞান) [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] সক্রিয় অংশীদার
[খ] কর্মী অংশীদার
[গ] আচরণে অনুমিত অংশীদার
[ঘ] নামমাত্র অংশীদার
উত্তর: [খ]
৯৫. কোন শর্তসাপেক্ষে একজন অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে অংশীদারি ব্যবসায়ের অংশীদার বানানো যায়? (অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] মূলধন সরবরাহের শর্তে
[খ] দায় গ্রহণের শর্তে
[গ] মুনাফা প্রদানের শর্তে
[ঘ] বাড়তি যোগ্যতার শর্তে
উত্তর: [গ]
৯৬. রাহাত ও রাজন একত্রে একটি ব্যবসায় করে। সম্প্রতি তাদের মধ্যে চুক্তির বিলুপ্তি হয়েছে। ফলে ব্যবসায়ের কোন ধরনের বিলোপসাধন হবে? (প্রয়োগ) [মীরপুর গার্লস আই. ল্যাব. ইনস্টিটিউট, ঢাকা]
[ক] ঐচ্ছিক
[খ] বাধ্যতামূলক
[গ] বিজ্ঞপ্তি দ্বারা
[ঘ] আদালত কর্তৃক
উত্তর: [ঘ]
৯৭. অংশীদারি প্রতিষ্ঠানে ন্যূনতম সদস্য ২ জন রাখা সম্ভব না হলে কীভাবে বিলোপসাধন হবে? (অনুধাবন) [খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] আদালত কর্তৃক
[খ] বিজ্ঞপ্তি দ্বারা
[গ] বিশেষ ঘটনার প্রেক্ষিতে
[ঘ] বাধ্যতামূলক
উত্তর: [ঘ]
৯৮. অংশীদারি ব্যবসায় উদ্ভবের মূল কারণ-[ব. বো. ১৫]
i. পুঁজির স্বল্পতা দূরীকরণ
ii. দক্ষতার সমাবেশ ঘটানো
iii. অপেক্ষাকৃত বৃহদায়তন ব্যবসায় করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]
৯৯. অংশীদারি ব্যবসায়ের সুবিধা হলো- [সি. বো. ১৫]
i. দলগত সিদ্ধান্ত
ii. চিরন্তন অস্তিত্ব
iii. ঝুঁকি বণ্টন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]
১০০. অংশীদারি চুক্তিপত্র হতে পারে- [ঢা. বো. ১৬]
i. মৌখিক
ii. লিখিত
iii. নিবন্ধিত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]
১০১. অংশীদার ব্যবসায়ের বাধ্যতামূলক বিলোপসাধন ঘটে- (অনুধাবন) [সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা; মীরপুর গার্লস আই. ল্যাব. ইনস্টিটিউট, ঢাকা]
i. নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে
ii. একজন ব্যতীত সকল অংশীদার দেউলিয়া হলে
iii. আইনের পরিবর্তনে ব্যবসায়ের উদ্দেশ্য অবৈধ বিবেচিত হলে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]
১০২. অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধনের কারণ হলো- (অনুধাবন) [স্কলার্সহোম, সিলেট; বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম; তেজগাঁও কলেজ, ঢাকা]
i. অংশীদারের মৃত্যু
ii. ক্রমাগত লোকসান
iii. মালিকানা হস্তান্তর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]
উদ্দীপকটি পড়ো এবং ১০৩ ও ১০৪ নং প্রশ্নের উত্তর দাও।
২০১০ সালে মি. শহীদ, মি. শামীম ও মি. শাহীন চুক্তিবদ্ধ হয়ে দুই বছরের জন্য ‘নাহার পোলট্রি ফার্ম’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি উত্তরোত্তর সাফল্য লাভ করলেও প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে তারা শঙ্কিত। [চ. বো. ১৫]
১০৩. নাহার পোলট্রি ফার্মটি কোন ধরনের অংশীদারি ব্যবসায় সংগঠন?
[ক] সীমাবদ্ধ
[খ] ঐচ্ছিক
[গ] নির্দিষ্ট
[ঘ] অনির্দিষ্ট
উত্তর: [গ]
১০৪. উদ্দীপকে ফার্মটির উল্লিখিত সময়ের পর বিলোপসাধনের উপযুক্ত উপায় কী?
[ক] সকলে একমত হয়ে
[খ] বিশেষ ঘটনার প্রেক্ষিতে
[গ] বাধ্যতামূলকভাবে
[ঘ] আদালতের আদেশ অনুসারে
উত্তর: [খ]
উদ্দীপকটি পড়ো এবং ১০৫ ও ১০৬ নং প্রশ্নের উত্তর দাও।
ফয়সাল, সামিন ও তারেক অংশীদারি ব্যবসায়ের সাথে জড়িত। ফয়সাল ও সামিন ব্যবসায় পরিচালনায় সক্রিয়। [চ. বো. ১৬]
১০৫. তারেক কোন ধরনের অংশীদার?
[ক] সীমিত দায় অংশীদার
[খ] নামমাত্র অংশীদার
[গ] নিষিক্রয় অংশীদার
[ঘ] প্রতিবদ্ধ অংশীদার
উত্তর: [গ]
১০৬. তারেকের দায় কোন প্রকৃতির?
[ক] অসীম
[খ] সীমিত
[গ] দায়হীন
[ঘ] মুনাফার সমান
উত্তর: [ক]HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন সাজেশন অধ্যায় ৬-১২
এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর এবং সাজেশন পিডিএফ ডাউনলোড।
HSC Business Organization and Management 1st Paper (mcq) Multiple Choice Suggestion 2024 pdf download.
অধ্যায়-৫
১০৭. কোন সংগঠনের মালিকানা হতে ব্যবস্থাপনা আলাদা? (জ্ঞান) [ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ]
[ক] একমালিকানা
[খ] অংশীদারি
[গ] যৌথ মূলধনী
[ঘ] হোল্ডিং
উত্তর: [গ]
১০৮. কোনটি কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য বহির্ভূত? (অনুধাবন) [ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজ, পার্বতীপুর, দিনাজপুর]
[ক] সদস্যদের অসীম দায়
[খ] পৃথক ও স্বাধীন সত্তা
[গ] শেয়ার ক্রয়ের মাধ্যমে মালিকানা
[ঘ] মালিকানা ও ব্যবস্থাপনার ভিন্নতা
উত্তর: [ক]
১০৯. কোম্পানির অস্তিত্বের প্রকৃতির সাথে নিম্নের কোনটির মিল রয়েছে? (জ্ঞান) [দিনাজপুর সরকারি কলেজ]
[ক] স্বল্পমেয়াদি
[খ] চিরন্তন
[গ] মধ্যমেয়াদি
[ঘ] দীর্ঘস্থায়ী
উত্তর: [খ]
১১০. যৌথ মূলধনী কোম্পানির আইনগত বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান) [কুমিল্লা কমার্স কলেজ]
[ক] কৃত্রিম ব্যক্তিসত্তা
[খ] উদ্দেশ্যের নির্দিষ্টতা
[গ] জনগণের আস্থা
[ঘ] আমলাতান্ত্রিকতা
উত্তর: [ক]
১১১. কৈান কৈাজ্ঞক্সানি পরিচালনার জনঞ্ঝ কমপএপ্ট ২ জন পরিচালক থাকতে হবে? (জ্ঞান) [হলি ক্রস কলেজ, ঢাকা]
[ক] একমালিকানা
[খ] অংশীদারি
[গ] প্রাইভেট লিমিটড
[ঘ] পাবলিক লিমিটেড
উত্তর: [গ]
১১২. হোল্ডিং কোম্পানি তার অধস্তন সাবসিডিয়ারি কোম্পানির ন্যূনতম কতভাগ শেয়ারের মালিক থাকে? (জ্ঞান) [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া]
[ক] ৪৯%
[খ] ৫১%
[গ] ৬০%
[ঘ] ৬১%
উত্তর: [খ]
১১৩. সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ কোম্পানিকে কী বলা হয়? (জ্ঞান) [সরকারি এম এম কলেজ, যশোর]
[ক] প্রাইভেট লিমিটেড
[খ] পাবলিক লিমিটেড
[গ] অসীম দায়সম্পন্ন
[ঘ] সাধারণ পরিমিত যৌথ মূলধনী
উত্তর: [খ]
১১৪. রাজকীয় বিশেষ ঘোষণা বলে প্রতিষ্ঠিত কোম্পানিকে কী বলে? (জ্ঞান) [সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা]
[ক] সনদপ্রাপ্ত কোং
[খ] সংবিধিবদ্ধ কোং
[গ] নিবন্ধিত যৌথ মূলধনী কোং
[ঘ] অংশীদারি
উত্তর: [ক]
১১৫. কোনটিকে যৌথ মূলধনী কোম্পানির সংবিধান বলা হয়? (জ্ঞান) [অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রাজশাহী]
[ক] নিবন্ধনপত্র
[খ] স্মারকলিপি
[গ] বিবরণপত্র
[ঘ] প্রত্যয় পত্র
উত্তর: [খ]
১১৬. স্মারকলিপির শেষ ধারা বা অংশ কোনটি? (অনুধাবন) [বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা]
[ক] উদ্দেশ্য
[খ] দায়
[গ] মূলধন
[ঘ] সম্মতি
উত্তর: [ঘ]
১১৭. নিম্নলিখিত কোন কারণে মূলধন ধারায় পরিবর্তন আনা যায়? (জ্ঞান) [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] মূলধন বৃদ্ধি
[খ] মূলধন হ্রাস
[গ] শেয়ার মূল্য বৃদ্ধি
[ঘ] বোনাস শেয়ার ইস্যু
উত্তর: [ক]
১১৮. পাবলিক লিমিটেড কোম্পানিকে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় কেন? (অনুধাবন) [সরকারি সিটি কলেজ, রাজশাহী]
[ক] কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য
[খ] নিবন্ধনপত্র সংগ্রহের জন্য
[গ] শেয়ার বণ্টনের জন্য
[ঘ] দলিলপত্র প্রস্তুত করার জন্য
উত্তর: [ক]
১১৯. কোন সংগঠনটি বিবরণপত্রের বিকল্প বিবৃতি প্রকাশ করে? (অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] সমবায় সমিতি
[খ] প্রাইভেট লি. কোম্পানি
[গ] রাষ্ট্রীয় ব্যবসায়
[ঘ] পাবলিক লি. কোম্পানি
উত্তর: [ঘ]
১২০. কোম্পানির পরিচালক হতে হলে সাধারণত কোন শেয়ার ক্রয় করতে হয়? (জ্ঞান) [শহীদ মশিয়ূর রহমান ডিগ্রী কলেজ, যশোর]
[ক] সাধারণ
[খ] সঞ্চয়ী অগ্রাধিকার
[গ] বিলম্বিত
[ঘ] অংশগ্রহণকারী অগ্রাধিকার
উত্তর: [ক]
১২১. কোম্পানির মালিকদের কী বলা হয়? (জ্ঞান) [শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহ]
[ক] কর্মী
[খ] পরিচালক
[গ] ব্যবস্থাপক
[ঘ] শেয়ারহোল্ডার
উত্তর: [ঘ]
১২২. কোম্পানি বিলোপসাধনকালে ঋণপত্র মালিকদের দাবি মিটানো হয় কখন? (জ্ঞান) [সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল]
[ক] সবার আগে
[খ] সবার শেষে
[গ] ঋণের দাবি মিটানোর পর
[ঘ] অগ্রাধিকার শেয়ারের দাবি মিটানোর পর
উত্তর: [ক]
১২৩. বাংলাদেশে বর্তমানে কয়টি শেয়ারবাজার রয়েছে? (জ্ঞান) [খিলগাঁও গালর্স স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] ২
[খ] ৪
[গ] ৬
[ঘ] ৮
উত্তর: [ক]
১২৪. কোম্পানির সিদ্ধান্ত গ্রহণ জটিল ও সময়সাপেক্ষ হওয়ার কারণ হলো- (অনুধাবন) [সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা]
i. নানাবিধ নিয়ম-
কানুন পালন করতে হয়
ii. ব্যবস্থাপনায় অধিক লোক থাকে
iii. শেয়ারহোল্ডারদের সাধারণ সভা আহবান করতে হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]
১২৫. সনদ প্রাপ্ত কোম্পানি- (অনুধাবন) [নটর ডেম কলেজ, ঢাকা]
i. ইস্ট ইন্ডিয়া কোম্পানি
ii. মষ্কোভা কোম্পানি
iii. হাডসন বে কোম্পানি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]
১২৬. কোম্পানি গঠনের দলিলপত্র প্রণয়ন পর্যায়ে উদ্যোক্তাগণ যে গুরুত্বপূর্ণ দলিল প্রণয়ন করেন তা হলো- (অনুধাবন) [পটুয়াখালী সরকারি কলেজ]
i. স্মারকলিপি
ii. বিবরণপত্র
iii. পরিমেল নিয়মাবলি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]
১২৭. স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলির মধ্যে কোন বিরোধ দেখা দিলে- (অনুধাবন) [সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা]
i. পরিমেল নিয়মাবলি সংশোধন করা যায়
ii. স্মারকলিপি বহাল থাকে
iii. স্মারকলিপি পরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]
১২৮. তৃশা কোম্পানি নিবন্ধিত হওয়ার পর মূলধন সংগ্রহ করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। জনগণ বিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে বিনিয়োগের জন্য আবেদন করে। তৃশা কোম্পানি উক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে আহবান জানায়- (প্রয়োগ) [মাইলস্টোন কলেজ, ঢাকা]
i. শেয়ার ক্রয়ের
ii. যন্ত্রপাতি ক্রয়ের
iii. ঋণপত্র ক্রয়ের
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]
উদ্দীপকটি পড়ো এবং ১২৯ ও ১৩০ নং প্রশ্নের উত্তর দাও।
তিশা, ঐশী ও আরও তিন বান্ধবী মিলে একটি জুয়েলারি প্রতিষ্ঠান গড়ে তোলে। দেশে ও বিদেশে ব্যাপক চাহিদা থাকায় তারা বাজারে শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহ করে তাদের ব্যবসায়ের প্রসার ঘটানোর সিদ্ধান্ত নেয়। [চ. বো. ১৫]
১২৯. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের?
[ক] অংশীদারি
[খ] হোল্ডিং কোং
[গ] পাবলিক লি.
[ঘ] প্রাইভেট লি.
উত্তর: [ক]
১৩০. উদ্দীপকের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে যা করতে হবে তা হলো-
i. সদস্য সংখ্যা বৃদ্ধি
ii. কার্যারম্ভের অনুমতিপত্র গ্রহণ
iii. বিবরণপত্র প্রচারের ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]
উদ্দীপকটি পড়ো এবং ১৩১ ও ১৩২ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব অমিত সাহা পয়সার হাটে কাপড়ের ব্যবসায় শুরু করেছিলেন। কিছুদিন পরে আরও দুই বন্ধুকে অংশীদার হিসেবে নিয়ে ব্যবসায় অনেক বড় করেছেন। অতঃপর বিভিন্ন দেশে শাড়ি রপ্তানিও করেছেন। তারা অতিরিক্ত মূলধন সংগ্রহ করার জন্য ব্যবসায়টিকে পাবলিক লি. কোম্পানিতে পরিণত করতে চাচ্ছেন।
[দি. বো. ১৫]
১৩১. জনাব অমিতের ব্যবসায়টি কোন ধরনের ছিল?
[ক] একমালিকানা
[খ] অংশীদারি
[গ] যৌথ মূলধনী
[ঘ] সমবায়
উত্তর: [ক]
১৩২. উদ্দীপকে বর্ণিত মি. অমিত ও তার বন্ধুদের পক্ষে কোম্পানি গঠনের প্রধান অন্তরায় হলো-
[ক] মূলধনের অভাব
[খ] ন্যূনতম মূলধন
[গ] আইনগত জটিলতা
[ঘ] কার্যারম্ভের অনুমতি সংগ্রহে বাধা
উত্তর: [গ]
এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর এবং সাজেশন।
HSC Business Organization and Management 1st Paper (mcq) Multiple Choice Suggestion 2024 pdf download.
অধ্যায়-৬
১৩৩. উপমহাদেশে সমবায় আন্দোলন কত সালেএ শুরু হয়? (জ্ঞান) [বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ]
[ক] ১৮৯৫
[খ] ১৯০৪
[গ] ১৯১২
[ঘ] ১৯১৭
উত্তর: [ক]
১৩৪. কোন উদ্দেশ্যে সমবায় সমিতি গড়ে উঠে? (অনুধাবন) [ঢাকা কমার্স কলেজ]
[ক] সদস্যদের অর্থনৈতিক কল্যাণসাধন
[খ] জনগণের কল্যাণে ভূমিকা রাখা
[গ] মুনাফা অর্জনের সম্ভাবনা বাড়ানো
[ঘ] সমাজের উন্নয়নে অবদান বজায় রাখা
উত্তর: [ক]
১৩৫. সদস্যদের কল্যাণ কোন সংগঠনের মূল উদ্যেশ্য? (অনুধাবন) [কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, নাটোর]
[ক] অংশীদারি সংগঠন
[খ] একমালিকানা সংগঠন
[গ] সমবায় সংগঠন
[ঘ] কোম্পানি সংগঠন
উত্তর: [গ]
১৩৬. সমবায় অর্থ কী? (জ্ঞান) [শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহ]
[ক] সম্মিলিত প্রচেষ্টা
[খ] আর্থিক উন্নতি
[গ] সমাজসেবা
[ঘ] স্বার্থ রক্ষা
উত্তর: [ক]
১৩৭. সমবায় সমিতিতে সব সদস্যদের ভোটাধিকার সমান হওয়ার কারণ কী? (অনুধাবন) [বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম]
[ক] সমবায় সাম্যের প্রতীক বলে
[খ] সততা সমবায়ের নীতি বলে
[গ] সদস্যদের নৈকট্যের কারণে
[ঘ] সমশ্রেণির জনগোষ্ঠী হওয়ার কারণে
উত্তর: [ক]
১৩৮. সমবায় সমিতির সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? [রা. বো. ১৫]
[ক] ২
[খ] ৭
[গ] ১০
[ঘ] ২০
উত্তর: [ঘ]
১৩৯. সমবায়ের একজন সদস্য সর্বোচ্চ কী পরিমাণ শেয়ার ক্রয় করতে পারবে? (জ্ঞান) [সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ঢাকা; বিএন কলেজ, ঢাকা]
[ক] ৩%
[খ] ১৫%
[গ] ২০%
[ঘ] ২৫%
উত্তর: [গ]
১৪০. সমবায়ের অর্জিত মুনাফার কত অংশ বাধ্যতামূলকভাবে সমবায় উন্নয়ন তহবিলে সংরক্ষণ করতে হয়? [ঢা. বো., চ. বো. ১৫]
[ক] ৩%
[খ] ৫%
[গ] ১০%
[ঘ] ১৫%
উত্তর: [ক]
১৪১. সমবায় সমিতির গঠনতন্ত্র কোনটি? [ঢা. বো., সি. বো. ১৫]
[ক] চুক্তিপত্র
[খ] বিবরণপত্র
[গ] উপবিধি
[ঘ] স্মারকলিপি
উত্তর: [গ]
১৪২. সমবায় সমিতির সকল সদস্যদের ভোটাধিকার সমান হওয়া কোন নীতির প্রতিফলন? (জ্ঞান) [শ্রীনগর সরকারি কলেজ, মুন্সীগঞ্জ]
[ক] সাম্য
[খ] সততা
[গ] নৈকট্য
[ঘ] সমশ্রণি
উত্তর: [ক]
১৪৩. সাংগঠনিক স্তর ভিত্তিতে সমবায় সমিতি কত প্রকার? [দি. বো. ১৫]
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৬
উত্তর: [গ]
১৪৪. ভোক্তা সমবায় সমিতিতে সদস্যদের মধ্যে লভ্যাংশ কীভাবে বণ্টিত হয়? (জ্ঞান) [সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা]
[ক] মূলধন অনুপাতে
[খ] ক্রয় অনুপাতে
[গ] বিক্রয় অনুপাতে
[ঘ] ভোগ অনুপাতে
উত্তর: [খ]
১৪৫. কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতি গঠনে ন্যূনতম সদস্য সংখ্যা কত? (জ্ঞান) [আল-
হেরা একাডেমী স্কুল এন্ড কলেজ, পাবনা]
[ক] ৭ জন
[খ] ১০ জন
[গ] ১৫ জন
[ঘ] ২০ জন
উত্তর: [খ]
১৪৬. আম চাষিদের সমবায় সমিতি কোন ধরনের সমবায় সমিতি? (প্রয়োগ) [পিরোজপুর সরকারি মহিলা কলেজ]
[ক] ক্রয়
[খ] উৎপাদক
[গ] বিক্রয়
[ঘ] ভোক্তা
উত্তর: [খ]
১৪৭. কোন ধরনের সমবায় সমিতির নামের শেষে লিমিটেড যুক্ত হয়? (জ্ঞান) [শ্রীনগর সরকারি কলেজ, মুন্সীগঞ্জ]
[ক] বিমা
[খ] সসীম দায়
[গ] অসীম দায়
[ঘ] বহুমুখী
উত্তর: [খ]
১৪৮. মতিন সাহেব সমপেশাজীবী আরও ২০ জন ব্যক্তিকে নিয়ে তিনি একটি সমিতি গঠন করেন। উৎপাদক বা পাইকারদের নিকট থেকে পাইকারি দরে পণ্য ক্রয় করে তারা সামান্য লাভে তা সদস্যদের নিকট বিক্রয় করেন। তাদের প্রতিষ্ঠিত সমিতিটি কোন ধরনের? (প্রয়োগ) [বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস পাবলিক কলেজ, ঢাকা]
[ক] উৎপাদক সমবায় সমিতি
[খ] কৃষক সমবায় সমিতি
[গ] ভোক্তা সমবায় সমিতি
[ঘ] চাকরিজীবী সমবায় সমিতি
উত্তর: [গ]
১৪৯. বার্ড-এর প্রতিষ্ঠাতা কে?
(জ্ঞান) [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া; শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
[ক] ড. মুহাম্মদ ইউনূস
[খ] রাশেদা কে. চৌধুরী
[গ] ড. আখতার হামিদ খান
[ঘ] জহুরুল ইসলাম
উত্তর: [গ]
১৫০. সমবায় একাডেমির অন্যতম কাজ কোনটি? (জ্ঞান) [শহীদ মশিয়ূর রহমান ডিগ্রী কলেজ, যশোর]
[ক] প্রশিক্ষণ দান
[খ] মূলধন গঠন
[গ] পল্লী উন্নয়ন
[ঘ] নারীর ক্ষমতায়ন
উত্তর: [ক]
১৫১. বাংলাদেশের সমবায় সমিতিগুলো অদক্ষভাবে পরিচালিত হচ্ছে কেন? (অনুধাবন) [অধ্যাপক আবদুল মজিদ কলেজ, কুমিল্লা]
[ক] মূলধনের অভাবে
[খ] উদ্দীপনার অভাবে
[গ] বিদেশি সাহায্যের অভাবে
[ঘ] সঠিক দিকনির্দেশনার অভাবে
উত্তর: [ঘ]
১৫২. সমবায় সমিতির বৈশিষ্ট্য হলো- (অনুধাবন) [ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
i. পৃথক সত্তাবিশিষ্ট
ii. মুনাফা অর্জন মূল লক্ষ্য নয়
iii. নিবন্ধন বাধ্যতামূলক নয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]
১৫৩. বাংলাদেশের সমবায় সংগঠনের সাফল্য নিশ্চিত করার জন্য প্রয়োজন- (অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
i. জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণ
ii. নির্বাহীদের উচ্চতর পারিশ্রমিক প্রদান
iii. সদস্যদের সমবেত প্রচেষ্টা ও কর্মদ্যোম
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]
১৫৪. বাংলাদেশ সমবায় একাডেমি সমবায় উন্নয়নে যে অবদান রাখে তা হচ্ছে- (অনুধাবন) [ঢাকা সিটি কলেজ]
i. সদ্য নিয়োগপ্রাপ্ত বিসিএস ক্যাডার কর্মকর্তাদের প্রশিক্ষণ দান
ii. সমবায়ের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন গবেষণা কার্য পরিচালনা
iii. দৈশীয় ও আসবজট্টাতিক সৈমিনাএরর আএয়াজন করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]
উদ্দীপকটি পড়ো এবং ১৫৫ ও ১৫৬ নং প্রশ্নের উত্তর দাও।
মধুসূদন একজন জেলে। তিনি হাওর অঞ্চলের ৫৫ জন জেলেকে নিয়ে মাছের ন্যায্য দাম পাওয়ার উদ্দেশ্যে বিধি মোতাবেক একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তারা তাদের অর্জিত ৯০ ভাগ মুনাফা নিজেদের মধ্যে বণ্টন করতে চাইলে একজন সদস্য তা আইনগতভাবে সম্ভব নয় বলে জানান। [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
১৫৫. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের? (প্রয়োগ)
[ক] পাবলিক লি.
[খ] প্রাইভেট লি.
[গ] সমবায়
[ঘ] অংশীদারি
উত্তর: [গ]
১৫৬. সকল মুনাফা বণ্টনের আপত্তির কারণ- (উচ্চতর দক্ষতা)
i. সংরক্ষিত তহবিলে জমা
ii. উন্নয়ন তহবিলে জমা
iii. সদস্যদের দায় বৃদ্ধি
নিচের কোনটি ঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]
উদ্দীপকটি পড়ো এবং ১৫৭ ও ১৫৮ নং প্রশ্নের উত্তর দাও।
রসুলপুর এলাকার ৫০টি পরিবারের কর্তাব্যক্তিরা একত্রিত হয়ে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী পাওয়ার জন্য ‘প্রত্যাশা’ নামে একটি সমবায় সমিতি গঠন করেন। প্রতিষ্ঠানটি সরাসরি উৎপাদকের নিকট থেকে পণ্যসামগ্রী ক্রয় করে তা সদস্যদের মধ্যে বিক্রয় করেন। [কু. বো. ১৬]
১৫৭. উষ্টীপএক বণিট্টত সমবায় সমিতিটি কৈান ধরএনর?
[ক] উৎপাদক সমবায়
[খ] ক্রয় সমবায়
[গ] ভোক্তা সমবায়
[ঘ] বহুমুখী সমবায়
উত্তর: [গ]
১৫৮. উদ্দীপকে বর্ণিত সমবায় সমিতি থেকে সদস্যগণ যেসব সুবিধা পাবে-
i. সদ্যসদের আয় বৃদ্ধি
ii. ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তি
iii. বিপণন সুবিধা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]
No comments