এইচএসসি - সমাজকর্ম ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন ৮ম অধ্যায়

সমাজবিজ্ঞান
১ম পত্র ৮ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন

. ‘সামাজিক স্তরবিন্যাস বলতে মর্যাদা অনুযায়ী স্তরবিভাগকে বোঝায়’ — উক্তিটি কার?
ম্যাকাইভার পেজের
. মেরিলের
. পিতিরিম . সরোকিনের
. ডেভিস মুরের

. সামাজিক স্তরবিন্যাসের প্রধান কারণ কোনটি?
. সামাজিক উপাদান
. রাজনৈতিক উপাদান
অর্থনৈতিক উপাদান
. মানসিক উপাদান

. মার্কসের মতে কীসের ভিত্তিতে সামাজিক স্তরবিন্যাস হয়?
উৎপাদন উপকরণের মালিকানা
. অর্থনৈতিক অবস্থা
. ধর্মীয় মর্যাদা
. রাজনৈতিক অবস্থা

. ক্ষমতা খ্যাতির লোভের জন্য কোনটি দায়ী?
. নগরায়ণ
সামাজিক স্তরবিন্যাস
. শিল্পায়ন
. শিক্ষা

. “সামাজিক স্তরবিন্যাস বলতে সুযোগের অসম বণ্টন ব্যবস্থাকে বোঝায় যার অর্থ সমাজের যা কিছু ভালো, সমাজের সুযোগ সুবিধা, ক্ষমতা ইত্যাদি কতিপয় গোষ্ঠী অন্যদের তুলনায় বেশি মাত্রায় ভোগ করে।সংজ্ঞাটি কে দিয়েছেন?
. সরোকিন
. নিমকফ
. অগবার্ন
মেরিল

. অপবার্ন এবং নিমকক্ষ সামাজিক স্তরবিন্যাসকে কী বলে আখ্যা নিয়েছেন?
নিয়ন্ত্রিত অসাম্য
. কাল্পনিক অসাম্য
. অনিয়ন্ত্রিত অসাম্য
. যৌক্তিক অসাম্য

. ‘Society and Culture’ গ্রন্থটির রচয়িতা কে?
. সরোকিন
. নিমকফ
. অগবার্ন
মেরিল

. মেরিলের মতে, ঐতিহ্যশীল কোনো সমাজ সামাজিক স্তরবিন্যাস চাপিয়ে দেয়-
i.
অধিকাংশ সদস্যের সম্মতি সাপেক্ষে
ii.
অধিকাংশ সদস্যের ইচ্ছা ছাড়াই
iii.
অধিকাংশ সদস্যের অজান্তেই

নিচের কোনটি সঠিক?
. i ii
. i iii
● ii
iii
. i, ii iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০নং প্রশ্নের উত্তর দাও:
শ্যামপুর গ্রামের চৌধুরী সাহেব বিশাল ভূ-সম্পত্তির মালিক। গ্রামের প্রায় সকলেই তার জমি চাষ করে। সমাজের সবাই তার নির্দেশ অনুযায়ী চলে।

. শ্যামপুর গ্রামের সমাজব্যবস্থায় কী লক্ষ করা যায়?
. দাস প্রথার
. জাতিবর্ণ প্রথার
সামাজিক স্তরবিন্যাসের
. শ্রেণি মর্যাদা প্রথার

১০. আধুনিক শিল্পায়িত সমাজে চৌধুরী সাহেবের স্থলে অবস্থান করেছেন কারা?
. আমলা শ্রেণি
পুঁজিপতি শ্রেণি
. দাস মালিক
. সামন্ত প্রভু

নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ১২নং প্রশ্নের উত্তর দাও:
আঃ রহিম মিঞা বাজিতপুর গ্রামের বাসিন্দা। তাদের গ্রামে বিভিন্ন পেশার মানুষ বাস করে। কেউ চাকুরীজীবী, কেউ কৃষিজীবী, কেউ আবার মৎস্যজীবী।

১১. আঃ রহিম মিঞার গ্রামের সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
. দাস প্রথার
. জাতিবর্ণ প্রথার
সামাজিক স্তরবিন্যাসের
. শ্রেণি মর্যাদা প্রথার

১২. উক্ত বিষয়ের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায়-
i.
মাত্রায় অভিন্ন
ii.
সর্বজনীন
iii.
সামাজিক

নিচের কোনটি সঠিক?
. i ii
. i iii
● ii
iii
. i, ii iii

১৩. মার্কস সর্বহারাদের কয়টি পর্যায়ে বিভক্ত করেন?
দুই
. তিন
. চার
. পাঁচ

১৪. মার্কসের মতে, সমাজে কোন শ্রেণিটি বিপ্লবের জন্যে তৈরি হবে?
. শাসক শ্রেণি
. বণিক শ্রেণি
. ভূমিদাস শ্রেণি
শ্রমিক শ্রেণি

১৫. দাসপ্রথার আদর্শ নমুনা কোন সমাজে পাওয়া যায়?
. ভারতীয় সমাজে
গ্রিক সমাজে
. রোমান সমাজে
. মিশরীয় সমাজে

১৬. কোন সমাজে দাসদের উচ্চপদ লাভের উদাহরণ পাওয়া যায়?
ভারতীয় সমাজে
. গ্রিক সমাজে
. রোমান সমাজে
. মিশরীয় সমাজে

১৭. সমাজবিজ্ঞানীরা সামাজিক স্তরবিন্যাসকে কয় ভাগে করেছেন?
. দুই
. তিন
. পাঁচ
চার

১৮. সামাজিক স্তরবিন্যাসের প্রথম ধরন কোনটি?
দাস প্রথা
. এস্টেট
. জাতিবর্ণ প্রথা
. সামাজিক পদ মর্যাদা

১৯. দাসপ্রথা নির্ভর সমাজে দাসদের সামাজিক অবস্থা সম্পর্কে বর্ণনা দিয়েছেন কে?
. হব হাউস
নিবয়ের
. নিমকফ
. অগবান

২০. সামন্ত যুগের ফ্রীম্যানদের তুলনায় দাসদের অবস্থা কীরূপ ছিল?
. ফ্রীম্যানদের তুলনায় অনেক ওপরে ছিল
ফ্রীম্যানদের তুলনায় অনেক নিচে ছিল
. ফ্রীম্যানদের সমপর্যায়ের ছিল
. ফ্রীম্যানদের তুলনায় সামান্য খারাপ ছিল

২১. দাসরা কোন অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত ছিল?
. অর্থনৈতিক অধিকার
. সামাজিক অধিকার
. ধর্মীয় অধিকার
রাজনৈতিক অধিকার

২২. দাসদের উৎপাদনের জীবন্ত বা মানবরূপী হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছেন কে?
. সক্রেটিস
এরিস্টটল
. প্লেটো
. আলেকজান্ডার

২৩. কে যুদ্ধে পরাজিত শত্রুকে দাসে রূপান্তরিত করার পক্ষে যুক্তি দিয়েছেন?
. সক্রেটিস
এরিস্টটল
. প্লেটো
. আলেকজান্ডার

২৪. অনেকের যুক্তিতে দাসপ্রথার পতন ঘটার কারণ কী?
শ্রমের অদক্ষতা
. দাসদের বংশবৃদ্ধি না হওয়া
. দাস প্রথা লাভজনক না হওয়া
. সরকার কর্তৃক নিষিদ্ধ করা

২৫. কোথাকার দার্শনিকরা দাসপ্রথা তুলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন?
. গ্রিসের
রোমের
. ভারতের
. আমেরিকার

২৬. কোন সমাজে গৃহদাস প্রথা প্রচলিত ছিল?
ভারতীয় সমাজে
. গ্রিক সমাজে
. রোমান সমাজে
. মিশরীয় সমাজে

২৭. মধ্যযুগে কোথায় ব্যক্তির মর্যাদা জন্ম থেকেই নির্ধারিত ছিল?
ইউরোপে
. আফ্রিকায়
. আমেরিকায়
. এশিয়ায়

২৮. মধ্যযুগে ইউরোপে ক্ষমতা মর্যাদার উৎস ছিল কোনটি?
. রাজনীতি
. শিক্ষা
ভূমি
. শিল্পকারখানা

২৯. কোন শতাব্দীতে ভূমিদাস প্রথা বিস্তার লাভ করতে থাকে?
. দশম
. একাদশ
দ্বাদশ
. ত্রয়োদশ

৩০. এস্টেটগুলোর মধ্যে পার্থক্যের অন্যতম ভিত্তি কী ছিল?
. উৎপাদন কৌশলের ভিন্নতা
. কৃষি বা বাণিজ্যনীতির ভিন্নতা
ভূমিদাসদের অত্যাচার শান্তির ভিন্নতা
. রাষ্ট্রীয় আইন কানুনের ভিন্নতা

৩১. এস্টেটগুলো কীরূপ গোষ্ঠী ছিল?
. ধর্মীয়
. সাংস্কৃতিক
. সামাজিক
রাজনৈতিক

৩২. সনাতনী সামন্তবাদে কয়টি শ্রেণি বা এস্টেট লক্ষ করা যায়?
দুই
. তিন
. পাঁচ
. চার

৩৩. সামন্ত সমাজে প্রথম শ্রেণির এস্টেট কারা?
. অভিজাত শ্রেণি
যাজক শ্রেণি
. কৃষক শ্রেণি
. সাধারণ শ্রেণি

৩৪. সামন্ত সমাজে দ্বিতীয় শ্রেণির এস্টেট কারা?
অভিজাত শ্রেণি
. যাজক শ্রেণি
. কৃষক শ্রেণি
. সাধারণ শ্রেণি

৩৫. সামন্ত সমাজে তৃতীয় শ্রেণির এস্টেট কারা?
. অভিজাত শ্রেণি
. যাজক শ্রেণি
. কৃষক শ্রেণি
সাধারণ শ্রেণি

৩৬. সামন্ত সমাজে কারা বিচারের জন্য কোনো ধরনের অভিযোগ করতে পারত না?
. অভিজাত শ্রেণি
ভূমিদাস শ্রেণি
. কৃষক শ্রেণি
. সাধারণ শ্রেণি

৩৭. প্রতিটি এস্টেটের স্তরভুক্ত ব্যক্তিদের অধিকার কী দ্বারা নির্ধারিত ছিল?
. অর্থ
. শারীরিক সামর্থ্য
. মেধা
আইন

৩৮. কোন শতাব্দীতে ইউরোপে সামন্ত প্রথার বিলুপ্তি ঘটে?
. একাদশ শতাব্দীতে
দ্বাদশ শতাব্দীতে
. ত্রয়োদশ শতাব্দীতে
. চতুর্দশ শতাব্দীতে

৩৯. মার্কস কোনটির ভিত্তিতে সমাজের স্তরবিন্যাস সম্পর্কে ধারণা দিয়েছেন?
. শ্রেণি সংগ্রামের
. শ্রেণি বৈষম্যের
. বর্ণ বৈষম্যের
শ্রেণি বিন্যাসের

৪০. মার্কস কোন সমাজের শ্রেণি সম্পর্কিত আলোচনার ওপর বেশি মনোযোগ দেন?
. সমাজতন্ত্রী
ধনতন্ত্রী
. গণতন্ত্রী
. সামন্ততন্ত্রী

৪১. কার তত্ত্বানুযায়ী শ্রেণির প্রকৃতি উৎপাদন পদ্ধতির ওপর নির্ভরশীল?
. এমিল ডুর্খেইম
কার্ল মার্কসের
. রাফ ডারেনডর্ফ
. ম্যাক্স ওয়েবারের

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪২ ৪৩নং প্রশ্নের উত্তর দাও:
মধ্যযুগে ইউরোপের সমাজে ব্যাপক শ্রমবিভাগ সৃষ্টি হয়। এই শ্রমবিভাগ তিনটি ভাগে বিভক্ত ছিল। অভিজাত শ্রেণির কাজ ছিল সবাইকে রক্ষা, ধর্মীয় প্রবক্তাদের কাজ ছিল সবার জন্যে প্রার্থনা করা এবং জনসাধারণের কাজ ছিল সবার খাদ্যের যোগান নিশ্চিত করা।

৪২. উদ্দীপকে উল্লেখিত শ্রমবিভাগটি সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনকে ইঙ্গিত করছে?
. দাসপ্রথা
. জাতিবর্ণ প্রথা
এস্টেট প্রথা
. সামাজিক শ্রেণি পদমর্যাদা

৪৩. উক্ত প্রথার বৈশিষ্ট্য হলো
i.
ভূমিদাসরা ছিল আধা স্বাধীন শ্রেণি
ii.
এস্টেট ছিল এক একটা রাজনৈতিক গোষ্ঠী
iii.
ভূমিদাসদের রাজনৈতিক ক্ষমতা ছিল

নিচের কোনটি সঠিক?
● i
ii
. i iii
. ii iii
. i, ii iii

৪৪. ভূমিদাস সামাজিক স্তরবিন্যাসের কোন প্রকরণের অন্তর্ভুক্ত?
. দাসপ্রথা
. জাতিবর্ণ প্রথা
এস্টেট
. সামাজিক শ্রেণি পদমর্যাদা

৪৫. অষ্টাদশ শতাব্দীতে কোথায় শিল্প বিপ্লব ঘটে?
. ফ্রান্সে
. ইটালিতে
. জার্মানিতে
ইংল্যান্ডে

৪৬. প্রতিটি দাস কার অধীন ছিল?
মনিবের
. সরকারের
. পিতা-মাতার
. সামাজিক সংগঠনের

৪৭. দাসদের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হচ্ছে
i.
দাসরা মনিবের অধীন
ii.
জন্মগতভাবে পেশা নির্ধারিত
iii.
রাজনৈতিক অধিকার ছিলনা

নিচের কোনটি সঠিক?
. i ii
● i
iii
. ii iii
. i, ii iii

৪৮. এস্টেট প্রথা কোন সমাজের প্রতীক?
. এশীয়
. ভারত
. গ্রীক রোম
ইউরোপীয়

৪৯. ‘Serf’ শব্দের অর্থ কী?
. দাস
. মুনিব
ভূমিদাস
. যোদ্ধা

নিচের উদ্দীপকটি পড় এবং ৫০ ৫১নং প্রশ্নের উত্তর দাও:
সাদিয়াদের বাড়িতে একটি কাজের লোক আছে তাকে সারাদিন বাড়িতে কাজে ব্যস্ত রাখা হয়। সারাদিন কাজের পর তার প্রাপ্যটুকুও সে পায় না।

৫০. উদ্দীপকের সাথে প্রাচীন সমাজের কোন প্রথার মিল পাওয়া যায়?
দাস প্রথা
. এস্টেট প্রথা
. জাতিবৰ্ণ
. সামাজিক শ্রেণির পদমর্যাদা




No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.