এইচএসসি - সমাজকর্ম ২য় পত্র : ৮ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
সমাজকর্ম ২য় পত্র ৮ম অধ্যায় mcq : বিপণন প্রক্রিয়ার প্রসার একটি গুরুতপূর্ণ বিষয়। পণ্য উৎপাদন পরিকল্পনা, পণ্যের মূল্য নির্ধারণ এবং বণ্টন এইসব বিপণন কার্যাবলীর অন্তর্ভুক্ত। কিন্তু একটি কোম্পানী তার এ সকল কার্যাবলীর মাধ্যমে নিশ্চিত হতে পারে না যে তার উৎপাদিত পণ্য সামগ্রী বাজারে গৃহীত হবে এবং তার বিপণন উদ্দেশ্য সফল হবে।
তাই কোম্পানীকে বিষয়ের নিশ্চয়তার জন্য প্রসার নীতি অনুসরণ করতে হয়। যার মাধ্যমে সে পণ্যসামগ্রী সম্পর্কে ক্রেতাদেরকে পরিচিত করাতে পারে এবং ক্রেতাদের সাথে একটি কার্যকরী যোগাযোগ স্থাপন করতে পারে। প্রতিযোগিতার বাজারে বিপণনকারী প্রসার কার্যক্রমের মাধ্যমে নিজের পণ্য বা সেবা সম্পকের্ বর্তমান ও ভবিষ্যত ক্রেতার মনে একটি সুনির্দিষ্ট স্থান তৈরি করতে পারে।
সমাজকর্ম ২য় পত্র ৮ম অধ্যায় mcq
১. পণ্য বিক্রয় বৃদ্ধির জন্য প্রয়োজন—
● বিক্রয় প্রসার
খ. মূল্য বৃদ্ধি
গ. বিপণন
ঘ. মূল্য হ্রাস
২. বিক্রয় প্রসারের তাৎক্ষণিকভাবে উৎসাহিত করে–
ক. পণ্য বিক্রয়ে
খ. পণ্যমূল্য হ্রাসে
● পণ্য ক্রয়ে
ঘ. পণ্যমূল্য বৃদ্ধিতে
৩. বিপণনকারী প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী?
● কাঙ্ক্ষিত পরিমাণ বিক্রয়
খ. অধিক মুনাফা অর্জন
গ. অধিক বিজ্ঞাপন দেওয়া
ঘ. মুনাফা হ্রাস করা
৪. কোনটি বিক্রয় প্রসারমূলক কর্মকাণ্ড?
● মূল্য ছাড়
খ. ব্যক্তিক বিক্রয়
গ. বিজ্ঞাপন
ঘ. মূল্য বৃদ্ধি
৫. বাজারে নতুন পণ্যের পরিচিতি তৈরিতে বিশেষ ভূমিকা রাখে—
ক. বিজ্ঞাপন
● বিক্রয় প্রসার
গ. ব্যক্তিক বিক্রয়
ঘ. প্রচার
৬. “৫ লিটার রূপচাঁদা তেলের সাথে ১০০ গ্রাম হলুদ ফ্রি”-এটি যে ধরনের কার্যক্রম—
ক. ব্যক্তিক বিক্রয়
খ. বিজ্ঞাপন
● বিক্রয় প্রসার
ঘ. প্রতিযোগিতা হ্রাস করে
৭. কে পণ্যের ক্রেতা ধরে রাখতে বিক্রয় প্রসার করার পদক্ষেপ নেয়?
● উৎপাদক
খ. ভোক্তা
গ. বিক্রেতা
ঘ. ক্রেতা
৮. বোনাস টকটাইম, এস.এম.এস. প্রভৃতি মোবাইল কোম্পানি কেন দেয়?
ক. অর্ডার বৃদ্ধির জন্য
খ. প্যাকেজ ক্রয়ে উদ্বুদ্ধ করা
● বর্তমান ক্রেতাদের ধরে রাখতে
ঘ. বিক্রয় হ্রাসের জন্য
৯. কে পণ্যের অর্ডারের পরিমাণ বৃদ্ধি করে?
ক. পাইকার
খ. উৎপাদনকারী
গ. সরকার
● মধ্যস্থ কারবারি
১০. প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে উন্নয়ন করতে হবে—
● পণ্যের মান
খ. পণ্যের ব্যবহার
গ. পণ্যের মূল্য
ঘ. পণ্যের বিজ্ঞাপন
১১. ভোক্তামুখী বিক্রয় প্রসার কোনটি?
ক. ক্রয়ভাতা
● নমুনা বিতরণ
গ. বোনাস প্রদান
ঘ. গিফট
১২. ক্রেতাকে পণ্য ক্রয়ে আগ্রহী করে—
ক. পণ্যমূল্য
● পণ্যের মোড়ক
গ. পণ্যের আকার
ঘ. পণ্যের
১৩. বিক্রয় প্রসারের জনপ্রিয় কৌশল কোনটি?
ক. নমুনা বিতরণ
খ. বিজ্ঞাপনী পণ্য
গ. আকর্ষণীয় মোড়ক
● অর্থ ফেরত পদ্ধতি
১৪. বিপণনকারী কর্তৃক ভোক্তাদের প্রদত্ত বিশেষ ধরনের প্রতিশ্রুতিকে কী বলে?
● কুপন
খ. উপহার
গ. প্রদর্শনী
ঘ. মূল্য ছাড়
১৫. বিক্রয় প্রসারের অন্যতম কৌশল কোনটি?
ক. মূল্য হ্রাস
খ. নমুনা বিতরণ
গ আকর্ষণীয় মোড়ক
● শুভেচ্ছা জ্ঞাপন
১৬. কোনটি আধুনিক বিক্রয় প্রসার কৌশল?
● মূল্য ছাড়
খ. শুভেচ্ছা জ্ঞাপন
গ. নমুনা বিতরণ
ঘ. কুপন প্রদান
১৭. প্রদর্শনী ও ব্যবহার দেখানোর মাধ্যমে পণ্যের ক্রেতাকে আকর্ষণ করার চেষ্টাকে বলে—-
ক. বিক্রয় কেন্দ্রের প্রসার
● ক্রয় কেন্দ্রের প্রসার
গ. বিজ্ঞাপনের প্রসার
ঘ. নমুনা পণ্যের প্রসার
১৮. পণ্য সম্পর্কে জনসাধারণের মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যে যা কিছু করা হয় তাকে বলে—
● বিজ্ঞাপন
খ. বিক্রয় প্রসার
গ. ব্যক্তিক বিক্রয়
ঘ. নমুনা পণ্য
১৯. বিজ্ঞাপন পণ্য বা সেবা বিক্রয়ে সাহায্য করে—
● প্রত্যক্ষ ও পরোক্ষভাবে
খ. প্রত্যক্ষভাবে
গ. পরোক্ষভাবে
ঘ. বাহ্যিকভাবে
২০. বিজ্ঞাপনের মাধ্যমে যে ধরনের যোগাযোগ সংঘটিত হয়—
ক. বহুমুখী
খ. মিশ্র
● একমুখী
ঘ. ঊর্ধ্বমুখী
২১. বিজ্ঞাপন কোন প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করে?
ক. বাজারজাতকরণ
খ. মোড়কীকরণ
গ. বিভাগীয়করণ
● উৎপাদন
২২. বিজ্ঞাপনের মাধ্যমে তীব্র প্রতিযোগিতা সৃষ্টি হয়, ফলে উৎপাদক পণ্যের—-
ক. বাজার হ্রাস করে
● গুণগতমান উন্নত করে
গ. ঝুঁকি সৃষ্টি করে
ঘ. মুনাফা হ্রাস করে
২৩. উৎপাদক ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ করা হয়—
ক. বিক্রয় প্রসারের মাধ্যমে
খ. ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে
● বিজ্ঞাপনের মাধ্যমে
ঘ. মোড়ক পরিবর্তনের মাধ্যমে
২৪. গণবাজারজাতকরণ ধারণা সৃষ্টি করে কে?
ক. উৎপাদক
● বিজ্ঞাপন
গ. বিক্রয় প্রসার
ঘ. ব্যক্তিক বিক্রয়
২৫. বিজ্ঞাপন বৃহদায়তন ক্রেতার কাছে পণ্যের যে তথ্য প্রচার করে—
● উপযোগিতামূলক
খ. প্রতিযোগিতামূলক
গ. ঝুঁকিমূলক
ঘ. প্রতিবন্ধকতামূলক
২৬. কোনো পণ্য উৎপাদনে কয় ধরনের খরচ হয়?
ক. এক ধরনের
● দুই ধরনের
গ. তিন ধরনের
ঘ. চার ধরনের
২৭. মানুষের স্বাভাবিক প্রবৃত্তি কোনটি?
ক. পণ্য বিক্রয় করা
● পণ্য ভোগ করা
গ. পণ্য ক্রয় করা
ঘ. পণ্য উৎপাদন করা
২৮. পণ্য ভোগের জন্য কী প্রয়োজন?
ক. পণ্য ক্রয়ের আগ্রহ
খ. পণ্য উৎপাদনের সামর্থ্য
● পণ্য ক্রয়ের সামর্থ্য
ঘ. পণ্য ক্রয়ের ইচ্ছা
২৯. ২ মিনিটে ম্যাগি নুডলস রান্নার পদ্ধতি কোন ধরনের বিজ্ঞাপন?
ক. প্রতিবেদনমূলক
খ. সচেতনতামূলক
● শিক্ষামূলক
ঘ. কল্যাণমূলক
৩০. শিশুকে টিকা দেওয়ানো, আর্সেনিকমুক্ত পানি পান করা, এইডস রোগ সম্পর্কে সচেতনতা তৈরি ইত্যাদি কোন ধরনের বিজ্ঞাপন?
ক. শিক্ষামূলক
● সমাজ কল্যাণমূলক
গ. প্রতিবেদনমূলক
ঘ. স্মরণমূলক
৩১. বিজ্ঞাপনের প্রধান কাজ কী?
ক. পণ্যের বিক্রি হ্রাস করা
● পণ্যের বিক্রি বৃদ্ধি করা
গ. পণ্যের ক্রয় বৃদ্ধি করা
ঘ. পণ্যের ক্রয় হ্রাস করা
৩২. বিজ্ঞাপন পণ্যের বিক্রয় বৃদ্ধির পাশাপাশি—
ক. ক্রয় বৃদ্ধি করে
খ. প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করে
● প্রতিষ্ঠানের ভালো ইমেজ তৈরি করে
ঘ. মুনাফা হ্রাস করে
৩৩. নতুন ভোক্তাবাজার তৈরির জন্য যে ধরনের বিজ্ঞাপন প্রয়োজন—
● আকর্ষণীয় ও সাবলীল
খ. সামকীয় বিজ্ঞাপন
গ. দীর্ঘমেয়াদি বিজ্ঞাপন
ঘ. কাহিনীভিত্তিক বিজ্ঞাপন
৩৪. বিজ্ঞাপন যার মধ্যে সেতুবন্ধন তৈরি করে—
ক. উৎপাদক ও বিক্রেতা
● উৎপাদক ও ক্রেতা
গ. উৎপাদক ও বাজারজাতকরণ
ঘ. ভোক্তা ও বিক্রয়কর্মী
৩৫. বিজ্ঞাপন মাধ্যম কয় ধরনের?
ক দুই ধরনের
খ. তিন ধরনের
● চার ধরনের
ঘ. পাঁচ ধরনের
৩৬. বিজ্ঞাপন নির্বাচনের সময় বিবেচনা করা হয়—
ক. বাজার সীমাবদ্ধতা
খ. পণ্যের আকৃতি
● ভোক্তাদের শিক্ষার স্তর
ঘ. ব্র্যান্ডের সুনাম
৩৭. বিজ্ঞাপনের জন্য যে অর্থ ব্যয় করা হবে তার জন্য যে বাজেট করা হয় তাকে বলে?
ক. বিক্রয় বাজেট
● বিজ্ঞাপন বাজেট
গ. ক্রয় বাজেট
ঘ. উৎপাদন বাজেট
৩৮. প্রচারের প্রধান উদ্দেশ্য কী?
● জনসেবা ও জনকল্যাণ
খ. বিক্রয় বৃদ্ধি
গ. পণ্যের পরিচিত করা
ঘ. মুনাফা বৃদ্ধি
৩৯. পণ্য বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কার্যক্রমই—
i. বিক্রয় প্রসার
ii. বিজ্ঞাপন
iii. মার্কেটিং প্রমোশন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪০. বিক্রয় প্রসার করার জন্য—
i. পণ্যমূল্য হ্রাস করা হয়
ii. নমুনা পণ্য বিতরণ করা হয়
iii. ব্যক্তিক বিক্রয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪১. বিক্রয় বৃদ্ধির জন্য প্রয়োজন—
i. সম্ভাব্য বিক্রেতা চিহ্নিত করা
ii. সম্ভাব্য ক্রেতা চিহ্নিত করা
iii. ক্রেতাকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৪২. যাদের পণ্যের প্রতি আকৃষ্ট করার জন্য বিক্রয় প্রসার অত্যন্ত ফলপ্রসূ কার্যক্রম তারা হলো—
i. ভোক্তা
ii. পুনঃবিক্রেতা
iii. সরকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৩. মেলা ও প্রদর্শনীর মাধ্যমে ক্রেতারা পণ্যের—-
i. ব্যবহার সম্পর্কে জানতে পারে
ii.. উপযোগিতা সম্পর্কে জানতে পারে
iii. প্ৰকৃত মূল্য জানতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৪. পণ্যের ক্রেতা ধরে রাখতে বিক্রয় প্রসার কর্মক্স সম্পাদন করে—
i. ভোক্তা
ii. উৎপাদক
iii. বিপণনকারী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৪৫. পণ্য পুনঃবিক্রয়ের ফলে—
i. পণ্যের বাজার বিস্তৃতি হয়
ii. পণ্যের মান কমে যায়
iii. পণ্যের মুনাফা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৬. বিক্রয়ে স্থিতিশীলতা আনার জন্য—
i. নমুনা বিতরণ হ্রাস করা হয়
ii. মেয়াদি গ্যারান্টি করা হয়
iii. পণ্যের মূল্য হ্রাস করা হয়
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৭. বিক্রয় প্রসার কৌশলগুলো হলো—
i. নমুনা বিতরণ
ii. মূল্য ছাড়
iii. বোনাস প্রদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৪৮. বিজ্ঞাপন হচ্ছে—
i. যে কোনো অর্থ প্রদত্ত উপায়ের ধারণা
ii. ব্যক্তিক উপস্থাপনা
iii. পণ্য ও সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৯. বিজ্ঞাপন এক ধরনের—
i. গণউপস্থাপনা
ii. নৈর্ব্যক্তিক উপস্থাপনা
iii. অব্যক্তিক উপস্থাপনা
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫০. বিজ্ঞাপনকে আবেদনপূর্ণ করা হয়—
i. রং ব্যবহার করে
ii. চিত্র ব্যবহার করে
iii. কথোপকথন ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
No comments