এইচএসসি - সমাজকর্ম ২য় পত্র : ৭ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন

সমাজকর্ম ২য় পত্র ৭ম অধ্যায় mcq : সুদূর অতীত থেকেই ভারতবর্ষে মানবহিতৈষী দর্শন স্বেচ্ছাসেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন বেসরকারি সমাজউন্নয়নমূলক কার্যক্রমের উজ্জ্বল দৃষ্টান্ত লক্ষ্য করা গেছে। উপনিবেশিক আমলে নানারকম বড় প্রাকৃতিক দুর্যোগ, মহামারি যুদ্ধ বিগ্রহে ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতা করার জন্য অনেক স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের প্রসার ঘটেছিলো। এসব স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মূলে ছিলো জমিদার পরিবারের সদস্য, তরুণ অভিজাত পরিবারের সদস্যবৃন্দ। সাধারণত ধমর্মভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে উপনিবেশিক আমলে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড পরিচালিত হতো।

সমাজকর্ম ২য় পত্র ৭ম অধ্যায় mcq

. NGO শব্দের পূর্ণরূপ কী?
● Non-Government Organization
. Non-Global Organization
. New-Government Organization
. New-Global Organization

. ২০০৮ সালের অক্টোবর পর্যন্ত এনজিও বিষয়ক ব্যুরো কতটি এনজিও নিবন্ধন করেছে?
. ২০০০টি
. ২১৪০টি
. ২২৩০টি
২৩৪০টি

. স্বেচ্ছাভিত্তিক সমাজকল্যাণ কীসের উদ্ভব ঘটিয়েছে?
আধুনিক সমাজকর্মের
. সনাতন সমাজকর্মের
. কল্যাণমূলক সমাজকর্মের
. পেশাদার সমাজকর্মের

. স্বেচ্ছাসেবী সংস্থা নিবন্ধীকরণ নিয়ন্ত্রণ আইন প্রণীত হয়
. ১৯৫৫ সালে
. ১৯৬০ সালে
১৯৬১ সালে
. ১৯৬৫ সালে

. কোন সংস্থা আঞ্চলিক দেশীয় NGO সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করে?
. সমাজকল্যাণ মন্ত্রণালয়,
. জাতীয় মানবাধিকার কমিশন
সমাজসেবা অধিদপ্তর
. NGO বিষয়ক ব্যুরো

. নিচের কোনটি বেসরকারি সংস্থা নয়?
. ব্র্যাক
. প্রশিকা
. ইউসেপ
জাতীয় সমাজসেবা পরিষদ

. বর্তমানে বাংলাদেশে এনজিও ব্যুরো রেজিস্ট্রিভুক্ত এনজিওর সংখ্যা কতটি?
. ২০০৩
২২০৯
. ৩০০০
. ৪৮,৫৮৬

. বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমের তৎপরতা উপমহাদেশে কখন থেকে চালু হয়?
ঊনবিংশ শতাব্দীতে
. বিংশ শতাব্দীতে
. ত্রয়োদশ শতাব্দীতে
. আঠারশ শতাব্দীতে

. ‘শক্তি ফাউন্ডেশনকত সালে প্রতিষ্ঠিত হয়?
. ১৯৯০ সালে
১৯৯২ সালে
. ১৯৯৪ সালে
. ১৯৯৬ সালে

১০. ফজলে হাসান আবেদ প্রতিষ্ঠিত প্রথম সংস্থার নাম কী?
. UCEP-Bangladesh
● Save Bangladesh
. Save the Children
. Action Aid

১১. আর্তমানবতার সেবায় নিয়োজিত সর্ববৃহৎ প্রতিষ্ঠান
. রেডক্রিসেন্ট সমিতি
ব্র্যাক
. ইউএনডিপি
. ইউনিসেফ

১২. Bangladesh Rehabilitation Assistance Committee এর নাম পরিবর্তন করে কত সালে BRAC রাখা হয়?
. ১৯৭৪ সালে
১৯৭৬ সালে
. ১৯৭৮ সালে
. ১৯৮০ সালে

১৩. কত সালে ব্র্যাকের যাত্রা শুরু হয়?
. ১৯৭০ সালে
. ১৯৭১ সালে
১৯৭২ সালে
. ১৯৭৩ সালে

১৪. গ্রামের দরিদ্র, অসহায় দুস্থ লোকদের টার্গেট গ্রুপ করে আর্থ সামাজিক উন্নয়ন করে কোন সংস্থা?
ব্র্যাক
. ইউসেপ
. প্রবীণ হিতৈষী সংঘ
. কারিতাস

১৫. BRAC এর লক্ষ্যভুক্ত জনগোষ্ঠী কারা?
গ্রামীণ দরিদ্র, দুস্থ, অসহায় গোষ্ঠী
. গ্রামীণ মহিলা
. মহাজন
. পথশিশু

১৬. Alleviation of poverty and Empowerment of Poor – এটি কোন সংস্থার উন্নয়ন স্লোগান?
. গ্রামীণ ব্যাংক
. আশা
ব্র্যাক
. ইউসেপ

১৭. ১৯৯৬ সাল পর্যন্ত ব্র্যাকের স্কুলের সংখ্যা কত ছিল?
. ৩০ হাজার
৩৫ হাজার
. ৪০ হাজার
. ৪৫ হাজার

১৮. ব্র্যাকের বিক্রয়কেন্দ্রগুলোকে কী নামে অভিহিত করা হয়?
আড়ং
. স্বপ্ন
. আগোরা
. পিকিউএস

১৯. সেচ কর্মসূচিতে ব্র্যাক কয় প্রকার ঋণ প্রদান করে?
. এক প্রকার
দুই প্রকার
. তিন প্রকার
. চার প্রকার

২০. ব্র্যাকের স্বাস্থ্যবিষয়ক কার্যক্রম কয়ভাগে বিভক্ত?
. দুই ভাগে
তিন ভাগে
. চার ভাগে
. পাঁচ ভাগে

২১. লিগ্যাল এইড ক্লিনিক চালু করে যে NGO তা হলো-
. গ্রামীণ ব্যাংক
ব্র্যাক
. সেভ দ্য চিলড্রেন
. ওয়ার্ল্ড ভিশন

২২. বর্তমানে ব্র্যাক বাংলাদেশসহ কয়টি দেশে কার্যক্রম পরিচালনা করছে?
. ৫টি
. ৮টি
. ১০টি
১৫টি

২৩. স্বেচ্ছাসেবী সংস্থা বলতে বোঝায়
i.
ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্বাধীন স্বতঃস্ফূর্ত ইচ্ছায় গঠিত সংগঠন
ii.
বেসরকারি উৎস হতে সংগৃহীত অর্থে পরিচালিত সংগঠন
iii
সেবা কল্যাণমূলক কর্মসূচি ভিত্তিক সংগঠন

নিচের কোনটি সঠিক
. i
. i ii
. ii iii
● i, ii
iii

২৪. ব্র্যাকে উপ-আনুষ্ঠানিক শিক্ষা চালু করা হয়েছে-
i.
থেকে ১০ বছরের ছেলেমেয়েদের জন্য
ii.
১১ থেকে ১৪ বছরের ছেলেমেয়েদের জন্য
iii.
১২ থেকে ১৫ বছরের ছেলেমেয়েদের জন্য

নিচের কোনটি সঠিক
● i
ii
. i iii
. ii iii
. i, ii iii

২৫. ব্র্যাক-এর কার্যক্রম বিশ্লেষণ করলে যেটি পরিলক্ষিত হয়
i.
গ্রাম উন্নয়ন কার্যক্রম
ii.
অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম
iii.
শিক্ষামূলক কার্যক্রম

নিচের কোনটি সঠিক?
. i ii
● i
iii
. ii iii
. i, ii iii

২৬. ব্র্যাক এর শিক্ষামূলক কার্যক্রমের অন্যতম দিক হচ্ছে
i.
উপ-আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা
ii.
প্রি-প্রাথমিক সাধারণ শিক্ষা
iii.
ব্যবহারিক শিক্ষা

নিচের কোনটি সঠিক?
. i ii
. i iii
. ii iii
● i, ii
iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ২৮নং প্রশ্নের উত্তর দাও:
রহিমা আক্তার একটি সংস্থা থেকে জামানতবিহীন ,০০০ টাকা ঋণ গ্রহণ করে স্বামীর অনুপ্রেরণায় হাঁস- মুরগির খামার শুরু করেন। বর্তমানে রহিমা সংস্থার কিস্তি পরিশোধের পাশাপাশি সন্তানের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। এছাড়া তিনি সমিতির সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন।

২৭. রহিমা আক্তারের কার্যক্রমে যা প্রত্যক্ষ করা যায়, তা হচ্ছে
i.
অকৃষি খাতে কর্মসংস্থান
ii.
অবহেলিত গোষ্ঠীর নেতৃত্বের বিকাশ
iii.
আত্মকর্মসংস্থান

নিচের কোনটি সঠিক?
. i ii
. i iii
. ii iii
● i, ii
iii

২৮. রহিমা আক্তারের সাফল্য সমাজে অবদান রাখবে
i.
শিক্ষার হার বৃদ্ধিতে
ii.
নারীর ক্ষমতায়নে
iii.
তৃণমূল পর্যায়ে সংগঠন তৈরিতে

নিচের কোনটি সঠিক?
. i ii
. i iii
. ii iii
● i, ii
iii

২৯. কত সালে পরীক্ষামূলকভাবে গ্রামীণ ব্যাংক নামে একটি প্রকল্প চালু হয়?
. ১৯৭২ সালে
. ১৯৭৪ সালে
১৯৭৬ সালে
. ১৯৭৮ সালে

৩০. ক্ষুদ্রঋণ লগ্নিকারী স্বায়ত্তশাসিত ব্যাংক কোনটি?
. সোনালী ব্যাংক
. কৃষি ব্যাংক
. পূবালী ব্যাংক
গ্রামীণ ব্যাংক

৩১. . মুহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরস্কার পান?
. ২০০২ সালে
. ২০০৪ সালে
. ২০০৫ সালে
২০০৬ সালে

৩২. কোনটি বিশেষায়িত ব্যাংক?
. জনতা ব্যাংক
. সোনালি ব্যাংক
গ্রামীণ ব্যাংক
. ইসলামি ব্যাংক

৩৩. কার অক্লান্ত পরিশ্রম দূরদর্শীতায় গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
. ফজলে হাসান আবেদ
. মুহাম্মদ ইউনূস
. ডা. মো. ইব্রাহিম
. হোসেন জিল্লুর রহমান

৩৪. . মুহাম্মদ ইউনুস কর্তৃক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার যথার্থ কারণ কী?
. বিভিন্ন ধরনের পুরস্কার লাভ
. অর্থনৈতিক চাকা সচল করা
দারিদ্র্যের দুষ্টচক্র
. নতুন ধারার ব্যাংকিং ব্যবস্থা চালু করা

৩৫. ইউসেপ বাংলাদেশ এর লক্ষ্যভুক্ত জনগোষ্ঠী হিসেবে শহুরে দরিদ্রদের নির্ধারণ করার অন্যতম কারণ হচ্ছে-
i.
জাতীয় উন্নয়নে অংশগ্রহণ করার নিমিত্তে
ii.
শহরের শ্রেণিকাঠামো পুনর্গঠনের জন্য
iii.
মৌলিক অধিকার পূরণে সামর্থ্য অর্জনের নিমিত্তে

নিচের কোনটি সঠিক
. i ii
● i
iii
. ii iii
. i, ii iii

৩৬. গ্রামীণ ব্যাংকের মালিকানা নির্ধারণের ক্ষেত্রে কোন মাপকাঠি অধিক প্রণিধানযোগ্য?
. ৫০ ভাগ সরকারের
৬০ ভাগ সরকারের
. ৫০ ভাগ ভূমিহীনদের
. ৭৫ ভাগ ভূমিহীনদের

৩৭. গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিতে ইচ্ছুকদের কতজনকে নিয়ে একটি দল গঠন করা হয়?
. জন
জন
. জন
. জন

৩৮. গ্রামীণ ব্যাংকের ঋণ ব্যবস্থার অন্তর্গত কোনটি?
. কৃষি ঋণ
. গৃহনির্মাণ ঋণ
. দোকান নির্মাণ ঋণ
প্রাথমিক শিক্ষা ঋণ

৩৯. বাঁশ হাতের কাজ গ্রামীণ ব্যাংকের ঋণ প্রদানের কোন খাতের মধ্যে পড়ে?
উৎপাদন প্রক্রিয়াজাতকরণ
. যৌথ কার্যক্রম
. গৃহনির্মাণ কার্যক্রম
. ব্যবসা

৪০. গ্রামীণ ব্যাংকের ঋণ প্রদান প্রক্রিয়ায় দল গঠনের মাধ্যমে সমাজকর্মের কোন পদ্ধতি অনুসৃত হয়?
. ব্যক্তি সমাজকর্মের
দল সমাজকর্মের
. সমষ্টি সমাজকর্মের
. সমাজকর্ম গবেষণার

৪১. গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য হলো
i.
গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা
ii.
গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা
iii.
গ্রামীণ জনগোষ্ঠীকে মহাজনদের অত্যাচারের হাত থেকে রক্ষা করা

নিচের কোনটি সঠিক?
. i ii
. i iii
. ii iii
● i, ii
iii

৪২. গ্রামীণ ব্যাংকের যৌথ কার্যক্রমের মধ্যে রয়েছে
i.
বাজার নিলাম
ii.
শাকসবজি চাষ
iii.
ধানকল ক্রয়

নিচের কোনটি সঠিক?
. i ii
● i
iii
. ii iii
. i, ii iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৩ ৪৪ প্রশ্নের উত্তর দাও:
অষ্টম শ্রেণি পাস আজাদ তার বেকার জীবন নিয়ে সবসময় হতাশাগ্রস্ত থাকত। একদিন তার মায়ের পরামর্শে স্থানীয় এনজিও থেকে মোবাইল সংযোগ নিয়ে চালু করেফ্লেক্সিলোডব্যবসা। গ্রাম এলাকায় সে দারুণভাবে সাড়া পায় আজ সে স্বাবলম্বী এবং তথ্য প্রযুক্তিতে অনেক শিক্ষিত যুবকের চেয়ে এগিয়ে আছে।

৪৩. আজাদের ভাগ্য উন্নয়নে কোন বেসরকারি সংস্থাটি ভূমিকা রেখেছে?
. ব্র্যাক
. স্বনির্ভর বাংলাদেশ
গ্রামীণ ব্যাংক
. প্রশিকা

৪৪. উক্ত সংস্থাটি আজাদের মতো আরও অনেক নারী পুরুষকে স্বাবলম্বী করেছে
i.
ক্ষুদ্রঋণ প্রকল্পের মাধ্যমে
ii.
যৌথ কার্যক্রম পরিচালনার মাধ্যমে
iii.
ভিক্ষুক ঋণ প্রদানের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
. i ii
. i iii
. ii iii
● i, ii
iii

৪৫. ডা. কে এম আবদুল ওয়াহেদ কত সালে পূর্ব পাকিস্তান প্রবীণ সোসাইটি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন?
. ১৯৫০ সালে
১৯৬০ সালে
. ১৯৭০ সালে
. ১৯৮০ সালে

৪৬. ‘বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ জরাবিজ্ঞান প্রতিষ্ঠানটির বর্তমান কার্যালয় কোথায়?
আগারগাঁও শেরে বাংলা নগর
. মতিঝিল শাপলা চত্বর
. গুলশান ৭নং রোড
. ধানমন্ডি ২নং রোড

৪৭. প্রবীণ হাসপাতালের কেবিনের ফি কত?
. ১০০ টাকা
২০০ টাকা
. ৩০০ টাকা
. ৪০০ টাকা

৪৮. সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত প্রবীণদের সুন্দর নিরাপদ আবাসন কী নামে পরিচিত?
প্রবীণ নিবাস
. প্রবীণ সংঘ
. জরা নিবাস
. প্রবীণ ইনস্টিটিউট

৪৯. আন্তর্জাতিক প্রবীণ দিবস হচ্ছে
. সেপ্টেম্বর
অক্টোবর
. নভেম্বর
. ডিসেম্বর

৫০. প্রবীণ হিতৈষী সংঘ কত সালে স্যাটেলাইট ক্লিনিক চালু করেছে?
. ১৯৯৫ সালে
. ১৯৯৬ সালে
১৯৯৭ সালে
. ১৯৯৮ সালে

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.