এইচএসসি - সমাজকর্ম ২য় পত্র : ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
সমাজকর্ম ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq : ব্রিটিশ শাসিত বাংলাদেশে ১৯৪৩ সালে সরকারি পর্যায়ে ৪টি এতিমখানা প্রতিষ্ঠার মাধ্যমে সরকারি সমাজকল্যাণ কার্যμমের সূচনা হয়। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশ দ্বি-জাতিতত্ত্বে ভিত্তিতে বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। বাংলাদেশ পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয়।
যার নাম ছিল পূর্ব পাকিস্তান। ভারত বিভক্তির পর ব্যাপক সংখ্যক মোহাজের ভারত থেকে বাংলাদেশে আগমনের ফলে সৃষ্ট আর্থ-সামাজিক সমস্যা মোকাবিলার জন্য তৎকালীণ সরকার জাতিসংঘের নিকট আবেদন করে। জাতিসংঘের বিশেষজ্ঞ দলের সুপারিশের ভিত্তিতে ১৯৫৩ সালে ঢাকায় সমাজকর্মের ওপর তিন মাসব্যাপী স্বল্পকালীণ ‘প্রশিক্ষণ কোর্স’ প্রবর্তন করা হয় যার মাধ্যমে বাংলাদেশে পেশাদার সমাজকর্ম শিক্ষার সূচনা হয়।
সমাজকর্ম ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq
১. সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গৃহীত ও পরিচালিত কার্যক্রমকে কী বলে?
ক. বেসরকারি সমাজসেবা
খ. ব্যক্তিগত সমাজসেবা
● সরকারি সমাজসেবা
ঘ. অপ্রাতিষ্ঠানিক সমাজসেবা
২. বাংলাদেশে সমাজকল্যাণ পরিদপ্তর কখন প্রতিষ্ঠা করা হয়?
ক. ১৯৫৩ সালে
খ. ১৯৫৪ সালে
গ. ১৯৫৬ সালে
● ১৯৬১ সালে
৩. বাংলাদেশে কয়টি সরকারি এতিমখানা প্রতিষ্ঠার মাধ্যমে সরকারি সমাজসেবা কর্মসূচির সূত্রপাত হয়?
ক. ২টি
খ. ৩টি
● ৪টি
ঘ. ৫টি
৪. এদেশে সরকারি সমাজসেবা কর্মসূচির সূত্রপাত হয় কখন?
● ১৯৪০ সালে
খ. ১৯৬০ সালে
গ. ১৯৫০ সালে
ঘ. ১৯৭০ সালে
৫. ঢাকার কোথায় Urban Community Development Project গ্রহণ করা হয়?
ক. টিকাটুলি
● কায়েতটুলি
গ. মালিবাগ
ঘ. গণকটুলি
৬. কত সালে গ্রামীণ পর্যায়ে সম্প্রসারিত সমাজকল্যাণমূলক কর্মসূচি চালু করা হয়?
ক. ১৯৭০ সালে
● ১৯৭৪ সালে
গ. ১৯৭৮ সালে
ঘ. ১৯৮২ সালে
৭. সমাজসেবা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৭৪ সালে
খ. ১৯৭৮ সালে
● ১৯৮৪ সালে
ঘ. ১৯৮৮ সালে
৮. সমাজকল্যাণ অধিদপ্তর ২০১৫ সালের মধ্যে কত ভাগ অসহায় ও সমস্যাগ্রস্ত মানুষের সামাজিক নিরাপত্তা প্রদানের কার্যক্রম গ্রহণ করেছে?
ক. ৪৫ শতাংশ
● ৫০ শতাংশ
গ. ৫৫ শতাংশ
ঘ. ৬০ শতাংশ
৯. বর্তমানে ৬৪টি জেলা শহরের কতটি ইউনিটে শহর সমাজসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে?
ক. ৪০টি
খ. ৬০টি
● ৮০টি
ঘ. ১০০টি
১০. কোন কার্যক্রমের মাধ্যমে এদেশে সর্বপ্রথম সমাজসেবামূলক কর্মসূচি চালু হয়?
ক. বেবিহোম
● শহর সমাজসেবা
গ. চিকিৎসা সমাজকর্ম
ঘ. এতিমখানা প্রতিষ্ঠার মাধ্যমে
১১. “ঢাকা প্রজেক্ট” চালু করে কারা?
ক. ওআইসির বিশেষজ্ঞ দল
খ. ইউ এন ডিপির বিশেষজ্ঞ দল
গ. বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল
● জাতিসংঘের বিশেষজ্ঞ দল
১২. RSS কর্মসূচিতে যে সমস্ত পরিবারে বার্ষিক গড় আয় ৫০০০ টাকা হতে ৬০,০০০ টাকার মধ্যে তারা হলেন-
ক. ক-শ্রেণিভুক্ত
● খ-শ্রেণিভুক্ত
গ. গ-শ্রেণিভুক্ত
ঘ. ঘ-শ্রেণিভুক্ত
১৩. জাতিসংঘের সহযোগিতার ভিত্তিতে ঢাকায় কত সালে সমাজকর্ম বিষয়ে তিনমাসের প্রশিক্ষণ কোর্স চালু হয়?
ক. ১৯৫২ সালে
● ১৯৫৩ সালে
গ. ১৯৫৪ সালে
ঘ. ১৯৫৫ সালে
১৪. দুস্থ শিশুদের সরকারি প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র কয়টি?
ক. ৫টি
খ. ৪টি
● ৩টি
ঘ. ২টি
১৫. সমষ্টি উন্নয়ন ভিত্তিক কার্যক্রম হলো-
ক. মাতৃকেন্দ্র
● সরকারি শিশু সদন
গ. বেবীহোম
ঘ. দিবাযত্ন
১৬. সরকারিভাবে মহিলাদের আর্থ-সামাজিক প্রশিক্ষণ কার্যক্রমের জন্য কয়টি ইউনিট চালু রয়েছে?
● ২টি
খ. ৪টি
গ. ৬টি
ঘ. ৮টি
১৭. সরকারের সামাজিক অবক্ষয় প্রতিরোধ কার্যক্রমের আওতায় পরিচালিত সেফ হোম কয়টি?
● ৬টি
খ. ৫টি
গ. ৪টি
ঘ. ৩টি
১৮. সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত দৃষ্টি প্রতিবন্ধীদের কয়টি বিদ্যালয় রয়েছে?
ক. ৩টি
খ. ৪টি
● ৫টি
ঘ. ৬টি
১৯. সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ব্রেইল প্রেসটি কোথায় অবস্থিত?
● টঙ্গী, গাজীপুর
খ. কোনাবাড়ী, গাজীপুর
গ. শফিপুর, গাজীপুর
ঘ. কালিয়াকৈর, গাজীপুর
২০. সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত কয়টি জাতীয় বিশেষ শিক্ষা কার্যক্রম রয়েছে?
● ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
২১. শিশু উন্নয়ন কার্যক্রমের আওতায় পরিচালিত কর্মসূচি পিকার (Protection of Child at risk) কতটি?
ক. ৬টি
খ. ১২টি
● ১৮টি
ঘ. ২৪টি
২২. রাজশাহীতে কয়টি শিশু বিকাশ কেন্দ্র রয়েছে?
● ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
২৩. ঘূর্ণায়মান তহবিল থেকে সুদমুক্ত ঋণদান করা হয় —
i. ভূমিহীন কৃষককে
ii. বৃদ্ধদেরকে
iii. দুস্থ মহিলাদেরকে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৪. সরকারের সামাজিক সংহতি ও উন্নয়ন কার্যক্রমের আওতায় ঢাকায় পরিচালিত হচ্ছে—
i. মানসিক প্রতিবন্ধী প্রতিষ্ঠান
ii. দিবাকালীন শিশু যত্ন কেন্দ্র
iii. মহিলাদের আর্থ-সামাজিক প্রশিক্ষণ কার্যক্রম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
২৫. সমাজসেবা অধিদপ্তর কার্যক্রম পরিচালনা করছে—
i. সামাজিক নিরাপত্তা প্রদানে
ii. আর্থ-সামাজিক উন্নয়নে
iii. বিভিন্ন সংগঠন তৈরিতে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৬. কিশোর-কিশোরীর অপরাধ সংশোধনে প্রবেশন ও আফটার কেয়ার চালু রয়েছে—
i. সকল উপজেলা পর্যায়ে
ii. সকল জেলা শহরে
iii. সকল ইউনিয়ন পর্যায়
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশে ১৯৮৯ সালে একটি মন্ত্রণালয়ন প্রতিষ্ঠিত হয়। উক্ত মন্ত্রণালয়ের একটি সংস্থা হচ্ছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। মন্ত্রণালয়টির কতগুলো লক্ষ্য রয়েছে। তার মধ্যে অন্যতম হলো মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য হ্রাসকরণ ইত্যাদি।
২৭. উদ্দীপকে বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে?
ক. শিক্ষা মন্ত্রণালয়
খ. ধর্ম মন্ত্রণালয়
● সমাজকল্যাণ মন্ত্রণালয়
ঘ. পররাষ্ট্র মন্ত্রণালয়
২৮. উক্ত মন্ত্রণালয়ের উল্লিখিত লক্ষ্যসমূহ বাস্তবায়নের মাধ্যমে সম্ভব হবে —
i. দক্ষ জনশক্তি তৈরি
ii. জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন
iii. সকলের মৌলিক চাহিদা পূরণ
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৯. বাংলাদেশে কত সালে সর্বপ্রথম সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়?
ক. ১৯৫৩ সালে
● ১৯৫৫ সালে
গ. ১৯৫৭ সালে
ঘ. ১৯৫৯ সালে
৩০. কত সালে USS কর্মসূচি চালু হয়?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
● ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
৩১. UCDP-এর পূর্ণরূপ কী?
● Urban Community Development Project
খ. Urban Christianity Development
Project
গ. Urban Community Development
Programme
ঘ. Urban Community District
Project
৩২. গ্রামীণ সমাজসেবা গৃহীত হয় কত সালে?
ক. ১৯৭১ সালে
খ. ১৯৭৩ সালে
● ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৬ সালে
৩৩. কোনটি গ্রামীণ সমাজসেবার বৈশিষ্ট্য?
ক. পরিবারকে উন্নয়নের একক ধরা
● গ্রামকে উন্নয়নের একক ধরা
গ. দলকে উন্নয়নের একক ধরা
ঘ. সমষ্টিকে উন্নয়নের একক ধরা
৩৪. ১৯৭৪ সালে তৎকালীন কতটি থানার মাধ্যমে পল্লী সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়?
ক. ২৩টি
● ২৫টি
গ. ২৯টি
ঘ. ৩৩টি
৩৫. গ্রামীণ সমাজসেবা কর্মসূচি হচ্ছে-
ক. একমুখী উন্নয়ন প্রক্রিয়া
খ. দ্বিমুখী উন্নয়ন প্রক্রিয়া
গ. ত্রিমুখী উন্নয়ন প্রক্রিয়া
● বহুমুখী উন্নয়ন প্রক্রিয়া
৩৬. পল্লি সমাজসেবা কার্যক্রমের দ্বিতীয় পর্বে এ কার্যক্রম কতটি উপজেলায় সম্প্রসারণ করা হয়?
● ১০৩টি
খ. ১০৫টি
গ. ১০৭টি
ঘ. ১০৯টি
৩৭. পল্লি সমাজসেবা কার্যক্রমের চতুর্থ পর্ব কয়টি উপজেলায় সম্প্রসারণ করা হয়?
ক. ৫১টি
খ. ৬১টি
গ. ৭১টি
● ৮১টি
৩৮. ‘Social Services in Bangladesh’ নামক পুস্তকটি কোন অধিদপ্তর কর্তৃক প্রকাশিত হয়?
● সমাজসেবা অধিদপ্তর
খ. মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর
গ. প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর
ঘ. সমাজকল্যাণ অধিদপ্তর
৩৯. গ্রামীণ সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন প্রক্রিয়ার কেন্দ্রীয় দায়িত্ব কে পালন করেন?
ক. একজন উপপরিচালক
● একজন অতিরিক্ত পরিচালক
গ. একজন সমাজসেবা কর্মকর্তা
ঘ. একজন সুপারভাইজার
৪০. গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের প্রশাসনিক কাঠামো কাকে কেন্দ্র করে গড়ে ওঠে?
ক. সুপারভাইজারকে
● উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে
গ. গ্রাম সমাজকর্মীকে
ঘ. ইউনিয়ন সমাজকর্মীকে
৪১. গ্রামীণ সমাজসেবা কার্যক্রমে সুপারভাইজারের অধীনে কয়জন ইউনিয়ন সমাজকর্মী থাকে?
ক. দুইজন
● তিনজন
গ. চারজন
ঘ. পাঁচজন
৪২. গ্রামীণ সমাজসেবা কার্যক্রমে কোন পদ্ধতি প্রয়োজন হয়?
ক. গোষ্ঠী উন্নয়ন পদ্ধতি
খ. ব্যক্তি উন্নয়ন পদ্ধতি
● সমষ্টি উন্নয়ন পদ্ধতি
ঘ. দল উন্নয়ন পদ্ধতি
৪৩. গ্রামীণ সমাজসেবা কোন ধরনের উন্নয়ন প্রক্রিয়া?
● বহুমুখী
খ. বৈচিত্র্যপূর্ণ
গ. একমুখী
ঘ. সহযোগিতামূলক
৪৪. সমষ্টির উন্নয়নে গ্রামীণ সমাজসেবা কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে—
i. জনগণের নিজস্ব সম্পদ দ্বারা
ii. সরকারের আর্থিক সহায়তায়
iii সরকারের কারিগরি সহায়তায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪৫. গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের উদ্দেশ্যসমূহের অন্তর্ভুক্ত হলো—
i. গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন
ii. গ্রামীণ জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানো
iii. সেবাদানের পাশাপাশি মুনাফা অর্জন
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৬. গ্রামীণ সমাজসেবার অন্যতম বৈশিষ্ট্য হলো—
i. গ্রামীণ উন্নয়নের একক ধারা
ii. অবহেলিতদের অগ্রাধিকার দান
iii. শহরমুখী প্রবণতা রোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৭ ও ৪৮ নং প্রশ্নের উত্তর দাও:
রূপসা গ্রামে জনগণ নিজেদের জীবনযাত্রার মান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বহুমুখী কর্মসূচি গ্রহণ করে। গ্রামের জনগণের নিজস্ব সম্পদ এবং সরকারি আর্থিক ও কারিগরি সহায়তায় কর্মসূচিগুলো বাস্তবায়িত হয়ে থাকে।
৪৭. উদ্দীপকে বাংলাদেশ সরকারের কোন কার্যক্রমের চিত্র ফুটে উঠেছে?
ক. দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি
● গ্রামীণ সমাজসেবা
গ. শহর সমাজসেবা
ঘ. কিশোর উন্নয়ন কার্যক্রম
৪৮. উক্ত কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে প্রযোজ্য তথ্য হলো—
i. গ্রামীণ সুবিধাবঞ্চিত লোকদের ভাগ্য উন্নয়ন
ii. গ্রামীণ জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানো
iii. গ্রামীণ জনগণকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৪৯. গ্রামীণ জনগণের নিজস্ব সম্পদ এবং সরকারি আর্থিক ও কারিগরি সহায়তায় জীবনযাত্রার মান উন্নয়নের প্রচেষ্টা চালায় কোনটি?
ক. শহর সমাজসেবা
● গ্রামীণ সমাজসেবা
গ. হাসপাতাল সমাজসেবা
ঘ. স্কুল সমাজসেবা
৫০. সমাজসেবা কর্মসূচির মূল লক্ষ্য কোনটি?
● গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন করা
খ. গ্রামীণ জনগোষ্ঠীকে পরিবার পরিকল্পনা বিষয়ক জ্ঞান দান
গ. গ্রামীণ জনগোষ্ঠীকে পুষ্টিবিষয়ক জ্ঞান দান
ঘ. গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাস্থ্য বিষয়ক জ্ঞান দান
No comments