এইচএসসি - সমাজকর্ম ২য় পত্র : ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
সমাজকর্ম ২য় পত্র ৪র্থ অধ্যায় mcq : সামাজিক বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো সামাজিক প্রতিষ্ঠান। সামাজিক প্রতিষ্ঠান সামাজিক নিয়ন্ত্রণ, ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, সমস্যা সমাধান, মানুষের প্রয়োজন ও চাহিদা পূরণ প্রভৃতি ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে। সামাজিক প্রতিষ্ঠান মূলত সমাজদেহের কার্যনির্বাহী অঙ্গ। সামাজিক প্রতিষ্ঠান বলতে সাধারণত কোনো স্থায়ী কাঠামো বা সংগঠনকে বোঝায়। যেমন- পরিবার, রাষ্ট্র ইত্যাদি। আবার অন্য অর্থে, সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে সমাজের প্রচলিত অনুষ্ঠান, রীতি বা কর্মপদ্ধতি। যেমন- বিবাহ, সরকার প্রভৃতি।
সমাজকর্ম ২য় পত্র ৪র্থ অধ্যায় mcq
১. সমাজ কর্তৃক সৃষ্ট কোন ধরনের সমস্যা নিরূপণে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান কাজ করে থাকে?
ক. ব্যক্তিগত সমস্যা
খ. দলীয় সমস্যা
● সামাজিক সমস্যা
ঘ. রাষ্ট্রীয় সমস্যা
২. মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ ও কল্যাণে কোন সংস্থা কাজ করে?
● সামাজিক প্রতিষ্ঠান
খ. সাহায্যাথী
গ. রাজনৈতিক দল
ঘ. মানবাধিকার কমিশন
৩. ‘Social Institution’ গ্রন্থের রচয়িতা কে?
● বার্নস
খ. ম্যাকাইভার
গ. অগবার্ন
ঘ. নিমকফ
৪. Fundamental of Sociology’ গ্রন্থের রচয়িতা কে?
ক. আর. এম ম্যাকাইভার
খ. পেজ
গ. জাটুড উইলসন
● জিসবার্ট
৫. প্রতিষ্ঠান নামক চাকার ওপর ভিত্তি করে কী পরিচালিত হয়?
ক. ব্যক্তি
খ. পরিবার
● সমাজ
ঘ. রাষ্ট্র
৬. The Psychology of Human Society’ গ্রন্থের রচয়িতা কে?
ক. Maclver
খ. August Comte
গ. H E. Barner
● Ellwood
৭. ‘মানুষ যখন সংঘ গড়ে তোলে তখন তার পরিচালনায় নিয়ম পদ্ধতি বা কার্যপ্রণালি সৃষ্টি করে’- উক্তিটি কোন গ্রন্থে রয়েছে?
ক. Social Institution
খ. Fundamental of Society
● Society
ঘ. The Psychology of Human Society
৮. নিচের কোনটি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য?
ক. সর্বজনীনতা
খ. পরিচালনা বোর্ড
● আনুষ্ঠানিক সংগঠন
ঘ. মানবিক সেবা প্রদান
৯. নিচের কোনটি প্রতিষ্ঠানের উদাহরণ?
ক. বিশ্ববিদ্যালয়
খ. ব্যাংক
গ. বিবাহ
● পরিবার
১০. সামাজিক সংস্থা কোনটি?
ক. বিবাহ
খ. পরিবার
গ. মসজিদ-মন্দির
● কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র
১১. মানবসমাজের বিভিন্ন সামাজিক প্রয়োজন পূরণে কাজ করে থাকে কোনটি?
ক. সামাজিক পরিকল্পনা
খ. সামাজিক আইন
গ. সামাজিক প্রথা
● সামাজিক প্রতিষ্ঠান
১২. ‘প্রতিষ্ঠান হলো কোনো মৌলিক ব্যবস্থা যা নিয়মকানুনকে কেন্দ্র করে গড়ে ওঠে’— উক্তিটি কার?
ক. গ্রিন উডের
খ. ম্যাকাইভারের
গ. পেজের
● ম্যাক ও ইয়ং-এর
১৩. সমাজস্থ মানুষের মধ্যকার জ্ঞাতি সম্পর্ক রক্ষায় নিচের কোনটি অধিক কার্যকর?
ক. সামাজিক মিথস্ক্রিয়া
খ. সামাজিক সম্প্রীতি
গ. সামাজিক প্রতিষ্ঠান
● সামাজিক সংস্থা
১৪. মানুষের সহজাত প্রবৃত্তি কোনটি?
ক. পরনির্ভরতা
খ. স্বনির্ভরতা
গ. সহযোগিতা
● সংঘবদ্ধতা
১৫. সমাজে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বসবাস করার জন্য কীসের প্রয়োজন রয়েছে?
ক. সামাজিক সংস্থার
খ. অর্থনৈতিক প্রতিষ্ঠানের
● সামাজিক প্রতিষ্ঠানের
ঘ. রাজনৈতিক প্রতিষ্ঠানের
১৬. সমাজ ও মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সাথে কোনটির পরিবর্তন হয়
ক. ধর্মীয় বিধিবিধানের
● সামাজিক প্রতিষ্ঠানের
গ. মানুষের মৌলিক চাহিদার
ঘ. অর্থনৈতিক চাহিদার
১৭. মানুষ বিভিন্ন নিয়ম-কানুন তৈরি করেছে-
i. সুশৃঙ্খলভাবে জীবনযাপনের জন্য
ii. সহজ ও সুন্দর জীবনযাপনের জন্য
iii. স্বচ্ছল জীবনযাপনের জন্য
নিচের কোনটি সঠিক
● i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৮. সংস্থা সম্পর্কে বলা যায়—
i. বিদেশি অনুদানের মাধ্যমে পরিচালিত হয়
ii. বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় কাজ করে
iii. সংশ্লিষ্ট দেশের আইনের মাধ্যমে গঠিত হয়
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
● ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৯. সামাজিক সমস্যা নিরূপণে কাজ করে থাকে বিভিন্ন—
i. সামাজিক প্রতিষ্ঠান
ii. সামাজিক সংস্থা
iii. সামাজিক ফোরাম
নিচের কোনটি সঠিক
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:
রাজন ছোটবেলা থেকে চলাফেরা প্রভৃতি তার খেলার সাথীদের কাছ আচার-ব্যবহার, কথাবার্তা, পিতামাতা বা পরিবার থেকে, থেকে এবং তার স্কুল থেকে শিখেছে। এভাবে রাজন শিশু থেকে একজন ব্যক্তিত্বপূর্ণ সামাজিক মানুষে পরিণত হয়েছে।
২০. রাজনের ব্যক্তিত্বপূর্ণ মানুষে পরিণত হওয়ার প্রক্রিয়াটিকে কী বলে?
● সামাজিকীকরণ
খ. হস্তক্ষেপ কৌশল
গ. উন্নয়ন প্রক্রিয়া
ঘ. বিকাশ প্রক্রিয়া
২১. রাজনের মতো প্রতিটি মানুষের ক্ষেত্রে উক্ত প্রক্রিয়া ভূমিকা পালন করে
i : অর্থনৈতিক শিক্ষাদানে
ii. সামাজিক শিক্ষাদানে
iii. নৈতিক শিক্ষাদানে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
২২. ‘The History of Human Marriage’ গ্রন্থটির রচয়িতা কে?
● ওয়েস্টার মার্ক
খ. ল্যান্ডবার্গ
গ. রস
ঘ. পিবি হর্টন
২৩. সমাজবিজ্ঞানী Ross (রস) বিবাহকে কয়টি ধারণার মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন?
● তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. ছয়টি
২৪. সমাজব্যবস্থায় একে অন্যের সাথে সুসম্পর্কের পিছনে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
● বিবাহ
খ. পরিবার
গ. ধর্ম
ঘ. শিক্ষাপ্রতিষ্ঠান
২৫. ‘বিবাহ হলো সন্তান উৎপাদন ও প্রতিপালনের একটি চুক্তিমাত্র’—উক্তিটি কার?
● ম্যালিনোস্কির
খ. ম্যাকাইভারের
গ. ওয়েস্টার মার্কের
ঘ. পি বি হর্টনের
২৬. Society: An Introductory Analysis গ্রন্থটির রচয়িতা কে?
ক. অগবার্ন
● ম্যাকাইভার ও পেজ
গ. ডেভিড পোপেনো
ঘ. এলিয়ট ও মেরিল
২৭. সমাজবিজ্ঞানী অগবার্ন ও নিমকক্ষ পরিবারের দ্বারা সম্পাদিত কার্যাবলিকে কয় ভাগে বিভক্ত করেছেন?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২৮. প্রাচীনকালে কোনটি বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র ছিল?
ক. বিভিন্ন কলকারখানা পরিবার
● পরিবার
গ. বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান
ঘ. শিক্ষা প্রতিষ্ঠান
২৯. কীসের মাধ্যমে মানুষ সমাজে প্রচলিত সংস্কৃতির ধারার সাথে পরিচিত হয়?
● পরিবার
খ. শিক্ষা প্রতিষ্ঠান
গ. গণমাধ্যম
ঘ. সাংস্কৃতিক প্রতিষ্ঠান
৩০. কোনটি আকারের ভিত্তিতে গঠিত পরিবার?
ক. পিতৃসূত্রীয় পরিবার
● একক পরিবার
গ. মাতৃবাস পরিবার
ঘ. মাতৃপ্রধান পরিবার
৩১. পরিবার গঠনের মূল ভিত্তি কী?
ক. স্বামী-স্ত্রীর সম্পর্ক
● বিবাহ
গ. সামাজিক প্রতিষ্ঠান
ঘ. সামাজিক এজেন্সি
৩২. Sex and Repression in Savage Society’ গ্রন্থের রচয়িতা কে?
ক. ই. আর. গ্রোস
খ. অমর্ত্য সেন
● ম্যালিনোস্কি
ঘ. রবার্ট লুই
৩৩. দিলীপ বড়ুয়া বৌদ্ধধর্মের অনুসারী। বিবাহ করার সময় দিলীপ বড়ুয়া কাদের নিয়ম অনুসরণ করবেন?
ক. মুসলমানদের
খ. হিন্দুদের
গ. খ্রিস্টানদের
● বৌদ্ধদের
৩৪. বিবাহের অন্যতম ভূমিকা কোনটি?
ক. সামাজিক বিশৃঙ্খলা রোধ করে
খ. সামাজিক ঐক্য বাড়ায়
● সামাজিক অনাচার প্রতিরোধ করে
ঘ. সামাজিক ঐক্য কমায়
৩৫. যৌতুক প্রথার বিরুদ্ধে মূল পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
● পরিবার
খ. গোত্র
গ. সরকার
ঘ. আইনসভা
৩৬. পরিবার কীভাবে মানসিক উৎকর্ষতার বিকাশস্বরূপআবিভিন্ন কার্য পরিচালনা করে থাকে?
ক. ব্যক্তিগত কার্যাবলির মাধ্যমে
খ. দলীয় কার্যাবলির মাধ্যমে
গ. সামাজিক কার্যাবলির মাধ্যমে
● মনস্তাত্ত্বিক কার্যাবলির মাধ্যমে
৩৭. পরিবারের মাধ্যমে কীসের আইনানুগ ব্যবস্থা সম্পর্কে জানা যায়?
● বাল্যবিবাহের
খ. লেডিরেট বিবাহের
গ. সরোরেট বিবাহের
ঘ. ক্রসকাজিন বিবাহের
৩৮. নারী ও পুরুষের মধ্যে আইনগত ও সামাজিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় কীভাবে?
● বিবাহের মাধ্যমে
খ. মিথস্ক্রিয়ার মাধ্যমে
গ. আদালতের মাধ্যমে
ঘ. আইনের মাধ্যমে
৩৯. বিবাহের ক্ষেত্রে বলা যায় —
i. পরিবার গঠনের একমাত্র বৈধ উপায়
ii. মানুষের নৈতিক অধঃপতনের অন্যতম কারণ
iii. ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সম্পর্ক গড়ে তোলে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
● i ও iii
ঘ. i, ii ও iii
৪০ পরিবারের নিয়ন্ত্রণমূলক ভূমিকা সদস্যদেরকে বিরত রাখে—
i. সামাজিক অনাচার থেকে
ii. সামাজিক অপরাধমূলক কাজ থেকে
iii. আদর্শ ও মূল্যবোধ থেকে
নিচের কোনটি সঠিক
● i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৪১. পরিবারকে প্রাথমিক দল বলা হয়, কারণ পরিবারের সদস্যদের মধ্যে—
i. পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া অনানুষ্ঠানিক
ii. শিশু জন্মগতভাবে কোনো না কোনো পরিবারের সদস্য
iii. নির্ভরশীল ও শিক্ষা সম্পর্ক বিদ্যমান
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪২. পরিবারের কাজ হচ্ছে-
i. সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা
ii. সন্তানের অস্তিত্ব রক্ষায় সদাজাগ্রত থাকা
iii. বংশের ধারা অব্যাহত রাখা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪৩ ও ৪৪ নং প্রশ্নের দাও:
উত্তর ঊর্মি তার চার বছরের শিশুকে অবসরে বর্ণমালা চিনতে শেখায়। বাড়িতে অতিথি এলে তাদেরকে সালাম দিতে শেখায়। বড়দের সাথে ভালো ব্যবহার করতে বলে।
৪৩. অনুচ্ছেদে পরিবারের কোন ধরনের কার্যাবলির চিত্র ফুটে উঠেছে?
ক. রাজনৈতিক
● শিক্ষামূলক
গ. অর্থনৈতিক
ঘ. মনস্তাত্ত্বিক
৪৪. পরিবারের উক্ত কার্যাবলি সম্পর্কে বলা যায়—
i. পরিবারই মানুষের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করে
ii. একমাত্র পরিবারই শিশুকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে থাকে
iii. পিতামাতার পরিপূর্ণ তত্ত্বাবধানে শিশু শিক্ষাজগতে পদার্পণ করে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
● i ও iii
ঘ. i, ii ও iii
৪৫. সমাজের জন্য ক্ষতিকর, অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত বাধাকে কী বলা হয়?
ক. রাজনৈতিক সমস্যা
খ. অর্থনৈতিক সমস্যা
গ. ক্ষতিকর অবস্থা
● সামাজিক সমস্যা
৪৬. সমাজের অবৈধ বিবাহ প্রতিরোধে সমাজকর্মী কোন পদ্ধতি অবলম্বন করতে পারেন?
ক. ব্যক্তি সমাজকর্ম
● সামাজিক কার্যক্রম
গ. সমষ্টি সমাজকর্ম
ঘ. সামাজিক গবেষণা
৪৭. পরিবারের সদস্যদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করার জন্য সমাজকর্মী কোন শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান করতে পারেন?
ক. সামাজিক শিক্ষা
● পারিবারিক শিক্ষা
গ. নৈতিক শিক্ষা
ঘ. ধর্মীয় শিক্ষা
৪৮. সমাজকর্মী মাহবুব কীভাবে পরিবার কাঠামো সম্পর্কে সবাইকে সচেতন করতে পারেন?
ক. আলোচনার মাধ্যমে
খ. প্রশিক্ষণের মাধ্যমে
গ. অর্থ প্রদানের মাধ্যমে
● চিত্তবিনোদনের মাধ্যমে
৪৯. CIA প্রদত্ত সন্ত্রাসবাদের উপাদান হলো—
i. পূর্ব পরিকল্পিত কার্যক্রম
ii. টার্গেট বেসামরিক জনগণ
iii. বিশেষ জাতিগোষ্ঠী দ্বারা পরিচালিত
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii
৫০. নারী নির্যাতন হলো—
i. নারীর ওপর দৈহিক নির্যাতন
ii. পরনির্ভরশীল করে তোলা
iii. নারীর ওপর মানসিক নির্যাতন
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
● i ও iii
ঘ. i, ii ও iii
No comments