এইচএসসি - সমাজকর্ম ২য় পত্র : ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
সমাজকর্ম ২য় পত্র ৩য় অধ্যায় mcq : সমাজের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত সামাজিক সমস্যা। সমাজের অপরিহার্য বৈশিষ্ট্যের অপূর্ণতা এবং মানুষের অপূরণজনিত চাহিদা এবং দ্বন্দ্বময় সামাজিক জীবনের ক্রিয়াকলাপ হতেই মূলত সামাজিক সমস্যার উদ্ভব ঘটে। সামাজিক সমস্যা সমাজ থেকে উদ্ভব হয় এবং সমাজের মানুষদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করে এবং অনেক সময় সমাজের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
সমাজ সচেতন মানুষের নিজস্ব দৃষ্টিভঙ্গির নিরিখে সামাজিক সমস্যা নির্ধারণ ও বিশ্লেষণ করা হয়। সামাজিক সমস্যা পরিবর্তনশীল। আজ যা সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত, অতীতে তা সমস্যা হিসেবে পরিগণিত নাও হতে পারে আবার ভবিষ্যতে তা সমস্যা হিসেবে সূচিত নাও হতে পারে। জটিল আর্থ-সামাজিক প্রেক্ষাপটে নতুন নতুন সমস্যার উদ্ভব হতে পারে। সমাজকর্মের যথার্থতা মূলত সমস্যা সমাধানমূলক কার্যক্রমের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে।
সমাজকর্ম ২য় পত্র ৩য় অধ্যায় mcq
১. কোনটি সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়?
ক. আচরণগত সমস্যা
খ. অধিবিদ্যাগত সমস্যা
গ. রাসায়নিক বিক্রিয়াগত সমস্যা
● সামাজিক সমস্যা
২. আমাদের সমাজব্যবস্থা পরিচালিত হয় কীভাবে?
ক. লিখিত নিয়ম-কানুন দ্বারা
● অলিখিত নিয়ম-কানুন দ্বারা
গ. মানুষের ইচ্ছামাফিক
ঘ. রাষ্ট্রকর্তৃক নির্ধারিত নিয়মে
৩. ‘সামাজিক সম্পর্কের অস্বাভাবিকতাই হচ্ছে সামাজিক সমস্যা’—উক্তিটি কার?
ক. ডেভিড ড্রেসলারের
খ. আর এল বার্কারের
● এইচ এ ফেলপসের
ঘ. ডব্লিউ এ ফ্রিডল্যান্ডারের
৪. সামাজিক সমস্যাগুলো কীসের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে?
ক. ব্যক্তির
খ. পরিবারের
● সমাজের
ঘ. রাষ্ট্রের
৫. The Study of Social Problems’ গ্রন্থটি কার?
ক. রব এবং সেল্জনিক
● আর্ল রেবিন্টন এবং মার্টিন এস.ওয়েনবার্গ
গ. অগবার্ন ও নিমকফ
ঘ. ল্যান্ডবার্গ ও ফ্রাঙ্ক
৬. সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রেই সমস্যা মূলত–
i. প্রত্যক্ষ প্রভাব রাখে
ii. অলৌকিক প্রভাব রাখে
iii. পরোক্ষ প্রভাব ফেলে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭. সামাজিক সমস্যার বৈশিষ্ট্য হলো-
i. সমাজের অধিকাংশ মানুষের জন্য ক্ষতিকর
ii. সমাজ থেকে সৃষ্ট
iii. সমস্যা সমাধানযোগ্য নয়
নিচের কোনটি সঠিক
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৮. বাংলাদেশের কোন এলাকায় সবচেয়ে বেশি গাঁজার চাষ হয়?
ক. কুমিল্লার পাহাড়ি এলাকায়
খ. সিলেটের পাহাড়ি এলাকায়
● চট্টগ্রামের পাহাড়ি এলাকায়
ঘ. বাগেরহাটের উপকূলীয় এলাকায়
৯. ‘Social problem disrupt social norms.’- উক্তিটি কার?
ক. Maclver ও Page
● John Wayne ও Peril
গ. PB Horton ও JR Lesely
ঘ. Ginsbarg
১০. সকল সামাজিক সমস্যার পরিসর কীরূপ?
ক. গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ
খ. দলের মধ্যে সীমাবদ্ধ
● সার্বজনীন
ঘ. নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ
১১. একটি সমাজের জন্য অনাকাঙ্ক্ষিত বিষয়—
i. বিশৃঙ্খলা
ii. উন্নতি
iii. অশান্তি
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১২. সামাজিক সমস্যা—
i. মূল্যবোধ পরিপন্থি
ii. আদর্শ পরিপন্থি
iii. উন্নয়নের পরিপন্থি
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii
১৩. সমাজবিজ্ঞানী Ogburn ও Nimcoff সামাজিক সমস্যার কারণ উল্লেখ করেছেন কোন গ্রন্থে?
ক. Sociology
খ. An Outlines of Sociology
গ. An Introduction of Sociology
● A Hand Book of Sociology
১৪. সামাজিক পরিবর্তনের কারণে সৃষ্ট সমস্যার প্রভাব কোথায় বেশি পরিলক্ষিত হয়?
ক. সমাজে
খ. সংঘে
● পরিবারে
ঘ. ধর্মীয় প্রতিষ্ঠানে
১৫. বাংলাদেশের প্রেক্ষাপটে কী কারণে শাসক ও শোষিত শ্রেণির মধ্যে নানা ধরনের সমস্যা উদ্ভূত হয়?
● সম্পদের অসম বণ্টন
খ. সম্পদের সুষ্ঠু ব্যবহারের অভাব
গ. আর্থিক সংকট
ঘ. শোষিতের ওপর শাসকের অত্যাচার
১৬. কীসের মাধ্যমে একটি সমাজ তথা দেশের সামগ্রিক বিষয় প্রস্ফুটিত হয়?
ক. বিবর্তন
● সংস্কৃতি
গ. সভ্যতা
ঘ. রাজনীতি
১৭. ‘ক’ এলাকায় হঠাৎ হিন্দু-মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে। এরূপ সমস্যা নিচের কোনটির ফল?
● মূল্যবোধগত দ্বন্দ্ব
খ. সাংস্কৃতিক অসমতা
গ. ধর্মীয় রীতিনীতির পার্থক্য
ঘ. কুসংস্কার
১৮. সমাজবিজ্ঞানী CM Case সামাজিক সমস্যার কারণ হিসেবে চিহ্নিত করেছেন—
i. বিরূপ প্রতিকূল অবস্থাকে
ii. অসংগঠিত ত্রুটিপূর্ণ সামাজিক অবস্থাকে
iii. বিভিন্ন দলের মধ্যে সাংস্কৃতিক দ্বন্দ্বকে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii
১৯. প্রতিটি সমাজে মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন মূল্যবোধ থাকে, কেননা—
i. বিভিন্ন দলের অস্তিত্ব বিদ্যমান
ii. বিভিন্ন গোষ্ঠীর অস্তিত্ব
iii. বিভিন্ন সম্প্রদায়ের অস্তিত্ব
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২০. ‘পারমাণবিক যুদ্ধ ব্যতীত বিশ্ববাসীর সম্মুখে অন্যতম যে সমস্যা তা হলো জনসংখ্যাস্ফীতি কার উক্তি?
ক. রবার্ট ম্যালথাস
খ. ম্যাকাইভার
গ. এ্যাডাম স্মিথ
● ম্যাকনামারা
২১. কোনো দেশে জনগণের জীবনযাত্রা ও সেবার মান সর্বোচ্চ করতে কোনটি দরকার?
ক. নির্দিষ্ট জনসংখ্যা
খ. জনসংখ্যার সুষম বণ্টন
গ. অসম জনসংখ্যা
● কাম্য জনসংখ্যা
২২. THE POPULATION BOMB ‘গ্রন্থটির লেখক কে?
ক. অধ্যাপক অগর্বান
খ. গিলিক এণ্ড গিলিক
● পল এনরিখ
ঘ. র্যাগনার নার্কস
২৩. কাম্য জনসংখ্যা বলতে কী বোঝায়?
ক. খাদ্য অনুপাতের জনসংখ্যা
খ. আয়তন অনুপাতে জনসংখ্যা
গ. জনসংখ্যা অনুপাতে সম্পদ বেশি
● সম্পদ অনুপাতে জনসংখ্যা
২৪. কাম্য জনসংখ্যা + অতিরিক্ত জনসংখ্যা = ?
ক. সুষম জনসংখ্যা
খ. অসম জনসংখ্যা
● জনসংখ্যা সমস্যা
ঘ. জনসম্পদ
২৫. An Essay on the principle of population গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৭৯০ সালে
খ. ১৭৯৫ সালে
গ. ১৭৯৭ সালে
● ১৭৯৮ সালে
২৬. জনসংখ্যা বৃদ্ধিকে খাদ্য উৎপাদনের সাথে তুলনা করেছেন কে?
ক. এ্যাডাম স্মিথ
খ. ম্যাকনামারা
● ম্যালথাস
ঘ. কিংসলে ডেভিস
২৭. ২০১৫ সালের অর্থনৈতিক সমীক্ষায় জনমিতিক তথ্যানুযায়ী বাংলাদেশের স্থূল মৃত্যুহার কত?
ক. ৪.৫ জন
● ৫.৫ জন
গ. ৬.২ জন
ঘ. ৬.৫ জন
২৮. বাংলাদেশে বর্তমানে মহিলা (১৫-৪৯) প্রতি উর্বরতার হার কত?
ক. ১.৩৬
খ. ২.০৩
গ. ১.৪৮
● ২.১২
২৯. নির্ভরশীল জনসংখ্যাকে কীসের ভিত্তিতে নির্ধারিত করা হয়?
ক. কর্মদক্ষতা
খ. আর্থিক সচ্ছলতা
গ. শারীরিক শক্তি
● বয়স
৩০. ১৯৫১ থেকে বর্তমান পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধি কমে আসার কারণ-
i. বিজ্ঞানভিত্তিক চিকিৎসা ব্যবস্থার বিকাশ
ii. স্বাস্থ্য সচেতনতা
iii. যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন
নিচের কোনটি সঠিক
● i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩১. জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা হলো—
i. শিল্পদূষণ
ii. বেকারত্ব
iii. অপরাধ প্রবণতা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii
৩২. সারা বিশ্বে উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কেননা–
i. অতিরিক্ত জ্বালানি ব্যবহৃত হচ্ছে
ii. বন উজাড় হচ্ছে
iii. পারমাণবিক চুল্লির ব্যবহার বাড়ছে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii
৩৩. কোনো চলমান ধারার একটি পর্যায় যদি স্বল্প মাথাপিছু আয় হলে এর পরবর্তী পর্যায় কী হবে?
● জীবনযাত্রার নিম্নমান
খ. কুসংস্কারাচ্ছন্নতা
গ. বেকারত্ব
ঘ. অশিক্ষা
৩৪. যেকোনো সমস্যার সমাধান করতে হলে কীসের প্রয়োজন হয়?
ক. তাত্ত্বিক জ্ঞান
খ. প্রায়োগিক জ্ঞান
● গবেষণা
ঘ. সচেতনতা
৩৫. সমাজকর্মীরা বিলম্বে বিবাহের জন্য কীভাবে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারে?
ক. চিকিৎসা সেবা প্রদান করে
খ. পরিবার পরিকল্পনা সেবা দিয়ে
গ. নিজেরা সচেতন হয়ে
● প্রচারণার মাধ্যমে
৩৬. Front line Female Workers কাদের বলা হয়?
ক. সমাজকর্মীদের
খ. নীতি নির্ধারকদের
● পরিবার কল্যাণ সহকারীদের
ঘ. রাজনীতিবিদদের
৩৭. একজন সমাজকর্মী জনসংখ্যা সমস্যা সমাধানে’গবেষণাকার্য পরিচালনা করতে পারে–
i. এর কারণ খুঁজে বের করার জন্য
ii. সমাজে এর প্রভাব খুঁজে বের করার জন্য
iii. সমাধানের দিক খুঁজে বের করার জন্য
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৩৮. জনসংখ্যা সমস্যা মোকাবিলায় একজন সমাজকর্মী ভূমিকা রাখতে পারে—
i. বিলম্বে বিবাহে ব্যাপক প্রচারণার মাধ্যমে
ii. বাস্তব তথ্যের জন্য গবেষণাকার্য পরিচালনার মাধ্যমে
iii. শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে
নিচের কোনটি সঠিক
● i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও:
মাহিনের বসবাসরত দেশটি বিশ্বের অনুন্নত ও দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটিতে জনগণের মৌল মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে বহুমুখী সমস্যা বিরাজমান। তন্মধ্যে অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি ও রাজনৈতিক অস্থিতিশীলতা।
৩৯. উদ্দীপকে বর্ণিত মাহিনের বসবাসরত দেশের সাথে নিচের কোন দেশের সাদৃশ্য রয়েছে?
● বাংলাদেশের
খ. নেপালের
গ. শ্রীলংকার
ঘ. মিয়ানমারের
৪০. মাহিনের দেশে বিরাজমান উক্ত প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণের ক্ষেত্রে বলা যায়-
i. পরিকল্পিত পরিবার গঠনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে
ii. রাজনৈতিক ক্ষেত্রে সুষ্ঠু গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করতে হবে
iii. প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii
৪১. সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী বেকারত্বের হার কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে কোন বিষয়টি?
ক. বৈশ্বিক উষ্ণায়ন
● অর্থনৈতিক মন্দা
গ. বন উজাড়
ঘ. কুসংস্কার
৪২. অর্থনৈতিক দুর্দশার কারণে উদ্ভূত সামাজিক সমস্যা কোনটি?
ক. আত্মহত্যা
● বেকারত্ব
গ. মাদকাসক্তি
ঘ. অপরাধপ্রবণতা
৪৩. বাংলাদেশে বিরাজমান বেকার সমস্যার কারণ হিসেবে যা বলা যায় তা হলো—
ক. আবাদি ভূমির পরিমাণ হ্রাস
খ. শিল্প-কারখানার অপর্যাপ্ততা
● বাস্তবসম্মত শ্রম ও কর্মসংস্থান নীতির অভাব
ঘ. উপরের সবগুলোই সঠিক
৪৪. বেকার সমস্যার পেছনে অর্থনৈতিক কারণের পাশাপাশি অন্য কোন কারণ কাজ করে?
ক. রাজনৈতিক কারণ
খ. সাংস্কৃতিক কারণ
● কর্মসংস্থানের সীমাবদ্ধতা
ঘ. ব্যক্তিস্বাধীনতা
৪৫. কোনো দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় কীসের মাধ্যমে?
ক. দলীয় হস্তক্ষেপ
খ. রাজনৈতিক অস্থিতিশীলতা
● শক্তিশালী অর্থনৈতিক কাঠামো
ঘ. ব্যক্তি উদ্যোগ
৪৬. একটি দেশের শিল্প বিকাশ কিংবা উন্নয়নমুখী কর্মসূচি গৃহীত হয় কীসের ভিত্ততে?
ক. শ্রমিকের দক্ষতা
খ. সরকারের স্থায়িত্ব
গ. দেশের মোট উৎপাদনের
● দেশের প্রবৃদ্ধি
৪৭. ইকোনমিস্ট কোন দেশের সাময়িকী?
ক. যুক্তরাষ্ট্র
● যুক্তরাজ্য
গ. ইতালি
ঘ. জার্মান
৪৮. বিশ্ব ব্যাংকের মতে, প্রকৃতপক্ষে বাংলাদেশে বেকারত্বের হার কত?
● ১৪.২%
খ. ১৩.৩%
গ. ১৫.৫%
ঘ. ১৬.৫%
৪৯. ILO-এর মতে, বেকারত্ব বাড়ছে এমন ২০টি দেশের তালিকায় বাংলাদেশের স্থান কততম?
ক. ৫ম
খ. ৭ম
গ. ১০ম
● ১২তম
৫০. কোনটির দুর্বলতার কারণে বেকারত্ব বৃদ্ধি পায়?
● শিক্ষাব্যবস্থা
খ. রাজনৈতিক ব্যবস্থা
গ. যাতায়াত ব্যবস্থা
ঘ. ধর্মীয় নীতি
No comments