এইচএসসি - সমাজকর্ম ২য় পত্র : ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন

সমাজকর্ম ২য় পত্র ২য় অধ্যায় mcq : মানবজীবনের বহুমুখী সমস্যার সর্বোত্তম পন্থায় মোকাবিলায় সমস্যাগ্রস্তদের সক্ষম করতে সমাজকর্মীরা বিভিন্ন কম পেশাগত দায়িত্ব পালন করেন। বিভিন ড়ব ধরনের অনুশীলনক্ষেত্রের পরিপ্রেক্ষিতে সমাজকর্মের কতগুলো ক্ষেত্রকেন্দ্রিক সেবা কার্যক্রম বিকাশ লাভ করেছে। সমাজকর্মের বিশেষ বিশেষ সরাসরি সেবাপ্রদানের ক্ষেত্রকেন্দ্রিক সেবাকার্যক্রমকে সমাজকর্মের শাখা বলা হয়। অন্যভাবে বলা যায়, পেশাদার সমাজকর্মের যেসব শাখায় সেবাদানকারী বা সমাজকর্মীরা পেশাগত দায়িত্ব পালন করেন তাই সমাজকর্মের শাখা।

সমাজকর্ম ২য় পত্র ২য় অধ্যায় mcq

. ব্যক্তিগত বা মনোসামাজিক সমস্যা প্রশমনের জন্য কারা কাজ করে থাকে?
. সাইকিয়াট্রিক
সমাজকর্মী
. আইনজীবী
. চিকিৎসক

. ‘সমাজকর্ম পেশায় সামাজিক বিজ্ঞানের অন্য শাখাগুলোর জ্ঞান অপরিহার্যউক্তিটি মূল্যায়নে কী পরিলক্ষিত হয়?
. অন্য শাখাগুলোর জ্ঞান অর্জন প্রয়োগ করতে হয়
অন্য শাখাগুলোর জ্ঞান পরিপূরক হিসেবে কাজ করে
. সমাজকর্মের ভিত্তি গড়ে ওঠে অন্য শাখার জ্ঞানের ওপর
. সমাজকর্ম অন্যান্য সামাজিক বিজ্ঞান একে অপরের সমার্থক

. প্রশাসন এবং ব্যবস্থাপনা সমাজকর্ম কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
. অপরাধীদের সহায়তার ক্ষেত্রে
. সমাজকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে
. বিশ্বব্যাপী অন্যায় প্রতিরোধে
প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়নে

. সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র বিস্তৃত হওয়ায় যৌক্তিক কারণ কী?
. নানা পদ্ধতি ব্যবহার করায়
. অন্যান্য সামাজিক বিজ্ঞানের সহায়তা নেও
পরিধি ব্যাপক হওয়ায়
. অনুশীলন ভিত্তিক বিজ্ঞান হওয়ায়

. সাহায্যার্থীর মনোসামাজিক সমস্যা নির্ধারণে সমাজকর্মের কোন শাখা কাজ করে?
. চিকিৎসা সমাজকর্ম
. ক্লিনিক্যাল সমাজকর্ম
. পেশাগত সমাজকর্ম
সাইকিয়াট্রিক সমাজকর্ম

. আদালত সমাজকর্ম কাদের জন্য কাজ করে থাকে?
. আইনজীবীদের জন্য
. পুলিশদের জন্য
অপরাধীদের জন্য
. মহিলা অপরাধীদের জন্য

. সমাজকর্মের কোন শাখা মূলত সমষ্টি সমাজকর্মের পৃথক একটি রূপ?
. পেশাগত সমাজকর্ম
পল্লি সমাজকর্ম
. মিলিটারি সমাজকর্ম
. প্রশাসন এবং ব্যবস্থাপনা সমাজকর্ম

. RAPPORT কাদের মধ্যে গড়ে উঠে?
. সমাজকর্মী সাহায্যাথীর বন্ধুর
সমাজকর্মী সাহায্যাথীর মাঝে
. সমাজকর্মী চিকিৎসকের মধ্যে
. সমাজকর্মী সাহায্যাথীর পরিবারের সদস্য

. সরাসরি সেবাদানকারী সমাজকর্মী বলতে বোঝায়, যারা
i.
প্রাত্যহিক জীবনের বিভিন্ন সমস্যায় সেবাদান করেন
ii.
সমাজকর্ম শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করে পেশায় নিয়োজিত
iii.
সমাজকর্মের বিশেষ শাখায় পেশাদার কর্মে নিয়োজিত

নিচের কোনটি সঠিক
● i
ii
. i iii
. ii iii
. i, ii iii

১০. আন্তর্জাতিক সমাজকর্মের কাজের ক্ষেত্র সম্পর্কে বলা যায়
i.
জাতিসংঘের কাজে সহায়তা করে
ii.
বিভিন্ন সংকটময় মুহূর্তে ত্রাণ সরবরাহ করে
ii.
বিশ্বব্যাপী অন্যায় প্রতিরোধে কাজ করে

নিচের কোনটি সঠিক
. i ii
● ii
iii
. i iii
. i, ii iii

১১. পেশাগত সমাজকর্মের কার্যাবলি সম্পর্কে প্রযোজ্য তথ্য হলো
i.
কার্যসম্পাদনে প্রভাব বিস্তারকারী সমস্যা সমাধানে সাহায্য করে
ii.
কর্মীদের দক্ষতা সৃজনশীলতা বৃদ্ধিতে সাহায্য করে
iii.
কর্মী-মালিকদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করে

নিচের কোনটি সঠিক
. i ii
. ii iii
. i iii
● i, ii
iii

১২. মানবিক সমস্যার সাথে আধুনিক সমাজকর্মের সম্পর্ক কীরূপ?
অত্যন্ত নিবিড়
. সহযোগিতামূলক
. প্রতিযোগিতামূলক
. বিরূপ

১৩. Reading to Social Problems গ্রন্থের লেখক কোন সমাজবিজ্ঞানী?
আইরা সিলভার
. সি.এম.কেস
. ম্যাকাইভার
. চার্লস গ্রাভিন

১৪. একজন চিকিৎসা সমাজকর্মী সাহায্যার্থীর জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করে
i.
সাধারণ চিকিৎসার ব্যবস্থা করতে পারে
ii.
চিকিৎসা পরবর্তী পুনর্বাসনের ব্যবস্থা করতে পারে
iii.
চিকিৎসাকালীন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে

নিচের কোনটি সঠিক
● i
ii
. ii iii
. i iii
. i, ii iii

১৫. স্কুল সমাজকর্ম চালু হয়েছিল
i.
শিক্ষার্থীর কর্মতৎপরতা বাড়ানোর লক্ষ্যে
ii.
শিক্ষার মান বৃদ্ধি করার লক্ষ্যে
iii.
অতিথি শিক্ষক নিয়োগের মাধ্যমে

নিচের কোনটি সঠিক
. i ii
. ii iii
. i iii
● i, ii
iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬ ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
শিল্পপতি জনাব আসিফুর রহমানের গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রতিনিয়ত শ্রমিকদের আন্দোলন চলছে। ন্যায্য বেতন ভাতা, কর্মঘণ্টা কমানো প্রভৃতি দাবিতে শ্রমিকরা বিদ্রোহী হয়ে উঠেছে। অবস্থায় জনাব রহমানের নিয়োগপ্রাপ্ত একজন সমাজকর্মী সমস্যা সমাধানের জন্য শ্রমিকদের সাথে আলোচনায় অংশ নিয়েছেন

১৬. উদ্দীপকের সমাজকর্মীকে কী হিসেবে আখ্যায়িত করা যায়?
শিল্প সমাজকর্মী
. শহর সমাজকর্মী
. দায়িত্বশীল সমাজকর্মী
. চিকিৎসা সমাজকর্মী

১৭. উদ্দীপকের পরিস্থিতি নিরসনে একজন সমাজকর্মী
i
শ্রমিকদের অধিকার দায়িত্ব কর্তব্য স্পষ্ট করবেন
ii.
মালিকপক্ষকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবেন
iii.
ম্যানেজমেন্ট কর্মীদের মধ্যে আলোচনার পথ প্রশস্ত করবেন

নিচের কোনটি সঠিক
. i ii
● i
iii
. ii iii
. i, ii iii

১৮. “স্বাস্থ্য চিকিৎসা কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ করাই হলো চিকিৎসা সমাজকর্ম।উক্তিটি কার?
. WHO Statistical Year Book
. Sociological Year Book
. Social Welfare Year Book
● Social Work Year Book

১৯. চিকিৎসা সমাজকর্মের নতুন নামকরণ কবে হয়?
১৯৮৪ সালে
. ১৯৯০ সালে
. ১৯৯৫ সালে
. ১৯৯৮ সালে

২০. কোন ব্যক্তি রোগীর চিকিৎসায় সমাজকর্মীদের গুরুত্ব প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দেন?
● Dr. Richard C Cabot
. Dr. Charles P Emerson
. Mary Richmond
. W. A. Friedlander

২১. কার অনুপ্রেরণা এবং পরিচালনায় চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদের মাঠকর্মের প্রশিক্ষণকে চালু করা হয়?
● Dr. Charles P Emerson
. Mary Richmond
. Dr. Richard C. Cabot
. W.A. Friedlander

২২. কত সালে পরীক্ষামূলকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম চালু করা হয়?
. ১৯৫১
. ১৯৫৩
১৯৫৫
. ১৯৫৭

২৩. বর্তমানে আমাদের দেশে মোট কয়টি হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম চালু রয়েছে?
. ৮৫ টি
৮৭টি
. ৮৯ টি
. ৯১ টি

২৪. বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মের যাত্রা শুরু হয় কবে?
১৯৫৪ সালে
. ১৯৫৮ সালে
. ১৯৬৮ সালে
. ১৯৭৮ সালে

২৫. হাসপাতালের বিভিন্ন বিষয়ের সাথে খাপ-খাওয়াতে রোগীদের সহায়তা করে কে?
চিকিৎসা সমাজকর্মী
. চিকিৎসক
. হাসপাতাল কর্তৃপক্ষ
. চিকিৎসকের সহকারী

২৬. বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মের অগ্রগতিতে কার অবদান অন্যতম?
. ডা. ইব্রাহিম
ডা. মো. আলী আকবর
. ডা. এম আর খান
. ডা. প্রাণ গোপাল দত্ত

২৭. Elements of Social Welfare’ গ্রন্থটির রচয়িতা কে?
● Prof Dr. Md. Ali Akbar
. Dr. Charles P Emerson
. Mary Richmond
. Dr. Richard C Cabot

২৮. রোগীদের রোগ-শোক সম্পর্কে সচেতন করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
. বিদ্যালয় সমাজকর্ম
. শিল্প সমাজকর্ম
. ক্লিনিক্যাল সমাজকর্ম
চিকিৎসা সমাজকর্ম

২৯. বাংলাদেশে হাসপাতাল সমাজসেবা কর্মসূচি বাস্তবায়ন করা হয়
i.
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে
ii.
নারী শিশু কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে
iii.
বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে

নিচের কোনটি সঠিক
. i ii
. ii iii
● i
iii
. i, ii iii

৩০. চিকিৎসা সমাজসেবার কার্যক্রমের মাধ্যমে
i.
রোগীদের মানসিক শক্তি বৃদ্ধি করা হয়।
ii.
অসহায়, দুস্থ দরিদ্র রোগীর চিকিৎসা ব্যয়ের ব্যবস্থা করা হয়।
iii.
রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে

নিচের কোনটি সঠিক
● i
ii
. ii iii
. i iii
. i, ii iii

৩১. মিসেস ক্লারা, মিস সাবিনা মি. জামান ১৯৬১ সালে বাংলাদেশে প্রথম পেশাদার সমাজকর্মী হিসেবে হাসপাতালে নিয়োগ লাভ করেন। তাদের নিয়োগকৃত হাসপাতাল হচ্ছে
i.
চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল
ii.
রাজশাহী মেডিকেল হাসপাতাল
iii.
মিটফোর্ড মেডিকেল হাসপাতাল

নিচের কোনটি সঠিক
. i ii
. i iii
. ii iii
● i, ii
iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩২ ৩৩ নং প্রশ্নের উত্তর দাও:
তুষার বাবার চিকিৎসা করাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায়। কিন্তু হাসপাতালে গিয়ে সে প্রথমে কী করবে তা বুঝে উঠতে পারছিল না। এজন্য তাকে নানান জটিলতায় পড়তে হয়। তার অবস্থার উত্তরণে হাসপাতালে সমাজকর্মের একটি কর্মসূচি চালু আছে।

৩২. তুষারের ধরনের সমস্যা সমাধানে কে ভূমিকা রাখতে পারে?
. মাঠকর্মী
চিকিৎসা সমাজকর্মী
. শিল্প সমাজকর্মী
. সাইকিয়াট্রিক সমাজকর্মী

৩৩. রোগীদের বিভিন্ন জটিলতা দূরীকরণে উদ্দীপকে ইঙ্গিতকৃত কর্মসূচি ভূমিকা পালন করে
i.
ডাক্তার, নার্স রোগীর মধ্যে সমন্বয়ের মাধ্যমে
ii.
রোগীর উদ্বিগ্নতা দূরীকরণের মাধ্যমে
iii.
রোগীর চিকিৎসা প্রদানের মাধ্যমে

নিচের কোনটি সঠিক
● i
ii
. ii iii
. i iii
. i, ii iii

৩৪. সমাজকর্মের কোন শাখা সাহায্যার্থীর সমস্যা নির্ণয় বা পরীক্ষা-নিরীক্ষা করে সমাধানের ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে সাহায্য করে?
. চিকিৎসা সমাজকর্মে
ক্লিনিক্যাল সমাজকর্মে
. পেশাগত সমাজকর্মে
. সাইকিয়াট্রিক সমাজকর্মে

৩৫. ব্যক্তিত্বের আচরণের ত্রুটি, অসামঞ্জস্যতা, সাহায্যার্থীর প্রত্যাশা ইত্যাদি কোন সমাজকর্মের মাধ্যমে করা হয়?
. পল্লি সমাজকর্ম
ক্লিনিক্যাল সমাজকর্ম
. সাইকিয়াট্রিক সমাজকর্ম
. চিকিৎসা সমাজকর্ম

৩৬. সাহায্যাথীর সমস্যা নির্ণয় করে সমাধানের ব্যবস্থা গ্রহণ করে সমাজকর্মের কোন শাখা?
. চিকিৎসা সমাজকর্ম
. সাইকিয়াট্রিক সমাজকর্ম
ক্লিনিক্যাল সমাজকর্ম
. স্কুল সমাজকর্ম

৩৭. সমাজকর্মের কোন শাখা সম্পূর্ণভাবে মানসিক সেবা প্রদান করে?
. চিকিৎসা সমাজকর্ম
. পেশাগত সমাজকর্ম
. গ্রামীণ সমাজকর্ম
ক্লিনিক্যাল সমাজকর্ম

৩৮. ক্লিনিক্যাল সমাজকর্ম কাজ করে কীভাবে?
. স্তরায়িত পরিকল্পনার মাধ্যমে
. কেস স্টাডি করে
বৃহৎ পরিকল্পনা গ্রহণ করে
. সম্পদের গতিশীলতার মাধ্যমে

৩৯. মানসিক স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে নিচের কোন শাখাটি প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট?
. চিকিৎসা সমাজকর্ম
. ক্লিনিক্যাল সমাজকর্ম
. প্রবীণকল্যাণ সমাজকর্ম
সাইকিয়াট্রিক সমাজকর্ম

৪০. সাইকিয়াট্রিক সমাজকর্মের মূল লক্ষ্য কী?
মানসিক ক্ষতিগ্রস্থদের সেবা প্রদান করা
. শ্রমিকদের জীবনমান উন্নত করা
. প্রবীণদের কল্যাণ সাধন করা
. শিশুশ্রম রোধ করা

৪১. মানসিক রোগীদের সমাজে বসবাসের উপযোগী করে তোলার জন্য কীসের ব্যবস্থা করা হয়?
. পরিকল্পনার
. গবেষণার
কাউন্সেলিংয়ের
. প্রশিক্ষণের

৪২. সাইকিয়াট্রিক সমাজকর্মে রোগীর ধরন কয় প্রকার?
দুই প্রকার
. তিন প্রকার
. চার প্রকার
. পাঁচ প্রকার

৪৩. ক্লিনিক্যাল সমাজকর্মীর কার্যক্রম হলো
i.
সাহায্যার্থীকে আর্থিক সহায়তা প্রদান
ii.
পরিবর্তিত পরিস্থিতিতে সাহায্যাথীকে সামঞ্জস্য বিধানে সহায়তা করা
iii.
সাহায্যাথীকে চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরের ব্যবস্থা করা

নিচের কোনটি সঠিক
. i ii
● ii
iii
. i iii
. i, ii iii

৪৪. ক্লিনিক্যাল সমাজকর্ম কাজ করে
i.
মানসিক সেবা প্রদানে
ii.
অপরাধীদের পক্ষে
iii.
ব্যক্তির আচরণের ত্রুটি নির্ণয়ে

নিচের কোনটি সঠিক
. i ii
● i
iii
. ii iii
. i, ii iii

উদ্দীপকটি পড়ে ৪৫ ৪৬ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব শরিফ একজন চাকরিজীবী। তার এক ছেলে এক মেয়ে। মেয়েকে এক প্রবাসীর সাথে বিবাহ দেওয়ায় সে বিদেশে চলে যায়। ছেলেকে খুবই আদর যত্নে মানুষ করতে থাকেন। কিন্তু ছেলেটি কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এহেন অবস্থায় সমাজকর্মের একটি শাখা তার সাহায্যে এগিয়ে আসে।

৪৫. উদ্দীপকে জনাব শরিফের মানসিক সমস্যার সমাধানে সমাজকর্মের কোন শাখা এগিয়ে আসে?
. চিকিৎসা সমাজকর্ম
সাইকিয়াট্রিক সমাজকর্ম
. ক্লিনিক্যাল সমাজকর্ম
. প্রবীণ সমাজকর্ম

৪৬. উদ্দীপকের সমস্যা সমাধানে সমাজকর্মীর করণীয় হচ্ছে
i.
ব্যক্তিগতভাবে ব্যবস্থাপত্র প্রদান করা
ii.
পারিবারিক থেরাপি প্রদান করা
iii.
বাস্তব ভিত্তিতে থেরাপি প্রদান করা

নিচের কোনটি সঠিক
. i
● ii
. i ii
. ii, iii

৪৭. কত সালের শিক্ষাবর্ষে নিউইয়র্ক সিটি, বোস্টন এবং হাটফোর্ডে প্রথম পৃথকভাবে স্কুল সমাজকর্ম সেবাকার্য শুরু হয়?
. ১৯০৫০৬
১৯০৬০৭
. ১৯০৭-০৮
. ১৯০৮০৯

৪৮. সর্বপ্রথম কোন প্রতিষ্ঠানে ভিজিটিং টিচার প্রবর্তন করা হয়?
. বোস্টনের মহিলা সমিতিতে
হাটফোর্ডের সাইকোলজিক্যাল ক্লিনিকে
. হাটলে হাউস প্রতিষ্ঠানে
. গ্রিন উইচ প্রতিষ্ঠানে

৪৯. কত সালে নিউইয়র্ক শহরের Rochester সর্বপ্রথম Visiting Teachers প্রবর্তন করা হয়?
. ১৯১০ সালে
. ১৯১১ সালে
. ১৯১২ সালে
১৯১৩ সালে

৫০. বাংলাদেশে সর্বপ্রথম কত সালে স্কুল সমাজকর্ম চালু করা হয়?
. ১৯৬৭ সালে
. ১৯৬৮ সালে
১৯৬৯ সালে
. ১৯৭০ সালে

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.