মহাজাগতিক কিউরেটর বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা ১ম পত্র গাইড

Mohajagotik Curator Golper MCQ Question and Answer 

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

মহাজাগতিক কিউরেটর

বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

. “মহাজাগতিক কিউরেটরগল্পে মানুষের বয়স কত বছর বলে উল্লেখ করা হয়েছে?

[] এক মিলিয়ন

☑️ দুই মিলিয়ন

[] তিন মিলিয়ন

[] চার মিলিয়ন

. সৌরজগতের তৃতীয় গ্রহের প্রাণ সহজ এবং সাধারণ কেন?

[] ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে মৌলিক পার্থক্য নেই

[] সকল প্রজাতি দেখতে একই রকম

☑️ সকল প্রজাতির গঠন একই

[] ভিন্ন ভিন্ন প্রজাতির গুণাগুণ ভিন্ন ভিন্ন

অনুচ্ছেদটি পড়ে সংখ্যক প্রশ্নের উত্তর দাও:

কালবৈশাখীর প্রচণ্ড ঝাপটায় লণ্ড-ভণ্ড মালঞ্চ গ্রাম। ঘর-বাড়ি, গাছ-পালা, ভেঙে পড়ে জীবনযাত্রা বিপর্যস্ত। কিন্তু আত্মপ্রত্যয়ী গ্রামবাসী ভেঙে না পড়ে সবাই মিলে পরস্পরের ঘর-বাড়ি মেরামত করতে লাগলেন। অল্প সময়ের মধ্যেই তারা বিপর্যয় কাটিয়ে আগের অবস্থায় ফিরে এল।

. অনুচ্ছেদেমহাজাগতিক কিউরেটরগল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হলো-

i. একতা

ii. শৃঙ্খলা

iii. সহমর্মিতা

নিচের কোনটি সঠিক?

☑️ i ii

[] i iii

[] ii iii

[] i, ii iii

. উক্ত দিকের বিপরীত প্রবণতা প্রকাশ পেয়েছে নিচের কোন বাক্যে?

☑️ এরা একে অন্যের ওপর নিউক্লিয়ার বোমা ফেলছে

[] এদের মাঝে শ্রমিক আছে, সৈনিক আছে

[] যে যার দায়িত্ব পালন করে যাচ্ছে

[] অন্যকে বাঁচানোর জন্য অকাতরে প্রাণ দিয়ে যাচ্ছে

মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

লেখক পরিচিতি :  (বোর্ড বই থেকে)

. ‘মহাজাগতিক কিউরেটরগল্পটি কে লিখেছেন?

☑️ মুহম্মদ জাফর ইকবাল

[] শামসুদ্দীন আবুল কালাম

[] আব্দুল্লাহ আল মুতি

[] হুমায়ূন আহমেদ

. মুহম্মদ জাফর ইকবাল কোন শহরে জন্মগ্রহণ করেন?

[] কিশোরগঞ্জ

[] নরসিংদী

সিলেট

[] যশোর

. মুহম্মদ জাফর ইকবালের পৈতৃক নিবাস কোথায়?

[] সিলেট

[] হবিগঞ্জ

[] মৌলভীবাজার

☑️ নেত্রকোনা

. মুহম্মদ জাফর ইকবাল কত সালে বাংলা একাডেমি পুরস্কার পান?

☑️ ২০০৪ সালে

[] ২০০৫ সালে

[] ২০০৬ সালে

[] ২০০৭ সালে

. মুহম্মদ জাফর ইকবাল কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?

[] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

[] রাজশাহী বিশ্ববিদ্যালয়

☑️ ঢাকা বিশ্ববিদ্যালয়

[] জগন্নাথ বিশ্ববিদ্যালয

১০. কত সালে মুহম্মদ জাফর ইকবাল পিএইচডি ডিগ্রি অর্জন করেন?

[] ১৯৮০ সালে

[] ১৯৮১ সালে

☑️ ১৯৮২ সালে

[] ১৯৮৩ সালে

১১. বৈজ্ঞানিক কল্পকাহিনির একচ্ছত্র সম্রাট বলা হয় কাকে?

[] বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়কে

[] শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে

☑️ মুহম্মদ জাফর ইকবালকে

[] হুমায়ূন আহমদকে

১২. মুহম্মদ জাফর ইকবাল কত সালে জন্মগ্রহণ করেন?

[] ১৯৫০ সালে

[] ১৯৫১ সালে

☑️ ১৯৫২ সালে

[] ১৯৫৩ সালে

১৩. মুহম্মদ জাফর ইকবালের মায়ের নাম কী?

[] লতিফা খাতুন

☑️ আয়েশা আখতার খাতুন

[] সায়েরা খাতুন

[] ফরিদা আখতার খাতুন

১৪. মুহম্মদ জাফর ইকবালের পিতার নাম কী?

[] লুৎফর রহমান

[] আবিদুর রহমান

☑️ ফয়জুর রহমান আহমেদ

[] মফিজুল হক

১৫. নিচের কোনটি মুহম্মদ জাফর ইকবাল রচিত কিশোর উপন্যাস নয়?

[] দীপু নাম্বার টু

[] আমার বন্ধু রাশেদ

[] আমি তপু

☑️ মহাকাশে মহাত্রাসে

১৬. বিজ্ঞান লেখক হিসেবে মুহম্মদ জাফর ইকবাল কোন পুরস্কার পান?

[] আদমজী পুরস্কার

[] একুশে পদক

☑️ বাংলা একাডেমি পুরস্কার

[] স্বাধীনতা পুরস্কার

১৭. জাফর ইকবাল এম. এসসি ডিগ্রি লাভ করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে?

☑️ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে

[] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে

[] বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে

[] রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে

১৮. হুমায়ুন আহমেদের সঙ্গে মুহম্মদ জাফর ইকবালের সম্পর্ক-

☑️ ভাই

[] নিকটাত্মীয়

[] জ্ঞাতি

[] বঙ্গু

মূল পাঠ :  (বোর্ড বই থেকে)

১৯. পৃথিবীতে রয়েছে-

[] এককোষী থেকে বহুকোষী প্রাণী

☑️ এককোষী থেকে লক্ষ-কোটি কোষী প্রাণী

[] অতিকায় বিরাট প্রাণী

[] ক্ষুদ্র বৃহৎ প্রাণী

২০. প্রকৃতপক্ষে কাকে আলাদাভাবে প্রাণীহীন বলা যায়?

☑️ ভাইরাসকে

[] ব্যাকটেরিয়াকে

[] এককোষী প্রাণীকে

[] বহুকোষী প্রাণীকে

২১. অন্য কোনো প্রাণির সংস্পর্শে এলে ভাইরাসের মাঝে কীসের লক্ষণ দেখা যায়?

[] প্রাণের

☑️ জীবনের

[] অস্তিত্বের

[] মনের

২২. প্রথম কিউরেটর পৃথিবীতে কীসের বিকাশ ঘটেছে বলে জানাল?

[] মানুষের

[] সভ্যতার

☑️ প্রাণের জীবজগতের

২৩. কারা জগতে পিছিয়ে পড়া প্রাণী?

☑️ সরীসৃপরা

[] মাংসভোজীরা

[] স্তন্যপায়ীরা

[] তৃণভোজীরা

২৪. কাদের সংরক্ষণ করা অনেক কঠিন হবে?

☑️ হাতি বা নীল তিমি

[] ভাইরাস ব্যাকটেরিয়া

[] মানুষ

[] পিঁপড়া

২৫. পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রাণির মধ্যে আসলে কী নেই?

[] স্বাভাবিকত্ব

[] সূক্ষ পার্থক্য

[] মৌলিকত্ব

☑️ মৌলিক পার্থক্য

২৬. ‘নিঃসঙ্গ গ্রহচারীমুহম্মদ জাফর ইকবাল রচিত-

[] ছোট গল্প

[] উপন্যাস

[] কিশোর উপন্যাস

☑️ সায়েন্স ফিকশন

২৭. সালোকসংশ্লেষণ হলো-

[] মানুষের খাবার তৈরির প্রক্রিয়া

[] ভাইরাসের খাবার তৈরি প্রক্রিয়া

[] প্রাণীর খাবার তৈরির প্রক্রিয়া

☑️ বৃক্ষের খাদ্য প্রস্তুতপ্রণালি

২৮. “কোথাও কোথাও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে”-কারা?

☑️ মানুষ

[] ডাইনোসর

[] ডলফিন

[] বাঘ

২৯. শীতল রক্তের প্রাণির উদাহরণ কোনটি?

[] পিঁপড়া

[] মাছ

[] মানুষ

[] কুকুর

৩০. বাঘের সঙ্গে নিচের কোন প্রাণীর সাদৃশ্য লক্ষণীয়?

[] হরিণ

[] জিরাফ

[] জেব্রা

☑️ সিংহ

৩১. মানুষ বাঘ উভয়ের মধ্যে গঠনগত মিলের কারণ হিসেবে নিচের কোনটি গ্রহণযোগ্য?

[] আরএনএ

[] সাইটোপ্লাজম

[] নিউক্লিয়াস

☑️ ডিএনএ

৩২. পিঁপড়ারা কোন যুগ থেকে এখনো টিকে আছে?

[] বরফ যুগ

[] আদিম যুগ

[] প্রাচীন যুগ

☑️ ডাইনোসরের যুগ

৩৩. “মহাজাগতিক কাউন্সিল আমাদের কিউরেটরের দায়িত্ব দিয়েছে।”-উক্তিটি কার?

[] প্রথম কিউরেটরের

☑️ দ্বিতীয় কিউরেটরের

[] তৃতীয় কিউরেটরের

[] চতুর্থ কিউরেটরের

৩৪. স্বেচ্ছাধ্বংসকারী প্রাণী কোনটি?

[] ডাইনোসর

[] কুকুর

[] পিঁপড়া

☑️ মানুষ

৩৫. “আমি একটি প্রাণী খুঁজে পেয়েছি”-উক্তিটি কার?

☑️ প্রথম কিউরেটরের

[] দ্বিতীয় কিউরেটরের

[] তৃতীয় কিউরেটরের

[] চতুর্থ কিউরেটরের

৩৬. পিঁপড়াদের মধ্যে ঝগড়া বিবাদ নেই কেন?

☑️ এরা সামাজিক একতাবদ্ধ বলে

[] খাদ্যাভাব নেই বলে

[] পরোপকারী বলে

[] সংকীর্ণ নয় বলে

৩৭. আগে থেকেই খাবার জমিয়ে রাখে কারা?

[] মানুষ

[] বানর

[] মৌমাছি

☑️ পিঁপড়া

৩৮. বুকে ভর দিয়ে চলে এমন প্রাণীকে কী বলা হয়?

[] স্তন্যপায়ী

[] তৃণভোজী

[] আকাশচারী

☑️ সরীসৃপ

৩৯. মানুষ গাছ কেটে বিস্তীর্ণ এলাকা ধ্বংস করছে কেন?

[] নিজেদের ব্যবহারের জন্য

☑️ সভ্যতার বিকাশের জন্য

[] প্রকৃতিকে ধ্বংস করার জন্য কোনোটিই নয়

৪০. সামাজিক প্রাণী হিসেবে নিচের কোনটিকে চিহ্নিত করা যায়?

☑️ মানুষ

[] বাঘ

[] হাতি

[] সাপ

৪১. স্তন্যপায়ী প্রাণী হিসেবে নিচের কোনটি গ্রহণযোগ্য?

[] সাপ

☑️ বাঘ

[] নীল তিমি

[] পাখি

৪২. পৃথিবীর সকল প্রাণীর প্রাণের মূল হলো-

[] জঘঅ

☑️ উঘঅ

[] কোষ

[] নিউক্লিয়াস

৪৩. অন্যান্য প্রাণী থেকে মানুষ আলাদা কারণ কী?

[] সামাজিকতা

[] মানবিকতা

☑️ বুদ্ধি বিবেচনা

[] শৃঙ্খলা

৪৪. ‘কুকুরেরা নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলেছে’-এখানে ফুটে উঠেছে তাদের কোন দিকটি?

☑️ প্রভুত্বের প্রতি আনুগত্য

[] দৈহিক কারণগত

[] বুদ্ধিবৃত্তির লোপগত

[] প্রকৃতির নিয়মগত

৪৫. ‘মহাজাগতিক কিউরেটররচনা অনুসারে কিউরেটরেরা এই পৃথিবীতে আসার কারণ কী?

☑️ সর্বশ্রেষ্ঠ প্রাণীর খোঁজে

[] বিশ্বব্রাহ্মাণ্ডে তাদের মর্যাদা অনুসন্ধানে

[] মানুষের কর্মকাণ্ড অবলোকন

[] প্রাণের অস্তিত্ব প্রমাণ

৪৬. কিউরেটরেরা মানুষকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী বলতে নারাজ হওয়ার কারণ কী?

[] তার বুদ্ধিমত্তা

☑️ তার কর্মকাণ্ড

[] তার গঠনশৈলী

[] তার কামনা-বাসনা

৪৭. ‘সরীসৃপজাতীয় প্রাণী হিসেবে গ্রহণযোগ্য নিচের কোনটি?

[] হাতি

[] পিঁপড়া

[] নীল তিমি

☑️ সাপ

৪৮. ‘টিকটিকি ঠাণ্ডার মাঝে স্থবির হয়ে পড়ে’-টিকটিকির সাথে নিচের কোনটির সাদৃশ্য রয়েছে?

[] পাখি

[] হাতি

☑️ সাপ

[] নীল তিমি

৪৯. ‘এদের কেউ শ্রমিক, কেউ সৈনিক, কেউ বুদ্ধিজীবী’-কাদের কথা বলা হচ্ছে?

☑️ মানুষ

[] মৌমাছি

[] পিঁপড়া

[] নীল তিমি

৫০. কিউরেটরগণ শঙ্কিত-

☑️ মানুষের বুদ্ধিহীনতার কারণে

[] মানুষের সংকীর্ণতার কারণে

[] মানুষের বিবেকহীনতার কারণে

[] মানুষের উগ্রতার কারণে

৫১. হলুদের মাঝে কালো ডোরাকাটা প্রাণী কোনটি?

[] চিতা

☑️ বাঘ

[] সিংহ

[] জেব্রা

৫২. ‘যেখানে গতিশীল প্রাণি আছে সেখানে স্থির প্রাণি নেওয়ার অর্থ হয় না’-এখানে স্থির প্রাণি বলতে কাকে বোঝানো হয়েছে?

☑️ ভাইরাসকে

[] ব্যাকটেরিয়াকে

[] শৈবালকে

[] বৃক্ষকে

৫৩. কুকুর প্রাণিটির নমুনা সংগ্রহ না করার প্রধান কারণ-

☑️ এরা স্বকীয়তা হারিয়েছে

[] এরা খুব হিংস্র

[] এরা মানসিকতায় স্থির না

[] এরা গৃহপালিত

৫৪. মহাজাগতিক কিউরেটরদের পৃথিবীতে আসার কারণ কী?

[] প্রাকৃতিক অবস্থা যাচাই

[] বিভিন্ন প্রাণির অবস্থা যাচাই

[] পিঁপড়ার নমুনা সংগ্রহ

☑️ শ্রেষ্ঠ প্রাণির নমুনা

৫৫. নিচের কোন প্রাণী মানুষের মতো চাষাবাদ করতে পারে?

[] বনমানুষ

[] বানর

[] হনুমান

☑️ পিঁপড়া

৫৬. মানুষ নিজেদের বিপন্ন করেছে?

☑️ আত্মকেন্দ্রিকতার কারণে

[] প্রাধান্য বিস্তার করতে

[] প্রকৃতি নিয়ন্ত্রণের কারণে

[] ধন উপার্জন করতে

৫৭. মানুষ কত মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে?

☑️ মাত্র দুই মিলিয়ন

[] মাত্র এক মিলিয়ন

[] মাত্র পাঁচ মিলিয়ন

[] মাত্র দশ মিলিয়ন

৫৮. বাতাসের কোন স্তর ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে?

[] ট্রপোস্ফিয়ার

[] মেসোমণ্ডল

☑️ ওজোন স্তর

[] ট্রপোমণ্ডল

৫৯. কাদের সংরক্ষণ করা অনেক কঠিন হবে?

☑️ হাতি বা নীল তিমি

[] ভাইরাস ব্যাকটেরিয়া

[] মানুষ

[] পিঁপড়া

৬০. সকল প্রাণির ডিএনএ কী দিয়ে তৈরি?

☑️ একই বেস পেয়ার

[] একই কোষ

[] একই আরএনএ

[] একই ভাইরাস

শব্দার্থ টীকা :  (বোর্ড বই থেকে)

৬১. ‘কিউরেটরশব্দের অর্থ কী?

☑️ জাদুঘর রক্ষক

[] পর্যবেক্ষক

[] পরিদর্শক

[] ভ্রমণকারী

৬২. ‘মহাজাগতিকশব্দের অর্থ কী?

[] মহাজগৎ

☑️ মহাজগৎ সম্বন্ধীয়

[] মহাজগৎ বিশ্লেষক

[] মহাজগৎ সমালোচনাকারী

৬৩. ‘গ্যালাক্সিশব্দের অর্থ কী?

[] নিহারিকা গ্রহ

[] গ্রহ

[] কৃষ্ণদাহ

☑️ ছায়াপথ

৬৪. একটি মাত্র কোষবিশিষ্ট প্রাণীকে কী বলা হয়?

☑️ এককোষী

[] এ্যামিবা

[] স্তন্যপায়ী

[] সরীসৃপ

৬৫. ‘ওজোন স্তরকাদের কারণে হ্রাস পাচ্ছে?

☑️ মানুষ

[] পাখি

[] পিঁপড়া

[] সাপ

৬৬. ‘স্বকীয়তাশব্দটির বিকল্প হিসেবে কোনটি প্রযোজ্য?

[] হিংস্র

[] পোষ্য

[] নম্রতা

☑️ নিজস্বতা

পাঠ পরিচিতি :  (বোর্ড বই থেকে)

৬৭. নিচের কোনটি উপন্যাস?

☑️ আমার বন্ধু রাশেদ

[] মহাকাশে মহাত্রাস

[] টুকুনজিল

☑️ নিঃসঙ্গ গ্রহচারী

৬৮. ‘একজন অতিমানবী’- কী ধরনের রচনা?

[] উপন্যাস

[] নাটক

☑️ সায়েন্স ফিকশন

[] ছোটগল্প

৬৯. ‘মহাজাগতিক কিউরেটরগল্পটির মাধ্যমে লেখক কী বোঝাতে চেয়েছেন?

☑️ প্রাণীর বুদ্ধিমত্তা

[] মানুষের প্রাপ্তি

[] পরিবেশ বিপর্যয়

[] মানুষের চাহিদা

৭০. ‘মহাজাগতিক কিউরেটরগল্পটি কোন গ্রন্থের অন্তর্গত?

☑️ জলজ

[] টুকুনজিল

[] আমি তপু

[] দীপু নম্বার টু

৭১. মুহম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন সমগ্রের কত নম্বর খণ্ড থেকে গল্পটি চয়ন করা হয়েছে?

[] ২য় খণ্ড

☑️ ৩য় খণ্ড

[] ৪র্থ খণ্ড

[] ৫ম খণ্ড

৭২. ‘মহাজাগতিক কিউরেটরকোন ধরনের রচনা?

☑️ বৈজ্ঞানিক কল্পকাহিনি

[] বৈজ্ঞানিক কাহিনি

[] বৈজ্ঞানিক প্রবন্ধ

[] বৈজ্ঞানিক গবেষণা

৭৩. ‘মহাজাগতিক কিউরেটরগল্পটি কোন গ্রহকে কেন্দ্র করে লেখা?

[] বুধ

[] বৃহস্পতি

[] নেপচুন

☑️ পৃথিবী

৭৪. ‘মহাজাগতিক কিউরেটররচনায় কী প্রতিফলিত হয়েছে?

[] মানুষের বিদ্বেষ

[] মানুষের গৌরব

[] মানুষের ইতিহাস

[] মানুষের কীর্তি

৭৫. ‘মহাজাগতিক কিউরেটররচনায় মানুষকে কীরূপে দেখানো হয়েছে?

[] সৃষ্টিকারী

[] রক্ষাকারী

[] পালনকারী

☑️ ধ্বংসকারী

৭৬. মহাজাগতিক কিউরেটরেরা কোথা থেকে এসেছেন?

[] ছায়াপথ

☑️ অনন্ত মহাজগৎ

[] মঙ্গলগ্রহ

[] সৌরজগত

৭৭. ‘মহাজাগতিক কিউরেটররচনার মূল প্রতিপাদ্য কী?

[] মানুষ কর্তৃক সভ্যতা নির্মাণ

☑️ মানুষ কর্তৃক প্রকৃতির ক্ষতি

[] মানুষ কর্তৃক পৃথিবীর উন্নতি

[] মানুষ কর্তৃক প্রদত্ত সম্মান

৭৮. ‘মহাজাগতিক কিউরেটররচনার আলোকে সৌরজগতের তৃতীয় গ্রহ হিসেবে নিচের কোনটি প্রযোজ্য?

[] শুক্র

☑️ পৃথিবী

[] বুধ

[] শনি

বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন উত্তর:

৭৯. মানুষ যুদ্ধে লিপ্ত হয়-

i. স্বার্থের কারণে

ii. ক্ষমতা দেখাতে

iii. অপরকে পদানত করতে

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

[] ii iii

☑️ i, ii iii


৮০. হরিণের বৈশিষ্ট্য-

i. তৃণভোজী

ii. শান্তশিষ্ট

iii. যূথবদ্ধ

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

[] ii iii

☑️ i, ii iii

৮১. ডাইনোসর হলো-

i. বিলুপ্ত প্রাণী

ii. প্রাগৈতিহাসিক প্রাণী

iii. জিরাফদের পূর্বপুরুষ

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

[] ii iii

☑️ i, ii iii

৮২. কিউরেটরদের মতে পিঁপড়া-

i. প্রকৃতির জন্য ক্ষতিকারক নয়

ii. পৃথিবীর ভবিষ্যৎ নিয়ন্ত্রক

iii. সিদ্ধান্তের ক্ষেত্রে অত্যন্ত সুবিবেচক

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

[] ii iii

☑️ i, ii iii

৮৩. মহাজাগতিক কিউরেটরেরা ঘুরে বেড়ায়-

i. গ্রহ নক্ষত্রে

ii. গ্যালাক্সি থেকে গ্যালাক্সিতে

iii. সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে

নিচের কোনটি সঠিক?

[] i ii

☑️ i iii

[] ii iii

[] i, ii iii

৮৪. মুহম্মদ জাফর ইকবাল মূলত-

i. বস্তুনিষ্ঠ বিজ্ঞানীii. সৃজনশীল সাহিত্যিক

iii. স্বপ্নচারী রোমান্টিক

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

[] ii iii

☑️ i, ii iii

৮৫. মুহম্মদ জাফর ইকবাল দক্ষতার স্বাক্ষর রেখেছেন-

i. সৃজনশীল রচনায়

ii. কিশোর উপন্যাসে

iii. ছোটগল্প রচনায়

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

[] ii iii

☑️ i, ii iii

৮৬. পিঁপড়ারা খাবার জমিয়ে রাখে -

i. সুবিবেচক বলে

ii. সংকটকালে খাদ্য গ্রহণে

iii. সুশৃঙ্খল বলে

নিচের কোনটি সঠিক?

☑️ i ii

[] i iii

[] ii iii

[] i, ii iii

৮৭. পিঁপড়াদের বৈশিষ্ট্য হিসেবে প্রযোজ্য-

i. সমাজবদ্ধ সুশৃঙ্খলii. পরোপকারী পরিশ্রমী

iii. ঝগড়াহীন সুবিচেক

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

[] ii iii

☑️ i, ii iii

৮৮. ‘মহাজাগতিক কিউরেটরগল্পে সবচেয়ে ছোট-

i. সরীসৃপ

ii. ভাইরাস

iii. ব্যাকটেরিয়া

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

☑️ ii iii

[] i, ii iii

৮৯. মহাজাগতিক কিউরেটরেরা গাছপালা নেওয়ার প্রয়োজন বোধ করেননি। কারণ-

i. গাছপালা স্থির বলে

ii. গতিশীল প্রাণীর অস্তিত্বের জন্য

iii. স্তন্যপায়ী প্রাণীর অস্তিত্বের জন্য

নিচের কোনটি সঠিক?

☑️ i ii

[] i iii

[] ii iii

[] i, ii iii

৯০. ‘মহাজাগতিক কিউরেটরগল্পে সামাজিক প্রাণী বলতে বোঝানো হয়েছে-

i. পাখিকে

ii. মানুষকে

iii. পিঁপড়াকে

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

☑️ ii iii

[] i, ii iii

৯১. ‘মহাজাগতিক কিউরেটরগল্পে গাছপালা ছাড়াও আছে-

i. কীট

ii. পতঙ্গ

iii. জোনাকী

নিচের কোনটি সঠিক?

☑️ i ii

[] i iii

[] ii iii

[] i, ii iii

৯২. ডাইনোসরের যুগ থেকে বেঁচে থাকা পিঁপড়াকে কিউরেটরদ্বয় সংগ্রহ করে নিয়ে গেছে, কারণ তারা-

i. সুবিবেচক

ii. পরোপকারী

iii. নির্বোধ

নিচের কোনটি সঠিক?

☑️ i ii

[] i iii

[] ii iii

[] i, ii iii

৯৩. আবার এই হাতি বা নীল তিমি নিয়েও কাজ নেই। কারণ এদের-

i. আকার বেশি বড়ii. সংরক্ষণ কঠিন

iii. ওজনও বেশি

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

[] ii iii

☑️ i, ii iii

৯৪. কিউরেটররা মানুষ সম্পকে বলেছে, তারা-

i. চাষাবাদ করছে

ii. পশুপালন করছে

iii. মাছ ধরছে

নিচের কোনটি সঠিক?

☑️ i ii

[] i iii

[] ii iii

[] i, ii iii

৯৫. কিউরেটররা পিঁপড়া সম্পর্কে বলেছে, এরা-

i. সুশৃঙ্খল

ii. প্রচণ্ড শক্তিশালী

iii. অসম্ভব পরিশ্রমী

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

[] ii iii

☑️ i, ii iii

৯৬. মহাজাগতিক কিউরেটরেরা পিঁপড়াকে অন্য গ্রহে নিয়ে কাজে লাগাতে পারে, তার কারণ-

i. শৃঙ্খলা

ii. শক্তিমত্তা

iii. বুদ্ধিমত্তা

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

[] ii iii

☑️ i, ii iii

৯৭. সৌরজগতের তৃতীয় গ্রহের প্রাণ সহজ সাধারণ, কারণ-

i. ডিএনএ একই রকম

ii. মৌলিক কোনো পার্থক্য নেই

iii. বাহ্যিক কোনো পার্থক্য নেই

নিচের কোনটি সঠিক?

☑️ i ii

[] i iii

[] ii iii

[] i, ii iii

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন উত্তর:

নিচের উদ্দীপকটি পড়ে ৯৮ ৯৯ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।

পৃথিবীর রঙ্গ মঞ্চে পর্যন্ত অনেক প্রাণীর আগমন প্রস্থান ঘটেছে। তাদের কসিল তাদের অন্তিঙ্গের কথা বলে দেয়। যে কোনো প্রাকৃতিক বিপর্যয় বৈরী পরিবেশে প্রাণীর বিলুপ্তি ঘটতে পারে।

৯৮. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন গল্পের মিল রয়েছে?

☑️ মহাজাগতিক কিউরেটর

[] অপরিচিতা

[] বিলাসী

[] আহবান

৯৯. উদ্দীপক মহাজাগতিক কিউরেটরগল্পে পৃথিবীর বৈরী পরিবেশের জন্য মানুষকে দায়ী করা হয়েছে যে কারণে-

i. ধ্বংসাত্মক

ii. বুদ্ধিমান

iii. যুদ্ধপ্রবণ

নিচের কোনটি সঠিক?

[] i ii

☑️ i iii

[] ii iii

[] i, ii iii

নিচের উদ্দীপকটি পড়ে ১০০ ১০১ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।

ভীমরুল একটি ক্ষুদ্র প্রাণী। ক্ষুদ্র প্রাণী হলে তাদের কল্যাণ ধর্ম সমাজ সচেতনতা সত্যই বিষ্ময়কর। কোনো ভীমরুলের ছোঁয়াচে রোগ বলে সে চাক ছেড়ে চলে যায়, যাতে অন্যরা আক্রান্ত না হয়।

১০০. উদ্দীপকের প্রাণিটির সাথেমহাজাগতিক কিউরেটরগল্পের কোন প্রাণিটির মিল রয়েছে?

[] মানুষ

[] বাঘ

☑️ পিঁপড়া

[] হরিণ

১০১. এরূপ সাদৃশ্যের কারণ হলো-

i. পরিশ্রমী

ii. সুশৃঙ্খল

iii. আত্মত্যাগী

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

[] ii iii

☑️ i, ii iii

নিচের উদ্দীপকটি পড়ে ১০২ ১০৩ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।

একটি টিভি চ্যানেল সম্প্রতি কিছু সরীসৃপ প্রাণীর আচরণ সম্পর্কে একটি প্রামাণ্য চিত্র ধারাবাহিকভাবে উপস্থাপন করছেন। এরমাঝে ঘধলধ হধলধ নামক গোখরা সাপের আচরণ গতিবিধি ছিল সত্যিই বিষ্ময়কর।

১০২. উদ্দীপকের প্রাণীটি সম্পর্কেমহাজাগতিক কিউরেটরগল্পের কিউরেটরদ্বয় বলেছে-

i. নির্বোধ

ii. কৌতূহলী

iii. কৌতূহলোদ্দীপক

নিচের কোনটি সঠিক?

[] i ii

☑️ i iii

[] ii iii

[] i, ii iii

১০৩. নিচের কোনটি উক্ত প্রাণীর বৈশিষ্ট্য?

[] বৈচিত্র্যহীন

[] উষ্ণ রক্তবিশিষ্ট

☑️ তাপমাত্রার ভারসাম্যহীনতা

[] বুদ্ধিমান

নিচের উদ্দীপকটি পড়ে ১০৪ ১০৫ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।

হাজেরা বাড়ির আঙ্গিনায় ধান শুকাচ্ছে। এক ঝাক বাচ্চা নিয়ে মুরগী আসে। সে মুরগীকে ধান দেয়। মুরগী নিজে না খেয়ে বাচ্চাদেরকে খাওয়ায়।

১০৪. উদ্দীপকটিমহাজাগতিক কিউরেটরগল্পের কোন বিষয়টিকে উপস্থাপন করেছে?

☑️ পরার্থপরতা

[] বিশৃঙ্খলতা

[] স্বার্থপরতা

[] বিদ্রোহ

১০৫. যে কারণে বিষয়টি উপস্থাপিত হয়েছে-

i. সমাজবদ্ধতা

ii. সুবিবেচক

iii. পরশ্রীকাতর

নিচের কোনটি সঠিক?

☑️ i ii

[] i iii

[] ii iii

[] i, ii iii

নিচের উদ্দীপকটি পড়ে ১০৬ ১০৭ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।

মানুষ এক ধরনের আত্মঘাতি প্রাণী। নিজের স্বার্থে প্রকৃতির বিরুদ্ধে লড়াই শুরু করেছে। সে গাছপালা কেটে ফেলছে নানা অপকর্ম করে বায়ুমণ্ডল ধ্বংস করছে।

১০৬. উদ্দীপকের সাথেমহাজাগতিক কিউরেটরগল্পের কোন বাক্যটির সাদৃশ্য রয়েছে?

[] যুদ্ধ করে একজন আরেকজনকে ধ্বংস করে ফেলছে

[] এরা একে অন্যের উপর নিউক্লিয়ার বোমা ফেলছে

[] বাতাসের ওজোন স্তর কেমন করে শেষ হয়ে যাচ্ছে দেখেছ

☑️ গাছ কেটে কত বিস্তীর্ণ এলাকা ধ্বংস করেছে দেখেছ

১০৭. এরূপ সাদৃশ্যের কারণ হলো-

i. লোভী

ii. ধ্বংসাত্মক মনোভাব

iii. স্বার্থপরতা

নিচের কোনটি সঠিক?

[] i

[] iii

[] ii iii

☑️ i, ii iii

নিচের উদ্দীপকটি পড়ে ১০৮ ১০৯ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।

হঠাৎ হাসান চমকে ওঠল। ক্ষুদ্র প্রাণী মৌমাছির মাঝে এত সামাজিক বন্ধন। এত দিন সে এটা খেয়াল করেনি। আজ হঠাৎ তার নজরে পড়েছে। একদল মৌ চাক থেকে বেরিয়ে যাচ্ছে আবার কাজ শেষে ফিরে আসছে। অন্য একটি দাল মৌমাছিদের মাঝে খাবার পরিবেশন করছে।

১০৮. উদ্দীপকের প্রাণিটির সাথেমহাজাগতিক কিউরেটর' গল্পের সুবিবেচক প্রাণীটির মিল রয়েছে, কারণ এরা-

i. সমাজবদ্ধ

ii. আত্মত্যাগী

iii. পরোপকারী

নিচের কোনটি সঠিক?

[] i ii

[] i iii

[] ii iii

☑️ i, ii iii

১০৯. উদ্দীপকের সাথে সাদৃশ্য রয়েছে নিচের কোন বাক্যে?

[] কী সুশৃঙ্খল প্রাণী দেহের

[] আমি একটি প্রাণী খুঁজে পেয়েছি

☑️ বংশবিস্তারের জন্য চমৎকার একটি পদ্ধতি রয়েছে

[] যুদ্ধ করে একজন আরেকজনকে ধ্বংস করে চলেছে

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.