এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র টিউটোরিয়াল -০২

এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
বিড়াল
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২১। বিড়াল দুধ খেলে চিরায়ত প্রথা হিসেবে বিড়াল রচনায় যেটির উল্লেখ আছে-
ক) তাড়িয়ে দেয়া
খ) সাবধান হয়ে যায়া
গ) তাড়িয়ে মারতে যায়া ঘ) প্রথমবার কিছু না বলা
২২। স্বজাতির মণ্ডলে মার্জারী কমলাকান্তকে কী বলে উপহাস করতে পারে?
ক) কাপুরুষ খ) অবিবেচক
গ) কুলাঙ্গার ঘ) হৃদয়হীন
২৩। অনেক অনুসন্ধানে পাওয়া যষ্টিটি কেমন ছিল?
ক) ভগ্ন খ) মোটা গ) লম্বা ঘ) খুবই চিকন
২৪। কমলাকান্ত কেমন চিত্তে মার্জারীকে মারতে ধাবমান হল?
ক) উদারচিত্তে খ) ভীরুচিত্তে
গ) সকাতরচিত্তে ঘ) নিরুপায় চিত্তে
২৫। মার্জারী কমলাকান্তকে চিনত।
- এখানে কমলাকান্তর প্রতি প্রকাশ পেয়েছে মার্জারীর-
ক) ভয় খ) দয়া
গ) ভয়হীনতা ঘ) ভালোলাগা
২৬। সে যষ্টি দেখিয়া বিশেষ ভীতু হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না।
- এখানে যষ্টি অর্থ-
ক) অমৃত খ) গরল গ) লাঠি ঘ) মুগুর
২৭। মার্জারী পশু হওয়া সত্ত্বেও কমলাকান্ত তার বক্তব্য শুনতে পেয়েছিল। তার কারণ-
ক) দিব্যকর্ণ প্রাপ্তি
খ) সকরুণচিত্তের সহানুভূতি
গ) সর্বভাষায় পারদর্শিতা ঘ) অনুভূতির প্রখরতা
২৮। মার্জারী সম্পর্কে কোনটি প্রযোজ্য?
ক) মার্জারী সহজে সহানুভূতিশীল মানুষ চায়
খ) মার্জারী সমাজতান্ত্রিক রাষ্ট্র চায়
গ) মার্জারী সকলের ক্ষুধাকে সমানভাবে দেখতে চায়
ঘ) মার্জারী সমাজের উন্নতি চায়
২৯। দেখ, আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? বিড়াল রচনায় চোরের এই স্বীকারোক্তিমূলক জিজ্ঞাসা কোন বিষয়টি নির্দেশ করে?
ক) ধনীর ধনবৃদ্ধিতে সমাজে চুরি হচ্ছে
খ) কৃপণ ধনীরাই ক্ষুধার্তকে চুরি করতে বাধ্য করে
গ) চোরের স্বাভাবিক কাজই চুরি করা
ঘ) চুরির সময় মানুষের ধর্ম ঠিক থাকে না
৩০। এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে। খাইতে দাও- নহিলে চুরি কবির। বিড়াল রচনার এই চোর বিড়ালটি সমাজের কোন ধরনের মানুষের প্রতিনিধি স্বরূপ?
ক) অসহায় অবহেলিত ভিক্ষুকের খ) খেটে খাওয়া শ্রমজীবী মানুষের
গ) কৃষিজীবী মানুষের ঘ) বঞ্চিত নিরন্ন মানুষের
৩১। ক্ষুধার তাড়নায় চুরি করার অপরাধে এক গরিব মা তার ছেলেকে মারতে গিয়েও মারতে পারল না। বিড়াল রচনার কোন চরিত্রের সঙ্গে এ মায়ের সাদৃশ্য পাওয়া যায়?
ক) প্রসন্ন খ) মঙ্গলা গ) কমলাকান্ত ঘ) মার্জারী
৩২। কমলাকান্ত মার্জারীকে মারতে গিয়েও বিরত হন কেন?
ক) বক্তব্য বুঝতে পেরে
খ) অন্যরা এসে পড়ায়
গ) হাতে ব্যাথা পাওয়ায় ঘ) সহানুভূতি জেগে ওঠায়
৩৩। তোমাদের ক্ষুৎপিপাসা আছে। আমাদের নাই? -মার্জারীর এই উক্তিটির মধ্য দিয়ে প্রকাশ কী পেয়েছে?
ক) স্বাভাত্যবোধ
খ) অধিকার চেতনা
গ) শোষণ ঘ) বঞ্চনা
৩৪। মার্জারীর মতে মানুষের জ্ঞানোন্নতির কোন উপায় নেই নিচের কোনটি ব্যতীত?
ক) বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ খ) দিব্যকর্ণপ্রাপ্তি
গ) ধর্মে মনোযোগী হওয়া ঘ) সৎ জীবনযাপন করা
৩৫। মার্জারীর প্রথম উপদেশ হিসেবে কোনটি প্রাকাশিত হয়েছে?
ক) পরোপকারই পরম ধর্ম
খ) খেতে না পেলে চুরি করা ভালো
গ) চোরের দণ্ডবিধান অকর্তব্য
ঘ) চোরকে ফাঁসি দাও

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.