এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র টিউটোরিয়াল -০১
এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র
প্রভাষক,
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা
বিড়াল
-বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায়
বহুনির্বাচনী
প্রশ্নোত্তর
১।
বিড়াল রচনার উৎস কী?
ক)
গল্পগুচ্ছ খ) কমলাকান্তের দপ্তর
গ)
কমলাকান্তের পত্র ঘ) কমলাকান্তের জবানবন্দি
২।
কমলাকান্তের দফতর কী ধরনের রচনার সংকলন?
ক)
শিক্ষামূলক খ) তথ্যমূলক ও ব্যঙ্গধর্মী গ) জ্ঞানগর্ভ ঘ) রসাত্মক ও ব্যঙ্গধর্মী
৩।
বিড়াল প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের ভাষা কেমন?
ক)
হাস্যকর খ) মর্মস্পর্শী
গ)
আবেগঘন ঘ) শ্লেষাত্মক
৪।
কমলাকান্ত কোথায় ঝিমাইতেছিল?
ক)
শয়নগৃহে খ) উঠানের ধারে
গ)
রন্ধনশালায় ঘ) বারান্দায়
৫।
কমলাকান্ত কী হাতে ঝিমাইতেছিল?
ক)
মদের বোতল হাতে খ) কোলকে হাতে
গ)
হুঁকা হাতে ঘ) গ্লাস হতে।
৬।
কমলাকান্ত কোথায় বসে ঝিমাইতেছিল?
ক)
গাছ তলায় খ) চারপায়ীর ওপর
গ)
খাটিয়ার পাশে ঘ) শিতলপাটি ওপর
৭।
বিড়াল রচনায় উল্লিখিত আলো কেমন ছিল?
ক)
ক্ষুদ্র খ) বৃহৎ গ) মাঝারি ঘ) তীক্ষ্ম
৮।
বিড়াল রচনায় কোন যুদ্ধের ইঙ্গিত আছে?
ক)
ওয়াটার লু’র
যুদ্ধ খ) মুক্তিযুদ্ধ
গ)
ইরাক যুদ্ধ ঘ) ভারত-পাকিস্তান যুদ্ধ
৯।
বিড়াল রচনায় দেয়ালের ওপর ছায়া কীসরে মতো নাচছিল?
ক)
প্রেতের মতো খ) পরীর মতো
গ)
খঞ্জনার মতো ঘ) পঙ্খিরাজের মতো
১০।
কমলাকান্ত সম্পর্কে নিচের কোনটি প্রযোজ্য?
ক)
আহার প্রস্তুত না হওয়াতে ঝিমাচ্ছিল
খ)
কিছুটা মাতাল হওয়াতে ঝিমাচ্ছিল
গ)
দুগ্ধপানে ঝিমাচ্ছিল
ঘ)
নেপোলিয়ানের চিন্তায় পড়াতে ঝিমাচ্ছিল
১১।
মাছের কাঁটা, পাতের ভাত বিড়ালকে না দিয়ে মানুষ ফেলে দেয় নর্দমার জলে। সে ক্ষেত্রে
এই মানুষেরা আমাদের কাছে চিহ্নিত হয়-
ক)
পরজাতি বিদ্বেষী হিসেবে
খ)
সহানুভূতিহীন জীব হিসেবে
গ)
সুরুচিবান হিসেবে ঘ) অপচয়কারী হিসেবে
১২।
“কেহ
মরে বিল ছেঁচে, কেহ খায় কই।” এই কই খাওয়ার সাথে বিড়াল রচনার
সম্পর্কযুক্ত কে?
ক)
ওয়েলিংটন খ) কমলাকান্ত গ) মার্জার ঘ) প্রসন্ন
১৩।
দুধ খাওয়ার পরে ‘মেও’ শব্দের মধ্যে বিড়ালের যে অভিপ্রায় প্রকাশ
পেয়েছে-
ক)
তৃপ্তি বোঝানোর অভিপ্রায়
খ)
হাসি চেপে রাখার অভিপ্রায়
গ)
মন বোঝার অভিপ্রায়
ঘ)
প্রশ্ন করার অভিপ্রায়
১৪।
বিড়ালে দুধ খেয়ে গেলে তাকে তাড়িয়ে না মারলে কমলাকান্তর সমাজে কুলাঙ্গার স্বরূপ
পরিচিত হবে। এখানে সমাজের কোন দৃষ্টিভঙ্গি উঠে আসে?
ক)
ছোটকে সর্বদা দমিয়ে রাখতে হবে
খ)
চিরায়ত প্রথাকে মেনে চলাই কর্তব্য
গ)
সকলকে সমান সুযোগ প্রদান করা কর্তব্য
ঘ)
জীবকুলের প্রতি সহানুভূতিশীল হতে হবে
১৫।
প্রসন্ন গোয়ালিনী মঙ্গলার দুধ কমলাকান্তর জন্য কিছু পরিমাণ রেখে যায়। এ থেকে
কমলাকান্তর প্রতি প্রকাশ পেয়েছে-
ক)
প্রসন্নর সহানুভূতি খ) প্রসন্নর ভালোবাসা
গ)
প্রসন্নর শ্রদ্ধামিশ্রিত ভালোলাগা
ঘ)
প্রসন্নর প্রগাঢ় আসক্তি
১৬।
কমলাকান্তের ভাবনাজগতে বিড়ালত্ব প্রাপ্ত হয়েছিল কে?
ক)
ওয়েলিংটন খ) নেপোলিয়ন গ) প্রসন্ন ঘ) মঙ্গলা
১৭।
মার্জারির ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে চুরি করে খেয়ে ফেলেছে কমলাকান্তর জন্য
রেখে দেয়া দুধ। এখানে মার্জারির যুক্তি কোনটি?
ক)
ক্ষুধা থাকলেই চুরি করতে হয়
খ)
ধনীর ধন বৃদ্ধিতে কিছু যায় আসে না
গ)
খেতে না পেলে চুরি করতে হবে
ঘ)
গরিব না খাওয়ার জন্য পৃথিবীতে এসেছে
১৮।
মার্জারে দুধ খেয়ে ফেললেও কমলাকান্ত দেখতে পায়নি। কারণ সে ব্যস্ত ছিল-
ক)
আফিমের সুখ অনুভবে খ) ডিউকের সঙ্গে আলাপে
গ)
ওয়াটার লু’র
মাঠে ব্যুহ রচনায় ঘ) প্রসন্নের গল্পে
১৯।
দুধ খেয়ে নিলেও কমলাকান্ত মার্জারের ওপরে রাগ করতে পারেনি। কেননা সেখানে রয়েছে-
ক)
করুণার প্রশ্ন খ) অধিকারের প্রশ্ন
গ)
উপকারের প্রশ্ন ঘ) মহানুভবতার প্রশ্ন
২০।
বিড়াল দুধ খেলে চিরায়ত প্রথা হিসেবে বিড়াল রচনায় যেটির উল্লেখ আছে-
ক)
তাড়িয়ে দেয়া খ) সাবধান হয়ে যাওয়া
গ)
তাড়িয়ে মারতে যাওয়া ঘ) প্রথমবার কিছু না বলা
উত্তর
: ১খ, ২ঘ, ৩ঘ, ৪ক, ৫গ, ৬খ, ৭ক, ৮ক, ৯ক, ১০ঘ, ১১খ, ১২খ, ১৩গ, ১৪খ, ১৫গ, ১৬ক, ১৭গ,
১৮গ, ১৯খ, ২০গ।
No comments