এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র টিউটোরিয়াল -০৩
এইচএসসি পরীক্ষার্থীদের
বাংলা প্রথমপত্র
প্রভাষক,
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
বিড়াল
-বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায়
বহুনির্বাচনী
প্রশ্নোত্তর
[পূর্বে
প্রকাশিত অংশের পর]
৩৬।
মার্জারির মতে পরম ধর্ম হল?
√ক)
পরোপকার করা
খ)
ক্ষুধা নিবৃত্ত করা
গ)
জ্ঞানদান করা
ঘ)
আশ্রয় প্রদান করা
৩৭।
বিড়াল রচনায় যারা মানুষের সোহাগের বিড়াল হতে পারে তারাই ঈর্র্ষণীয় স্বাস্থ্যের
অধিকারী হয়। এর আলোকে সমাজের কোন বিষয়টি অভিব্যক্ত হয়েছে?
ক)
ধনীরা তোষামোদকারীদের সৃষ্টি করে
√খ)
কেউ কেউ ধনীকে তোষামোদ করে নিজের উন্নতি করে
গ)
তোষামোদ করলে ধনী হওয়া যায়
ঘ)
অনেকে তোষামোদ করাটাই উন্নতির উপায় হিসেবে দেখে
৩৮।
মার্জারি কৃপণ ধনীকে চোর অপেক্ষা কী বলেছে?
ক)
দ্বিগুণ দোষী √খ)
শত গুণে দোষী
গ)
হাজার গুণে দোষী ঘ) নির্দোষ
৩৯।
মার্জারির মতে অধর্ম কার নয়?
√ক)
চোরের খ) কৃপণের
গ)
ধনীর ঘ) নিজের
৪০।
বিড়াল রচনায় কোন ধরনের বিড়ালের শরীরে পুষ্টি বেশি?
√ক)
যারা সোহাগের বিড়াল হতে পারে খ) যারা বেশি চুরি করতে পারে
গ)
যার বেশি কাঁটা খায় ঘ) যার বেশি ঘুমায়
৪১।
অনেক মার্জারি কবি হয়ে যায় কেন?
√ক)
গৃহমার্জারের রূপের ছটা দেখে খ) গৃহকর্তার রূপে মুগ্ধ হয়ে
গ)
অন্য মার্জারের ভগ্নদশা দেখে ঘ) আকাশের চাঁদ দেখে
৪২।
মার্জারের জিহ্বা ঝুলে পড়েছে কেন?
ক)
পানি খেতে না দেওয়ায় √খ) আহারের অভাবে
গ)
সতরঞ্চ খেলোয়াড় হওয়ায় ঘ) চুরির শাস্তি পাওয়ায়
৪৩।
কমলাকান্তের সামনে বসে থাকা মার্জারের গায়ের চামড়ার রং কেমন বলে ধরে নেয়া যেতে
পারে?
ক)
সাদা রঙের খ) হলুদ রঙের
√গ)
কালো রঙের ঘ) তামাটে রঙের
৪৪।
মার্জারের মতে সমাজের ধনবৃদ্ধি অর্থ কী?
ক)
সবার ধনবৃদ্ধি খ) মধ্যবিত্তের ধনবৃদ্ধি
গ)
গরিবরে ধনবৃদ্ধি √ঘ) ধনীর ধনবৃদ্ধি
৪৫।
মার্জারের কথাগুলো কেমন ছিল?
√ক)
সোশিয়ালিস্টিক খ) ভারি বেখাপ্পা গ) ভারি এলোমেলো ঘ) সৃষ্টিশীল
৪৬।
মার্জারের কথাগুলোতে কী হতে পারে?
ক)
সামাজিক ধনবৃদ্ধি খ) সমাজিক উন্নতি
√খ)
সমাজ বিশৃঙ্খলা
ঘ)
কবর্তব্য পালনের ধীর গতি
৪৭।
তিন দিবস উপবাস করলে কমলাকান্ত কোথায় ধরা পড়তে পারে?
ক)
প্রসন্ন গোয়ালিনীর রন্ধনশালায়
খ)
মঙ্গলার দোকানে
√গ)
নসীরাম বাবুর ভাণ্ডার ঘরে
ঘ)
মার্জারের খাবারের প্লেটে
৪৮।
কোনো বিচারক যদি তিন দিন না খেয়ে থাকে তাহলে বিড়াল রচনা অনুসারে তার ক্ষেত্রে
নিচের কোনটি ঘটবে?
ক)
সারাদিন বসে বসে ঝিমাবে √খ) চুরি করা অবস্থায় ধরা পরবে
গ)
উপাসনালয়ে বসে প্রার্থনা করবে ঘ) বিচারকার্য ছেড়ে দেবে
৪৯।
কমলাকান্ত মার্জারকে কার বই পড়তে দিতে চেয়েছিল?
√ক)
নিউমান খ) ডিউক
গ)
রুশো ঘ) এরিস্টটল
৫০।
কমলাকান্তের দপ্তর পাঠের ফল হিসেবে নিচের কোনটি গ্রহণযোগ্য?
ক)
জ্ঞানের প্রখরতা বৃদ্ধি
খ)
সমাজের উন্নতিতে অবদান
গ)
দাপ্তরিক শিক্ষালাভ
√ঘ)
আফিমের অসীম মহিমা অনুধাবন
৫১।
কমলাকান্ত মার্জারকে কাল জলযোগের সময় আসতে বলেছেন। এখানে ‘জলযোগ’
যে সময়কে নির্দেশ করে-
√ক)
সকাল খ) বিকাল গ) সন্ধ্যা ঘ) রাত
৫২।
কমলাকান্ত মার্জারকে কী করতে নিষেধ করেছেন?
ক)
মাছ চুরি করতে
√খ)
কারও হাঁড়ি খেতে
গ)
আফিম খেতে ঘ) তর্ক করতে
৫৩।
নিতান্ত ক্ষুধা পেলে মার্জারকে কমলাকান্ত কী দিতে আশ্বস্ত করেছেন?
ক)
একটা বড় মাছ
√খ)
এক সরিষাভোর আফিম
গ)
এক বাটি দুধ ঘ) এক হাঁড়ি ছানা
No comments