এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র মডেল টেষ্ট -১৩

এইচএসসি ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র মডেল টেষ্ট -১৩

বহু নির্বাচনী প্রশ্ন
মান : ৩০
     ব্যবস্থাপনার সব কাজকে সহায়তা করে কোনটি?
        . সংগঠন   . প্রেষণা
        . নেতৃত্ব     . কর্মীসংস্থান
     কর্মীদের পদোন্নতি বলতে বোঝায়
        i. অধিক দায়িত্বের অধিকারী করা
        ii. ক্ষমতা বৃদ্ধি করা
        iii. উচ্চতর পদে উন্নীত করা
        নিচের কোনটি সঠিক?
        . i ii     . i iii
        . ii iii   . i, ii iii
    পরিকল্পনা হলো
        i. ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি
        ii. ব্যবস্থাপনার প্রথম কাজ
        iii. ভবিষ্যতের নীলনকশা
        নিচের কোনটি সঠিক?
        . i ii     . i iii
        . ii iii   . i, ii iii
    প্রতিষ্ঠানের প্রত্যাশিত কার্যক্রমকে যখন সংখ্যায় প্রকাশ করা হয়, তখন তাকে কী বলে?
        . লক্ষ্য              . বাজেট
        . প্রকল্প            . কৌশল
    কার্যভিত্তিক সংগঠনে নিচের কোনটি বিদ্যমান?
        . স্বল্প কার্যভার
        . কর্তব্য বণ্টনে বিশেষায়ণ
        . গবেষণা
        . উপদেষ্টাকর্মী নিয়োগ
    কর্মী সংগ্রহের সর্বাধিক ব্যবহৃত কোনটি?
        . শ্রমিক সংঘ
        . বিজ্ঞাপন
        . কর্মবিনিয়োগ কেন্দ্র
        . পদোন্নতি
    কর্মী প্রশিক্ষণের প্রয়োজন কেন?
        i. দক্ষতা বৃদ্ধি
        ii. প্রতিষ্ঠান সম্পর্কে পরিচিতি
        iii. জটিল বিষয়ে জ্ঞানদান
        নিচের কোনটি সঠিক?
        . i ii             . i iii
        . ii iii           . i, ii iii
     নিচের কোনটি কাজের ভেতরে প্রশিক্ষণপদ্ধতি?
        . সেমিনার          . প্রবেশনা
        . ওয়ার্কশপ         . অধিবেশন
    নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পদ?
        . জমি               . অর্থ
        . কর্মী               . যন্ত্রপাতি
১০    প্রার্থীর পছন্দ-অপছন্দ, অভ্যাস ইত্যাদি জানা যায় নিচের কোন পরীক্ষার মাধ্যমে?
        . প্রবণতা পরীক্ষা
        . যোগ্যতা পরীক্ষা
        . ডাক্তারি পরীক্ষা
        . ব্যক্তিত্ব পরীক্ষা
১১    নিচের কোনটি কর্মী নিয়োগ প্রক্রিয়ার বিষয় হিসেবে গণ্য হয়ে থাকে?
        i. যোগদানপত্র গ্রহণ
        ii. নিয়োগপত্র ইস্যু
        iii. কর্মীকে যথাস্থানে কাজে নিয়োগ
        নিচের কোনটি সঠিক?
        . i ii             . i iii
        . ii iii           . i, ii iii
১২    পরিকল্পনায় কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা কিসের মাধ্যমে নির্ণয় করা হয়?
        . নির্দেশনা         . নিয়ন্ত্রণ
        . নেতৃত্ব             . আলোচনা সাপেক্ষে
১৩    নিয়ন্ত্রণের কোন পদক্ষেপ পরিকল্পনা সংশোধনের সঙ্গে জড়িত?
        . মানদণ্ড পরিবর্তন                . কার্যফল পরিমাপ
        . বিচ্যুতির কারণ নির্ণয়           . কার্য সম্পাদনের তুলনা
১৪    বিভিন্ন ব্যক্তি বিভাগের কাজ একসূত্রে আনাকে কী বলা হয়?
        . যোগাযোগ               . সংগঠন
        . সমন্বয় সাধন             . নির্দেশনা
১৫    সমন্বয় সাধনের প্রধান উদ্দেশ্য কোনটি?
        . পাদন বৃদ্ধি           . ব্যয় হ্রাস
        . নীতি বাস্তবায়ন          . ঐক্য স্থাপন
১৬   নিচের কোন বৈশিষ্ট্যটি পরিকল্পনাকে ভবিষ্যপরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করে?
        . নিরবচ্ছিন্নতা             . বাস্তবমুখিতা
        . গ্রহণযোগ্যতা             . নমনীয়তা
১৭    নিচের কোন ব্যবহার করলে কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগের দরকার হয় না?
        . বিজ্ঞাপন                  . আউটসোর্সিং
        . ট্রেড ইউনিয়ন            . লিজিং
১৮    সেনাবাহিনীতে কোন ধরনের সংগঠন আছে?
        . মেট্রিক্স                    . কমিটি
        . সরলরৈখিক              . সরলরৈখিক উপদেষ্টা
১৯    এবিসি ফুডস লিমিটেডে এমন এক সংগঠন কাঠামো আছে, যেখানে কার্যভিত্তিক দ্রব্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয় ঘটানো হয়। সংগঠনটি কোন ধরনের?
        . কার্যভিত্তিক              . সরলরৈখিক
        . মেট্রিক্স                    . কমিটি
২০    কোন সংগঠন কাঠামোতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করে?
        . সরলরৈখিক              . কমিটি    
        . কার্যভিত্তিক               . অনানুষ্ঠানিক
২১    নিচের কোন বৈশিষ্ট্যটি পরিকল্পনাকে ভবিষ্যপরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করে?
        . নিরবচ্ছিন্নতা             . বাস্তবমুখিতা
        . গ্রহণযোগ্যতা             . নমনীয়তা
২২    পরিকল্পনা হলো
        i. ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি
        ii. ব্যবস্থাপনার প্রথম কাজ
        iii. ভবিষ্যতের নীলনকশা
        নিচের কোনটি সঠিক?
        . i ii     . i iii
        . ii iii   . i, ii iii
২৩    প্রতিষ্ঠানের প্রত্যাশিত কার্যক্রমকে যখন সংখ্যায় প্রকাশ করা হয়, তখন তাকে কী বলে?
        . লক্ষ্য      . বাজেট
        . প্রকল্প    . কৌশল
২৪    কার্যভিত্তিক সংগঠনে নিচের কোনটি বিদ্যমান?
        . স্বল্প কার্যভার
        . কর্তব্য বণ্টনে বিশেষায়ণ
        . গবেষণা
        . উপদেষ্টাকর্মী নিয়োগ
২৫    নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথমে কোন কাজটি করতে হয়?
        . সংশোধনমূলক পদক্ষেপ
        . বিচ্যুতির কারণ নির্ণয়
        . আদর্শ মান প্রতিষ্ঠা
        . কার্যফল পরিমাপ
২৬    একটি প্রতিষ্ঠানের সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে
        . যন্ত্রপাতি                 . অর্থ
        . কর্মী                       . জমি
২৭    বাংলাদেশের ফুটবল ক্রিকেট দলের জন্য কোন প্রশিক্ষণপদ্ধতিটি সবচেয়ে উপযোগী?
        . ওয়ার্কশপ                . সেমিনার
        . শিক্ষানবিশ               . কোচিং
২৮    কোন প্রশিক্ষণপদ্ধতিতে একজন কর্মী প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ সম্পর্কে অবগত হতে পারে?
        . ঘটনাপদ্ধতি
        . পদ পরিবর্তন
        . প্রবেশনাপদ্ধতি
        . পর্যবেক্ষণপদ্ধতি
২৯    উচ্চ নির্বাহীদের মধ্যে অহংবোধ দূর করতে নিচের কোন প্রশিক্ষণপদ্ধতিটি কার্যকর ভূমিকা রাখে?
        . অধিবেশন                . ওয়ার্কশপ
        . অনুভূতিপ্রবণ             . সেমিনার
৩০    একজন প্রশিক্ষণার্থী তাত্ত্বিকভাবে অর্জিত জ্ঞান কোন প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবে প্রয়োগ করে?
        . পর্যবেক্ষণপদ্ধতি
        . প্রবেশনাপদ্ধতি
        . শিক্ষানবিশ প্রশিক্ষণ
        . পদ পরিবর্তন
 উত্তর :
. . . . . . . . . ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০. ২১. ২২. ২৩. ২৪. ২৫. ২৬. ২৭. ২৮. ২৯. ৩০.

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.