এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র মডেল টেষ্ট -১২

এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র মডেল টেষ্ট -১২
পূর্ণমান : ১০০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক একই প্রশ্নের উত্তরে সাধু চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয় ]

-বিভাগ : ব্যাকরণ অংশ
  () বাংলা স্বরধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।
অথবা,
() যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো :
মন, গণিত, ঋগবেদ, গ্রীষ্মকাল, খাদ্য, একাডেমি, সংগ্রহ, লক্ষণ
() বাংলা একাডেমি প্রণিত আধুনিক বাংলা বানানের নিয়ম অনুসারে -তৎসম শব্দের বানানের নিয়মগুলো লেখো।      
অথবা,
() নিম্নলিখিত শব্দগুলোর শুদ্ধ বানান লেখো : (যেকোনো পাঁচটি)
গীতাঞ্জলী, মনিষি, নুন্যতম, দারিদ্রতা, কুজ্জটিকা, সর্বশান্ত, প্রণয়ন, ভৌগলিক
  () যোজক কাকে বলে? যোজকের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা করো।        
অথবা,
() নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি সর্বনাম পদ চিহ্নিত করো
আজ আমার বয়স সাতাশ মাত্র। জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে। তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো, যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে
  () যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো :
নব পৃথিবী, সপ্তর্ষি, আয়কর, সহোদর, রাজনীতি, নদীমাতৃক, প্রবচন, গৃহস্থ
অথবা,
() ‘উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে।আলোচনা করো
() গঠন অনুসারে বাংলা বাক্য কত প্রকার কী কী? উদাহরণসহ আলোচনা করো।        
অথবা,
() বাক্যান্তর করো :
(যেকোনো পাঁচটি)
i. লোকটি ধনী কিন্তু কৃপণ। (সরল)
ii. কী ভয়ংকর ঘটনা! (নির্দেশাত্মক)
iii. শিক্ষিত লোককে সবাই শ্রদ্ধা করেন। (জটিল)
iv. আজকাল কোনো জিনিসই সুলভ নয়। (অস্তিবাচক)
v. ভুল সবার হয়। (প্রশ্নবোধক)
vi. মাতৃভূমিকে সবাই ভালোবাসে। (নেতিবাচক)
vii. মরতে তো একদিন হবেই। (প্রশ্নবাচক)
viii. বিপদে অধীর হতে নেই। (অনুজ্ঞাসূচক)
() নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো :    
i. বিরাট গরু-ছাগলের হাট
ii. ইহার আবশ্যক নাই
iii. আপনি স্বপরিবারে আমন্ত্রিত
iv. শকুনের দোয়ায় হাতি মরে না
v. বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি
vi. অন্যায়ের প্রতিফল দুনিবার্য
vii. অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন
viii. শুধুমাত্র সেই পারবে কাজটি করতে
অথবা,
() অনুচ্ছেদের অপপ্রয়োগ শুদ্ধ করো :
নিজ ব্যক্তিত্বের বৈচিত্র্যতা দেখাতে সে সর্বদা সচেষ্ট। লক্ষ্যে বিনা প্রয়োজনে মিটিং চলাকালীন সময়েও যে যখন তখন দাঁড়িয়ে পড়ে, কেউ তার সমালোচনা করলে অপমানবোধ করে সে। নিজের দৈন্যতা সে বুঝতেই পারে না কখনো। তাই নিজ অহংকারবোধ নিয়েই চলতে থাকে সে
-বিভাগ : নির্মিতি অংশ
  () নিম্নলিখিত শব্দগুলোর পারিভাষিক রূপ লেখো :                   (যেকোনো ১০টি)    ১০
Bail, Assembly, Deputation, Credit, Vocation, Mass education, Impeachment, Oath, Prepaid, Registration, Subsidy, White Paper, Legal, Ethics, Hygiene.
অথবা,
() নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো :
Man is the architect of his own life. If he makes a proper division of his time and does his duties accordingly, he is sure to prosper in life. Youth is the golden season of life. In youth the mind can be moulded in any form. It is called seed time of life.
  () বাংলা নববর্ষ উদ্যাপনের ওপর একটি দিনলিপি লেখো।     ১০
অথবা
() বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে দৈনিক পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন লেখো
  () বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কমপক্ষে পাঁচটি বাংলা বাক্যের একটি খুদে বার্তা তৈরি করো।     ১০
অথবা,
() শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখো
১০ () সারাংশ লেখো : ১০
আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের ওপর নির্ভরশীল। লাভ লোভের দুর্নিবার গতি কেবল আগে যাওয়ার নেশায় লক্ষ্যহীন প্রচণ্ড বেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে; মানুষ যদি মূঢ়তাকে জয় না করতে পারে, তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন একপর্যায়ে এসে পৌঁছেছে, যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই। এবার উঠবার সিঁড়িটা না খুঁজলেই নয়
অথবা,
() ভাব সম্প্রসারণ করো :
সুশিক্ষিত লোক মাত্রই     
স্বশিক্ষিত
১১ () ‘নারী শিক্ষার গুরুত্ববিষয়ে বাবা মেয়ের মধ্যে সংলাপ রচনা করো।   ১০
অথবা
() ‘স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছাশক্তিশিরোনামে একটি খুদে গল্প রচনা করো
১২ যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ লেখো : ২০
() বাংলাদেশের পর্যটনশিল্প
() স্বদেশপ্রেম
() পরিবেশদূষণ তার প্রতিকার
() কৃষিকাজে বিজ্ঞান
() আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.