এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেষ্ট -১১

এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেষ্ট -১
বাংলা প্রথম পত্র (অংশ-)
(বহুনির্বাচনি প্রশ্ন)
সময়: ৪০ মিনিট
পূর্ণমান: ৪০
১৫ আমাদের পূর্বপুরুষের পিঠে কিসের মতো ক্ষত ছিল?
) কৃষ্ণচূড়া ) শিমুল
) রক্তজবা ) জবা
নয় নিরবধি/রক্তের নদী
শকুনেরা মেলে ডানা
একদিন শোনো, এই দেশটাতে
দানবেরা দেয় হানা
১৬ উদ্দীপকেরশকুনএবংদানবশব্দ দ্বারা সিরাজউদ্দৌলা নাটকের নির্দেশিত কোন চরিত্রগুলো?
) ক্লেটন, ক্লাইভ ওয়াটস
) শওকত জঙ্গ, ঘসেটি বেগম মীরন ) উমিচাঁদ, মানিকচাঁদ মীরজাফর ) সাঁফ্রের, রানি এলিজাবেথ ওয়ালী খান 
১৭ উদ্দীপকেএই দেশশব্দটি দিয়ে আলোচ্য নাটকের কোন অঞ্চলকে বোঝানো হয়েছে?
) বাংলাদেশ, ভারত পাকিস্তান
) কলকাতা, লাহোর রাজস্থান
) বাংলা, বিহার উড়িষ্যা 
) ঢাকা, মতিঝিল বিক্রমপুর
১৮লোক-লোকান্তরকবিতা অনুসারে আসন্ন বিজয় কার?
) কবিতার ) পাখির
) পাঠকের ) অরণ্যের
১৯চন্দন কাঠকবি আল মাহমুদের কাব্যসত্তাকে কীভাবে প্রকাশ করে?
) উচ্ছলতা ) মধুরতা
) বিমূর্ততা ) নিগূঢ়তা
২০লোক-লোকান্তরকবিতায় কবির অস্তিত্বে চিরায়ত গ্রামবাংলার প্রতিচ্ছবি হিসেবে কোনটি প্রকাশ পেয়েছে?
) পানলতা ) সাদা পাখি
) কাটা সুপারির রং ) চন্দন
২১ কবি আল মাহমুদের মতে কবির সৃষ্টিতে পূর্ণতা আসে কিসের?
) কবিতার উপমাতে
) কবিতার রূপলাবণ্যে
) কবিতার সার্বভৌমত্বে
) কবিতার রহস্যময়তায়
২২তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয়...’ কবির তাকাতে না পারার কারণ
i.
চোখধাঁধানো সৌন্দর্যের জন্য
ii.
সব বাঁধন ছিন্ন করে সৃষ্টির জগতে যাওয়ার জন্য 
iii.
সৃষ্টির প্রেরণায়
নিচের কোনটি সঠিক?
) i ii ) i iii 
) ii iii ) i, ii iii
২৩লোক-লোকান্তরকবিতায় বনচারী বাতাসের সঙ্গে কী দোল খায়?
) পানলতা ) চন্দন
) চেতনা ) চোখ
২৪ফেব্রুয়ারি ১৯৬৯কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
) রক্ত ) ফুল ) নক্ষত্র ) রৌদ্র
২৫কিংবদন্তিশব্দটির অর্থ কী?
) জনশ্রুতি ) অদ্ভুত
) কিংকর্তব্যবিমূঢ় ) বিখ্যাত
২৬ মীরজাফরের বাড়িতে মন্ত্রিসভা অনুষ্ঠিত হয়েছিল
) ১৭৫৬ সালের জুলাই
) ১৭৫৬ সালের ১০ অক্টোবর
) ১৭৫৭ সালের ১৯ মে
) ১৭৫৭ সালের ২০ জুন
২৭ কোন কবিতাটিতে উচ্চারিত হয়েছে ঐতিহ্যসচেতন শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির দৃপ্ত ঘোষণা?
) রক্তে আমার অনাদি অস্থি
) আমি কিংবদন্তির কথা বলছি
) নূরলদীনের কথা মনে পড়ে যায়
) লোক-লোকান্তর
২৮আমি কিংবদন্তির কথা বলছিকবিতায় যুদ্ধ তার প্রতীকরূপে ব্যবহূত হয়েছে
) পানি ) গাছ
) আগুন ) বাতাস
২৯আঠারো বছর বয়সথরো থরো কাঁপে কেন?
) শোকে ) বেদনায়
) অভিমানে ) রাগে
৩০ তারুণ্যের নেতিবাচক দিক বলতে কবি বুঝিয়েছেন
) তরুণদের ক্ষুব্ধ হয়ে ওঠাকে
) দেশ জাতির কল্যাণে অগ্রণী ভূমিকাকে
) তরুণদের খামখেয়ালিপনাকে
) তরুণদের বিদ্রোহী সত্তাকে
৩১আঠারো বছর বয়সকবিতার প্রথম স্তবকে কী প্রকাশিত হয়েছে?
) তারুণ্যের ভয়াবহ রূপ
) তারুণ্যের মাতৃরূপ
) তারুণ্যের শক্তিমত্তা
) তারুণ্যের অসহায়ত্ব
৩২ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসেএতে কোনটি প্রকাশিত হয়েছে?
) যৌবনের ইতিবাচক দিক
) যৌবনের নেতিবাচক দিক
) যৌবনের কলঙ্কিত দিক
) বার্ধক্যের কলঙ্ক
৩৩আঠারো বছর বয়সকবিতায়রক্তদানের পুণ্যকথাটি দ্বারা প্রকাশ পায় 
) মুমূর্ষুকে রক্ত দান করা
) পুণ্য লাভের জন্য রক্ত দান
) শুভ কল্যাণের জন্য রক্ত দান
) সামাজিক অনাচার বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ
৩৪নূরলদীনের কথা মনে পড়ে যায়কবিতায় হঠাত্ কী দেখা দেয়?
) বড় চাঁদ ) বড় তারা
) বড় নক্ষত্র ) বড় সূর্য
৩৫ ...অতীত হঠাত্ কোথায় হানা দেয়?
) অন্তরাত্মায় ) বিবেকে
) বন্ধ দরজায় ) ফসলের মাঠে
৩৬নূরলদীনের কথা মনে পড়ে যায়কবিতার শেষ চরণ কোনটি?
) নূরলদীনের কথা মনে পড়ে যায়
) যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় ) আবার নূরলদীনের একদিন কাল পূর্ণিমায়
) দিবে ডাক, জাগো বাহে কোনঠে সবায় 
৩৭ কবি দিলওয়ার যমুনা নদীর কাছে কী চেয়েছেন?
) যৌবন ) পবিত্রতা
) প্রেম ) বিশ্বস্ততা
বাংলা আমার আমি বাংলার
বাংলা আমার জন্মভূমি
গঙ্গা যমুনা পদ্মা মেঘনা
বহিছে যাহার চরণ চুমি
৩৮ উদ্দীপকের ভাববস্তুতে তোমার পঠিত কোন কবিতার সাদৃশ্য রয়েছে?
) আমি কিংবদন্তির কথা বলছি
) রক্তে আমার অনাদি অস্থি
) লোক-লোকান্তর
) ফেব্রুয়ারি ১৯৬৯
৩৯ উদ্দীপকে ওই কবিতার যে বৈশিষ্ট্য প্রকাশ পায়
i.
স্বদেশপ্রীতি
ii.
নদীমাতৃক বাংলা
iii.
বাংলার প্রকৃতি
নিচের কোনটি সঠিক?
) i ii ) i iii 
) ii iii ) i, ii iii 
৪০ কবি শামসুর রাহমান নিচের কোন পুরস্কার পাননি?
) আদমজী পুরস্কার
) বাংলা একাডেমি পুরস্কার
) আন্তর্জাতিক মাতৃভাষা পুরস্কার
) একুশে পদক

সঠিক উত্তর

বাংলা প্রথম পত্র (বহুনির্বাচনি)
. . . . . . . . . ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০. ২১. ২২. ২৩. ২৪. ২৫. ২৬. ২৭. ২৮. ২৯. ৩০. ৩১. ৩২. ৩৩. ৩৪. ৩৫. ৩৬. ৩৭. ৩৮. খু ৩৯. ৪০.


এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেষ্ট -০১






No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.