এইচএসসি বাংলা ১ম পত্র-মডেল টেষ্ট-০১

এইচএসসি মডেল টেষ্ট -০
বাংলা ১ম পত্র
       ‘অপরিচিতাগল্পের হরিশ কোথায় কাজ করত?
            . কোলপুর        . কানপুর
            . দিনাজপুর       . ফতেহপুর
       প্রদোষ অর্থ কী?
            . সন্ধ্যা             . ত্রুটি
            . সকাল            . বিভ্রম
       বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মৃত্যুদিবস কবে?
  . ডিসেম্বর                    . ডিসেম্বর
  . ডিসেম্বর                   . ১০ ডিসেম্বর
       আগে ঘরে ঘরে মেয়েরা উল দিয়ে নানা রকম শীতের কাপড় তৈরি করত। আজকাল আর খুব একটা দেখা
যায় না। এখন সবই বাজার থেকে কিনে আনতে হয়।চাষার দুক্ষুপ্রবন্ধের কোন ঘটনায় চরিত্র ফুটে উঠেছে?
            . পান্তার সঙ্গে লবণ খাওয়া
            . কাপড় ধুতে সোডার ব্যবহার
            . জমিতে হালের ব্যবহার
            . এন্ডি কাপড় তৈরি
       পরাবলম্বন আমাদের কী করে ফেলে?
            . নিষ্ক্রিয়
. পরনির্ভর
            . সক্রিয়
. আত্মনির্ভরশীল
       ‘আমার পথপ্রবন্ধে কাজী নজরুল ইসলাম কিসের জয়গান করেছেন?
            . নিজ অস্তিত্বের
. নিজ কাজের
            . নিজ সত্যের   
. নিজ অহমিকার
       ছয় দফা দাবি উত্থাপন করেন কে?
            . নুরুল আমিন
. মোখলেছুর রহমান
            . শেখ মুজিবুর রহমান
. আব্দুর রশীদ তর্কবাগীশ
       সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থাকে কী বলে?
            . গণতন্ত্র           . রাজতন্ত্র
            . স্বৈরতন্ত্র          . আমলাতন্ত্র
       ‘নেকলেসগল্পের মূল তাপর্য কী?
            . কষ্ট করলে কেষ্ট মেলে
. অহংকার পতনের মূল
            . লোভে পাপ, পাপে মৃত্যু
. কোনোটিই নয়
১০      মাদাম লোইসেল নিমন্ত্রণে যাওয়ার জন্য কত মূল্য দিয়ে পোশাক কিনতে চাইলেন?
            . ৪০০ ফ্রাঁ        . ২০০ ফ্রাঁ
            . ৫০০ ফ্রাঁ        . ৩০০ ফ্রাঁ
১১      কোন স্থানটি খ্রিস্টান, ইহুদি মুসলমানদের কাছে সমান গুরুত্বপূর্ণ?
            . মক্কা
. গাজা উপত্যকা
            . মদিনা
. জেরুজালেম
১২সাম্যবাদীকবিতায় কবি কাকে বাঁশির কিশোর বলে অভিহিত করেছেন?
            . নিরো             . চার্বাক
            . কৃষ্ণ   . শাক্যমুণি
১৩      ‘সেই অস্ত্রকবিতায় সবচাইতে শক্তিশালী কোন অস্ত্রের কথা বলা হয়েছে?
            . ভালোবাসা     . ক্ষমতা
            . আগুন            . বোমা
১৪      ‘সেই অস্ত্রকবিতায় বারবার বিধ্বস্ত হওয়া নগরী কোনটি?
            . ট্রয়    . ঢাকা
            . মক্কা . এথেন্স
১৫      আঠারো বছর বয়সের তরুণেরা পদাঘাতে কী ভাঙতে চায়?
            . রুদ্ধ দুয়ার
. শেকল বন্ধন
            . সীমার বাঁধন
. পাথর বাধা
১৬      ‘আঠারো বছর বয়সকবিতায় তরুণরা স্বাধীনভাবে চলার ইচ্ছা পোষণ করে
            i. ভীরুচিত্ত বলে
            ii. স্বাধীনচেতা বলে
            iii. সংসয়হীন বলে
            নিচের কোনটি সঠিক?
            . i ii
. i iii
            . ii iii
. i, ii iii
১৭      ‘আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে’—চরণটি আমাদের জাতীয় জীবনের কোন দিক তুলে ধরে?
            . ভাষা আন্দোলন
. স্বাধীনতা আন্দোলন
            . গণ-আন্দোলন
. স্বদেশী আন্দোলন
১৮      কবির চোখে কৃষ্ণচূড়া ফুলকে কেমন মনে হয়?
            . পতাকার লাল বৃত্ত
            . শহীদের রক্ত চোখ
            . যোদ্ধার হাতে রক্ত পতাকা
            . শহীদের ঝলকিত রক্তের বুদ্বুদ
১৯      ‘লোক লোকান্তরকবিতায় কবি কী ছিঁড়ে যাওয়ার কথা বলেছেন?
            . পানলতা
. সবুজ পা
            . বাঁধুনি
. লোকালয়
২০      লোক হতে লোকান্তরে কবি কী শোনেন?
            . আহত পাখির গান
. আহত কবির গান
            . ব্যথিত মানুষের গান
. ব্যথিত শিল্পীর কথা
           
            উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :
            ‘আমি ছিলাম বর, সুতরাং বিবাহ সম্বন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল।
২১      ‘হৈমন্তীগল্পের নায়ক অপুর উক্তির সঙ্গেঅপরিচিতাগল্পের কোন চরিত্রের মিল পাওয়া যায়?
            . হরিশ             . বিনু দাদা
            . শম্ভুনাথ          . অনুপম
২২      উদ্দীপকের অপু এবংঅপরিচিতাগল্পের নায়কের চরিত্রে কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়?
            . দুর্বল ব্যক্তিত্ব
. গুরুজন ভক্তি
            . আভিজাত্য
. আচারনিষ্ঠা

            উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :
            ব্রিটিশবিরোধী আন্দোলনে মাস্টার দা সূর্যসেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে এগিয়ে আসেন তাঁর অনেক অনুসারী। তাদেরই একজন প্রীতিলতা। হামলা করার পর ধরা পড়ার সম্ভাবনা তৈরি হলে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন, তবু আত্মসমর্পণ করেননি
২৩      প্রীতিলতার চরিত্র আঠারো বছর বয়সের কোন বৈশিষ্ট্যকে ধারণ করেছে?
            i. তারুণ্য
ii. আত্মত্যাগ
            iii. সর্বনাশের অভিঘাত
            নিচের কোনটি সঠিক?
            . i ii
. i iii
            . ii iii
. i, ii iii
২৪      উদ্দীপকের ইঙ্গিতপূর্ণ দিকটি নিচের কোন চরণের সঙ্গে সংগতিপূর্ণ?
            . স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি...
            বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি,
            . বয়স জানে রক্তদানের পুণ্য...
            প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য
            . আঠারো বছর বয়স যে দুর্বার...
            দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার
            . বয়সে প্রাণ তীব্র আর প্রখর
            বয়সে কানে আসে মন্ত্রণা
২৫      সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি নাতো—‘সিরাজউদ্দৌলানাটকে কে কথা বলেছে?       
. রাজবল্লভ       . জগেশঠ         
. উমিচাঁদ          . মীরজাফর
২৬      মজিদ আমেনা বিবির চিকিসার ভার নিয়েছিল কেন?
            . মায়ার টানে
. স্ত্রীর অনুরোধে
            . ব্যাপারীর অনুরোধে
. প্রতিশোধের মোহে
২৭      মজিদের মুখে জমিলার থুথু নিক্ষেপ কোন বিষয়টিকে প্রকাশ করেছে?
            . গর্ব   . ক্ষোভ
            . হিংসা             . অহমিকা
২৮ ‘লালসালুউপন্যাসে কোন সড়কের ওপর একটি অপরিচিত লোককে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়?
            . মতিগঞ্জ
. মহব্বতনগর
            . করিমগঞ্জ
. আওয়ালপুর
২৯      ‘গুপ্তচরের সহায়তা ছাড়া আমরা এক পা- এগোতে পারতাম নাসংলাপটি কার?
            . মীরজাফর
. উমিচাঁদ
            . রাজবল্লভ
. জগেশঠ
৩০      উমিচাঁদ চরিত্রটিতে কোন প্রবণতা মুখ্য?
            . ক্ষমতা          
. নবাবি
            . অর্থলোভ       
. বাণিজ্য
উত্তরগুলো মিলিয়ে নাও
. . . . . .  . . . ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০. ২১. ২২. ২৩. ২৪. ২৫. ২৬. ২৭. ২৮. ২৯. ৩০.

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.