এইচএসসি : বাংলা ১মপত্র মডেল টেস্ট-৪

এইচএসসি : বাংলা প্রথমপত্র মডেল টেস্ট-৪
প্রবন্ধ : বিড়াল
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 
     কমলাকান্ত কী হাতে ঝিমাচ্ছিল?
        . বই                . চুরুট
        . হুঁকা       . আফিং
     কমলাকান্তের জন্য রেখে যাওয়া দুধ কে উদরসাকরেছে?
        . প্রসন্ন            . মঙ্গলা
        . ওয়েলিংটন       . মার্জার
     মার্জারমেওবলার মধ্যে কী ছিল?
        . ব্যঙ্গ       . কৌতুক
        . অবজ্ঞা      . গুরুত্বভাব
নিচের উদ্দীপকটি পড়ো এবং নম্বর প্রশ্নের উত্তর দাও
চোরকে স্বাচ্ছন্দ্যে শাস্তি দেওয়া হয়। কিন্তু চোর কেন চুরি করে তা কখনো ভাবা হয় না। ধনীদের শোষণে দরিদ্র তার পেটের ক্ষুধা নিবারণের জন্য চুরি করে
     উদ্দীপকের বর্ণনায়বিড়ালপ্রবন্ধের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে?
       . বিড়ালের চুরি করা      . কমলাকান্তের চুরি করা
        . প্রসন্নের চুরি করা                . নসীরাম বাবুর ভাণ্ডারে চুরি
     উদ্দীপকে উল্লিখিত চোরের শাস্তির বিষয়টিবিড়ালপ্রবন্ধে যে দিকটিকে তুলে ধরে
        . ধনীর শোষণ     . চোরের শাস্তি
        . বৈষম্য দূরীকরণ . সাম্যবাদ প্রতিষ্ঠা
     কমলাকান্ত মার্জারীকে কী দিয়ে তাড়া করে?
        . ভগ্ন যষ্টি  . কঞ্চি
        . ছুরি        . লাঠি
     কমলাকান্ত যষ্টি ত্যাগ করে কোথায় এলো?
        . ঘরে       . বারান্দায়
        . উঠানে     . শয্যায়
     সংসারের ক্ষীর, সর কাদের খাওয়ার কথা বলা হয়েছে?
        . কুকুর     . মানুষ
        . কাক       . মার্জার
     চুরির মূল কে?
        . চোর      . কৃপণ
        . ধনী        . গরিব
১০    আফিংখোর কে?
        . প্রসন্ন              . ডিউক
        . কমলাকান্ত        . ওয়েলিংটন
১১    চোরের ক্ষেত্রে কী কর্তব্য?
        . ক্ষমা               . দণ্ডবিধান
        . কঠোর শাস্তি     . সাধারণ শাস্তি
১২    ধনীর ধন বৃদ্ধি না হলে দরিদ্রের কী ক্ষতি? উক্তিটিতে প্রকাশ পায়
        i. ক্ষোভ
        ii. বেদনা
        iii. প্রতিবাদ
        নিচের কোনটি সঠিক?
        . i ii     . i iii
        . ii iii   . i, ii iii
১৩    কমলাকান্তের ভাবনার সময় যে ক্ষুদ্র শব্দ হয়েছিল তা
        . বিড়ালের . পিন পতনের
        . হুঁকার     . লাঠির
১৪    ক্ষুদপিপাসা বলতে বোঝায়
        . ক্ষুধা-তৃষ্ণা                . ছোট পিপাসা
        . নিজের পিপাসা  . নিজের ক্ষুধা
১৫    বিড়াল চোর হয়েছে কেন?
        . খেতে না পেয়ে          . লোভে
        . স্বভাব দোষে             . অনুকরণে
১৬    চুরির মূল যে কৃপণকৃপণ বলতে বোঝানো হয়েছে
        . ধনীকে    . দরিদ্রকে
        . চোরকে   . বিড়ালকে
১৭    অন্ন বলতে বোঝায়
        . অপর      . চাল
        . ধান        . ভাত
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮ ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও
মল্লিক সাহেবের পোষা কুকুরটি বেশ হৃষ্টপুষ্ট, গায়ের লোমগুলো তেল তেলে উজ্জ্বল। আর পথের ধারের বেওয়ারিশ কুকুরটির ঠিক বিপরীত অবস্থা
১৮    উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার ভাবার্থের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
        . বিড়াল            . চাষার দুক্ষু
        . মাসি-পিসি        . আহ্বান
১৯    উদ্দীপকে প্রবন্ধের যে দিকটি মূর্ত হয়েছে
        . ধনী-দরিদ্র বৈষম্য      
        . পশুর প্রতি ঘৃণা
        . পশুর প্রতি মমত্ব
        . ধনীর বৈশিষ্ট্য
২০    লাঙ্গুর বলতে বোঝায়
        . লাঙ্গুর     . লোম
        . লেজ       . মাথা
২১    সংসারের সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন?— উক্তির মধ্যে প্রকাশ পেয়েছে
        . হতাশা    . ক্ষোভ
        . প্রতিবাদ  . স্বার্থপরতা
২২    ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানে অন্ন খেয়ে ফেলে
        . শিশুরা    . কৃপণরা
        . ধনীরা     . দরিদ্ররা
২৩    জামান সাহেব এলাকার ধনবান ব্যক্তি হলেও এক টাকাও ভিক্ষা দেয় না। জামান সাহেবের সঙ্গেবিড়ালপ্রবন্ধে কার মিল রয়েছে?
        . ধনী       . কৃপণ-ধনী
        . দরিদ্র      . নসিরাম বাবু
২৪    বিড়ালের চরিত্রিক বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি প্রযোজ্য?
        . প্রতিবাদী . লোভী
        . পরিশ্রমী   . অলস
২৫    ‘বিড়ালপ্রবন্ধে বিজ্ঞ চতুষ্পদ বলতে যে প্রাণীকে বোঝনো হয়েছে
        . বিড়াল    . গরু
        . শিয়াল    . কুকুর
২৬    মূর্খ ধনীর কাছে সতরঞ্চ খেলওয়াড়ের স্থানীয় কথাটি যে অর্থে
ব্যবহৃত
        . আদরের  . অবহেলার
        . মমতার    . চক্ষুশূলের
২৭    তোমার কথাগুলো ভারি সোশিয়ালিস্টিক! এখানে সোশিয়ালিস্টিক কোনটিকে ইঙ্গিত করেছে?
        . নীতিগর্হিত       . সমাজতান্ত্রিক
        . ন্যায়নীতিক       . উগ্রসম্পন্ন
২৮    ‘বিড়ালরচনাটির পরিসর ব্যক্ত হয়েছে
        . বিড়ালের মাধ্যমে       
        . প্রসন্নের মাধ্যমে
        . কথক কমলাকান্তের মাধ্যমে
        . বিচারকের মাধ্যমে
২৯    ‘বিড়ালপ্রবন্ধের উদ্দেশ্য হলো
        . ধনী-দরিদ্রের বৈষম্য দূর করা
        . সমাজের দৈন্য দূর করা
        . ক্ষুদ্র প্রাণীদের মূল্যায়ন করা
        . পণ্ডিতবর্গকে যথাযথ মূল্যায়ন করা
৩০    চোরে চুরি করে কারণ
        i. খেতে না পেয়ে
        ii. ধনীরা সম্পদ কুক্ষিগত করে রাখে
        iii. অধিকার বঞ্চিত হয়ে
        নিচের কোনটি সঠিক?
        . i ii           . i iii   . ii iii    . i, ii iii
উত্তরগুলো মিলিয়ে নাও
. . . . . . . . . ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০. ২১. ২২. ২৩. ২৪. ২৫. ২৬. ২৭. ২৮. ২৯. ৩০.

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.