এইচএসসি : বাংলা প্রথম পত্র মডেল টেস্ট-০৩
এইচএসসি : বাংলা প্রথম পত্র মডেল টেস্ট-০৫
১। ‘বিজ্ঞতম
তুমি’ কাকে বলা
হয়েছে?
ক. মেঘনাদ খ. কুম্ভকর্ণ
গ. রামচন্দ্র
ঘ. বিভীষণ
২। ‘ধনীর
দোষেই দরিদ্র চোর হয়। ’ কারণ—
i. ধনীরা ৫০০ জনের খাবার ভোগ করে
ii. ধনীরা সম্পদ চুরি করে
iii. ধনীরা গরিবদের বঞ্চিত করে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii ঘ. i, ii ও iii
৩। রহিমা
কেমন স্বভাবের নারী?
ক. রাগী ক. অত্যন্ত
ধূর্ত
গ. ভীতু ঘ. চটপটে
৪। ‘সেই
অস্ত্র’ কবিতায়
অস্ত্র শব্দটি কোন শব্দের নামান্তর?
ক. ঘৃণা খ. ভালোবাসা
গ. স্নেহ ঘ. মায়া
৫। আবেস্তা
কাদের ধর্মগ্রন্থ?
ক. আরবদের
খ. কাপালিকদের
গ. মিসরীয়
দেবী পূজারীদের ঘ. ইরানি
অগ্নি উপাসকদের
৬। বৃক্ষের
দিকে তাকালে জীবনের কী সহজ হয়?
ক. সার্থকতা খ.
তাৎপর্য
গ. সফলতা ঘ.
গুরুত্ব
৭। ‘মৌমাছি
একজোট হয়ে মৌচাক তৈরি করে। এদের মধ্যে রয়েছে শৃঙ্খলা। ’ এখানে
মৌমাছির সঙ্গে ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পের
কোন চরিত্রের সাদৃশ্য আছে?
ক. বাঘের খ.
সিংহের
গ. পিঁপড়ার ঘ.
নেকড়ের
নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
দেবীপুর গ্রামের প্রান্তিকজনরা এক বেলা ক্ষেতে কাজ করে, বাকি
বেলা গঞ্জে তরকারি বিক্রি করত। এখন তারা গ্রাম থেকে গঞ্জে অটোরিকশা চালায়, অবসরে
চায়ের দোকানে গল্প করে। আপাত তাদের উন্নয়ন দেখলেও অর্থনীতির অবস্থা তাদের পূর্বের
মতোই আছে। মোড়ল মজিবর হাওলাদার বিষয়টি সবাইকে বোঝালেন।
৮। উদ্দীপকের
অটোরিকশা চালনার সঙ্গে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কিসের তুলনা করা হয়েছে?
ক. পাটকল খ. বস্ত্রশিল্প
গ. রেশম
শিল্প ঘ. মৃিশল্প
৯। উদ্দীপকের
মজির হাওলাদার ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের কোন চরিত্রের
প্রতিনিধিত্ব করে?
ক. তিতুমীর খ.
চিত্তরঞ্জন
গ. ভাসানী ঘ.
শেরেবাংলা
১০।
বিড়াল কেন খাওয়া না পেলে চুরি করবে?
i. সংসারের মাছ-মাংসে তার অধিকার আছে
ii. পেটের ক্ষুধা আদর্শ বোঝে না
iii. সময়মতো খাবার পায় না বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১১।
‘আমার পথ’ প্রবন্ধে
নজরুল ইসলাম নিজকে চেনা বলতে বুঝিয়েছেন—
i. নিজের সত্যকে চেনা
ii. নিজের অস্তিত্বকে চেনা
iii. নিজের ধনসম্পদ চেনা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১২।
তৃতীয়বার কোন মাসে লেখক গ্রামে এসেছিলেন?
ক. ভাদ্র
মাসে খ. আশ্বিন
মাসে
গ. কার্তিক
মাসে ঘ. অগ্রহায়ণ
মাসে
১৩।
আহ্লাদি অস্ফুট আর্তনাদের মতো শব্দ করে কেন?
ক. মাসির
কথা শুনে
খ. রহমানের
দিকে তাকিয়ে
গ. কৈলাশের
কথা মনে করে ঘ. মামলার কথা শুনে
১৪।
‘নেকলেস’ গল্পে মি. লোইসেল
সম্পর্কে কোনটি যথার্থ?
ক. সৎ, কর্মনিষ্ঠ, ধৈর্যশীল
খ. পরিশ্রমী, সৎ, কৌতূহলী
গ. অসহিষ্ণু, সৎ, উচ্চাকাঙ্ক্ষী ঘ. ধৈর্যশীল, পরিশ্রমী ও বিলাসী
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে মোরা পরের তরে
১৫।
উদ্দীপকের সঙ্গে নিচের কোন প্রবন্ধের সাদৃশ্য রয়েছে?
ক. সংস্কৃতি
কথা খ. বাঙালির
বাংলা
গ. জীবন ও
বৃক্ষ ঘ. সভ্যতার
সংকট
১৬।
জীবনে সার্থকতা লাভের জন্য কী দরকার?
ক. লেখাপড়া
খ. সাধনা
গ. পরোপকার ঘ. দান
১৭।
‘সাম্য’ অর্থ কী?
i. সমদর্শিতা
ii. সমতা
iii. সাদৃশ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮।
কর্মজীবনে জীবনানন্দ দাশ কী করতেন?
ক. সংবাদকর্মী খ.
গীতিকার
গ. অধ্যাপনা ঘ. ব্যবসায়
১৯।
আঠারো বছর বয়স কাঁদতে জানে না কেন?
ক. বন্ধনহীন
বলে খ. দুঃসাহসী
বলে
গ. স্বেচ্ছাচারী
বলে ঘ. সাহসী
বলে
২০।
‘ফেব্রুয়ারি
১৯৬৯’ কবিতার
আড়ালে প্রকাশ পায়—
i. ভাষাশহীদদের মহান আত্মত্যাগ, অবদান
ii. দেশপ্রেম
iii. মুক্তিযুদ্ধ ’৭১
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২১।
কবি আল মাহমুদের প্রকৃত নাম কী?
ক. মীর
মুহাম্মদ আল মাহমুদ
খ. সুলতান
মীর আল মাহমুদ
গ. মোহাম্মদ
আল মাহমুদ
ঘ. মীর
আবদুস শুকুর আল মাহমুদ
২২।
বাংলার ঐতিহ্যিক অনুষঙ্গ ফুটে উঠেছে কোন চরণে?
ক. রূপে তার
যেন এত ভয়
খ. বনচারী বাতাসের তালে দোলে
পানলতা
গ. আমার এ
চেতনার মণি
ঘ. কবিতার
আসন্ন বিজয়
২৩।
সিরাজের পতন কে না চায়—সংলাটি কার?
ক. রায়দুর্লভ খ.
মীরজাফর
গ. উমিচাঁদ ঘ. ঘসেটি
বেগম
২৪।
নাটকের শুরুতেই কিসের আভাস দেওয়া থাকে?
ক. দ্বন্দ্বের খ. ঘটনার
গ. পরিণতির ঘ.
দুঃখের
২৫।
মীরজাফরের দৃষ্টিতে রাইসুল জুহালা—
i. খুব চালাক
ii. ধূর্ত iii. বাচাল
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৬।
মজিদের সমৃদ্ধি, যশ, মান ও সচ্ছলতার নিয়ামক কী?
ক. মসজিদ খ. কবর
গ. দোয়া-কালাম ঘ. খালেক
ব্যাপারী
নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
অতি শৈশবে সেঁজুতির বিয়ে হয়েছিল জনৈক বৃদ্ধের সাথে। বৃদ্ধের মৃত্যুর পর
সেঁজুতি এখন বাবার বাড়িতে পিসির সাথে থাকে।
২৭।
উদ্দীপকের সেঁজুতি ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের
প্রতিনিধি?
ক. রহিমা খ. হাসুনির
মা
গ. জমিলা ঘ. আমেনা
২৮।
উদ্দীপকের সঙ্গে মিল হলো—
i. স্বামী মারা যাওয়া
ii. বাপের বাড়িতে অবস্থান
iii. স্বেচ্ছাচারী জীবনযাপন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৯।
খোদা শিলা ছোড়ে কী কারণে?
ক. মন্দ
মানুষ তাড়াতে খ. রোগবালাই
তাড়াতে
গ. শয়তান
তাড়াতে
ঘ. জিন-পরি তাড়াতে
৩০।
সিরাজউদ্দৌলার প্রধান বাধা কী ছিল?
ক. প্রাসাদ
ষড়যন্ত্র
খ. পরিবারপ্রীতি
গ. ইংরেজদের
ষড়যন্ত্র ঘ. ফরাসিদের
ষড়যন্ত্র
উত্তরগুলো
মিলিয়ে নাও
১. ঘ ২. গ ৩.
গ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. গ ৮. গ ৯.
গ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩.
ঘ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭.
ক ১৮. গ ১৯. ক ২০. ঘ ২১.
ঘ ২২. খ ২৩. ঘ ২৪. ক ২৫.
ক ২৬. খ ২৭. খ ২৮. ক ২৯.
গ ৩০. ক
No comments